এয়ারটেলের নতুন প্যাকেজ (হৈ চৈ) এ উপভোগ করুন ১ সেকেন্ড পালস+এফএনএফ [একবার দেখুন ভাল না লাগলে আমি দায়ী থাকব]

আস্ সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ।

এয়ারটেল একটি নতুন প্যাকেজে এই পালস সুবিধা চালু করেছে । নতুন প্যাকেজটির নাম হৈ চৈ (hoi choi ) ।

এই এর প্যাকেজে সুবিধা নিম্নরূপঃ

  • ১ সেকেন্ড পালস
  • ২ টি এফএনএফ

কলরেটঃ

যেকোনো নম্বরে ০.৯৯ পয়সা(ভ্যাটসহ ১.১৪ পয়সা)

২ টি এফএনএফ নম্বরে

  • এয়ারটেল-এয়ারটেল ০.৩০ পয়সা(ভ্যাটসহ ০.৩৪ পয়সা)
  • এয়ারটেল-অন্য অপারেটর এ ০.৬০ পয়সা (ভ্যাটসহ ০.৬৯ পয়সা)

এসএমএস চার্জঃ

  • এয়ারটেল-এয়ারটেল ০.৩৯ পয়সা(ভ্যাটসহ ০.৪৪ পয়সা)
  • এয়ারটেল-অন্য অপারেটর এ ০.৩৯ পয়সা (ভ্যাটসহ ০.৪৪ পয়সা)
  • এয়ারটেল-এয়ারটেল(এফএনএফ) ০.২৯ পয়সা(ভ্যাটসহ ০.৩৩ পয়সা)
  • এয়ারটেল-অন্য অপারেটর(এফএনএফ) ০.২৯ পয়সা(ভ্যাটসহ ০.৩৩ পয়সা)

হৈ চৈ প্যাকেজ এ মাইগ্রেট করতে H লিখে এসএমএস করুন ৭৩৫৩(ফ্রি) এ । 

কেমন লাগলো এয়ারটেল এর এই অফার তা কমেন্ট এ জানান ।

Level 0

আমি অমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Nice Package.

Ei package kobe chalu hoice?

No other operator in our country is so good as Airtel.

kintu bangla link ak desh ak rate package a 1.1tk jay kono number a, atae amer posondo

    @ম্যাকসন: Pulse koto second?
    FnF koyta?
    Call set up charge ache?

    Level 0

    @ম্যাকসন: তারচেয়ে তো এয়ারটেলের গল্প প্যাকেজ ভালো। যেকোনো নাম্বেরে ৭৯ পয়সা ( ভ্যাটসহ ৯১ পয়সা ) । ৩০ সেকেন্ড পালসও আছে। সাথে যে কোন অফার উপভোগ করা যায়।
    তাছাড়া রবি উদ্যোক্তা থেকে যেকোনো নাম্বারে ৬৫ পয়সা ( ভ্যাটসহ ৭৫ পয়সা ) । 🙂

দীর্ঘদিন ধরে এয়ারটেল এ বান্ডেল মিনিট ক্রয় করে ব্যবহার করতেছি 😛
১১২ টাকা (ভ্যাটসহ) তে ৪০০মিনিট ও ১০০ sms মেয়াদ ১৫দিন । মাসে দুবার নিয় ।

ভাই কিছু মনে করবেন না, ছোট একটা ভুল।ভ্যাটসহ ১.১৪ টাকা দিলে ভালো হয়। পয়সা দিতে হলে ১১৪ পয়সা দিলে সুন্দর দেখায়। প্রত্যেকটা এরকম হবে।

package টা আসলেই দারুন

Level 0

network valo na

    Level 0

    @misbah129: ভাই এয়ারটেলের নেটওয়ার্ক আগের চেয়ে অনেক ভালো হয়েছে। তাছাড়া এয়ারটেলের অফার ও প্যাকেজগুলো অন্য যে কোন অপারেটরের চেয়ে ভালো। এয়ারটেল ব্যাবহার করাতে আমার খরচ অনেক কমে গেছে ।

Level 0

ভাইয়া একটা কথা, এখানে একটু ভুল আছে । যেমনঃ ০.৩০ পয়সা না হয়ে হবে ৩০ পয়সা অথবা ০.৩০ টাকা । বাকিগুলোও এরকম হবে । আশা করি ঠিক করে দিবেন। আমার কোন ভুল হলে ক্ষমা করে দিবেন ।

    @Harry: Ete Mahedi vai er dosh nei. Ebhabe dile manush sohoje bujhte pare.

      Level 0

      @http://WWW.OTSBD.TK: ভাই আপনি একটা কথা বললেন?? একটি ভুল তথ্য মানুষ কিভাবে সহজে বুজতে পারে? আমার মনে হয়, যারা এই টিউনটি পরেছে তারা উক্ত ব্যাপারটা ভালোমত লক্ষ করেনি, তা না হলে তারাও ব্যাপারটা নিয়ে মন্তব্য করতো। আপনি পড়াশুনা করে থাকলে নিচ্ছয় গণিত করে থাকবেন। তাহলে আপনিই বলুন ০.৩০ পয়সা বা ০.৩০ টাকা আর ১.১৪ পয়সা বা ১.১৪ টাকা বলতে কি বুজায়?
      একটি সংখ্যা লিখলে তার শেষে যে একক লেখা হয় তা সব সময় দশমিকের আগের সংখ্যাকে নির্দেশ করে । আর দশমিকের পরে যে সংখ্যা লেখা হয় তা ঐ এককের পরের ছোট একককে নির্দেশ করে।
      আপনি কি কখনো বিদ্যুৎ বিল, গ্যাস বিল বা টেলিফোন বিল দেখেননি । ওখানে কি ৫৪৩.২১ পয়সা লেখা থাকে নাকি ৫৪৩.২১ টাকা লেখা থাকে ?? না দেখে থাকলে আপনি আপনার মোবাইলের ব্যালেন্স চেক করে দেখুন, তাহলেই বুজবেন।
      আপনি খবরের কাগজে এয়ারটেলের বিজ্ঞাপনটা দেখতে পারেন। তারা কিন্তু এয়ারটেল-এয়ারটেল sms রেট ০.৩৯ পয়সা লিখেনি, লিখেছে ৩৯ পয়সা।
      আপনি এয়ারটেলের http://www.bd.airtel.com/packagedetails.php?id=19 এই ওয়েব সাইট টি দেখতে পারেন। এই https://www.techtunes.io/mobileo/tune-id/149413 টিউনটিও দেখতে পারেন। তারপর আপনিই বলুন কোনটা ঠিক আর কোনটা ভুল।
      এখন আপনি বলুন আমার আগের মন্তব্যটি ঠিক ছিল, না ভুল ছিল ???

amio nebooooooooo

এক টাইপ হুজুগে বাঙালি আছে যারা বলে নেটওয়ার্ক ভালো না ।
এখন এয়ারটেলের নেটওয়ার্ক অনেক উন্নত । আমি সব দিক থেকে তাই এয়ারটেল কেই বেষ্ট মনে করি

ভাল পোস্ট

Hmm nice. thanks. Airtel= All time hit/hot 🙂

@Harry: মানুষ মাত্রই ভুল ।
আপনার কথা ঠিক আছে ।