৭১ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার BTRC তুমি এগিয়ে চলো, আমরা সবাই আছি তোমার সাথে"
সাম্প্রতিক সময়ে BTRC এর কিছু বলিষ্ঠ উদ্যোগ,
যা বাংলাদেশের আপামর সকল মোবাইল গ্রাহকদের হৃদয়ে স্বর্নাক্ষরে লেখা থাকবে:
১। সব প্যাকেজে ১০ সেকেন্ড পালস চালু করা।
2। সকল প্রকার কল সেটআপ চার্জ / ১ম মিনিট চার্জ প্রত্যাহার করা।
3। ১GB ইন্টারনেট প্যাক ১০০ টাকা এবং পরবর্তী ইন্টারনেট প্যাক এর সাথে অব্যবহৃত ডাটা ক্যারি ফরওয়ার্ড সুবিধা বাধ্যতামূলক রাখা।সকল প্রকার ইন্টারনেট প্যাক থেকে ফেয়ার ইউসেজ পলিসি বাতিল করতে হবে ।
এর লক্ষে গ্রামীনফোনে ১০ সেকেন্ড পালস এর বাস্তবায়ন শুরু করেছে জানান গ্রামীনফোন চেয়ারম্যান ।
এছাড়া তারা ১০ সেকেন্ড পালস যুক্ত অফার দিয়েছে । অফারগুলো নিম্নরূপঃ
২৫ পয়সা অফার!
গ্রামীণফোন এর প্রিপেইড গ্রাহকদের জন্য নিয়ে এসেছে দারুণ এক অফার যার মাধ্যমে গ্রামীণফোনের প্রিপেইড গ্রাহক মাত্র ১০ টাকায় (ভ্যাট ব্যতীত) যেকোন জিপি নম্বরে কথা বলতে পারবেন পুরো ৪০মিনিট! অর্থাৎ দেশের সবচেয়ে কম রেট ২৫ পয়সা/মিনিট-এ! চমকপ্রদ এই অফারটি উপভোগ করতে হ্যান্ডসেটের মেসেজ অপশনে Start T লিখে এসএমএস করুন 9999 নম্বরে (চার্জ প্রযোজ্য নয়)।
কাদের জন্য প্রযোজ্য:
এই অফার ডিজুস, স্মাইল, আপন, বন্ধু, সহজ, বাঁধন, স্পন্দন, আমন্ত্রণ, একতা-১, একতা-২, বিজনেস সলিউশনস প্রিপেইড ১, ২, ৩, সফল, জিপিপিপি ও ভিপি সংযোগের জন্য প্রযোজ্য।
অফার চলাকালীন আগ্রহী গ্রাহকগণ প্রতিদিন সর্বোচ্চ ২ বার এ সুবিধা উপভোগ করতে পারবেন। অফারের বিশেষ আকর্ষণ, মাত্র ১০ টাকায় ৪০ মিনিট কথা বলা যাবে রাত ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। রেজিস্ট্রেশনের পর আপনার অবশিষ্ট মিনিট জানতে ডায়াল করুন *৫৬৬*২০#।
তাহলে আর দেরী কিসের? ঝটপট মেসেজ অপশনে Start T লিখে এসএমএস করুন 9999 নম্বরে, লুফে নিন মাত্র ১০ টাকায় ৪০ মিনিট আপনজনদের সাথে কথা বলার সু্যোগ। দেশের যে প্রান্তেই যান, সবসময় কাছে থাকুন গ্রামীণফোন নেটওয়ার্কের।
অফারের বিস্তারিতঃ
- এই অফারে গ্রামীণফোন প্রিপেইড গ্রাহকগণ রাত ১২টা থেকে পরবর্তী দিন বিকাল ৪টা পর্যন্ত যেকোনো জিপি-জিপি নম্বরে (F&F কলসহ) কথা বলতে পারবেন ১০ টাকায় ৪০ মিনিট অর্থাৎ ২৫ পয়সা/মিনিট
- অফারের অন্তর্ভুক্ত কলে ১০ সেকেন্ড পাল্্স প্রযোজ্য
- অফারটি অ্যাক্টিভেট হয়েছে কিনা তা ফিরতি কনফারমেশন এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে
- USSD-এর মাধ্যমে অবশিষ্ট ব্যালেন্স জানতে ডায়াল করুন *৫৬৬*২০#
- গ্রাহক রাত ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সর্বোচ্চ ২ বার অফারটি অ্যাক্টিভেট করতে পারবেন। তবে প্রতিবার গ্রাহককে ভিন্ন ভিন্ন SMS-এর মাধ্যমে অফারটি অ্যাক্টিভেট করতে হবে
- কল সেট-আপ চার্জ প্রযোজ্য নয়
- অন্য সকল ট্যারিফ, ফিচার ইত্যাদি একই থাকবে। অফারের মিনিট শেষ হলে গ্রাহকের নিয়মিত প্যাকেজ ট্যারিফ প্রযোজ্য হবে
- এই অফার গ্রহণ করলে মাই জোন ডিসকাউন্ট সুবিধা প্রযোজ্য হবে না, তবে অফার মিনিট শেষে যথারীতি ডিসকাউন্ট পাওয়া যাবে
- অফারটি অ্যাক্টিভেটের সময় গ্রাহকের মোবাইলে সর্বনিম্ন ১১.৫০ টাকা (ভ্যাটসহ) ব্যালেন্স থাকতে হবে
- অফারের মেয়াদ: রাত ১২টা থেকে বিকাল ৪টা
- সকল চার্জ এর উপর ১৫% ভ্যাট প্রযোজ্য
নতুন স্টার্টআপ অফার!
