গ্রামীনফোনে ১০ সেকেন্ড পালস এর বাস্তবায়ন শুরু!!!

৭১ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার BTRC তুমি এগিয়ে চলো, আমরা সবাই আছি তোমার সাথে"
সাম্প্রতিক সময়ে BTRC এর কিছু বলিষ্ঠ উদ্যোগ,
যা বাংলাদেশের আপামর সকল মোবাইল গ্রাহকদের হৃদয়ে স্বর্নাক্ষরে লেখা থাকবে:
১। সব প্যাকেজে ১০ সেকেন্ড পালস চালু করা।
2। সকল প্রকার কল সেটআপ চার্জ / ১ম মিনিট চার্জ প্রত্যাহার করা।
3। ১GB ইন্টারনেট প্যাক ১০০ টাকা এবং পরবর্তী ইন্টারনেট প্যাক এর সাথে অব্যবহৃত ডাটা ক্যারি ফরওয়ার্ড সুবিধা বাধ্যতামূলক রাখা।সকল প্রকার ইন্টারনেট প্যাক থেকে ফেয়ার ইউসেজ পলিসি বাতিল করতে হবে ।

এর লক্ষে গ্রামীনফোনে ১০ সেকেন্ড পালস এর বাস্তবায়ন শুরু করেছে জানান গ্রামীনফোন চেয়ারম্যান ।

এছাড়া তারা  ১০ সেকেন্ড পালস যুক্ত অফার দিয়েছে । অফারগুলো নিম্নরূপঃ

২৫ পয়সা অফার!

গ্রামীণফোন এর প্রিপেইড গ্রাহকদের জন্য নিয়ে এসেছে দারুণ এক অফার যার মাধ্যমে গ্রামীণফোনের প্রিপেইড গ্রাহক মাত্র ১০ টাকায় (ভ্যাট ব্যতীত) যেকোন জিপি নম্বরে কথা বলতে পারবেন পুরো ৪০মিনিট! অর্থাৎ দেশের সবচেয়ে কম রেট ২৫ পয়সা/মিনিট-এ! চমকপ্রদ এই অফারটি উপভোগ করতে হ্যান্ডসেটের মেসেজ অপশনে Start T লিখে এসএমএস করুন 9999 নম্বরে (চার্জ প্রযোজ্য নয়)।

কাদের জন্য প্রযোজ্য:

এই অফার ডিজুস, স্মাইল, আপন, বন্ধু, সহজ, বাঁধন, স্পন্দন, আমন্ত্রণ, একতা-১, একতা-২, বিজনেস সলিউশনস প্রিপেইড ১, ২, ৩, সফল, জিপিপিপি ও ভিপি সংযোগের জন্য প্রযোজ্য।

অফার চলাকালীন আগ্রহী গ্রাহকগণ প্রতিদিন সর্বোচ্চ ২ বার এ সুবিধা উপভোগ করতে পারবেন। অফারের বিশেষ আকর্ষণ, মাত্র ১০ টাকায় ৪০ মিনিট কথা বলা যাবে রাত ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। রেজিস্ট্রেশনের পর আপনার অবশিষ্ট মিনিট জানতে ডায়াল করুন *৫৬৬*২০#।

তাহলে আর দেরী কিসের? ঝটপট মেসেজ অপশনে Start T লিখে এসএমএস করুন 9999 নম্বরে, লুফে নিন মাত্র ১০ টাকায় ৪০ মিনিট আপনজনদের সাথে কথা বলার সু্যোগ। দেশের যে প্রান্তেই যান, সবসময় কাছে থাকুন গ্রামীণফোন নেটওয়ার্কের।

অফারের বিস্তারিতঃ

  • এই অফারে গ্রামীণফোন প্রিপেইড গ্রাহকগণ রাত ১২টা থেকে পরবর্তী দিন বিকাল ৪টা পর্যন্ত যেকোনো জিপি-জিপি নম্বরে (F&F কলসহ) কথা বলতে পারবেন ১০ টাকায় ৪০ মিনিট অর্থাৎ ২৫ পয়সা/মিনিট
  • অফারের অন্তর্ভুক্ত কলে ১০ সেকেন্ড পাল্্স প্রযোজ্য
  • অফারটি অ্যাক্টিভেট হয়েছে কিনা তা ফিরতি কনফারমেশন এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে
  • USSD-এর মাধ্যমে অবশিষ্ট ব্যালেন্স জানতে ডায়াল করুন *৫৬৬*২০#
  • গ্রাহক রাত ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সর্বোচ্চ ২ বার অফারটি অ্যাক্টিভেট করতে পারবেন। তবে প্রতিবার গ্রাহককে ভিন্ন ভিন্ন SMS-এর মাধ্যমে অফারটি অ্যাক্টিভেট করতে হবে
  • কল সেট-আপ চার্জ প্রযোজ্য নয়
  • অন্য সকল ট্যারিফ, ফিচার ইত্যাদি একই থাকবে। অফারের মিনিট শেষ হলে গ্রাহকের নিয়মিত প্যাকেজ ট্যারিফ প্রযোজ্য হবে
  • এই অফার গ্রহণ করলে মাই জোন ডিসকাউন্ট সুবিধা প্রযোজ্য হবে না, তবে অফার মিনিট শেষে যথারীতি ডিসকাউন্ট পাওয়া যাবে
  • অফারটি অ্যাক্টিভেটের সময় গ্রাহকের মোবাইলে সর্বনিম্ন ১১.৫০ টাকা (ভ্যাটসহ) ব্যালেন্স থাকতে হবে
  • অফারের মেয়াদ: রাত ১২টা থেকে বিকাল ৪টা
  • সকল চার্জ এর উপর ১৫% ভ্যাট প্রযোজ্য

নতুন স্টার্টআপ অফার!

