Ovi Store থেকে .sis ফাইল সেভ করুন আপনার মোবাইল দিয়ে (সবচেয়ে সহজ পদ্ধতি )।

ভাইয়ের নিকট প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এ জন্য যে আমার টিউনের টাইটেল এবং কিছু বাংলা লেখা উনার টিউন থেকে কপি করা। কারন আমি খুব তাড়াতাড়ি বাংলা লেখতে পারিনা। যদিও আমি টেক্টিউনের মেম্বার হয়েছি অনেক আগে কিন্তু টিউন করা হয়ে উঠেনি নিজের personal কাজের জন্য। তাই সাহস করে এই টিউন টি করতে বসলাম এবং এটিই আমার প্রথম টিউন। যাই হোক মূল প্রসংগে আসি। যারা expert তাদের জন্য নয়।

আমরা প্রায়শই নোকিয়া ovi store থেকে theme, game  ইত্যাদি download করে থাকি । কিন্তু এ গুলোর ব্যাক আপ  কপি আমরা নিজেদের কাছে রেখে দিতে পারিনা। আজকে আমি দেখাব কিভাবে ব্যাক আপ  কপি save করে রাখা যায়?

এ জন্য আপনার মোবাইলে UC browser (8.4 version হলে ভালো হয়) install থাকতে হবে।   UC browser এর যেখানে link address লিখতে হয় সেখানে store.ovi.com লিখুন। No thanks অপসন চেপে মূল site এ যান।  এর পর আপনার পছন্দের এপ্লিকেশনটি স্বাভাবিক নিয়মে ডাউনলোড শুরু করুন। তখন UC browser দেখাবে আপনি কোথায় save করতে চান? তারপর আপনার পছন্দ মত folder এ save করে রাখুন। ফলে পরবর্তীতে নিজের ইচ্ছেমত install, uninstall করতে পারবেন।

উল্লেখ্য স্বাভাবিক নিয়মে nokia store থেকে শুধুমাত্র আপনি download এবং install করতে পারবেন কিন্তু backup copy রাখতে পারবেন না।

যদি এই টিউন টি ভাল লাগে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি Mohammed Gulzar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Valoi likhechen… Aro valo valo post er opekkha kori…

Level 2

Thanks for tips