সুখবর! আজ থেকে সকল অপারেটর এ চালু হল ১০ সেকেন্ড পালস!!!

(প্রিয় টেক) অন্য সবাই প্রস্তুতি নিলেও দুই শীর্ষ অপারেটর গ্রামীণফোন ওবাংলালিংক এখনই তাদের সব গ্রাহকদেরকে দশ সেকেন্ডের পালস সুবিধা দিতে পারছে না। আজশুক্রবার সন্ধ্যায়ই আরো দেড় মাসসময় বাড়ানোর আবেদন করেছে গ্রামীণফোন ।সময় বাড়ানোর কথা বলেছে বাংলালিংকও ।
বিটিআরসি’র নির্দেশনা অনুসারে ১৫ সেপ্টেম্বর থেকে সব অপারেটরের সব প্যাকেজে দশ সেকেন্ডের পালস বাধ্যতামূলক। এর আগে ১৫ আগস্টের মধ্যেএটি করতে বলা হলেও অপারেটরদের দাবির প্রেক্ষিতে এক মাস সময় বাড়ানো হয়। তবে ১৫ আগস্ট থেকেই নির্দেশনার বাস্তবায়ন করেছে টেলিটক। আর তৃতীয় গ্রাহক সেরা অপারেটর রবি জানিয়েছে, নির্ধারিত সময়েই তারাতাদের গ্রাহকদের দশ সেকেন্ডের পালস সুবিধা দেবেন। একই প্রস্তুতি সিটিসেল এবং এয়ারটেলেরও।
এদিকে গ্রামীণফোনের কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান মাহমুদ হোসাইন জানিয়েছেন, বিটিআরসি’র নির্দেশনা বাস্তবায়নের কাজ তারা শুরু করেছেন। তবে তাদের গ্রাহক যেহেতু অনেকবেশী সেকারণে কিছুটা সময় লাগতে পারে। ইতিমধ্যে সময় চেয়ে বিটিআরসিকে চিঠিও

 লেখা হয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে যে, বর্তমানে গ্রামীনফোনের ৮টি প্যাকেজেরভেতর ১টি-তে ১০ সেকেন্ড পালস রয়েছে। এবং নতুন করে আরো ১টি প্যাকেজে তারা আগামীকাল থেকেই ১০ সেকেন্ড পালস চালু করবে। এবং বাকী ৬টি প্যাকেজের জন্য পর্যায়ক্রমে ১০ সেকেন্ড পালস এবং ফ্ল্যাট ট্যারিফ প্রয়োগ করা হবে।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় পাঠানো চিঠিতে আরো দেড় মাসসময় চাওয়া হয়েছে। তবে অপর একটি সূত্র বলছে, দুই সপ্তাহের মধ্যে সব গ্রাহককে এই সেবার আওতায় নিয়ে আসতে পারবে গ্রামীণফোন।
এদিকে বাংলালিংকের মার্কেটিং বিভাগেরসিনিয়র ডিরেক্টর শিহাব আহমাদ জানান, তারাও গ্রাহকদের দশ সেকেন্ডের সেবা উপভোগ করতে দিতে তৈরী। এ বিষয়ে বিটিআরসি’র সঙ্গে তারা একমত হয়েছেন। ফলে পেছনে ফেরার সুযোগ নেই। তবে গ্রাহক বেশী হওয়ার কারণে প্রযুক্তিগত কিছু বিষয় তাদের বিবেচনায় নিতে হচ্ছে।সে কারণে সব গ্রাহককে এই সেবার মধ্যে আনতে একটু বাড়তি সময় লাগবে।
গত বৃহস্পতিবার বিটিআরসি এক চিঠিতে অপারেটরদের দশ সেকেন্ডের পালস বাস্তবায়ণের নির্দেশনা দেয়। এই চিঠিতে তারা সব অপারেটরকে জানায়, প্রয়োজনে এ বিষয়ে বিটিআরসি কারিগরি সহায়তা দিতেও তৈরী। একই সঙ্গে বিটিআরসি বলছে, দশসেকেন্ডের পালস বাস্তবায়ন করে আবার তার সঙ্গে কল সেটিং চার্জ আরোপ করা যাবে না। ১৫ সেপ্টেম্বর থেকেই ‘ফ্ল্যাট রেট ট্যারিফ’ও বাস্তবায়ন করতে বলেছে তারা।
এখন থেকে গ্রামীনফোন এর "আমন্ত্রণ" বাংলালিংক এর "অবিরাম" এ ১০ চালু হল ১০ সেকেন্ড পালস!!!
-BD All operator's latest offer
FACEBOOK এ আমার গ্রুপঃ http://www.facebook.com/groups/OTSBD.TK

Level 0

আমি জিহাদুর রহমান নয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 313 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

http://www.noyon786.blogspot.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

1GB-100 টাকাই আমার জন্য বেশি প্রয়োজন। এটার কি অবস্থা?

Airtel এর package গুলো সবচেয়ে আকর্ষণীয় । বিশেস করে hoi choi package

Level 0

যতদুর জানি BTRC ,1GB=100টাকা এমন কোন নির্দেশ দেয় নি। এটা কিছু ফেবু পেজের প্রচারনা ছিল।

রবি কি ১০ সেকেন্ড পালস করেছে ?

1GB-100 টাকায় আমার জন্য বেশি প্রয়োজন। কবে যে দিবে । @ পাপন ভাই , , , BTRC ,1GB=100টাকায় এমন নির্দেশ দিছিলো । আরো বলেছিল যে কনো লিমিটেড পেকেজ শেসে অবশিস্ত BM নতুন পেকেজ এর সাথে জোগ করা হবে, শেটা জতো দিন পরে ই হক না কেন । টাকা দিয়া কিনছি না ফ্রী এর মাল নাকি ?

vai,call rate ta bashi hoiaa gace.bishas kora banglalink .

When will all the operator remove “FUP”?
they say its unlimited but the limit the net after 5gb use(GP)!