আশাকরি আপনারা ভাল আছেন এবং সুস্থ আছেন।আপনাদের আর্শীবাদে আমিও ভাল আছি।
আমরা যারা মোবাইলে ফেসবুক ব্যাবহার করি তারা ফেসবুকে বন্ধুদের সাথে চ্যাট করার জন্য বিভিন্ন অ্যাপলিকেশন ব্যাবহার করে থাকি।যেমন: Nimbuzz,Ebuddy,Facebookchat ইত্যাদি।
যাহোক,মোবাইল ব্যাবহারকারীদের চ্যাটিং এর জন্য বিভিন্ন অ্যাপলিকেশন ব্যাবহারের অন্যতম কারণ এগুলোর বাড়তি ফিচার।আর সবচেয়ে বড় বিষয় হল আমরা সাধারণত যেসব Web browser ব্যাবহার করি এগুলো অনলাইন Contact লিস্ট শো করেনা,মানে সাধারণ Browser এ কে বা কারা অনলাইনে আছে তা শো করেনা।
সে ক্ষেত্রে আমাদের কে অনেকটা অন্ধের মত ফেসবুক Browse করতে হয়।
যাহোক একবার ভাবুন তো যদি আপনার মোবাইল এর সাধারণ Browser এ (Opera,Uc or anyother) কে বা কারা অনলাইনে আছে তা শো করে তাহলে কেমন হয়?নিশ্চয় মন্দ হয়না।হ্যা ফেসবুক মোবাইল ব্যাবহারকারীদের কথা মাথায় রেখে যুক্ত করেছে এই নতুন ফিচার।
অর্থাত্ এখন থেকে আপনি ফেসবুক ব্যাবহার করার সময় দেখতে পারবেন আপনার বন্ধুদের মধ্যে কে বা কারা অনলাইনে আছে।
নিচের চিত্র দেখুন এইটা ফেসবুক এর হোম পেজ,যেখানে chat নামে নতুন একটা অপশন যুক্ত হয়েছে।
Chat ক্লিক করলে দেখতে পারবেন কে বা কারা অনলাইনে আছে,নিচের চিত্রের মত।
আশাকরি এই অপশনটা আপনার অনেক খানি সময় বাচিয়ে দিবে।
বিশ্বাস না হলে নিচের লিংক Browse করে দেখুন। http://m.facebook.com
আজ এ পর্যন্ত।সবাই ভাল থাকুন,সুস্থ থাকুন,বিজ্ঞান ও প্রযুক্তির সাথে থাকুন।হ্যাপি ফেসবুকিং!
আমি এস কে জয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 494 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সেরকম দামী কেউ না। খুব সাধারণ একজন মানুষ।প্রোগ্রামিং আর ইলেকট্রনিক্স সব থেকে বেশী ভাল লাগে। তাই এই দুইটাকেই জীবনের কাজ আর শখ হিসাবে যুক্ত করে নিয়েছি।ভাল লাগে শিখতে আর শেখাতে।ব্যাস এতটুকুই!
আমার Windows Xp িফফা ৯৮ েগেম এই সমস্যা সমাধান চাই।
initmem-INSUFFICINT MEMORY TO CONTINUE FILE win/initmem.c LINE 246 েদখায়।