মাত্র ১৪৯ টাকায় গ্রামীণফোন-এর "সহজ" সংযোগ কিনে উপভোগ করুন ১৯ টাকা রিচার্জ অফার এবং ৫০ পয়সা/মিনিট কলরেট। এছাড়াও থাকেছে ১০ টাকার প্রি-লোডেড টকটাইম, ১৫০ SMS (জিপি-জিপি) এবং ৩০ MB ইন্টারনেট (মেয়াদ ৭ দিন) একদম ফ্রি!

৬ সেপ্টেম্বর, ২০১২ থেকে নতুন অ্যাক্টিভেটেড সহজ ও ডিজুস প্যাকেজের জন্য:

ফ্রি অফারসমূহ

  • নতুন অ্যাক্টিভেটেড সহজ প্যাকেজ ও ডিজুস ব্যবহারকারী গ্রাহকদের জন্য: ১০ টাকার প্রি-লোডেড টকটাইম (যেকোনো উদ্দেশ্যে ব্যবহারযোগ্য)+ ১৫০ SMS(জিপি-জিপি) + ৩০ MB ইন্টারনেট (মেয়াদ৭ দিন)।

১৫০টি বোনাস SMS

  • নতুন SIM অ্যাক্টিভেট করলেই থাকবে ৩০ দিন মেয়াদসহ প্রি-লোডেড ১৫০ (জিপি-জিপি) SMS
  • ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যেক ফ্রি SMS অ্যাক্টিভেটেড হবে এবং SMS-এর মাধ্যমে গ্রাহকদের নোটিফিকেশন দেয়া হবে।
  • জিপি-জিপি বোনাস SMS ব্যালেন্স সম্পর্কে জানতে ডায়াল করুন *৫৬৬*২# (ফ্রি)।

৩০ MB ফ্রি ইন্টারনেট

  • নতুন SIM অ্যাক্টিভেশনের ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া যাবে প্রি-লোডেড ৩০ MB (৭ দিন মেয়াদি) ফ্রি ইন্টারনেট।
  • ইন্টারনেট অ্যাক্টিভেট হওয়ার পরপরই গ্রাহকগণ নোটিফিকেশন SMS পাবেন।
  • ফ্রি ইন্টারনেট ব্যালেন্স সম্পর্কে জানতে ডায়াল করুন *৫৬৬*১০# (ফ্রি)।

৬ সেপ্টেম্বর, ২০১২ থেকে নতুন অ্যাক্টিভেটেড সহজ, বিজনেস সল্যুশন প্রিপেইড (প্যাকেজ ১ এবং ২) এবং একতা (প্যাকেজ ১ এবং ২) এর জন্য

৫০ পয়সা/মিনিট কলরেট

  • রাত ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত — শুধুমাত্র জিপি-জিপি কলগুলোর ক্ষেত্রে নতুন সহজ গ্রাহক এই হ্রাসকৃত ট্যারিফ উপভোগ করতে পারবেন।
  • গ্রাহক SIM অ্যাকটিভেট করার সাথে সাথেই এই স্পেশাল কলরেট উপভোগ করতে পারবেন
  • এই ট্যারিফ F&F এবং CUG কলগুলোর ক্ষেত্রে প্রযোজ্য নয়।
  • এই অফারে প্রথম মিনিট থেকেই ৫০ পয়সা চার্জ হবে।
  • নতুন ব্যবহারকারী সহজ প্যাকেজের গ্রাহকদের ক্ষেত্রে ৫০ পয়সা/মিনিট কলরেট চলাকালীন সময়ে ১০ সেকেন্ড পালস্ প্রযোজ্য হবে রাত ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
  • এই ট্যারিফ অফার সহজ প্যাকেজ হতে অন্য কোনো প্যাকেজে মাইগ্রেট করে ফেলা গ্রাহকের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
  • ৬ সেপ্টেম্বর, ২০১২ বা এরপর অ্যাক্টিভেটেড নতুন গ্রাহক সহজ প্যাকেজে মাইগ্রেট করে আসলে এই অফার উপভোগ করতে পারবেন
  • মাই জোন অ্যাক্টিভেটেড অবস্থায় ৫০ পয়সা/মিনিট কলরেট প্রযোজ্য হবে না।
  • এই অফার সীমিত সময়ের জন্য।

