এবার আপনার সিমবিয়ান ফোনের জন্য নিয়ে এলাম HtmlMaker v4.0

কেমন আছেন আপনারা?নিশ্চয় ভাল।আর ভাল না থেকে যাবেন কোথায়?টেকটিউনসের সাথে যখন যুক্ত আছেন,ভাল আপনাকে থাকতেই হবে!

গত শুক্রবারে(14.09.2012)দেশে ফিরেছি।সত্যি কথা বলতে মা আর মাতৃভূমিকে ছেড়ে থাকার কষ্ট টা দূরে গিযেই বুঝতে পারলাম।

যাহোক,আজকে আমি আপনাদের সাথে ছোট কিন্তু কাজের একটা সফটওয়্যার শেয়ার করব।সফটওয়্যারটির নাম HtmlMaker v4.0 ।এটি কেবল মাত্র সিমবিয়ান 2nd editoner(s60v2) হ্যান্ডসেট গুলোতে কাজ করবে।হতে পারে আপনারা অনেকেই এটা ব্যাবহার করেছেন অথবা করছেন।

এটাতে যা যা পাবেন:-

1.খুব সহজে এক ক্লিকে html এর বিভিন্ন ট্যাগ সমূহ যুক্ত করতে পারবেন।

2.html form,table ইত্যাদি যুক্ত করতে পারেন।

3.css ফাইল তৈরী করতে পারবেন।

4.Preview অপশন ব্যাবহার করে আপনার ফোনের ডিফল্ট Web Browser এর মাধ্যমে html এবং css কোড সমূহের preview দেখতে পারবেন।

আরও অনেক কিছু পাবেন।মোট কথা আমাদের যাদের পিসি নেই,কিন্তু ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টে খুব আগ্রহ আছে,এটা তাদের কাজকে খুব সহজ করে দেবে।

এটা একটি পাইথন based অ্যাপলিকেশন।তাই এটা রান করাতে গেলে আপনার ফোনে পাইথন এর নিম্মলিখিত ফাইল গুলো Install থাকতে হবে।

1.Python for series60.

2.Python modules pack এবং

3.Python script shell.

যা অনেক ঝামেলার।আপনাদের এই সমস্যা থেকে মুক্ত করতে আমি python এর উপর উল্লেখিত ফাইল 3 টিকে এক করেছি।অর্থাত্‍ এখন python এর একটা ফাইল install করলে তিনটার কাজ হয়ে যাবে।
Python ডাউনলোড করুন এখান থেকে।এরপর Install করুন।

এবার এখান থেকে Html maker অ্যাপলিকেশনটি ডাউনলোড করুন।

আজ এ পর্যন্ত।সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং বিজ্ঞান ও প্রযুক্তির সাথে থাকুন।

আপনার মূল্যবান সময় ব্যায় করে আমার টিউনটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

Level 2

আমি এস কে জয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 494 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সেরকম দামী কেউ না। খুব সাধারণ একজন মানুষ।প্রোগ্রামিং আর ইলেকট্রনিক্স সব থেকে বেশী ভাল লাগে। তাই এই দুইটাকেই জীবনের কাজ আর শখ হিসাবে যুক্ত করে নিয়েছি।ভাল লাগে শিখতে আর শেখাতে।ব্যাস এতটুকুই!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

5233 te kaj korbe?

    @towkirn: আমি সত্যিই দুঃখিত।কিন্তু সিমবিয়ান 3rd editoner জন্য এর কোন ভার্সন আমার কাছে নেই যদি কখনও পাই,তাহলে অবশ্যই শেয়ার করব।কমেন্টের জন্য ধন্যবাদ।ভাল থাকবেন।

Level 0

vai s60v3 jonno thakle den

    @Uttam: আমি সত্যিই দুঃখিত।কিন্তু সিমবিয়ান 3rd editoner জন্য এর কোন ভার্সন আমার কাছে নেই যদি কখনও পাই,তাহলে অবশ্যই শেয়ার করব।কমেন্টের জন্য ধন্যবাদ।ভাল থাকবেন।

how i get samsung wave 2 bada apps, can u help me, please.