এই প্রথম বাংলাদেশের তৈরী ‘অ্যান্ড্রয়েট স্মার্টফোন’

বাজারে আসছে প্রথমবারের মত বাংলাদেশে উৎপাদিত 'অ্যান্ড্রয়েড স্মার্টফোন'।  'ওয়ালটন' বাজারে আনছে এই অত্যাধুনিক সুবিধা সম্বলিত ফোন। দেশের সাধারণ গ্রাহকের কথা চিন্তা করে সাধ্যের মধ্যে এই স্মার্টফোনের দাম নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন ওয়ালটনের বিপণন বিভাগ। দেশী প্রযুক্তিতে তৈরী এই মোবাইল ফোনের নামকরণ করা হয়েছে 'ওয়ালটন অ্যান্ড্রয়েড প্রিমো'।

তৃতীয় প্রজন্মের বৈশিষ্টপূর্ণ এই মোবাইল হ্যান্ডসেটটি হবে অত্যন্ত আকর্ষণীয়। ‘গেট অ্যান্ড্রয়েড প্রিমো-বি এন্টারটেইন্ড’- শ্লোগান নিয়ে বাজারে আসা এই ফোনে থাকবে তৃতীয় প্রজন্মের সেলফোনের কাঙ্খিত প্রায় সবকিছুই। এছাড়াও থাকবে মাল্টিমিডিয়ার সব সুবিধা। আগামি কয়েকদিনের মধ্যেই ওয়ালটনের এই স্মার্টফোন ওয়ালটন প্লাজা ও পরিবেশকদের মাধ্যমে সারাদেশে বাজারজাত করা হবে।

ওয়ালটন মোবাইল ফোনের প্রধান বিপণন কর্মকর্তা এসএম রেজওয়ান আলম জানান, নতুন প্রজন্মের ব্যবহারকারীদের চাহিদা বিবেচনায় নিয়ে এই হ্যান্ডসেটটি আকর্ষণীয়ভাবে ডিজাইন করা হয়েছে। এতে থাকছে দ্বৈত সিম ব্যবহারের জন্য দ্বিকক্ষের সিম চেম্বার। গ্রাহকরা অনায়াসে ব্যবহার করতে পারবেন জিপিএস, জিএসএম, ডাব্লিউসিডিএমএ, ওয়াইফাই ও এজ। থাকছে মোশন, গ্রাভিটি, লাইট ও প্রক্সিমিটি সেনসর। এর বাইরেও ফেসবুক থেকে শুরু করে কিং সফট অফিস ও এডব রিডার সুবিধা। সংযুক্ত আছে আধুনিক ক্যামেরা ও রেডিও সিস্টেম। হ্যান্ডসেটটিতে কোয়ালকম-১ গিগাহার্টজ প্রসেসর সংযোজন করা হয়েছে যাতে ৩২ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড সহজেই ব্যবহার করা যাবে।

ওয়ালটনের এই স্মার্ট ফোনের মনিটর হবে তিন দশমিক ৫ ইঞ্চি।  ৫১২ মেগাবাইট র‌্যাম ও রম এর সাথে গ্রাহকদের জন্য থাকছে ১৪২০ লিথিয়াম আয়ন সহনীয় পাওয়ার ব্যাটারি যার সাহায্যের স্মার্টফোন সচল থাকবে দীর্ঘ সময়।
হ্যান্ডসেটের সঙ্গে বিনামূল্যে দেওয়া হবে ৪ গিগাবাইটের একটি মেমোরি কার্ড ও তিনটি ভিন্ন রংয়ের সুদৃশ্য ব্যাক কাভার।

ওয়ালটনের স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত যে কোন তথ্য ও বাজার মূল্য জানতে ভিজিট করুন  Technology and Education  সাইটে ।

দেশের সর্বাধুনিক প্রযুক্তি ও শিক্ষা সম্পর্কিত যে কোন আপডেট তথ্যের জন্য নিয়মিত ভিজিট করুন নিচের সাইটে।

http://techedunews.com/ Technology and Education

Level 0

আমি উড়ন্ত পাখি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

বাংলাদেশে তৈরি? কারখানা কোথায়?

    @Roman Khan: বাংলাদেশে তৈরি বলতে বাংলাদেশে ফিটিংস এর কথা বোজানো হয়ছে । তবে অচিরেই ওয়ালটন মোবাইল ফোন এর প্রোডাকশন কাজ বাংলাদেশে শুরু হবে ।

Level 2

৪ গিগাবিট র‌্যাম ??? you gonna be kidding me :p :p lmao

অল্প টাকায় বেশী জিনিস দিতে চাওয়া বা পেতে চাওয়ার মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। উপযুক্ত দাম হোক পণ্যের কিন্তু পণ্যটি যেন টেকসই হয়। এর টেকসই পণ্য হলে সেটা অবশ্যই একসময় দেশের বাজার ছাড়িয়ে বিদেশের বাজার ধরবে।

……………….GPS/ GSM, Wi-Fi, EDGEবুঝলাম। কিন্তু WCDMA মানে কি? CDMA? বা সিটিসেলের রিম সাপোর্টেড??

WCDMA মানে Wideband Code-Division Multiple Access

মাইলেজ কেমন? মানে স্বায়ীত্ব।

good wor keep it up bd

http://applebucket.weebly.com/

বাংলাদেশী কেন বলি আমরা?? অ্যাসেম্বল করার মানেই যদি তৈরি করা বোঝায় তাহলে তো আমি আমার নাম দিয়ে দিলেই হয়ে গেল। অনেক ক্ষেত্রে তো অ্যাসেম্বল ও করেনা, শুধু নিজের নাম বসিয়ে নিয়ে আসে। আজব দুনিয়া!