৬ সেপ্টেম্বর, ২০১২ থেকে নতুন অ্যাক্টিভেটেড সহজ প্যাকেজের জন্য

১৯ টাকার রিচার্জ অফার

  • এই অফারটি পেতে হলে, অফার চলাকলীন সময়ে নতুন অ্যাক্টিভেটেড গ্রাহকদের ১৯ টাকা রিচার্জ করতে হবে। সঠিকভাবে রিচার্জ হলেই এই অফারটি অ্যাক্টিভেটেড হয়ে যাবে।
  • ১৯ টাকা রিচার্জ হলেই পাওয়া যাবে ১৯ টাকা (জিপি-জিপি) টকটাইম, ১৯টি (জিপি-জিপি) SMS এবং ১৯ MB ইন্টারনেট ফ্রি।
  • ফ্রি ১৯ টাকার টকটাইমের ক্ষেত্রে ১০ সেকেন্ড পালস্ প্রযোজ্য হবে।
  • ১৯ টাকা রিচার্জ এর বোনাস টকটাইমের জন্য রাত ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত — ১.৫০টাকা/ মিনিট কলচার্জ প্রযোজ্য হবে। দিনের বাকি সময়ের জন্য "সহজ" সংযোগের নিয়মিত কলচার্জ প্রযোজ্য হবে।
  • এই অফারটি গ্রাহকরা যতবার খুশি ততবার নিতে পারবেন।
  • গ্রাহকগণ যদি সহজ প্যাকেজ থেকে অন্য কোন প্যাকেজে মাইগ্রেট করে ফেলেন তাহলে এই অফারটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
  • তবে, যদি ৬ সেপ্টেম্বর, ২০১২ বা এরপর থেকে অ্যাক্টিভেটেড নতুন গ্রাহকগণ সহজ প্যাকেজে পুনরায় মাইগ্রেট করে এই অফার উপভোগ করতে পারবেন।
  • ৬ সেপ্টেম্বর, ২০১২ এর থেকে অথবা এরপরে নতুন অ্যাক্টিভেটেড ডিজুস গ্রাহক যদি সহজ প্যাকেজে মাইগ্রেট করে থাকে তাহলে এই অফারটি উপভোগ করতে পারবেন।
  • জিপি-জিপি ১৯ টাকার ফ্রি টকটাইমের ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৫৬৬*৮# (ফ্রি)।
  • জিপি-জিপি ১৯টি SMS-এর ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৫৬৬*২#
  • ১৯ MB ফ্রি ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৫৬৬*১০#
  • ১৯ টাকার রিচার্জ অফারের বোনাস অ্যামাউন্টগুলোর মেয়াদ হবে ১ দিন (যেদিন রিচার্জ করবেন, সেদিন রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত)
  • এই অফার সীমিত সময়ের জন্য।

[কেমন লাগলো BTRC এর এই গর্জন তা জানাবেন । আর আপনাদের অনুমতি পেলে এ সংক্রান্ত সকল তথ্য আপনাদের জানাবো । কমেন্ট এ মতামত জানান]

আমার FB ID: http://WWW.FACEBOOK.COM/OTSBD.TK

 তৈরি করুন নিজের একটি মোবাইল সাইট

ধন্যবাদ সবাইকে ।

Level 0

আমি জিহাদুর রহমান নয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 313 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

http://www.noyon786.blogspot.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এমন তো কথা ছিলনা!

অনেক ধন্যবাদ।। সকল তথ্য গুলো শেয়ার করুন ।।

Level 0

এটাও গ্রামীনের একটা ফাজলামী। বিটিআরসির নির্দেশ মোতাবেক কাজ করেনি তারা।

Level New

vai ei gulan to age thakei chilo sudhu 10 sec ad korce.bt ami to vabcilam j 24 hourse i 10 sec hobe.dhur abar bash khailm

Level 0

জিপিকে দেশ থেকে তাড়ানো উচিত

    @carifahmad: তাইলে আর দেশ চলবে না।। আর চলতেও পারে যদি আপনি একটা ফোন কম্পানি খুলেন।। জিপি আপনার কি ক্ষতি করেছে ভাই ???

ata srart holo kobe thake??? ami to grameen phone a job kori… koi ami to amon kicu suni nai…….

আপনি তো গ্রামীনফোএর বাপ মা হইয়া গেছেন। টিউন সুন্দর হইছে। তবে ভাল লাগল গ্রামীনফোনের এই অফার। কিন্তু আমি না পারতে ইন্টারনেট ছাড়া আর কিছু ব্যবহার করি না। ধন্যবাদ টিউনের জন্য।

Level 0

good

100 takaky 1 gb internet eti ki sotti?

যে লাউ সে কদু…!!! ভাওতাবাজির শেশ নাই…!!!
আর বাঙ্গালীর একটা হুজুক হইলেই হল…!!!

আপনি আপনার জিপি থেকে জিপি তে মাসে কত টাকার কথা বলেন তা কি কখনও হিসেব করে দেখেছেন।
এদের প্যাকেজের অর্থ এই যে দিন(তাও আবার ১৬ ঘন্টা) ১১.৫০ টাকা দিতে হবে জিপিকে শুধু জিপি নাম্বারে কল করার জন্য। মানে মাসে ৩৪৫ টাকা দিতে হবে শুধু ১০ সেকেন্ড পালস ব্যবহার করার জন্য।
ধরলাম আপনি ৫০% কল করেন জিপিতে আর ৫০% কল করেন। তাইলে আপনি এখন হুসাব করেন যে আপনার আগে বিল আসতো কত আর এখন বিল আসবে কত (যারা জিপি থেকে অন্য নাম্বারে কল করেন না তারা ব্যতীত, তবে এরকম ব্যবহার কারী ১% হতে পারে।

আর সবচেয়ে বড় ভাওতাবাজি হল দিন(মধ্য রাইত হতে সারা রাইত আর সারা দিন। কথা কওনের আসল সময় সন্ধ্যা হতে মধ্য রাত পর্যন্ত বাদে) ৪০ মিনিট( মানে দিন শেষ অবশিষ্ট মিনিটও শেষ)।

ধরেন আইজকা বিকাল ৪টা পর্যন্ত আপনি ২০ মিনিট জিপি-জিপি কথা কইলেন। কিন্তু আপনি খরচ করলেন ১১.৫০ ট্যাহা। তইলে তইলে জিপি আপনার থেইকা মিনিট প্রতি খাইলো ১১.৫০ট্যাহা/২০ মিনিট = ০.৫৭৫ ট্যাহা।

এই রকমের হুজুগে আপ্নারা বিশ্বাস করলেও আমি করিনা।

    @সজীব: ভাই সব থেকে ভাল কোন কম্পানি বলতে পারেন ???? মেনে নিলাম জিপি খারাপ তাহলে ভাল দিক টা একটু দেখিয়ে দিবেন কি ভাই ?????

