সবাই সাবধান!আসছে গুগলের নিজস্ব মোবাইল ফোন “Nexus One”

গত কিছুদিন ধরেই আইটি ওর্য়াল্ডে একটা গুজব ছিলো যে খুব তাড়াতাড়ি গুগল তাদের নিজস্ব ব্র্যান্ডের ফোন নিয়ে মোবাইল মার্কেটে তাদের অভিযান শুরু করছে।গুজবটির উৎপত্তি ছিল মূলত একজন গুগলের কর্মীর টুইটার আপডেড নিয়ে।কিন্ত আজ গুগল নিশ্চিত করেছে যে গুগল সত্যি সত্যি নিজেদের ব্রান্ডের মোবাইল ফোন তৈরী করছে এবং এর নাম দেয়া হয়েছে “Nexus One”এবং এটি ২০১০ সালের জানুয়ারিতে তে উন্মুক্ত করা হবে এই ফোনটি আনলক করা থাকবে যেকেউ যেকোন জিএসএম সিম ব্যবহার করতে পারবে।গুগল এই ফোনটি অনলাইন এবং রিটেইলার এর মাধ্যমে বিক্রি করবে।আর এটি গুগলের জন্য তৈরী করছে HTC মোবাইল কোম্পানি।এখন পর্যন্ত তেমন কিছুই জানা যায়নি এ ফোনের ব্যাপারে তবে যা জানা গেছে তা হল:

>>এটিতে আছে Snapdragon Processor

>>Capacitive multi-touch OLED screen

>>GSM নের্টওয়ার্ক

>>On-screen keyboard only

>>Runs on Android 2.1

>>হার্ডওয়্যার হবে HTC এর

নিচের ৩টি স্কীনশুট এখন পর্যন্ত প্রকাশ করা হয়েছে ।


এবার দেখা যাবে আইফোন বনাম গুগল ফোনের যুদ্ধ।আমি গুগলের দলে আছি।আপনি কার দলে???
ভাল থাকবেন।আমার নিজস্ব ব্লগেও প্রকাশিত।

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার দেয়া নামটা নেয়ার জন্যে ধন্যবাদ …….. অনেক খুশি হইছি 😀

    Level 0

    আমার পোলার নামটা কিন্তু আপনারেই দিতে হইব 😀

    সব টিনটিন ভাইয়ের দোয়া।ভাল থাকবেন।

Level 0

দাম টা কি রকম হইতে পারে? এরকম কি কোন রকম ধারনা আছে? থাকলে জানাইয়েন?

Level 0

আমি আগেই কইছিলাম, গুগল মোবাইল ফোন কবে ছারবে ?

    আংকেল আমিও কইছিলাম কিন্তু কারন ইন্টারনেটের ভবিষ্যত এখন মোবাইলের হাতে

Sony ericson AINO, X10, SATIO,
LG Viewty, Motorolla Rockers, Samsung OMNIA,
HTC HD 1,HD 2, HERO, Phuse,
NOKIA N900, X6 যা পারে নাই। গুগল কি তা পারবে ??????
তবে আমিও গুগোল এর দলে।

Level 0

সাবটাইটেল মামুন না গুগল মামুন …………হা হা হা হা হা হা হা হা

Level 0

আমি গুগলের দলে আছি