মাত্র ১৪৯ টাকায় গ্রামীণফোন-এর "সহজ" সংযোগ কিনে উপভোগ করুন ১৯ টাকা রিচার্জ অফার এবং ৫০ পয়সা/মিনিট কলরেট। এছাড়াও থাকেছে ১০ টাকার প্রি-লোডেড টকটাইম, ১৫০ SMS (জিপি-জিপি) এবং ৩০ MB ইন্টারনেট (মেয়াদ ৭ দিন) একদম ফ্রি!
৬ সেপ্টেম্বর, ২০১২ থেকে নতুন অ্যাক্টিভেটেড সহজ ও ডিজুস প্যাকেজের জন্য:
ফ্রি অফারসমূহ
- নতুন অ্যাক্টিভেটেড সহজ প্যাকেজ ও ডিজুস ব্যবহারকারী গ্রাহকদের জন্য: ১০ টাকার প্রি-লোডেড টকটাইম (যেকোনো উদ্দেশ্যে ব্যবহারযোগ্য)+ ১৫০ SMS(জিপি-জিপি) + ৩০ MB ইন্টারনেট (মেয়াদ৭ দিন)।
১৫০টি বোনাস SMS
- নতুন SIM অ্যাক্টিভেট করলেই থাকবে ৩০ দিন মেয়াদসহ প্রি-লোডেড ১৫০ (জিপি-জিপি) SMS
- ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যেক ফ্রি SMS অ্যাক্টিভেটেড হবে এবং SMS-এর মাধ্যমে গ্রাহকদের নোটিফিকেশন দেয়া হবে।
- জিপি-জিপি বোনাস SMS ব্যালেন্স সম্পর্কে জানতে ডায়াল করুন *৫৬৬*২# (ফ্রি)।
৩০ MB ফ্রি ইন্টারনেট
- নতুন SIM অ্যাক্টিভেশনের ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া যাবে প্রি-লোডেড ৩০ MB (৭ দিন মেয়াদি) ফ্রি ইন্টারনেট।
- ইন্টারনেট অ্যাক্টিভেট হওয়ার পরপরই গ্রাহকগণ নোটিফিকেশন SMS পাবেন।
- ফ্রি ইন্টারনেট ব্যালেন্স সম্পর্কে জানতে ডায়াল করুন *৫৬৬*১০# (ফ্রি)।
৬ সেপ্টেম্বর, ২০১২ থেকে নতুন অ্যাক্টিভেটেড সহজ, বিজনেস সল্যুশন প্রিপেইড (প্যাকেজ ১ এবং ২) এবং একতা (প্যাকেজ ১ এবং ২) এর জন্য
৫০ পয়সা/মিনিট কলরেট
- রাত ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত — শুধুমাত্র জিপি-জিপি কলগুলোর ক্ষেত্রে নতুন সহজ গ্রাহক এই হ্রাসকৃত ট্যারিফ উপভোগ করতে পারবেন।
- গ্রাহক SIM অ্যাকটিভেট করার সাথে সাথেই এই স্পেশাল কলরেট উপভোগ করতে পারবেন
- এই ট্যারিফ F&F এবং CUG কলগুলোর ক্ষেত্রে প্রযোজ্য নয়।
- এই অফারে প্রথম মিনিট থেকেই ৫০ পয়সা চার্জ হবে।
- নতুন ব্যবহারকারী সহজ প্যাকেজের গ্রাহকদের ক্ষেত্রে ৫০ পয়সা/মিনিট কলরেট চলাকালীন সময়ে ১০ সেকেন্ড পালস্ প্রযোজ্য হবে রাত ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
- এই ট্যারিফ অফার সহজ প্যাকেজ হতে অন্য কোনো প্যাকেজে মাইগ্রেট করে ফেলা গ্রাহকের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