এই ফোন টা মনে হয় চায়না তে তৈরি। চাইনীজ সাইট গুলো তে ভিসিট করলে অনেক ফোন এর লিস্ট পাওয়া যায় এইরকম। কিন্তু ওই গুলতে একটা থাকলে আরেকটা থাকে না …যেমন অনেক ফোন এই ওয়াইফাই হটস্পট এর অপশন্‌স থাকে না… তবে ওয়ালটন মোটামুটি ভাল একটা ফোন এ এনেছে মনে হয়, এক মাত্র স্ক্রীন ছাড়া আর অন্য অপশন্‌স গুলো ভাল ই মনে হল, ওয়াল্টন এর এই উদ্যোগ কে স্বাগত জানাই

4GB ram ei ki ekono kuno mobile deksen vai? eta o ki sombob?

Multi-Touch support করবে…………।।?

Level 0

ভাই খুব সুন্দর হইছে । এ রকম টিউন পরতে ভালো লাগে ।
http://techorb4u.blogspot.com/ সাইট টা দেখেন ভালো লাগবে ।

আমি ভাই ওয়াল্টনের একজন স্টাফ। ১৪ বসর যাবত আছি এখানে। হেডলাইনটা ঠিক করে দিয়েন আপাতত। “এই প্রথম বাংলাদেশের তৈরী” এই কথাটা কয়েকদিন পরেই লেইখেন। ওয়াল্টন কে ভালোবেসে পোস্ট লিখেছেন এই জন্য ধন্যবাদ।

    @স্বপন: আপনি ওয়াল্টনের একজন স্টাফ অথচ আপনি এটা বোজেন না যে বাংলাদেশে তৈরি বলতে বাংলাদেশে ফিটিংস এর কথা বোজানো হয়ছে । ওয়াল্টনের বেশিরভাগ পণ্যেই বাংলাদেশে ফিটিংস হয়, আর সেটা হয় গাজীপুরে । তবে অচিরেই ওয়ালটন মোবাইল ফোন এর প্রোডাকশন কাজ বাংলাদেশে শুরু হবে ।

Level 0

আমি এখানে নতুন তাই কোন টিউন করতে পারছি না যদিও চেষ্টা করেছিলাম। আমার টিউন ড্রাফট হিসাবে দেখাচ্ছে। তাই বাধ্য হয়ে এই কমেন্ট এর স্থানে আমার প্রশ্নটি পোষ্ট করলাম। দয়া করে কেউ কিছু মনে করবেন না।

বাংলাদেশ থেকে কিভাবে গুগল এর নেক্সাস অথবা এ্যামাজন এর কিন্ডল ফায়ার কিনতে পারি? ক্রডিট কার্ড ব্যবহার করে কেনা যাবে কি? অথবা অন্য কোনো পদ্ধতি? মূল দামে অর্থাৎ ১৯৯ ডলারে পাওয়া যাবে কি? কারো জানা থাকলে দয়াকরে সাহায্য করুন।

Level 0

৪ গিগাবিট র‌্যাম ও রম ??!!, ভাই এই টা কি লিখছেন?

    @Saikat: ভাই আমি তথ্য গুলো http://www.banglanews24.com থেকে সংগ্রহ করে ছিলাম,ওই খানে ভুল তথ্য ছিল ।ভুল তথ্য এর জন্য দুখিত! তথ্য গুলো এখন ঠিক করা হয়েছে | ধন্যবাদ |

Level 0

for kindle fire, [email protected]

Level 0

reza

এই সেটের বড় অসুবিধা হল ফন্ট ক্যামেরা নেই যে জন্য ভিডিও কল হবে না এবং ইন্টারনাল মেমোরি মাত্র 16 মেগা. যার জন্য মেমোরিকার্ডে সফট্যওয়ার ইনস্টল করতে হয় বুজতেই পারছেন মেমোরি খুললে সফট্যওয়ার অনেক সময় লাগে আবার লোড হতে। আর ডিসপ্লের কালার ততটা ভাল না।বিশেষ করে আমার কাছে ভাল লাগে নাই।

আমার বিশ্বাস ওয়ালটনের এরা দোকাবাজ কারন এরা বিজ্ঞাপনও দেয় 4জিবি ই্ন্টারনাল রম এবং 4জিবি র‌্যাম কিন্তু এখনো পর্যন্ত 4 জিবি র‌্যামের কোন মোবাইল বের হয়নি। যাদের দরকার এই লিংক থেকে দেখে নিতে পারেন
http://waltoncellphone.com/index.php/phandler/index/productdetails/54

Level New

vai re walton sotti sotti dhoka dice.ami kine khub postanai achi.karo bustarito janar dorkar hole 01712338643 fone den.

ওয়ালটনের এই সেট সম্পূর্ণভাবেই চীনে তৈরি। এমন কি আপনি যদি এই ফোন সেটে জিপি সিম ব্যবহার করে জিপি পোর্টালে লগইন করেন তবে আপনার সেটের নাম K-touch দেখাবে। আরও একটা ব্যাপার আমার বিভিন্ন সেটের এমনকি মডেমের IMEI নাম্বার জিপি পোর্টালে সঠিক ভাবে দেখালেও এই হ্যান্ডসেটের IMEI সঠিক ভাবে দেখায় না। তবে এখন পর্যন্ত কোন আক্ষেপ নেই এই হ্যান্ডসেট নিয়ে।

Level 0

অ্যান্ড্রয়েড প্রিমো কি সিটিসেলের রিম সাপোর্টেড???