আসসালামুআলাইকুম.
কেমন আছেন বসেরা?
সব বসি বসি টিউনের মাঝে আমার নন বসি টিউন করে বসলাম।কাজে আসুক না আসুক আপনার সময় নষ্ট করতে পেরে আমি গর্বিত সবাই যে হাজী মোহাম্মদ মোহসীন হবে তার কোন গ্যারান্টি আছে নাকি?? 😆 আমার মত দু এক জন হিটলারের 👿 প্রয়োজনও আছে নিশ্চয়!!
হি হি হো হো হাাা
এখানে হুমায়ুন আহমেদের একটা নাটকের অংশ মনে পড়ে গেল। তিনি উপন্যাসিক হিসেবে কেমন সে বিতর্কে যাব না। তবে তার ভেতর কিছু একটা ছিল। অসাধারণ নাট্যকার ছিলেন স্যার হুমায়ুন আহমেদ। সেদিন তার নক্ষত্রের রাত্রি - নামের একটি নাটকে শুনলাম এমন একটি উক্তি ‘হাজ্বী মোহাম্মদ মোহসীনও কিন্তু স্যার নিজের টাকা দান করেন নি . নিজে ভাত খাওয়ার পয়সাওতো ছিল না। শেষ কালে বোনের টাকা পেয়ে সে পয়সা দান করে তিনি দানবীর হয়েছেন। কষ্টার্জিত টাকা কেউই দান করতে চায় না।’- সাধারণভাবে শোনালেও কথাটির মর্মার্থ খুবই অর্থবহুল।
যাই হোক আমার টিউনের দ্বারা আমি আপনাদের কিছু রিং টোন ডাউনলোড করার সাইটের ঠিকানা দেব।যার মাধ্যমে সেম্ফনির ডিফল্ট রিংটোন টুং টুটুং টুটুং টু টুং টুং পাল্টে ফেলতে পারেন যে কোন ভালো রিং টোন দ্বারা । এই রিং টোন শুনতে শুনতে মাথা ব্যাথা হয়ে যাওয়ার দশা।
ওওওওওওওওওওও সেম্ফোনী ভাইয়েরা আপনারা নতুন এডিশানে এই রিংটোন পাল্টায়া নতুন রিংটোন দিয়েন গো ভাই।।।।
আগে রিংটোন মোবাইল নিয়ে মাতামাতি থাকলেও বর্তমানে এর প্রতি কারো ভ্রুক্ষেপ দেয়ারও সময় নেই। টিং টিং টুং টাং মার্কা রিংটোনও অনেকে ১৩ টাকা পিস দরে অনেকে কিনেছেন। দিন আসলে বদলাইয়া গেছে বাংলালিংক আসাতে । ৭ টাকার কলরেট ১ টাকায় চলে এসেছিল ।
কিন্তু কেন যে ১০ সেকেন্ড পালস... থাক ভাই দুখের কথা ।
:::এডসেন্স সস্পর্কিত যে কোন জিজ্ঞাসায় আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিতে পারেন::
::এডসেন্স সম্পর্কিত ভিডিও লেসন পেতে পারেন ইউটিউবে:::
সৌজন্যেঃ মার্কস আইটি ব্লগ
আমি আরিফ আহমাদ চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 417 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার জন্য আরও টিউন
নাহ্! এরকম টিউন আর পাওয়া গেল না।