রিং টোন হিসেবে ব্যবহার করুন বিশ্ব সেরা শব্দ !! রিংটোন ডাউনলোড করার ওয়েবসাইট

আসসালামুআলাইকুম.

কেমন আছেন বসেরা?

সব বসি বসি টিউনের মাঝে আমার নন বসি টিউন করে বসলাম।কাজে আসুক না আসুক আপনার সময় নষ্ট করতে পেরে আমি গর্বিত :mrgreen: সবাই যে হাজী মোহাম্মদ মোহসীন হবে তার কোন গ্যারান্টি আছে নাকি?? 😆  আমার মত দু এক জন হিটলারের  👿 প্রয়োজনও আছে নিশ্চয়!!

হি   হি হো হো হাাা

এখানে হুমায়ুন আহমেদের একটা নাটকের অংশ মনে পড়ে গেল। তিনি উপন্যাসিক হিসেবে কেমন সে বিতর্কে যাব না। তবে তার ভেতর কিছু একটা ছিল। অসাধারণ নাট্যকার ছিলেন স্যার হুমায়ুন আহমেদ। সেদিন তার নক্ষত্রের রাত্রি - নামের একটি নাটকে শুনলাম এমন একটি উক্তি ‘হাজ্বী মোহাম্মদ মোহসীনও কিন্তু স্যার নিজের টাকা দান করেন নি . নিজে ভাত খাওয়ার পয়সাওতো ছিল না। শেষ কালে বোনের টাকা পেয়ে সে পয়সা দান করে তিনি দানবীর হয়েছেন। কষ্টার্জিত টাকা কেউই দান করতে চায় না।’- সাধারণভাবে শোনালেও কথাটির মর্মার্থ খুবই অর্থবহুল।

যাই হোক আমার টিউনের দ্বারা আমি আপনাদের কিছু রিং টোন ডাউনলোড করার সাইটের ঠিকানা দেব।যার মাধ্যমে সেম্ফনির ডিফল্ট রিংটোন টুং টুটুং টুটুং টু টুং  টুং  পাল্টে ফেলতে পারেন যে কোন ভালো রিং টোন দ্বারা । এই রিং টোন শুনতে শুনতে মাথা ব্যাথা হয়ে যাওয়ার দশা।

ওওওওওওওওওওও সেম্ফোনী ভাইয়েরা আপনারা নতুন এডিশানে এই রিংটোন পাল্টায়া নতুন রিংটোন দিয়েন গো ভাই।।।।

আগে রিংটোন মোবাইল নিয়ে মাতামাতি থাকলেও বর্তমানে এর প্রতি কারো ভ্রুক্ষেপ দেয়ারও সময় নেই। টিং টিং টুং টাং মার্কা  রিংটোনও অনেকে ১৩ টাকা পিস দরে অনেকে কিনেছেন।  দিন আসলে বদলাইয়া গেছে বাংলালিংক আসাতে । ৭ টাকার কলরেট ১ টাকায় চলে এসেছিল ।

কিন্তু কেন যে ১০ সেকেন্ড পালস...  থাক ভাই দুখের কথা ।

রিংটোন ডাউনলোড রাজ্যের লিংক গুলো নিয়ে নিনঃ

:::এডসেন্স সস্পর্কিত যে কোন জিজ্ঞাসায় আমাদের  ফেসবুক গ্রুপে যোগ দিতে পারেন::

::এডসেন্স সম্পর্কিত ‍ভিডিও লেসন পেতে পারেন ইউটিউবে:::

সৌজন্যেঃ মার্কস আইটি ব্লগ

Level 0

আমি আরিফ আহমাদ চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 417 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার জন্য আরও টিউন

নাহ্! এরকম টিউন আর পাওয়া গেল না।

KESO E BOJLAM NA.KE LEKASAN DAGA MAGA TAGA 😛 😛

বেশ সময় নিয়ে লিখেছেন মসে হয়!

techtunes e itihash er sreshto tune!!

    Level 0

    @SHAKIL QURAISHI: উহু ! আমার মনে হয় আপনার প্রোফাইলটাই শ্রেষ্ঠ

Level 0

আচ্ছা বিভিন্ন emoticon এর রিংটোন এর ডাউনলোড লিঙ্ক আছে ? ওই যে মিরাক্কেল এ মাজে মাজে বাজে । কেও হতবাক হলে একটা আবার টিং 😮 করে একটা …। মানে ্‌্‌, বুজাতে পেরেছি ?

    Level 0

    @Diptta: আমার মনে হয় আপনি উল্লেখিত সাইট গুলোতেই পাবেন

Level New

কি পোস্টের সংখা বাড়াতে চাচ্ছেন?

Level 0

টিং টিং টুং টাং মখলেস মার্কা রিংটোন :P:P:):)

অসংখ্য ধন্যবাদ সাইটগুলো শেয়ার করার জন্য।

ভাই সিম্ফনি B4i এর মত অল্প দামের ফোন এ তো রিংটোন যা দেয়া আছে তাই বাজাতে হয়, ফাইল থেকে ব্যাবহার করা যাচ্ছেনা, কি করা যায় বলুন তো… খুব ঝামেলায় আছি।