      Level 0

      @এম এম কৌশিক: ভাই, টেলিটক ইউজ করেন। শত হলেও দেশি সিম তো। তাছাড়া দেশের টাকা দেশে থাকল 🙂

    @সজীব: Vai, onek kisu-e dhore nite bollen….. Evabe dhore niye noye sob-e proman kora jay, tar cheye borong dhore nei j ami ISD call chara onno kono call-e kori na………. GP theke onno number-e call koren na emon user 1%, right. Kintu sudhu GP nuber-e 70-90% call koren emon user kintu kom na, dhore nin(!!!) ei offer-ta tader jonno….

Level 0

যেদিন ১০০ টাকায় ১জিবি ইন্টারনেট হবে সেদিন জিপি use করব.
Taletalk age ai sebta chaloo koruk 1GB@100tk.

    Level 0

    @DJ Jubayer:হে হে হে ৩এমবি স্পীড দিয়ে কোম্বা ফোন ইউজ করবেন ভাই?

বাঙ্গালি সহজ সরল। তাই জিপির অফারগুলো সহজ হওয়া উচিত। এত প্যাচ মার্কা অফার কে চাইছে………………..?

    @ND_exclusive: ভাই সহজ সরল অফার কোন কম্পানি দেয় আমাকে একটু জানান ত ভাই , আমার জানা নেই ।। মেনে নিলাম জিপি খারাপ তাহলে ভাল দিক টা একটু দেখিয়ে দিবেন কি ভাই ?????

ধন্যবাদ

Level 0

aj gp theke other oparetor a 8 min kotha bolchi amr 20 tk sesh.fuck gp offer

    @parvezbd:

    অন্য কোন কম্পানি ভাল আমাকে একটু বলেন ভাই যারা যারা অন্য অপারেটরে কম পয়সা মিনিটে কথা বলতে দেয় ?????

Level 0

এম এম কৌশিক
apni maybe gp office job koren tai onno oparetor er cal rate janen na. airtel or robir cal rate dekte paren.

40 min. ses korte na parle min:00 hoea jabe? na +hobe (buy agein this offer?)
plz tell me.

Level 0

airtel a .60 paisa any oparetor plas 1 sec pulse

    @parvezbd: ভাই এয়ারটেলের কল রেট ত আপনি ই ঠিক মত জানেন না ।।

    ১ সেকেন্ড পালস এ ১.১৯ টাকা মিনিট ।।
    আর জিপি তে ১.২০ টাকা মিনিট ।। ( ১ পয়সা কম বেশি, এক পয়সার জন্য এত ঘৃণা ???

    http://www.bd.airtel.com/packagedetails.php?id=10

    এখান থেকে ১ সেকেন্ডের কল রেট দেখে নিন ।।

    @parvezbd: নেটওয়ার্ক সার্ভিস এর দিক দিয়ে এয়ারটেলের থেকে জিপি ১০০ গুন এগিয়ে আছে ।। এয়ারতেল এর নেটওয়ার্ক শুধু বিল্ডিং এর সাদেই পাই, গাছ তলার নিচে পাই না , যারা গ্রাম এ থাকে তাদের কে একটু জিগান ।।

sorry bujte parse.

Bhaia, 100 takay 1gb internet kobe pabo Bhaia, I am waiting for this news…..

Level 0

এম এম কৌশিক
vi apni mne hoi airtel er new offer dehen nai 19 tk r echarge krle 60 paisa min r apni bolchen gram a airtel net paina ami to gram a thaki and use krtechi.airtel bad dlam robir net ki kharap call rate gp er theke onek kom.

    @parvezbd: Sudhu call rate-tai dekhlen, quality-ta dekhlen na…..Joto jai bolen, jara long time kotha bole tara jane kon network-er service kmon……(Apni jante chawar agei boli, Ami GP-te job kori. Kintu j kothata bollam ta personal experience theke-e bollam)

      @রনি০৬০০০৭: ভাইরে সব কম্পানি গুলাই দেখা আছে।। আমার মনে হয় সার্বিক দিক বিবেচনায় জিপির মাথার উপর ত দুরের কথা, অন্য সব কম্পানি জিপির হাঁটুর নিচে পড়ে থাকবে ।। আমি কোন জব করি না , তবুও বলতে পারি, সব কম্পানি গুলর ই খারাপ দিক আছে তবে বাংলাদেশ এ যে কটি কম্পানি আছে তার মধ্যে জিপি বেস্ট ।। যে যাই বলুক না কেন ভাই শান্তি তে থাকতে হলে জিপি ই সেরা আর লং টাইম কথা বলার জন্য ত সুপার হিট বলতে হয়।।
      ভাইরে ভাল জিনিশ পাইতে গেলে মাল একটু বেশিই জাইব এইটাই নিয়ন।। ২০০৫ সাল থেকে জিপি ব্যাবহার করি, আর অন্য সব গুলাই পরখ করে দেখা আছে ।। আপনার কোন অফার খারাপ লাগলে আপনি সেই দিকে যাবেন না, আপনাকে ত আর কেও জর করে অফার নিতে বলছে না।।

      শান্তি পাইতে চাইলে জিপি ব্যাবহার করুন ।।

জিপি সিম ব্যবহার করি ২ টা একটা ডিজুস আর একটা স্মাইল। দুইটা সিম কল ইনকামিং এর জন্য ব্যবহার করি। সবসময় আউটগোয়িং এর জন্য ব্যবহার করি সিটিসেল। সিটিসেল টু সিটিসেল ২৫ পয়সা আর অন্য অপারেটরে ৯৯ পয়সা উইথ ওয়ান সেকেন্ড পালস। সিটিসেলের আর যাই হোক ভয়েস কোয়ালিটি চমৎতার। কলরেট ও অসাধারন। মোবাইলে নেট ব্যাবহার করার জন্য গ্রামীন এর পি৬ ব্যবহার করতাম। আমার এলাকায় জিপি নেটওয়ার্ক খারাপ হওয়ার জন্য এখন গ্রামীন এর পি৬ ব্যবহার করি না। বর্তমানে বাংলালিংকের পি৬ ব্যবহার করি। বাংলালিংকে কথা বলার জন্য ২৫ পয়সা কলরেট ব্যবহার করি। মোটকথা গ্রামীন ব্যবহার করি ভাল তবে সেটা ইনকামিং এর জন্য……