- ৬ সেপ্টেম্বর, ২০১২ বা এরপর অ্যাক্টিভেটেড নতুন গ্রাহক সহজ প্যাকেজে মাইগ্রেট করে আসলে এই অফার উপভোগ করতে পারবেন
- মাই জোন অ্যাক্টিভেটেড অবস্থায় ৫০ পয়সা/মিনিট কলরেট প্রযোজ্য হবে না।
- এই অফার সীমিত সময়ের জন্য।
৬ সেপ্টেম্বর, ২০১২ থেকে নতুন অ্যাক্টিভেটেড সহজ প্যাকেজের জন্য
১৯ টাকার রিচার্জ অফার
- এই অফারটি পেতে হলে, অফার চলাকলীন সময়ে নতুন অ্যাক্টিভেটেড গ্রাহকদের ১৯ টাকা রিচার্জ করতে হবে। সঠিকভাবে রিচার্জ হলেই এই অফারটি অ্যাক্টিভেটেড হয়ে যাবে।
- ১৯ টাকা রিচার্জ হলেই পাওয়া যাবে ১৯ টাকা (জিপি-জিপি) টকটাইম, ১৯টি (জিপি-জিপি) SMS এবং ১৯ MB ইন্টারনেট ফ্রি।
- ফ্রি ১৯ টাকার টকটাইমের ক্ষেত্রে ১০ সেকেন্ড পালস্ প্রযোজ্য হবে।
- ১৯ টাকা রিচার্জ এর বোনাস টকটাইমের জন্য রাত ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত — ১.৫০টাকা/ মিনিট কলচার্জ প্রযোজ্য হবে। দিনের বাকি সময়ের জন্য "সহজ" সংযোগের নিয়মিত কলচার্জ প্রযোজ্য হবে।
- এই অফারটি গ্রাহকরা যতবার খুশি ততবার নিতে পারবেন।
- গ্রাহকগণ যদি সহজ প্যাকেজ থেকে অন্য কোন প্যাকেজে মাইগ্রেট করে ফেলেন তাহলে এই অফারটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
- তবে, যদি ৬ সেপ্টেম্বর, ২০১২ বা এরপর থেকে অ্যাক্টিভেটেড নতুন গ্রাহকগণ সহজ প্যাকেজে পুনরায় মাইগ্রেট করে এই অফার উপভোগ করতে পারবেন।
- ৬ সেপ্টেম্বর, ২০১২ এর থেকে অথবা এরপরে নতুন অ্যাক্টিভেটেড ডিজুস গ্রাহক যদি সহজ প্যাকেজে মাইগ্রেট করে থাকে তাহলে এই অফারটি উপভোগ করতে পারবেন।
- জিপি-জিপি ১৯ টাকার ফ্রি টকটাইমের ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৫৬৬*৮# (ফ্রি)।
- জিপি-জিপি ১৯টি SMS-এর ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৫৬৬*২#
- ১৯ MB ফ্রি ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৫৬৬*১০#
- ১৯ টাকার রিচার্জ অফারের বোনাস অ্যামাউন্টগুলোর মেয়াদ হবে ১ দিন (যেদিন রিচার্জ করবেন, সেদিন রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত)
- এই অফার সীমিত সময়ের জন্য।
[কেমন লাগলো BTRC এর এই গর্জন তা জানাবেন । আর আপনাদের অনুমতি পেলে এ সংক্রান্ত সকল তথ্য আপনাদের জানাবো । কমেন্ট এ মতামত জানান]
আমার FB ID: http://WWW.FACEBOOK.COM/OTSBD.TK
ধন্যবাদ সবাইকে ।
এমন তো কথা ছিলনা!