(প্রিয় টেক) অন্য সবাই প্রস্তুতি নিলেও দুই শীর্ষ অপারেটর গ্রামীণফোন ওবাংলালিংক এখনই তাদের সব গ্রাহকদেরকে দশ সেকেন্ডের পালস সুবিধা দিতে পারছে না। আজশুক্রবার সন্ধ্যায়ই আরো দেড় মাসসময় বাড়ানোর আবেদন করেছে গ্রামীণফোন ।সময় বাড়ানোর কথা বলেছে বাংলালিংকও ।
বিটিআরসি’র নির্দেশনা অনুসারে ১৫ সেপ্টেম্বর থেকে সব অপারেটরের সব প্যাকেজে দশ সেকেন্ডের পালস বাধ্যতামূলক। এর আগে ১৫ আগস্টের মধ্যেএটি করতে বলা হলেও অপারেটরদের দাবির প্রেক্ষিতে এক মাস সময় বাড়ানো হয়। তবে ১৫ আগস্ট থেকেই নির্দেশনার বাস্তবায়ন করেছে টেলিটক। আর তৃতীয় গ্রাহক সেরা অপারেটর রবি জানিয়েছে, নির্ধারিত সময়েই তারাতাদের গ্রাহকদের দশ সেকেন্ডের পালস সুবিধা দেবেন। একই প্রস্তুতি সিটিসেল এবং এয়ারটেলেরও।
এদিকে গ্রামীণফোনের কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান মাহমুদ হোসাইন জানিয়েছেন, বিটিআরসি’র নির্দেশনা বাস্তবায়নের কাজ তারা শুরু করেছেন। তবে তাদের গ্রাহক যেহেতু অনেকবেশী সেকারণে কিছুটা সময় লাগতে পারে। ইতিমধ্যে সময় চেয়ে বিটিআরসিকে চিঠিও
আমি জিহাদুর রহমান নয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 313 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://www.noyon786.blogspot.com
1GB-100 টাকাই আমার জন্য বেশি প্রয়োজন। এটার কি অবস্থা?