Level 0

বর্তমান সময়ে জিপির পাশাপাশি অন্যান্য অপারেটররের সিম ব্যবহার করছে। অনেকে জিপি বাদ দিয়ে অন্য অপারেটর এর সিম ব্যবহার করছে। জিপি আজ পর্যন্ত যে অফার গুলো দিয়েছে সেগুলো শুধুমাত্র জিপি-জিপি তে অন্যান্যা অপারেটর এ কল করতে গেলে কেমন কল চার্জ কাটে এখানে যারা জিপি ব্যবহার করেন তারা বলতে পারবেন। আপনারা যারা জিপি ব্যবহার করেন তারা একটু বলেন তো অন্যান্য অপারেটর এ কল চার্য কেমন? অবশ্যই বেমি আপনাদের স্বিকার করতে হবে আপনি জিপি-জিপি কথা বলে যে কয় টাকা সাশ্রয় করবেন অন্য অপারেটর এ কয়েক মিনিট কথা বললে আপনার জিপি-জিপি সাশ্রয়ী টাকা সহ অতিরিক্ত টাকা আপনার গচ্চা যাবে। বাংলালিংক ও প্রায় একই অবস্থা তবে বাংলালিংকের “একরেট দারুন” প্যাকেজটি সাব অপারেটর এ কথা বলার জন্য মোটামুটি ভাল প্রথম মিনিট ভ্যাট সহ যেকোন অপারেটর এ ১.১৪ পয়সা এবং দ্বিতীয় মিনিট থেকে আপনি যেকয় মিনিট কথা বলবেন মাত্র ০.৮০ পয়সা ভ্যাট সহ। জিপির ফ্লাট কলরেট বাংলালিংক থেকে আরও বেশি। সুবিধা এখন রবির। সম্প্রতি রবি তাদের নতুন প্যাকেজ ছেড়েছে। আগে ১৫ দিন পরপর প্যাকেজ পরিবর্তন করা যেত এখন আপনি ইচ্ছা কললে প্রতিদিন আপনার প্যাকেজ পরিবর্তন করতে পাবেন এবং সেটি সম্পুর্ন ফ্রি। আপনার ইচ্ছামত কলরেট প্যাকেজ আপনি বাছাই করতে পারবেন। রবি ফ্লাটরেট এর ক্ষেত্রে দারুন সুযোগ দিয়েছে উধ্যোক্তা সিম। ২টি প্যাকেজ প্রথমটি হল প্রথম মিনিট থেকে যেকোন অপারেটর এ ০.৭৫ পয়সা ভ্যাট সহ দিন রাত ২৪ ঘন্টা ৬০ সেকেন্ট পালস। ২য় হল ১.১২ পয়সা মিনিট ১সেকেন্ট পালস। সুতরাং বাই বাই জিপি।

Level New

amar coment muche fela holo kn?
voi paice gp r dalalera
tt khub baje babohar korlo
sotto kothai bondhu bejar
ar gorom vate biral
salar gp er dalal harami fhon

এমন আহ মরি কিছুই হয় নাই যে জিপি এর অফার নিয়া এতো লাফাইতে হইব, সিটিসেল , টেলিটক তো অনেক আগেই ১০ সেকেন্ড পালস চালু করসে, তাও ২৪ ঘণ্টা, ব্যাবহার করতে কোন আলাদা টাকা ও খরচ করতে হবে না হারামির ফোন এর মত। ১০ সেকেন্ড ১৪ পয়সা, ২৫ পয়সা fnf এও ১০ সেকেন্ড পালস প্রযোজ্য। কই তাদের নিয়া তো এতো লাফালাফি হইল না।জিপির দালালি ছাড়া র কিছুই না !!

    Level New

    @মনির: vai gp er birodhita koiren na coz ekhane gp er dalal ache ora amar motoi aponar o cmnt muche felbe aponake ban o korte pare

    Level 0

    @parvezbd: hf]@মনির: like, sot takay akta sofa set kinle manuser chokhe pore osot takay 2ta flat banaleoo khobor hoyna.

100tk 1gb internet koba thaka pibo?

রবির সরল প্যাকেজ চালাই।যে কোন অপারেটরে ৬৮ পয়সা কাটে,তাও ১ম মিনিট থেকে,সাথে আবার একটা প্রিয় নাম্বারে ২৫ পয়সা মিনিটে কথা বলি।সাথে এখন ১০ সেকেন্ড চালু হইলেত কথাই নাই্‌্‌্‌্‌পুরাই জাক্কাহ।আর হারামির ফুন fnf নাম্বারেও ১ টাকার উপরে কাটে।(আর না কাইটা কি করব,অগ গ্রাহক থেকে দালাল বেশী,প্রতিটা সেকটরেই দালাল রাখতে হয় । যেমনঃ এখানেও ২-১টা দালাল আহে।

গ্রামীনফোন অনেক আগে থেকেই গ্রাহকদের সাথে বাটপারি করতেছে,https://www.techtunes.io/mobileo/tune-id/3528 এই লিংকে জান,আর গ্রামীণের বাটপারি দেখেন।(জদিও সব কোম্পানিই বাটপারি করে,তবে গ্রামীণ বাটপারিতে সবার বস)

