সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি । আশা করি সকলে ভালো আছেন । আজ আপনাদের সাথে শেয়ার করব OperaMini Bangla Writeable Browser ।
প্রথমেই বলে দিই ।
এইটা Opera Miniর কোন Official Browser না ।
Opera Mini Browserকে Modify করে এই বিশেষ Browserটিকে তৈরী করা হয়েছে ।
কিছু জাভা সমর্থিত মোবাইল ফোনে বাংলা নেই । তারা Opera Miniতে Config সেটিংস পরিবর্তন করে বাংলা দেখতে পারেন । কিন্তু বাংলা লিখতে পারেন না । কেউ-কেউ বাংলা লিখার জন্য বিভিন্ন সাইটে গিয়ে Enlish-Bangla Translate করেন। যা অত্যন্ত বিরক্তিকর কাজ ।
এজন্য আপনাদের সুবিধার্তে নিয়ে এলাম Opera Mini Bangla WriteableBrowser ।
এটি ব্যবহার করলে Opera Miniতেই সরাসরি বাংলা লিখতে পারবেন, Translate করতে হবে না । এই বিশেষ ব্রাউজার দিয়ে আপনি খুব সহজেই বাংলা লেখতে পারবেন । এখন থেকে আপনি সরাসরি বাংলা ভাষায় ইমেইল ব্যাবহার করা, বিভিন্ন স্যোসিয়াল সাইটে বাংলায় পোস্ট করা এবং মেসেজ পাঠাতে পারবেন একদম বাংলায় ।
Opera Mini Bangla Writeable Browserটি ডাউনলোড করতে এখানে ভিজিট করুন
ব্রাউজারটি ব্যবহার করা খুব সহজ ।
Browserটি Open করলেই বুঝতে পারবেন ।
তারপরও অনেকের সুবিধার্তে ছক আকারে ব্যবহারের একটি নিয়মাবলি তৈরী করা হয়েছে ।
আমি ছক করতে পারলাম না তাই এখানে নিয়মাবলি শেয়ার করতে পারছি না ।
যদি নিয়মাবলি জানতে চান তাহলে এখানে ভিজিট করুন
আমি Pain-Killer। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অ্যানড্রয়েড এর জন্য নেই ?