বাংলাদেশের সবচেয়ে কম দামের সেরা ৫টি অ্যান্ড্রয়েড স্মার্টফোন

আসসালামু আলাইকুম ওয়া রমাতুল্লাহি ওয়া বারাকাতু

বন্ধুরা সবাই কেমন আছেন। সবাইকে ঈদের অভিনন্দন। একসময় অ্যান্ড্রয়েড মোবাইল ছিল কল্পনার বিষয়, আর এখন আমাদের মধ্যে প্রায় অধিকাংশই অ্যান্ড্রয়েড মোবাইল ব্যাবহার করে। অ্যান্ড্রয়েড মোবাইল এখন অনেক কম দামে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের বাজারেও অনেক রকমের অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে। আজকে আলচনা করব সবচেয়ে কম দামের অ্যান্ড্রয়েড মোবাইলফোন নিয়ে।

 

MAXIMUS MAX 901

MAXIMUS MAX 901 এটাই এখন সবচেয়ে কম দামের অ্যান্ড্রয়েড মোবাইলফোন

 

SYMPHONY XPLORER W5

 

WALTON PRIMO

 

SYMPHONY XPLORER W10

 

SYMPHONY XPLORER W25

আমার মতে কম দামের অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে WALTON PRIMO।

 

 

 

https://www.facebook.com/easines (my profile)

https://www.facebook.com/onlytrue.es (like this page)

https://www.facebook.com/groups/Unemployeds.shop (fun group)

Level 0

আমি Muhammad Easin Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাইয়া। আমি এন্ড্রয়েড , সিম্বিয়ান, জাভা, এগুলো কি জানতে চাই। এগুলো চিনার ঊপায় কি?

    @amir omar: এগুলো মোবাইল ফোনের অপারেটিং সিস্টেম |স্মার্ট ফোনের অপারেটিং সিস্টেম |

    @amir omar: এগুলো মোবাইল ফোনের অপারেটিং সিস্টেম। আপনি যে মোবাইল কিনবেন তাতে স্পেসিফিকেশন দেখে বুজতে পারবেন সেটা কোন অপারেটিং সিস্টেম। লেটেসট এন্ড্রয়েড এর মধ্যে (2.3 gingerbread), (4.0ice cream sandwich) এবং (4.1j elly bean). আপনি এই অপারেটিং সিস্টেম দেখে সহজেই এন্ড্রয়েড ফোন চিনতে পারবেন।

onek sundor post..

Level 0

শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। মাঝে মধ্যে অফডেট নিউজ ফেলে খুব ভাল লাগে।

Level 0

দামসহ দিলে মনে হয় আরও ভাল হতো …

Level 0

কিনতে যে পারছিনা

আচ্ছা এগুলোর স্ক্রিনের টাচ কেমন? স্যামস্যাং চ্যাম্প এর মতো নাতো? আমি মুলত একটা ফোন চাই যেটাতে বাংলা এবং আরবী টাইপিং এর সুবিধা আছে। ঐগুলিতে কি আছে?

android 2.3 te java app play korar kono valo app ace ki? plz help…..

সবচে কম দামি Android 4.0 (Ice Cream Sandwich) আছে, ভাল processor+graphics ওয়ালা কোন সেট এর নাম বলতে পারেন???

Branded এর মধ্যে আমি এটার কথা জানি—
http://www.gsmarena.com/sony_xperia_tipo_dual-4832.php

নন Branded/ Chinese কিছু জানেন??

উত্তর এর অপেক্ষায় রইলাম…

Level 0

কম দামের মধ্যে Symphony Xplorer W100 সেট টা চরম। আমি গত মাসে এটা কিনেছি। এক কথায় অসাধারন। টাচ অনেক ভাল। 4GB ROM, 512MB RAM,1 GHz CPU, তাই স্পীড খারাপ না। ভিডিও ফরম্যাট MKV,AVI এমন কি Blueray ও সাপোর্ট করে। আর 3G,Wi-Fi Hotspot এসব তো আছেই।
বর্তমান দামঃ ১৯৯৯০ টাকা।

Level 0

5000 tk er vetor kon phn ta valo hobe aktu janan….plz

Level 0

MAXIMUS MAX 901, SYMPHONY XPLORER W5, SYMPHONY XPLORER W10 এই তিনটা সেট কি dual sim? জানাবেন pleas .

