খুব ই সিম্পল। ওভি স্টোর থেকে .sis ফাইল সেব করে রাখুন আপনার পছন্দের ড্রাইবে। প্রথমে আপনার ডিফোল্ট ব্রাউজার দিয়ে store.ovi.com এ জান। এর পর আপনার পছন্দের এপ্লিকেশনটি স্বাভাবিক নিয়মে ডাউনলোড শুরু করুন। ডাউনলোড কমপ্লিট হলে আপনাকে প্রশ্ন করা হবে ( an axemple) "install skype?" এখানে yes না চেপে মিনিমাইজ করে আপনার এক্সপ্লোরটা ওপেন করুন। এবার c:\system\dmgr\10008d39\contents গিয়ে আপনার ডাউনলোড কৃত .sis ফাইলটি পাবেন, ফাইলটি এখান থেকে কপি করে আপনার পছন্দের ফোল্ডারে পেস্ট করুন। কাজ শেষ। এখন আপনিই ইচ্ছে করলে ডিফোল্ট ব্রাউজার থেকে cancel করে ফাইল ম্যানেজার থেকেও ইন্সটল করতে পারবেন ডাউনলোড ছাড়াই। এভাবে আপনি আপনার ডিফোল্ট ব্রাউজার থেকে প্রায় সব .সিস ফাইল ই সেব করে রাখতে পারবেন। তবে যে সকল এপ্লিকেশন ডাউনলোড দিলে (an axemple) "download and install bangla_dictionary" লেখাটি দেয়, এমন এপ্লিকেশন এর ক্ষেত্রে এই সূত্র প্র্যযোজ্য নয়। এই সূত্র কারো জানা থাকলে দয়া করে জানাবেন।
আমি স্বপ্নপোকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানা ছিল না ভাল একটি টিপস শিখলাম, ধন্যবাদ