জাভা অথবা সিম্বিয়ান ফোন দিয়ে টাইপ করুন বাংলা খুব সহজেই আর তা পোস্ট করুন যে কোন ওয়েব সাইটে !!!!!!!

আশা করি টিটির সব বন্ধুরা ভাল আছেন। আমি টিটিতে একেবারেই নতুন। এখানে সব সময় যুক্ত থাকাই আমার মুল লক্ষ। এটা আমার ১ম টিউন তাই ভুলভ্রান্তি ক্ষমার চোখে দেখবেন।
মুল কথায় আসা যাক, এই টিউনটি একেবারেই নতুনদের জন্য। আমরা অনেকেই মোবাইল দিয়ে নেট ইউস করি যদিও ওপেরা মিনি দিয়ে সহজেই বাংলা দেখতে পারি কিন্তু লিখতে পারিনা, এই টিউনটি তাদের জন্য। এর মাধ্যমে খুব সহজেই বাংলা লিখতে পারবেন ও সেই লেখা পোস্টও করতে পারবেন বলে আশা করছি।

প্রকৃয়া:

  • ১। প্রয়োজন হবে ওপেরা মিনি এবং নেট কানেকসন
  • ২। এই ওয়েব সাইটে প্রবেশ করুন http://www.writebangla.com
  • ৩। মেনু থেকে "write bangla on mobile" সিলেক্ট করুন
  • ৪। পরের পেজ থেকে "Avro phonetics bangla KeyMap" সিলেক্ট করুন
  • ৫। যে পেজটা আসবে সেখান থেকে দেখে নিন কোন বাংলা অক্ষরের জন্য কি টাইপ করতে হবে। যেমন- ক=k, ড=D, দ=d ইত্যাদি। ( নিজের সুবিধার জন্য লিখে রাখতে পারেন)
  • ৬। এবার মেনু থেকে সিলেক্ট করুন "write Avro phonetics Bangla (V 2)"
  • ৭। এবার উপরের খালি বক্সে English বাংলার মত করে KeyMap অনুযায়ী টাইপ করে OK করুন দেখবেন নিচে বাংলায় রুপান্তর চলে আসছে !!!!
  • ৮। এবার ২য় বক্সটি দেখবেন ব্লক ব্লক আসছে। ওগুলই কিন্তু নিচের বাংলা লেখা গুল। ( পোস্ট করার পরে ব্লক গুলই বাংলা দেখাবে) সুতরাং ওগুল আপনি কপি করে যে কোন স্থানে পেস্ট করতে পারবেন।

কোন সমস্যা হলে অবস্যই কমেন্ট করবেন। ধন্যবাদ

Level 2

আমি রকিবুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি যানতে চাই


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো টিউন। নতুনদের কাজে লাগবে।

প্রথম টিউনের শুভেচ্ছা 🙂

Welcome to techtunes.

ধন্যবাদ আশা করি আরো ভাল কিছু উপহার দিতে পারব।

vi bangla sms lekhar soft ace?

টেকটিউনসে স্বাগতম

Rakib vi amar seter mdl-nokia 5800 xpress music. Amar akti bangla to english dict dorkar dite paren

emrul baiyya apne ei dictonory ta dekte paren english 2 bangla amar kase khub balo lage apni o try korte paren (link) https://docs.google.com/file/d/0B_12me1KaPLKU0pzY0Y4cFlTUEN4MDROTzRvNDlTZw/edit?pli=1

পুরাটন টিউন না করাই ভাল।

ভাই আমি যতটুকু জানি, বাংলা লেখার আরো টিউন আছে কিন্তু প্রকৃয়া গুল অন্য রকম। তাই সহজ করে টিউনটি করলাম। তারপরেও যেহেতু আমার এটা ১ম টিউন তাই আমি কিন্তু প্রথমেই ক্ষমা চেয়ে নিয়েছি।

Level 0

ভাই খুব সুন্দর হইছে । এ রকম টিউন পরতে ভালো লাগে ।
http://techorb4u.blogspot.com/ সাইট টা দেখেন ভালো লাগবে ।