বাংলালিংক প্রিপেইড সিমের ট্যারিফ ভ্যাট সহ জেনে নিন [১০ সেকেন্ড পালস]

সালাম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন।
আপনারা জানেন যে এখন সকল(জিপি ছাড়া) সিমে ১০ সেকেন্ড পালস শুরু হয়েছে ।

তবে ১০ সেকেন্ড পালস বাস্তবায়ন করলেও তাদের সব প্যাকেজের কল রেট কিছুটা বাড়িয়েছে ।
কথা না বাড়িয়ে শুরু করা যাকঃ

১। বাংলালিংক দেশ অবিরাম ঃ

  • রাত ১২ টা-সকাল ৯ টা বাংলালিংক-বাংলালিংক ০.৬৫ টাকা/মিনিট (ভ্যাটসহ ০.৭৫ টাকা) এবং অন্য অপারেটর এ ০.৯৯ টাকা/মিনিট (ভ্যাটসহ ১.১৪ টাকা)
  • সকাল ৯ টা -বিকাল ৫ টা বাংলালিংক-বাংলালিংক ০.৯২ টাকা/মিনিট (ভ্যাটসহ ১.০৪ টাকা) এবং অন্য অপারেটর এ ০.৯৯ টাকা/মিনিট (ভ্যাটসহ ১.১৪ টাকা)
  • বিকাল ৫ টা- রাত ১২ টা বাংলালিংক-বাংলালিংক ০.৭৫ টাকা/মিনিট (ভ্যাটসহ ০.৮৭ টাকা) এবং অন্য অপারেটর এ ১.২০ টাকা/মিনিট (ভ্যাটসহ ১.৩৬ টাকা)
  1. পালস ১০ সেকেন্ড ।
  2. এফএনএফ নেই ।
  3. বাংলালিংক দেশ অবিরাম এ যাওয়ার জন্য “DS” লিখে এসএমএস পাঠাতে হবে 210 এ । (ফ্রী)

২।  বাংলালিংক দেশ একরেট স্পেশালঃ (নতুন)

 

  • বাংলালিংক-বাংলালিংক এ ০.৯৬ টাকা/মিনিট (ভ্যাটসহ ১.০৯ টাকা)
  • বাংলালিংক-অন্য অপারেটর এ ০.৯৬ টাকা/মিনিট (ভ্যাটসহ ১.০৯ টাকা)
  1. পালস ১০ সেকেন্ড ।
  2. এফএনএফ নেই ।
  3. বাংলালিংক দেশ একরেট স্পেশাল এ যাওয়ার জন্য “START” লিখে এসএমএস পাঠাতে হবে 8678 এ । (ফ্রী)

৩। বাংলালিংক দেশ ক্লাসিকঃ

  • রাত ১২ টা-সকাল ৯ টা বাংলালিংক-বাংলালিংক ০.৬৬ টাকা/মিনিট (ভ্যাটসহ ০.৭৭ টাকা) এবং অন্য অপারেটর এ ১.৫০ টাকা/মিনিট (ভ্যাটসহ ১.৭৮ টাকা)
  • সকাল ৯ টা -বিকাল ৫ টা বাংলালিংক-বাংলালিংক ১.৩২ টাকা/মিনিট (ভ্যাটসহ ১.৫৪ টাকা) এবং অন্য অপারেটর এ ১.৫০ টাকা/মিনিট (ভ্যাটসহ ১.৭৮ টাকা)
  • বিকাল ৫ টা- রাত ১২ টা বাংলালিংক-বাংলালিংক ১.৫০ টাকা/মিনিট (ভ্যাটসহ ১.৭৮ টাকা) এবং অন্য অপারেটর এ ১.৭৪ টাকা/মিনিট (ভ্যাটসহ ২.০১ টাকা)
  • ৩ টি এফএনএফ বাংলালিংক-বাংলালিংক ০.৬৬ টাকা/মিনিট (ভ্যাটসহ ০.৭৭ টাকা) এবং অন্য অপারেটর এ ১.২০ টাকা/মিনিট (ভ্যাটসহ ১.৩৭ টাকা)
  • পালস ১০ সেকেন্ড ।
  • বাংলালিংক দেশ দেশ ক্লাসিক এ যাওয়ার জন্য “START” লিখে এসএমএস পাঠাতে হবে 8678 এ । (ফ্রী)

৪। বাংলালিংক দেশ একরেটঃ

  • বাংলালিংক-বাংলালিংক এ ১.০৮ টাকা/মিনিট (ভ্যাটসহ ১.২৫ টাকা)
  • বাংলালিংক-অন্য অপারেটর এ ১.০৮ টাকা/মিনিট (ভ্যাটসহ ১.২৫ টাকা)
  1. পালস ১০ সেকেন্ড ।
  2. এফএনএফ নেই ।
  3. বাংলালিংক দেশ একরেট এ যাওয়ার জন্য “reg” লিখে এসএমএস পাঠাতে হবে 3030 এ । (ফ্রী)

