এক্সপেরিয়া সিরিজের নতুন ফোন XPERIA T এবং কিছু কথা

এক্সপেরিয়া সিরিজের নতুন ফোন XPERIA T এবং কিছু কথা
আস সালামু আলাইকুম ,সবাই কে আমার আজকের টিউনে স্বাগতম ।এর আগে xperia tipo নিয়ে একটা টিউন করেছিলাম । খুব তাড়াতড়ি sony নিয়ে আসছে xperia tipo dual পূর্বের tipo এর সব ফিচার ঠিক রেখে এটা শুধু ডুয়েল সীমের সুবিধা নিয়ে আসছে ।
xperia dual । যাক অনেক কথা বলে ফেললাম । ধান ভানতে শীবের গীতের মতো ।প্লীজ কেউ আবার জনতে চাইবেন না শিবের গীত আবার কি জিনিস ।(মজা করলাম সরি)
XPERIA T
সনি এরিকসন এক্সপেরিয়া প্রেমীদের জন্য সনি নিয়ে আসছে ডুয়েল কোর প্রসেসর এবং ১ জিবি র্যাম সম্পূন্র এক ফাটাফাটি HD মোবাইল ফোন ।যার নাম XPERIA T ,এই প্রথম সনি নিয়ে আসছে মোবাইলে HD ক্যামেরা যা সাপ্রোট করবে সব ধরনের ফরমেটের সব ছবি । স্যান্ড উইচ আইসক্রীম ভারসনের ফোনটি তৈরী হয়েছে ব্রাভিয়া ইন্জিনের উপর ভিত্তি করে । VIVID টেকনোলজি আপনাকে দেবে আরো জীবন্ত ভিডিও এবং ছবি ।আর এর টাচ সম্প্রকে বলতে গেলে বলতে হয় অসাধরন টাচ সেনসেভিটি যা সাপ্রোট করবে ৫ ফিন্গার টাচ যা আপনাকে দেবে মাল্টিটাচ্কিংয়ের রোমাঞ্চকর মজা ।টিভি ডকিং ব্যবহার করে আপনি HD
মনিটরে মাধ্যমে দেখতে পারবেন HD টিভি, এর জন্য যা যা দরকার তা হলো Xperia T ফোনসেট HDIM ক্যাবল, টিভি ডকিং (এই accessories গুলো আপনকে আলাদা আলাদা ভাবে সংগ্রহ করতে হবে) তো চলুন দেখা যাক সনি কি চমক রাখছে তার এই নতুন ফোনে ।
অপারেটিং OS: 4.0 (Ice Cream Sandwich)
প্রোসেসর : 1.5 GHz Qualcomm Krait MSM8260-A Dual Core
জি পি ইউ : Adreno 225
সাইজ: 129.4 x 67.3 x 9.35 mm
ওজন : 139 grams।
যেসব কালারে পাওয়া যাবে :সাদা,কালো,সিলভার ।
স্ক্রীন কালার : 16,777,216 colour TFT
রেজ্যুলেশন : 1280x720 pixels
স্ক্রীন সাইজ : 4.55 ইঞ্চি ।
স্ক্রাস প্রতিরোধক : Yes - Shatter proof sheet on PMMA
টেক্সট ইনপুট : On-screen QWERTY keyboard
টাচ স্ক্রীন : Capacitive, - multi-touch, up to 4 fingers supported
ইন্টারনাল মেমোরী : 16 GB (32 GB পর্যন্ত বধ্রিত করা যাবে, microSD™card supported)
র্যাম : 1 GB
ক্যামরা রেজ্যুলেশন 13 MP HD 1080p
ডিজিটাল জুম : 16x ভিডিও রেকড্রিং : 720p HD(Touch capture)
সেন্সর: Accelerometer Proximity sensor আছে (সাথে আছে অটো ফোকাস যা আলো না থাকলেই ফ্লাস জ্বলে উঠে)
যেসব নেটওয়্রাক স্যাপ্রোট করে ST21i :- UMTS HSPA 900 (Band VIII), 2100 (Band I)
GSM GPRS/EDGE 850, 900, 1800, 1900(2) ST21a: UMTS HSPA 850 (Band V), 1900 (Band II), 2100 (Band I)
GSM GPRS/EDGE 850, 900, 1800, 1900
Bearer type: GPRS, EGPRS, UMTS, Wi-Fi
ডাটা ট্রান্সফার স্পিড : GSM GPRS: Up to 86 kbps (download and upload)
GSM EDGE: Up to 237 kbps (download and upload)
UMTS HSDPA cat 8(download): Up to 7.2 Mbps
টক টাইম : GSM Up to 7 hours, UMTS: Up to 7 hours.
স্টান বাই টাইম : GSM Up to 450 hours, UMTS: Up to 410 hours
অডিও প্লে ব্যাক টাইম Up to 16 hours (যে সব ফাইল চলবে MP3, 3GPP, MP4, SMF
WAV, OTA, Ogg vorbis, AAC, AAC+, eAAC+,)
ভিডিও প্লে ব্যাক টাইম : Up to 5 hours (যে সব ফাইল চলবে MP4, 3GPP,)
ইমেজ : JPEG (.jpg) support করবে , Wallpaper animation
ব্যাটারী পাওয়ার : 1850 mAh,1460 1780 mAh ব্যাটারী স্টাইল built-in
ব্লুটুথ : আছে কিন্তুু ইনফ্রাড নেই ।
আরো আছে 3d গেমিং মোশান, USB High speed 2.0 support, Wi-Fi® Hotspot functionality, Auto rotate এই ফিচার টা খুব ভালো কাজ করে, on-screen 12 key keyboard, xLoud™ Experience for audio,ডাটা ট্রান্সফার রেট Up to 150 Mbit/s আর অন্য অন্য ফিচার গুলো আর দশটা android xperia চালিত ফোনের মত । আমি টিউনে ছবি এ্যাড করতে পারছি না । হেল্প মি ।যদি xperia T এর ছবি দেখতে চান আসতে পারেন আমার ব্লগে http://www.blogermasud.blogspot.com ।আল্লাহ হাফেজ ।

