কেমন আছে সবাই?|আশা করি ভালো আছেন|আমার শেষ পোস্ট ছিল আমার নতুন কেনা আইপেড নিয়ে|
আজ আমি আপনাদের জন্য আইওস এর জন্য এপস নামাতে পারবেন এমন কিছু সাইট এর এড্রেস দিব | আমি সব সময় এই এড্রেস গুলো হতে আমার আইপেড এর জন্য এপস নামাই | এগুলোর বেশির ভাগই ভিন্ন ভাষার সাইট | প্রথম প্রথম হয়ত নামাতে একটু কষ্ট হবে | পরে ঠিকমত বুঝে যাবেন | তবে গুগল অনুবাদ সার্ভিস চালু থাকলে এই সমস্যা থাকত না | YOUTUBE বন্ধের সাথে সাথে এই দরকারী সার্ভিসটিও বন্ধ হয়ে গেছে |
এই সাইট গুলো থেকে আপনি আপনার আই ডিভাইস এর জন্য যে কোনো এপস পাবেন | সকল এপস এর আপডেট ITUNE এ আসার ২-১ দিনের মধ্যেই সাইট গুলোতে আপডেট পেয়ে যাবেন | সব গুলো সাইটে রিজিউম সাপোর্ট লিঙ্ক পাবেন |
সাইট গুলো থেকে এপস নামানোর পরে এপস এর .ipa ফাইল টির উপর ডাবল ক্লিক করুন | তাহলে ফাইল টি আপনার ITUNE লাইব্রেরি তে যুক্ত হয়ে যাবে | তারপর আপনার আইডিভাইস টি SYNC করে নিবেন | তাহলেই এপস টি আপনার আইডিভাইসটিতে এপস টি ইনস্টল হয়ে যাবে |
আর একটি গুরুত্বপূর্ণ কথা | ফাইল টি নামানোর আগে অবশ্যই দেখে নিবেন যে এপস কি IPHONE এর জন্য নাকি IPAD এর জন্য নাকি UNIVERSAL | UNIVERSAL হলে IPHONE ,IPAD ,দুটোতেই চালাতে পারবেন | কিন্তু এপস যদি IPHONE এর জন্য হয় তাহলে কিন্তু IPAD এ ছোটো স্ক্রিন আসবে | যা আপনি মোটেই পছন্দ করবেন না | তাই এপস টি নামানোর আগে অবশ্যই দেখে নিবেন যে এপস এর পেজে কি বলা আছে |
টিউন টি পছন্দ হলে আশা করি টিউমেন্ট দিবেন | আর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন |
আমি Imdadul Haque Munna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 209 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
iPhone Apps বা Android Apps কি PC তে ব্যবহার করার কোন উপায় আছে, থাকলে দয়া করে জানাবেন।