বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্র অশেষ রহমতে সবাই ভালো আছেন। বাংলাদেশে চালু হোল third generation (3G) এর মোবাইল ফোন প্রযুক্তি।
আমারা অনেকে জানিনা এই 3G মোবাইল সিমের দাম কত এবং এই সিমে কি কি সুবিধা রয়েছে।
আসুন তাহলে জানা যাকঃ
- ৫১২ কিলোবাইট গতির ১০ গিগাবাইট ব্যান্ডউইথ ব্যান্ডেলের দাম ১০০০ টাকা ভিডিও এবং ভয়েস কল দুটির সঙ্গে থাকছে দশ সেগেন্ডের পালস।
- ৯০০ টাকার সিমের সঙ্গে ৫১২ মেগাবাইট গতির ১ গিগাবাইট ব্যান্ডউইথ ফ্রি। আগামি ছয় মাস রিচাজের উপর ৫০০ মিনিটের ভিডিও কল ফ্রি।
- প্রতি ১০০ টাকা রিচাজে ৫০ মিনিট করে ভিডিও ও ভয়েস কল ফ্রি দেওয়া হবে।
- ভিডিও কলের ক্ষেত্রে পিক আওয়ারে প্রতি ১০ সেগেন্ডে ৫০ পয়সা। মিনিটে ৩ টাকা। অফপিক আওয়ারে ১০ সেগেন্ডে ২০ পয়সা।
- একটি এফএনএফ নম্বরে ১০ সেগেন্ডে ১৫ করে। 3G সিমে ভয়েস কলে অননেটে (টেলিটক থেকে টেলিটক) প্রতি মিনিটে খরচ হবে ৬০ পয়সা। ১০ সেগেন্ডের পালস ১০ পয়সা।
- অফপিক আওয়ারে এ খরচ ১০ সেগেন্ডের ৫ পয়সা। অন্যদিকে অফনেটে (অন্য অপারেটরে) প্রতি ১০ সেগেন্ডের জন্য খরচ ১৬ পয়সা।
- ডেটার ক্ষেত্রে ব্যান্ডেলের বাইরে ১ পয়সায় পাওয়া যাবে ৫ কিলোবাইট ব্যান্ডউইথ। ২৫৬ গতির ক্ষেত্রে ৪ জিবির দাম পরবে ৪০০ টাকা। ৮ জিবি ব্যান্ডেলের দাম ৭০০ টাকা।
- মাসে আনলিমিটেড ব্যাবহারে প্যাকেজের দাম ১০৫০ টাকা। ৫১২ কিলোবাইট গতির ক্ষেত্রে ১ জিবি ২০০ টাকা। ২ জিবি ৫০০ টাকা, ১০ জিবি ১০০০ টাকা এবং আনলিমিটেড ব্যাবহারের ক্ষেত্রে ১৫০০ টাকা।
আজ তাহলে এ পর্যন্তই। সকলের জন্য শুভকামনা রইল
Janar echa cilo.Donnobad share korar jonno…Jessore a thaki janina kobe 3G pabo.
Kishu age india giyacilam 3G er experianc ta okhan thekhai orjon koraci.Spreed 21mbps.
Ekhon nejar deshe 3G ashaca tathei khusi,deriti holeo ek somoy amar area te ei seba pabo.