Level 0

টেলিটকের দিকে কেউ তাকায় না, দেশে একমাত্র টেলিটকের অফফারে কোন ভাউতা বাজি নাই। সবাইকে অন্তত একবার টেলিটকের ওয়েব সাইট http://www.teletalk.com.bd এর ওয়েব সাইট ঘুরে আসার এবং জীবনে একবার হলেও টেলিটক সিম অন্তত এক মাস ব্যাবহার করার জন্য অনুরধ করছি, ইউজ করলেই বুজবেন বাংলাদেশের সব চেয়ে কম কল রেট কার।

অনেক্ষন ধরে carifahmad এবং এম এম কৌশিক তর্ক করছেন । তাদের উদ্দেশে আমার এই কমেন্টঃ

জেনে নিন ভ্যাট সহ গ্রামীণফোন প্রিপেইড সিমের ট্যারিফঃ
১।সহজঃ
গ্রামীণফোনের সব নতুন প্রিপেইড সংযোগে থাকে ‘‘সহজ’’ প্যাকেজ,
যেখানে আপনি জিপি-সহ যেকোন অপারেটর নম্বরে যেকোন সময় কথা বলতে পারেন মাত্র ৭৯ পয়সায়।
জিপি-জিপি ০.৭৯ টাকা/ মিনিট (ভ্যাটসহ ০.৯১ টাকা)
জিপি-অন্য অপারেটর ০.৭৯ টাকা/ মিনিট (ভ্যাটসহ ০.৯১ টাকা)
*শুধুমাত্র ১ম মিনিটে ১.০৯ টাকা (ভ্যাটসহ ১.২৬ টাকা)
পালস: ৬০ সেকেন্ড

২।বন্ধুঃ
এই প্যাকেজ সর্বাধিক সংখ্যক F&F নম্বর দিয়ে আপনাকে প্রিয়জনদের সাথে কম রেটে কথা বলার সুযোগ করে দেয়।
এই প্যাকেজের আওতায় আপনি ৭টি জিপি-জিপি F&F নম্বরের সাথে কথা বলতে পারেন মাত্র ৪৯ পয়সা/মিনিট রেটে।
আর এই ৭টি F&F -এর একটি নম্বর অন্য অপারেটরের নম্বর হিসাবেও পেতে পারেন
সেক্ষেত্রে ঐ একটি নম্বরের জন্য ৭৯ পয়সা/মিনিট প্রযোজ্য হবে।
এছাড়াও অন্যান্য যেকোন নম্বরে কথা বলতে পারেন ৯৯ পয়সা/মিনিট রেটে।
জিপি-জিপি ০.৯৯ টাকা/ মিনিট (ভ্যাটসহ ১.১৪ টাকা)
জিপি-অন্য অপারেটর ০.৯৯ টাকা/ মিনিট (ভ্যাটসহ ১.১৪ টাকা)
জিপি-জিপি (এফএনএফ) ০.৪৯ টাকা/ মিনিট (ভ্যাটসহ ০.৫৭ টাকা)
জিপি-অন্য অপারেটর (এফএনএফ) ০.৭৯ টাকা/ মিনিট (ভ্যাটসহ ০.৯১ টাকা)
*শুধুমাত্র ১ম মিনিটে ০.৩০ টাকা বেশি কাটবে ।
পালস: ৬০ সেকেন্ড

৩।আপনঃ
এই প্যাকেজের আওতায় আপনি
সারাদিনে ১২ ঘন্টা যে কোন গ্রামীণফোন নম্বরে কথা বলতে পারবেন মাত্র ৪৯ পয়সা/মিনিট এ।
বাকী ১২ ঘন্টায় যে কোন গ্রামীণফোন নম্বরে কথা বলা যাবে ৯৯ পয়সা/ মিনিট হিসেবে।
সকাল ৮টা-দুপুর ১২টা জিপি-জিপি ০.৯৯ টাকা/মিনিট (ভ্যাটসহ ১.১৪ টাকা)
সকাল ৮টা-দুপুর ১২টা জিপি-অন্য অপারেটর ১.২৯ টাকা/মিনিট (ভ্যাটসহ ১.৪৭ টাকা)
দুপুর ১২টা-বিকাল ৪টা জিপি-জিপি ০.৪৯ টাকা/মিনিট (ভ্যাটসহ ০.৫৭ টাকা)
দুপুর ১২টা-বিকাল ৪টা জিপি-অন্য অপারেটর ০.৯৯ টাকা/মিনিট (ভ্যাটসহ ১.১৪ টাকা)
বিকাল ৪টা-রাত ১২টা জিপি-জিপি ০.৯৯ টাকা/মিনিট (ভ্যাটসহ ১.১৪ টাকা)
বিকাল ৪টা-রাত ১২টা জিপি-অন্য অপারেটর ১.২৯ টাকা/মিনিট (ভ্যাটসহ ১.৪৭ টাকা)
রাত ১২টা-সকাল ৮টা জিপি-জিপি ০.৪৯ টাকা/মিনিট (ভ্যাটসহ ০.৫৭ টাকা)
রাত ১২টা-সকাল ৮টা জিপি-অন্য অপারেটর ০.৯৯ টাকা/মিনিট (ভ্যাটসহ ১.১৪ টাকা)
৩ টি F&F ৪৯ পয়সা/মিনিট (ভ্যাটসহ ০.৫৭ টাকা)
*শুধুমাত্র ১ম মিনিটে ০.৩০ টাকা বেশি কাটবে ।
পালস: ৬০ সেকেন্ড

