কেমন আছেন আপনারা । আবারো টেকটিউনসে স্বাগতম । প্রথমেই বলি এই টিউনটা মুছবেন না । আপনারা হয়তো ভাবছেন । টেকটিউনস স্পেশাল কি না জে আছে ভিতরে । হ্যা কথটা পুরোটাই সত্য । আমিও প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারি নি । ভাবছি হয়তো সপ্ন দেখছি । কিন্তু না । যখন আমি এই সফট ওয়্যারটা আমার জাভ ফোন (সি ওয়ান জিরো ওয়ান) এইটাতে ডাউনলোড দিলাম । এবার সফটওয়্যারটা ওপেন করলাম । দেখি পুরা মাথা নষ্ট প্রথমে এলো উইনডোজ লোডইং । তারপরে মুলটা আসলে দেখি কম্পিউটারের মত একটা এক্সপি ওয়ালপেপার । আর এক দিকে চারটা আইকন । My computer. windows media player. Internet explore. send sms. mouse control. start menu. এই আইকন গুলা ও একটা কারসার ছিলো । আমি ফোনের চারকোনা যে বাটন ছিল সেটা ব্যাবহার করে কারসার কে নরাতে পারছি ও ওকে তে ক্লিক করলেই সেটা ওপেন করতে পারছি । এটার সুবিধা খুলো নিচে উল্লেখ করা হলঃ ১ । আপনি চাইলে কারসারের স্পিড বাড়াতে ও কমাতে পারবেন । ২ । এটাতে ইচ্ছা করলে এর প্লেয়ারে গান বাজাতে পারবেন । ৩ । এখানথেকে এস এম এস দিতে পারবেন । ৪ । গেম খেলতে পারবেন । ৫ । এটা দিয়ে আপনি যে কোন ফাইলের এক্সটেনশন রিনেম করতে পারবেন যেমনঃ [.jpg-.gif-.3gp-.mkv] থেকে [.png-.swf-.mp4-.avi] এটা হযতো অনেকেই বুঝতে পারেন নি । ধরুন আপনার ফোনে একটা .3GP গান আছে সেটা আপনি এই সফটা দিয়ে রিনেম করে .3GP কেটে .MKV বসিয়ে দিলেন । এবার আপনার বন্ধুদের বললেন আমার জাভা ফোনে .MKV ফ্যরমটের গান চালাচ্ছি তারা অবাক হবে । তো অনেক কথা বললাম এবার ডাউনলোডের পালা । নিচের লিন্ক থেকে ডাউনলোড করে নিন । http://www.tunerpage.wapsite.me/Windows%20XPtunerpageSAGOR.JAR তো ব্যাবহারের নিয়মাবলিতো নাই শুধু ডাউনলোড করে ওপেন করবেন । আবারো ধন্যবাদ টেকটিউন্সের সাথে থাকার জন্য । মডারেটরদের বলছি । এই টিউনটা মুছে দিবেন না । সাগর ।
আমি Tj md sagor। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।