Level 0

আমি masud al nahid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আসুন আমরা সবাই প্রতিদিন একটা করে ভাল কাজ করি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার নিচের সমস্যাটির একটু সমাধান দেন তো।

https://www.techtunes.io/help-ask/tune-id/147683

ভাই আপনিতো Xperia Tipo আর Xperia T দুইটা গুলায় ফেলছেন | দুইটা আলাদা সেট |Tipo dual sim সেট আর T HD সেট |টিউনটা সংশোধন করেন |
এইযে এখানে দেখেন
http://www.sonymobile.com/gb/products/phones/

http://www.sonymobile.com/gb/products/phones/xperia-t/specifications/

http://www.sonymobile.com/gb/products/phones/xperia-tipo/

@মাসুদ আল নাহিদ: হমম… এবার ঠিক আছে |
কিন্তু ভাই আরেকটা জিনিস |ইনফ্রারেড হলো অনেক পুরনো একটা প্রযুক্তি, ব্লুটুথের আগের ভার্সন |যে কারণে না থাকাটাই সাভাবিক | এখন ইনফ্রারেড প্রযুক্তির মতোই আরেকটা প্রযুক্তি এসেছে, সেটা হলো NFC. আপনি চাইলে লিখতে পারেন যে ব্লুটুথ থাকলেও NFC নাই|অনেক দামী স্মার্টফোন গুলোতে থাকে এটা|আপনি নেটে এসম্পর্কে বিস্তারিত জানতে পারবেন |এটা ব্লুটুথ , ওয়াইফাই এর থেকেও অনেক অনেক গতি সম্পন্ন||

    vai amar nokia 6131NFC phone…. 2007 e kena…..

Bhai, xperia t r tipo dual alada set. Tipo Dual er RAM 512MB, Processor 800Mhz, Camera 3.15MP..
http://www.gsmarena.com/sony_xperia_tipo_dual-4832.php

সরাসরি জিএসএম এরিনা? বাহ অনেক কিছু জানলেম

hmm. ami vabsilam apni Tipo Dual er specification disen..