দুটি মোবাইল দিয়েই তৈরী করুন সিকিউরিটি ক্যামেরা!!

আস্‌সালামু আলাইকুম, কেমন আছেন সবাই আশা করি ভালই আছেন। পড়া ও পড়ানোর ঝামেলায় ও সময় সল্পতায় টি.টিতে আসা যাওয়া কম হয়। যখনি আসি তখন আপনাদের ভাল ভাল টিউন পড়ে মুগ্ধ হই। যাইহোক এবার কাজের কথায় আসি, আমি আজ ৩ বছর যাবত নকিয়া সিমবিয়ান v3 ইউজার যার সুবাদে কয়েকশ সফ্টওয়ার ব্যবহারের সুযোগ হয়।

কিন্তু এর মধ্যে কিছু কিছু সফ্টওয়ার সত্যিই খুব মজাদার, এর মধ্যে একটি হল screencam. এই সফটের মাধ্যমে আপনারা সিমবিয়ান s60v3 ফরমেটের দুটি মোবাইল থেকে যেকোন একটি কে মনিটর ও অপরটিকে কেমেরা বানাতে পারবেন। এবং গোরুত্বপূর্ণ দৃশ্য দেখামাত্র স্নেপ দিয়ে সেভ করে রাখতে পারবেন।

  • ১| এখান থেকে প্রথমে সফ্টওয়ারটা নামিয়ে উভয় সেটে ইনস্টল করুন। এবং উভয় সেটের ব্লোটুত ওপেন করুন।
  • ২| *দুটি মোবাইলের scrncams60অপেন করুন।
  • ৩| এবার যে সেটকে কেমেরা বানাতে চান তাতে নিচের মত স্টার করুন। এবং অপর সেটে কানেক্ট সিলেক্ট করে ব্লোটুতের মাধ্যমে কানেক্ট করুন। নিচে কিছু স্ক্রিনসট দিলাম।

  • ৪| এবার অপরটিতে নিচের মত কানেক্ট করুন

  • ৫| এবার উপভোগ করুন;

আশাকরি সফল হয়েছেন। এবার ইচ্ছা করলে গোরুত্বপূর্ণ দৃশ্য দেখামাত্র স্নেপ দিয়ে সেভ করে রাখতে পারবেন। কেমন লাগল জানাতে ভূলবেন না কিন্তূ। আর হে আমি কিন্ত হেক্‌ডকৃত মোবাইলে টেস্ট করেছি। যদি সফ্টটা ইনস্টল না হয় তাহলে আপনার মোবাইল দু’টি হেক করে নিবেন।

এমন আরও মজার কিছু সফট আছে (যার আলোচনা আমি টিটিতে দেখি নাই।) আপনাদের উৎসাহ পেলে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ।

বুঝতে অসুবিদা বা কোন সমস্যা হলে .............ফেইসবুকে আমি

Level 0

আমি মনীরুল আমীন আল-মুশতাক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 119 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এ পার ভেঙ্গে ওপার গড়া এইতো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধা বেলা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ধন্যবাদ , অনেক ভাল একটি টিউন করার জন্য , আরও টিউন করবেন , আপনার সফটওয়্যার টি খুব ই কাজের ।

Level 2

অনেক ধন্যবাদ . moja laglo and kajero. noton post den ai typer.

ভালাই মনে হয় , তয় আমার মুবাইলে কেমেরা নাই 😉

Level 2

valo tune erokom aro chai. Ami china set a like Symphony FT40 te emon ekta recorder install korte chai. ja kotha bolar sathe shathe automatically memory card a svae hobe. erokom kono java soft thakle share koren.

