আপনার মোবাইল দিয়েই করুন ওয়েব সাইটের যত কাজ ! [পর্ব-০১] :: মোবাইল দিয়েই php ফাইল তৈরী আর edit করুন !


সবাই কেমন আছেন ? আমি এতদিন কোন টিউন করতে পারিনি কারন, আমি নিজে একটু ওয়েবসাইটের কাজ শিখলাম ! সবাই মোটামুটি মোবাইল দিয়েই ওয়াপ সাইটের কাজ করেছেন ! কিন্তু ওয়েব সাইটের কাজ করেছেন কতজন ? আবার সবাই মোটামুটি ওয়েব সাইটের কাজ জানেন ! কিন্তু তা মোবাইল দিয়ে করেছেন কতজন ? আমার তো কম্পিউটার নাই ! তাই আমি কম্পিউটারের কিছু কিছু কাজ মোবাইল দিয়েই চালাই ! আমি আপাদের কোন php বা html শিখাবো না ! কারন আমি নিজেই ওগুলো ভাল পারি না ! আমি শুধু কিছু টুলস এর সাথে আপনাদের পরিচয় করে দিবো , যা দিয়ে আপনিও পারবেন কম্পিউটারের মত মোবাইল দিয়েই ওয়েব সাইটের কাজ করতে ! আমি জীবনে খুব কম মানুষের কাছে সাহায্য চেয়েছি কিন্তু একবার একটু সারা পেয়েছিলাম ! আমার কম্পিউটার নাই ! আমি তাকে বলেছিলাম , বস আমার তো কম্পিউটার নাই তাই এই কাজ টা একটু আপনি করে দিন ! আমি এই লাইনে একদম নতুন ! সে কাজটা করেও দিয়েছিল কিন্তু তার পর তার আর সারা পাইনি ! তাকে অনেক বার ফোন দিয়েছিলাম কিন্তু সে রিসিভ করেনি ! তাই খুব আক্ষেপ করে বলেছিলাম , এত ইলেক্ট্রনিক্সের পেছনে ছিলাম আজ থেকে ডাটাবেজ এর পেছনে থাকবো ! যেই বলা সেই কাজ ! শুরু করে দিলাম গবেশনা ! এখন আমি মোবাইল দিয়েই তৈরী করেছি একটি ওয়েব সাইট ! আমার মত যদি আপনিও এই রকমের কাজ করতে চান তাহালে এখান থেকে মোবাইল php ডাউনলোড করে ইন্সস্টল দিয়ে ওপেন করুন !যেহেতু সফটওয়্যারটি .jar ফরমাটের তাই আশা করছি সিম্বিয়ান সহ জাভা মোবাইলেও এটি সার্পোট করবে ! এটি ওপেন করলে চিত্রের মত আসবে !

TTC Tunes

এবার Right key তে চাপ দিলেই অপশন আসবে !

TTC Tunes

এখান থেকে File সিলেক্ট করলে চিত্রের মত আসবে !

TTC Tunes

এবার যদি নতুন ফাইল php তৈরী করতে চান তাহলে New আর edit করতে চাইলে অপশন থেকে Edit এ সিলেক্ট করে কাজ করতে থাকুন ! কাজ শেষ হলে File থেকে Save অথবা Save as এ সিলেক্ট করুন ! আমার মোবাইল দিয়ে করা ওয়েব সাইটে ঘুরে আসতে চাইলে এই লিংকে যান !
আরো টুলস পেতে পরের টিউনের জন্য অপেক্ষা করুন !
বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !

Level 2

আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Comments are closed.