ঝাঁকিয়ে লক আনলক করুন সেলফোন!!!!!!!!!

কাজ শেষে কিংবা কাজের শুরুতে সেলফোন লক-আন করা অনেকের কাছে বিরক্তিকর মনে হতে পারে। তবে চাইলে এবার ঝাঁকিয়েই লক-আনলকের কাজটি করা যাবে। সেজন্য প্রয়োজন হবে মাত্র ০.০২ মেগাবাইট আকারের একটি অ্যাপ্লিকেশন [অ্যাপস] ”সেইক লক”। আকারে ছোট হলেও এটি অত্যান্ত কার্যকরি। ব্যবহার করা জন্য অ্যাপসটি ডাউনলোডের পর ইন্সটল করে নিতে হবে। তবে জাভা ব্যবহারকারিদের জন্য ইন্সটল করার প্রয়োজন হবে না। উভয়ের ক্ষেত্রেই অ্যাপসটির কাছ থেকে পুরোপুরি সুবিধা আদায় করার জন্য সেটিংস থেকে কিছুটা পরিবর্তন করে নিতে হবে। সেটিং মেন্যুর Auto Start, Hide Running, On or Off এবং Sensitivity অপশন থেকে প্রয়োজন মতো সাজিয়ে নেওয়া যাবে। তবে মনে রাখতে হবে Sensitivity অপশনটি যত কম বেশি করে রাখা হবে সেলফোন লক-আন করতে হলে ততো হালকা কিংবা জোড়ালোভাবে ঝাঁকানো প্রয়োজন হবে। জাভা ও সিম্বিয়ান ব্যবহারকারিরা এটি ডাউনলোড করতে পারবেন http://store.ovi.com/content/304647?clickSource=related%2Bcontent&contentArea=applications&pos=8 লিংক থেকে। আর অ্যান্ড্রয়েড ব্যবহারকারিদের গুগল প্লে থেকে  সেইক লক লিখে সার্চ করেও এটি ডাউনলোড করতে পারবেন।

 

ভালো-লাগলে লাইক দিন।

Level 0

আমি একাকী নির্জন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালো লাগে প্রযুক্তিকে জানতে। প্রযুক্তি ভাবনা জানাতে। পড়াশুনা টেক্সলাইল ইঞ্জিণিয়ারিং নামের এক মাথা নষ্ট সাবজেক্টে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

nice, ami nokia 6730c use kori, ami parbo ki?

vaia ami iphone use kori ami ei apps ta kivabe use korbo? apple store ki ache?

Level 0

what about android?

Level 0

@bdboyy999 অই ব্যাটা! কানা নাহি আফনে?
ekaki_nirjone@ tnx bro…

Level 0

খুবই ভালো….