৪।স্মাইলঃ
সকাল ৮টা-দুপুর ১২টা জিপি-জিপি ১.৬০ টাকা/মিনিট (ভ্যাটসহ ১.৮৪ টাকা)
সকাল ৮টা-দুপুর ১২টা জিপি-অন্য অপারেটর ২.০০ টাকা/মিনিট
দুপুর ১২টা-বিকাল ৪টা জিপি-জিপি ৮০ পয়সা/মিনিট
দুপুর ১২টা-বিকাল ৪টা জিপি-অন্য অপারেটর ২.০০ টাকা/মিনিট
বিকাল ৪টা-রাত ১২টা জিপি-জিপি ১.৬০ টাকা/মিনিট (ভ্যাটসহ ১.৮৪ টাকা)
বিকাল ৪টা-রাত ১২টা জিপি-অন্য অপারেটর ২.০০ টাকা/মিনিট
রাত ১২টা-সকাল ৮টা জিপি-জিপি ৫০ পয়সা/মিনিট (ভ্যাটসহ ০.৫৭ টাকা)
রাত ১২টা-সকাল ৮টা জিপি-অন্য অপারেটর ১.৫০ টাকা/মিনিট (ভ্যাটসহ ১.৭৩ টাকা)
৩ টি F&F ৫০ পয়সা/মিনিট (ভ্যাটসহ ০.৫৭ টাকা)
পালস: ৩০ সেকেন্ড

৫।ডিজুসঃ
ডিজুস-ডিজুস কল (সবসময়) টাকা ০.৪৯ /মিনিট (ভ্যাটসহ ০.৫৭ টাকা)
ডিজুস-জিপি কল টাকা ১.৪৯/মিনিট (ভ্যাটসহ ০.৫৭ টাকা)
রাত ১২টা-সকাল ৮টা(ডিজুস-জিপি )টাকা ০.৪৯/মিনিট (ভ্যাটসহ ০.৫৭ টাকা)
ডিজুস-অন্য অপারেটর এ কল টাকা ১.৪৯/মিনিট (ভ্যাটসহ ১.৭২ টাকা)
রাত ১২টা-সকাল ৮টা (ডিজুস-অন্য অপারেটর এ কল)টাকা ০.৬৬/মিনিট (ভ্যাটসহ ০.৭৭ টাকা)
৩টি এফ এন এফ(শুধু জিপি)টাকা ০.৪৯/মিনিট (ভ্যাটসহ ০.৫৭ টাকা)
*শুধুমাত্র ১ম মিনিটে ০.১০ টাকা বেশি কাটবে ।
পালস: ৬০ সেকেন্ড

৬।আমন্ত্রণঃ
আমন্ত্রণ হচ্ছে গ্রামীণফোনের নতুন একটি আকর্ষণীয় প্যাকেজ।
এই প্যাকেজের মাধ্যমে আপনি ৬৫ পয়সা প্রতি মিনিটে (২৪ ঘণ্টা) অন্য সব অপারেটরে কথা বলতে পারবেন।
জিপি–জিপি (২৪ ঘণ্টা) ৯৫ পয়সা/মিনিট (ভ্যাটসহ ১.০৯ টাকা)
জিপি-অন্য অপারেটর (২৪ ঘণ্টা) ৬৫ পয়সা/মিনিট (ভ্যাটসহ ০.৭৫ টাকা)
পাল্‌সঃ ৬০ সেকেন্ড

৭।স্পন্দনঃ
এই প্যাকেজ ১ সেকেন্ড পাল্‌স সুবিধা দিয়ে আপনাকে প্রিয়জনদের সাথে কম
এবং ফ্ল্যাট রেটে কথা বলার সুযোগ করে দেয়।
জিপি–জিপি (২৪ ঘণ্টা) ১.২০ টাকা/মিনিট (ভ্যাটসহ ১.৩৭ টাকা)
জিপি-অন্য অপারেটর (২৪ ঘণ্টা) ১.২০ টাকা/মিনিট (ভ্যাটসহ ১.৩৭ টাকা)
পালস: ১ সেকেন্ড

জেনে নিন ভ্যাট সহ এয়ারটেল প্রিপেইড সিমের ট্যারিফ:
১। এয়ারটেল ফুর্তিঃ

সারাদিন রাত আপনার বন্ধুদের সাথে ফুর্তিতে কাটাতে এয়ারটেল নিয়ে এলো প্রিপেইড পরিবারের নতুন বন্ধু ‘ফুর্তি’
এয়ারটেল-এয়ারটেল (রাত ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত) ০.২৯ টাকা (ভ্যাট সহ ০.৩৩ টাকা)
এয়ারটেল-অন্য অপারেটর (রাত ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত) ০.৬৯ টাকা (ভ্যাট সহ ০.৭৯ টাকা)
এয়ারটেল-এয়ারটেল (বিকেল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত) ০.৬৯ টাকা (ভ্যাট সহ ০.৭৯ টাকা)
এয়ারটেল-অন্য অপারেটর ১.১৯ টাকা (বিকেল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত) (ভ্যাট সহ ১.৩৭ টাকা)
এফএনএফ প্রযোজ্য নয়
পালস ৬০ সেকেন্ড
*মাইগ্রেট করতে F লিখে এসএমএস করুন ৭৩৫৩ নম্বরে (চার্জ প্রযোজ্য নয়)

২। আড্ডাঃ

আপনি সেই, যে কাছের বন্ধুদের সাথে আড্ডায় মেতে থাকতে পছন্দ করেন। আপনি একঘেয়েমি দূর করতে ..
এয়ারটেল-এয়ারটেল (এফএনএফ) ০.২৯ টাকা (ভ্যাট সহ ০.৩৩ টাকা)
এয়ারটেল-অন্য অপারেটর (এফএনএফ) ০.৬0 টাকা (ভ্যাট সহ ০.৬৮ টাকা)
এয়ারটেল-এয়ারটেল (এফএনএফ ছাড়া) ০.২৯ টাকা (ভ্যাট সহ ০.৩৩ টাকা)
এয়ারটেল-অন্য অপারেটর ১.১৯ টাকা (এফএনএফ ছাড়া) (ভ্যাট সহ ১.৩৭ টাকা)
এফএনএফ ৮টি (যে কোনো অপারেটর)
পালস ৩০ সেকেন্ড
*মাইগ্রেট করতে ৪৮ টাকা রিচার্জ করতে হবে । আড্ডা এ গেলে আপনি ১৫০ মিনিট এয়ারটেল-এয়ারটেল তিন দিনের জন্য বোনাস পাবেন ।

