আস্সালামু আলাইকুম, কেমন আছেন সবাই আশা করি ভালই আছেন। পড়া ও পড়ানোর ঝামেলায় ও সময় সল্পতায় টি.টিতে আসা যাওয়া কম হয়। যখনি আসি তখন আপনাদের ভাল ভাল টিউন পড়ে মুগ্ধ হই। যাইহোক এবার কাজের কথায় আসি, আমি আজ ৩ বছর যাবত নকিয়া সিমবিয়ান v3 ইউজার যার সুবাদে কয়েকশ সফ্টওয়ার ব্যবহারের সুযোগ হয়।
কিন্তু এর মধ্যে কিছু কিছু সফ্টওয়ার সত্যিই খুব মজাদার, এর মধ্যে একটি হল screencam. এই সফটের মাধ্যমে আপনারা সিমবিয়ান s60v3 ফরমেটের দুটি মোবাইল থেকে যেকোন একটি কে মনিটর ও অপরটিকে কেমেরা বানাতে পারবেন। এবং গোরুত্বপূর্ণ দৃশ্য দেখামাত্র স্নেপ দিয়ে সেভ করে রাখতে পারবেন।
আশাকরি সফল হয়েছেন। এবার ইচ্ছা করলে গোরুত্বপূর্ণ দৃশ্য দেখামাত্র স্নেপ দিয়ে সেভ করে রাখতে পারবেন। কেমন লাগল জানাতে ভূলবেন না কিন্তূ। আর হে আমি কিন্ত হেক্ডকৃত মোবাইলে টেস্ট করেছি। যদি সফ্টটা ইনস্টল না হয় তাহলে আপনার মোবাইল দু’টি হেক করে নিবেন।
এমন আরও মজার কিছু সফট আছে (যার আলোচনা আমি টিটিতে দেখি নাই।) আপনাদের উৎসাহ পেলে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ।
বুঝতে অসুবিদা বা কোন সমস্যা হলে .............ফেইসবুকে আমি
আমি মনীরুল আমীন আল-মুশতাক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 119 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এ পার ভেঙ্গে ওপার গড়া এইতো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধা বেলা।
nokia 6120c set a soft ta kaj kore na plz new akta link then jnu 6120c te kaj kore plz
অনেক ধন্যবাদ , অনেক ভাল একটি টিউন করার জন্য , আরও টিউন করবেন , আপনার সফটওয়্যার টি খুব ই কাজের ।