    @Raihan k.: MAXIMUS MAX 901 সম্পর্কে কিছু বলতে পারছিনা কারন তাদের সাইট এ বিস্তারিত দেওয়া নেই। তবে SYMPHONY XPLORER W10 dual sim, কিন্তু SYMPHONY XPLORER W5 এর ব্যাপারে কিছু বলতে পারছি না তবে মনে হয় dual sim হবে।

Level 0

সুন্দর পোস্ট
MicroMax X550 সেটটা full touch screen. java supported.
What is its operating system? Is it smart phone or iPhone?

WALTON PRIMO এর CPU সম্বন্ধে বলেন, ও wi-fI আছে কিনা বলেন । ধন্যবাদ

@niakash: আপনাকে ধন্যবাদ।

অনুগ্রহ করে জানাবেন কি Symphony explorer w25 নাকি Walton Primo কোন সেট টা সব দিক থেকে ভাল হবে ? উত্তরের অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ ।

Level 0

@ মুহাম্মদ ইয়াসিন ইসলাম……….vai tahole kom damer moddhe ei phn gulo theke konta kinle better hbe……..ektu help koren plzzz…….

    @miton121: আমার মতে কম দামের অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে WALTON PRIMO।যদি বাজেট বাড়াতে পারেন তবে নিতে পারেন symphony w25. সব কিছু প্রায় একই, WALTON PRIMO cpu 1000mhz, আর symphony w25 800mhz. এখন আপনার ইচ্ছা আপনি কোনটা কিনবেন।

ভাই আমি একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনতে চাসসি। আমার বাজেট ১৪০০০ টাকা। আমার চাহিদা হসসে ক্যামেরা মোটামুটি ভাল হবে, সামনে ক্যামেরা থাকবে ভিডিও কলিং করার জন্ন,প্রসেসর dual core হবে, র‍্যাম মোটামুটি একটু বেসি হবে, ডিসপ্লে বড় হবে, আমি এর বেসি কিছুই জানি যে আর কিকি ভাল হলে সেট টার পাফরমেন্স ভাল হবে এই বাজেতের মধ্যা। একারণেই আমি আপনার দরস্থ হয়েসি। আমি মনে মনে দুটো সেট ঠিক করেসি walton primo r1 এবং symphony w90. এখন আপনি ডিসিশন দিন যে কনটা কিনলে আমি মোটামুটি অ্যান্ড্রয়েড এর সাধ গ্রহন করতে পারব। যদি এর থেকে ভাল কোন কিছু জানা থাকে তাহলে আমাকে জানা বেন।

Level 0

tarikulislam@ আপনার বাজেট যেহেতু ১৪০০ টাকা। আপনি symphony w125 কিনতে পারেন। দাম পড়বে ১৪৯৯০ টাকা। ৯৯০ টাকা বেশি। কনফিগারেসনঃ
প্রসেসরঃ মিডিয়াটেক MT6589, কোয়াড কোর কর্টেক্স এ৭ বেজড প্রসেসর।
র‌্যামঃ ১ গিগাবাইট , ৯৭৬ মেগাবাইট ইউজার এভেলেবেল।
জিপিইউঃ PowerVR SGX 544MP
ডিসপ্লেঃ ৪.৫ ইঞ্চি qHD, IPS ডিসপ্লে ( ৫৪০X৯৬০ রেজুলেসন), মাল্টি টাচ সাপোর্ট।
ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল অটোফোকাস ব্যাক ক্যামেরা উইথ BSI সেন্সর, ১ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা, এইচডি ভিডিও রেকর্ডিং অ্যান্ড প্লেব্যাক (1080P)।
স্টোরেজ ক্যাপাসিটিঃ অ্যাপ্লিকেশন ইন্সটলের জন্য ১ গিগাবাইট এবং অন্যান্য ডেটা স্টোরেজের জন্য ১.৭০ গিগাবাইট। সঙ্গে মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে ৩২ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়ানোর সুবিধা রয়েছে।
কোয়াড কোর সিপিইউ, ১ গিগাবাইট র‌্যাম এবং Power VR SGX 544MP জিপিইউ এর জন্য আপনি সব ধরনের HD গেম অনায়েসে খেলতে পারবেন।