৩। সবাইঃ

এই প্যাকেজে পছন্দের যেকোনো একটি অপারেটরের সবগুলো নাম্বারে কথা বলা যাবে মাত্র ৬৫ পয়সা/মি. রেটে।
এয়ারটেল-এয়ারটেল ০.৬৫ টাকা (ভ্যাট সহ ০.৭৫ টাকা)
এয়ারটেল-একটি নির্দিষ্ট অপারেটর ০.৬৫ টাকা (ভ্যাট সহ ০.৭৫ টাকা)
এয়ারটেল-অন্য অপারেটর ১.১৯ টাকা (এফএনএফ ছাড়া) (ভ্যাট সহ ১.৩৭ টাকা)
পালস ৬০ সেকেন্ড

*আপনি যদি গ্রামীণফোন অপারেটর এ এফএনএফ করতে চান তাহলে GP লিখে এসএমএস করুন 7353 নম্বরে ।
*আপনি যদি বাংলালিংক অপারেটর এ এফএনএফ করতে চান তাহলে BL লিখে এসএমএস করুন 7353 নম্বরে ।
*আপনি যদি রবি অপারেটর এ এফএনএফ করতে চান তাহলে RO লিখে এসএমএস করুন 7353 নম্বরে ।
*আপনি যদি টেলিটক অপারেটর এ এফএনএফ করতে চান তাহলে TT লিখে এসএমএস করুন 7353 নম্বরে ।
*আপনি যদি সিটিসেল অপারেটর এ এফএনএফ করতে চান তাহলে CT লিখে এসএমএস করুন 7353 নম্বরে ।
*মাইগ্রেট করতে S লিখে এসএমএস করুন ৭৩৫৩ নম্বরে (চার্জ প্রযোজ্য নয়)

৪। গল্পঃ

যেকোনো নম্বরে ফ্ল্যাট কলরেটে ২৪ ঘন্টা কথা বলার স্বাধীনতা। কথা বলুন যেকোনো নম্বরে যে কোনো সময় একই কলরেটে।
এয়ারটেল-এয়ারটেল ০.৭৭ টাকা (ভ্যাট সহ ০.৮৯ টাকা)
এয়ারটেল-অন্য অপারেটর ০.৭৭ টাকা (ভ্যাট সহ ০.৮৯ টাকা)
এফএনএফ প্রযোজ্য নয়
পালস ৩০ সেকেন্ড
*মাইগ্রেট করতে G লিখে এসএমএস করুন ৭৩৫৩ নম্বরে (চার্জ প্রযোজ্য নয়)

৫। কথাঃ

ব্যবহার করুন ‘কথা’ প্যাকেজের ১সেকেন্ড সুবিধা আর প্রিয়জনের সাথে উপভোগ করুন প্রতিটি মুহুর্ত
এয়ারটেল-এয়ারটেল ০.৭৯ টাকা (ভ্যাট সহ ০.৯০ টাকা)
এয়ারটেল-অন্য অপারেটর ১.১৯ টাকা (ভ্যাট সহ ১.৩৭ টাকা)
এফএনএফ প্রযোজ্য নয়
পালস ১ সেকেন্ড
*মাইগ্রেট করতে K লিখে এসএমএস করুন ৭৩৫৩ নম্বরে ।(চার্জ প্রযোজ্য নয়)

৬। দলবলঃ

যুক্ত হন আপনার প্রিয় দলের সাথে এবং কথা বলুন সর্বনিম্নরেটে ।
আপনাকে ‘দলবল’ প্যাকেজটির পরিচয় করিয়ে দিতে পেরে এয়ারটেল গর্বিত, যেখানে আপনি আপনার প্রিয় মানুষগুলোর সাথে কথা বলতে পারবেন সর্বনিম্ন রেট ২৯পয়সা/মিনিট। ‘দলবল’ আপনাকে দিচ্ছে আরো নানারকম সুবিধা, যা আপনি অনেক দিন থেকে খুঁজছেন।
প্রিয় দলের নম্বরে ০.২৯ টাকা (ভ্যাট সহ ০.৩৩ টাকা)
দল ছাড়া এয়ারটেল নম্বরে ০.৫৯ টাকা (ভ্যাট সহ ০.৬৮ টাকা)
দল ছাড়া অন্য নম্বরে ১.১৯ টাকা (ভ্যাট সহ ১.৩৭ টাকা)
এফএনএফ প্রযোজ্য নয়
পালস ৩০ সেকেন্ড
*মাইগ্রেট করতে D লিখে এসএমএস করুন ৭৩৫৩ নম্বরে (চার্জ প্রযোজ্য নয়)

Level 0

Nayan Bhai, Keno j ato kosto kore GP er ato totho dilen ta bujhte koshto hocche ???????????

Level 0

আমি শুনেছি যাদুকর পিসি সরকার যখন লেপ দিয়ে ডেকে ঘুমাতেন তখন যেই দিক থেকেই লেপ তুলেননা কেন সেখানেই তার পা দেখা যেত মাথা দেখা যেত না। আমার কাছে ফোন কম্পানির অফার গুলো কেন যেন এমনই মনে হয়। হয়তবা অফার আমি বুঝি না।