    @farhadjoy: আপনাকে ধন্যবাদ। তবে জাভা ভাল মানের কোন রেকর্ডার নেই। যখন পাব তখন শেয়ার করব ইনশাআল্লাহ।

Pls, Link ta abar den, akhonto kaj hocche na,

wow!!! great, nice collection, ami nokia 6730c use kori, amar jonno khub valo hobe…… waiting for your tune……….. if you don’t mind your can give me the latest mobile software link on my mail
: [email protected] :

    @digitallover_1991: আপনাকে ধন্যবাদ। আসলে ভাই আমি একক কোন লিংক বা সাইট থেকে সফ্ট গুলো লোড করিনি য়েখানে যেটা পেয়েছি সেটাই লোড করে রেখেছি। তবে অচিরেই সঙ্গে থাকলে একটা মজার সফট গিফট দিব। আর তা হল আমার মডিফাইকৃত কম্পিউটারে সেই বাংলা ভয়েছ ঘড়িটি। যা s60v3 তে ব্যবহার করতে পারবেন।

Level 0

nokia 6120c set a soft ta kaj kore na plz new akta link then jnu 6120c te kaj kore plz

    @BoKa_seLe: আমি কিন্তু ৬১২০সিতে অনেকদিন সফটা ব্যবহার করেছি।চেষ্টা করুন অবশ্যই হবে। আপনাকেও ধন্যবাদ।

    @BoKa_seLe: আমি কিন্তু ৬১২০সিতে অনেকদিন সফটা ব্যবহার করেছি।চেষ্টা করুন অবশ্যই হবে। আপনাকে ধন্যবাদ।

Level 0

আমি নকিয়া সি টু 01 থেকে লাপটপে এই টিকনিকে দেখতে চাই । উপায় থাকলে জানাবেন ।

    @sumon70: দু:খিত ভাই আপনার সেটটি জাভা সার্পোটেড তাই এমন কোন সফট আপদত আমার কাছে নেই। আপনাকে ধন্যবাদ।

Level 0

নতুন জিনিস শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

সফটটা কিন্তু ব্লুটুতের সাহায্যে চলে তাই ব্লুটুতের সিমা যতটুক ততটুক পর্যন্ত দুরথেকে ব্যবহার করতে পারবেন।

The file link that you requested is not valid.

ভাই,S60V5 এর জন্য থাকলে অবশ্যই জানাবেন।

    @Homo sapiens: ভাই এই সফট s60v5 তেও সর্ফোট করে ।আমি নকিয়ার c6.01 সেটটিতে চলে। আশা করি সব s60v5 ই চলবে।

Level 0

ভাল টিউন, ধন্যবাদ লেখককে।

Level 2

সুন্দর।
লিংক কাজ করে না। নতুন লিংক দিন। ধন্যবাদ।

    @azad2000: লিংকে কোন সমস্যা নাই। আসল সমস্যা হল 4shared এ যাদের একাউন্ট নেই তারা এই সফটটা ডাউন করতে পারবেন না। তাই ফ্রি একটা একাউন্ট আগে খুলে নিবেন। তার পর চেষ্টা করবেন।

নামাইতে পারি না , সাইন ইন করতে কয় । মিডিয়া আগুন এ দেন

Level New

vi parle amake aktu mail kore software ta pathiya din.
[email protected]

Level 0

Vhai download hocche na. Please mediafire-e link den. Othoba [email protected] -address-e mail koren

The file link that you requested is not valid.

যাদের ডাউনলোড করতে সমস্যা হচ্ছে তারা এখানে দেখুন….https://www.techtunes.io/mobileo/tune-id/112845

ভাই গোয়েন্দাগিরি করা যাবে । অনেক সুন্দর সফট দিয়েছেন। ধন্যবাদ

Level 0

আমার N70 তে কি হবে? মাওলানা সাহেব।

অনেকদিন পর হলেও একটা গোপন কথা কই।এডমিন ভাই যে লিংকের যে সফট. দিয়েছেন।সেটা .rar format এর।এই rar ফরম্যাটটা জাভা মোবাইল দিয়েই খোলা যাবে।তার জন্য আপনার java মোবাইলে থাকতে হবে (CENTURION)মিডিয়া প্লেয়ার।এটা দিয়ে এই একটা রার ফরম্যাট খুলেছি।

Vaya amar 4shared e account ase.kintu,download korte gele..(Invalid link
The file link that you requested is not valid) dekhai. Kindly.soft ta jodi diten…my handset nokia n95 s60v3.