বিসমিল্লাহির রাহমানির রাহিম
আশা করি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন। আজ আমি আপনাদের শেখাব কিভাবে জিপি-জিপি ২৪ ঘন্টা প্রতি মিনিট কথা বলবেন। কথা না বাড়িয়ে চলুন কাজে আসি।
.
→উপকরণঃ দুটি গ্রামীণফোন সিম ও একটি নোকিয়া সিম্পল হ্যান্ডসেট।
→করণিয়ঃ ১) যেকোন একটি সিমে দুই টাকা বা তার বেশী ব্যালেন্স রাখুন।
2. যে সিমে এটা করতে চান সেটা দিয়ে *666*9# নম্বরে ডায়াল করুন ।
3. এবার ঐ একই সিমটা একটা নোকিয়া সিম্পল হ্যান্ডসেট যেমন=1100, 1110, 1200, 1280, 1600 এ লাগান ।
4. এবার সেই ফোন দিয়ে যেকোন একটি জিপি নম্বরে ডায়াল করুন।
5. কল ঢোকার সাথে সাথে যে মোবাইলটা দিয়েকল করেছেন তার কীপ্যাডে লিখুন *666*1# এবং ডায়াল বাটনটা চাপুন।
6.Request Not Completed দেখাবে ।
7. দেখানোর সাথে সাথে কলটা কেটে দিন।
8. ব্যাস হয়ে গেল ।এখন থেকে ঐ সিমে সবসময় মাই জোন হিসাবে 83%ছাড় দেখাবে।
9. এই প্রক্রিয়াটি করার পর পরবর্তি এক মাস আপনি এই রেটে কথা বলতে পারবেন।
10.এক মাস পর পুরো কাজটি আবার করতে হবে।
→সতর্কতাঃ পুরো কাজটি ত্রিশ সেকেন্ডের ভিতর করতে হবে ।এই ট্রিক ব্যাবহারকালীন এক মাসের ভিতরে কখনোই *666*9# তে ডায়াল করবেন না। তাহলে বাদ হয়ে যাবে।
.
"ব্যস এবার কথা বলুন যেকোনো জিপি নাম্বারে মাত্র ২৫ পয়সা মিনিট আর বাঁশ দিতে থাকুন মোবাইল গ্রামীনফোনকে ।"
ফেইসবুকে আমি http://www.fb.com/ontortk
আমি Ontortk। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।