৫। বাংলালিংক দেশ ৭ এফএনএফঃ

  • রাত ১২ টা-সকাল ৯ টা বাংলালিংক-বাংলালিংক ০.৭২ টাকা/মিনিট (ভ্যাটসহ ০.৮৩ টাকা) এবং অন্য অপারেটর এ ১.৫০ টাকা/মিনিট (ভ্যাটসহ ১.৭৮ টাকা)
  • সকাল ৯ টা -বিকাল ৫ টা বাংলালিংক-বাংলালিংক ১.৩২ টাকা/মিনিট (ভ্যাটসহ ১.৫৪ টাকা) এবং অন্য অপারেটর এ ১.৫০ টাকা/মিনিট (ভ্যাটসহ ১.৭৮ টাকা)
  • বিকাল ৫ টা- রাত ১২ টা বাংলালিংক-বাংলালিংক ১.৫০ টাকা/মিনিট (ভ্যাটসহ ১.৭৮ টাকা) এবং অন্য অপারেটর এ ১.৭৪ টাকা/মিনিট (ভ্যাটসহ ২.০১ টাকা)
  • ৭ টি এফএনএফ বাংলালিংক-বাংলালিংক ০.৭২ টাকা/মিনিট (ভ্যাটসহ ০.৮৩ টাকা) এবং অন্য অপারেটর এ ১.২০ টাকা/মিনিট (ভ্যাটসহ ১.৩৭ টাকা)
  1. পালস ১০ সেকেন্ড ।
  2. বাংলালিংক দেশ ৭ এফএনএফ এ যাওয়ার জন্য “reg” লিখে এসএমএস পাঠাতে হবে 2000 এ । (ফ্রী)

 

৬। বাংলালিংক দেশ ১ সেকেন্ডঃ

  • বাংলালিংক-বাংলালিংক এ ১.২০ টাকা/মিনিট (ভ্যাটসহ ১.৩৭ টাকা)
  • বাংলালিংক-অন্য অপারেটর এ ১.২০ টাকা/মিনিট (ভ্যাটসহ ১.৩৭ টাকা)
  1. পালস ১ সেকেন্ড ।
  2. এফএনএফ নেই ।
  3. বাংলালিংক দেশ একরেট ১ সেকেন্ড এ যাওয়ার জন্য “reg” লিখে এসএমএস পাঠাতে হবে 1732 এ । (ফ্রী)

৭। বাংলালিংক দেশ স্পেশাল এফএনএফঃ

  • রাত ১২ টা- বিকাল ৫ টা বাংলালিংক-বাংলালিংক ১.২০ টাকা/মিনিট (ভ্যাটসহ ১.৩৭ টাকা) এবং অন্য অপারেটর এ ১.২০ টাকা/মিনিট (ভ্যাটসহ ১.৩৭ টাকা)
  • বিকাল ৫ টা- রাত ১২ টা বাংলালিংক-বাংলালিংক ১.৪৪ টাকা/মিনিট (ভ্যাটসহ ১.৭২ টাকা) এবং অন্য অপারেটর এ ১.৫০ টাকা/মিনিট (ভ্যাটসহ ১.৭৮ টাকা)
  • ·         ৩ টি এফএনএফ একটি বাংলালিংক-বাংলালিংক ০.৪২ টাকা/মিনিট (ভ্যাটসহ ০.৪৯ টাকা) এবং বাংলালিংক-বাংলালিংক ০.৬৬ টাকা/মিনিট (ভ্যাটসহ ০.৭৬ টাকা)
  • পালস ১০ সেকেন্ড ।
  • এফএনএফ ২ টি ।
  • বাংলালিংক দেশ এফএনএফ স্পেশাল এ যাওয়ার জন্য “reg” লিখে এসএমএস পাঠাতে হবে 7363 এ । (ফ্রী)

[এই তথ্য গুলো এখনো http://www.banglalinkgsm.com এ এ আপডেট হয়নি । তাই ভুল হলে ধরিয়ে দিবেন আমি আপডেট করে দিবো । আমি ১২১ থেকে এই কলরেট গুলো দিয়েছি ]

আমার ওয়েবসাইটঃ http://www.otsbd.tk

আমার ফেইসবুক আইডিঃ http://www.facebook.com/otsbd.tk

আমার ফেইসবুক গ্রুপঃ http://www.facebook.com/groups/otsbd.tk/

 

কেমন লাগলো তা কমেন্ট এ জানাবেন । 

Level 0

আমি জিহাদুর রহমান নয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 313 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

http://www.noyon786.blogspot.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অন্যদের তুলনায় বাংলালিংক এর call rate বেশী. apnar phone number ta den. airtel, banglalink sob bondo.

vai ami maj khan diya apnader akta offer dai ki bolen? Free Welcome Tunes Offer for airtel. To download 02 songs without any charge please type Y and send it to 1212 within 15 December. Only Subscripton Charge is applicable.

Level New

খুব সুন্দর করে লিখছেন ভাইয়া। জটিল হইছে

যাই কন. লাউ আর কদু একই. সব গুলা প্যাকেজ এর কলরেট একই বেশ কম নাই

Level 0

২৫পয়সা প্যাকেজের কি অবস্থা ভাই? আছে না খতন কইরা দিছে?? কলরেট এর অবস্থা দেইখা তো আমার বন্ধ মুখটা হা হইয়া গেল!!! 😮

    Level 0

    *খতম

Kintu 100 takai 1GB net pack er ki holo?

    @শ্যামল কুমার জয়: যেহেতু, বিটিআরসি চেয়ারম্যান মারা গেছেন । তাই এ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না । বর্তমান ভারপ্রাপ্ত বিটিআরসি চেয়ারম্যান গিয়াস উদ্দিন দেখি কি করেন ।

Bhaia, ami sme use kori, amar ki obostha bolben ki? aar 100 taka te 1gb internet er ki kono khobor asa?

Level 0

gp theke bl better,,,,