নোকিয়া, সোনি অথবা যেকোন অন্যান্য ব্র্যান্ডের ফোনে ব্লুটুথ (Bluetooth) রয়েছে যা আমরা অনেকেই ব্যবহার করি।
আর এটাই হয়েছে এখন হ্যাকারদের নতুন নতুন জিনিস পরীক্ষার জন্য খেলার মাঠ।
তাই এই সব হ্যাকারদের হাত থেকে বাঁচতে আপনাকে নিচের সফ্টগুলা দরকার হতে পারে।
এটি একটি নিরাপত্তা স্যুট (suite) যা আপনাকে BlueSnarf, BlueSnarf++ এবং BlueSmack থেকে রক্ষা করবে।
এছাড়াও আরো যে বৈশিষ্ট্য আছে তাহলো -
* Bluetooth address spoofing,
* socket shells like AT and RFCOMM
* L2CAP packet generator
* connection resetter
* RSCOMM scanner which are a must for any Bluetooth security enthusiastic.
Blooover এবং Blooover ২ এই টুলটি J2ME enabled cell phone এর জন্য,এটা মূলত সবাই ব্যবহার করে বন্ধুর ফোন থেকে নিরাপদ থাকতে।
ডাউনলোড
আপনারা যারা পিসিতে ব্লুটুথ (Bluetooth) ব্যবহার করেন তারা সর্বোচ্চ সুরক্ষা পেতে এই ফ্রি সফ্টটি ব্যবহার করতে পারেন।
এতে যা পাবেন -
* Switch off Bluetooth when not in use.
* Purchase only devices having long PIN codes.
* Refrain from entering the PIN into Bluetooth device for pairing.
* Limit the electric power itself to keep range of network within physical area (for Bluetooth enabled routers and devices other than cell phones).
* Always generate initialization keys when 2 Bluetooth devices meet for the first time.
* Never allow auto connection (Big loophole in Cell phone devices,easily exploited by a bit of social engineering).
এছাড়াও আরো অনেক বৈশিষ্ট্য আছে যা লিখতে গেলে অনেক সময় লেগে যাবে।
আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........
অনেকদিন পর দেখলাম আপনাকে। যাই হোক, কাজের একটা জিনিষ নিয়ে ফিরে এসেছেন।
ধন্যবাদ।