সত্যি কি হবে মাত্র ১০০ টাকায়(সকল অপারেটর) 1GB ইন্টারনেট!!!

৭১ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার BTRC তুমি এগিয়ে চলো, আমরা সবাই আছি তোমার সাথে"
সাম্প্রতিক সময়ে BTRC এর কিছু বলিষ্ঠ উদ্যোগ,
যা বাংলাদেশের আপামর সকল মোবাইল গ্রাহকদের হৃদয়ে স্বর্নাক্ষরে লেখা থাকবে:
১। সব প্যাকেজে ১০ সেকেন্ড পালস চালু করা।
2। সকল প্রকার কল সেটআপ চার্জ / ১ম মিনিট চার্জ প্রত্যাহার করা।
3। ১GB ইন্টারনেট প্যাক ১০০ টাকা এবং পরবর্তী ইন্টারনেট প্যাক এর সাথে অব্যবহৃত ডাটা ক্যারি ফরওয়ার্ড সুবিধা বাধ্যতামূলক রাখা।সকল প্রকার ইন্টারনেট প্যাক থেকে ফেয়ার ইউসেজ পলিসি বাতিল করতে হবে ।
এছাড়া,

মোবাইল ফোনের সব কলের চার্জ সমান করার নির্দেশ দেয়া হয়েছে। নির্দিষ্ট প্যাকেজের সকল মিনিট বা পালসের কলচার্জও সমহারে কাটতে হবে। এছাড়া, প্যাকেজে প্রতি মিনিট ও পালসের বিল এবং ভ্যাট আদায় বিষয়ক তথ্য সুস্পষ্টভাবে বিজ্ঞাপনে ও ওয়েবসাইটেউল্লেখ করতে হবে। গতকাল এ সংক্রান্ত একটি নির্দেশনা সব মোবাইল ফোন অপারেটরের প্রতি জারি করেছে বিটিআরসি। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, প্রতি পালস ও মিনিট প্রতি সর্বোচ্চ বিল আগে থেকেই বিটিআরসি’র কাছ থেকে অনুমোদন করিয়ে নিতে হবে। তাছাড়া, প্রথম পালসে এক রকম আবার শেষের দিকে ভিন্ন হারে টাকা কাটা যাবে না। আগামী ১৫ই সেপ্টেম্বর থেকে এই নির্দেশনা কার্যকর হবে বলে বিটিআরসি’রপক্ষ থেকে বলা হয়েছে।
অন্য চিঠিতে এখনই সব অপারেটরকে তিন দিনের মধ্যে কল সেটআপ চার্জ আদায় বন্ধ করতে বলা হয়েছে।
ওই নির্দেশ অমান্য করলে কমিশন সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেছে বিটিআরসি। এদিকে আজ বৃহস্পতিবার গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও সিটিসেল দ্বিতীয় প্রজন্মের (টু-জি) লাইসেন্স নবায়নের দ্বিতীয় কিস্তির টাকা জমা দেবে। টু-জি লাইসেন্স নবায়নে চার অপারেটরেরস্পেকট্রাম ফি’র দ্বিতীয় কিস্তিতে ২৩২৫ কোটি ৪১ লাখ টাকা দেয়ার কথা। এর সঙ্গে ১৫ শতাংশ হারে ভ্যাট যোগ হলে আরও ৩৪৮ কোটি ৮১ লাখ টাকা বাড়বে। মূল টাকায় গ্রামীণফোনের অংশ ১৫০ কোটি ৯৭ লাখ টাকা। বাংলালিংকের ৫৮৫ কোটি ৪৪ লাখ, রবি’র ৫৫৮ কোটি ৫০ লাখ এবং সিটিসেলের আরও ১৩০ কোটি ৫০ লাখ টাকা দেয়ার কথা। এর বাইরে আরও প্রায় ১১০০ কোটি টাকা বকেয়া পাওনা এবং লেট ফি দাবি করেছে বিটিআরসি। আগামী ১৫ই সেপ্টেম্বরের মধ্যে ১০ সেকেন্ড পালস চালু এবং কল সেটআপ চার্জ নেয়া যাবে না ।

-BD All operator's latest offer

[কেমন লাগলো BTRC এর এই গর্জন তা জানাবেন । আর আপনাদের অনুমতি পেলে এ সংক্রান্ত সকল তথ্য আপনাদের জানাবো । কমেন্ট এ মতামত জানান]

Level 0

আমি জিহাদুর রহমান নয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 313 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

http://www.noyon786.blogspot.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হলে তো অনেক খুশ………।।।আপনাকে ধন্যবাদ।

Level New

awsom.akhn mone hocche amra manus amader pase daranor moto kew ache.

এত সুন্দর একটা খবরের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ।

asai aci……………………….

Khub valo laglo.Kintu 15 september na gela kishu bola jaccha na.Jahok,share korar jonno donnobad.

Level 0

টিউনটি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ ভালো একটি তথ্য শেয়ার করার জন্যে।

Level 0

আমরা বিটিআরসির জনকল্যাণ মূলক সাহসী পদক্ষেপের জন্য চেয়ারম্যান সেনাবাহিনীর দেশ প্রেমিক মেজর জেনারেল মহোদয়কে অভিনন্দন জানাই । সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়তে এধরনের কার্যক্রম বাস্তবায়নে সরকারের ভুমিকা নিঃসন্দেহে অভিন্দন যোগ্য ।

সরকার চাইলে কি না হয়…! 🙂
Your way is the right way. All the best BTRC…

Level 3

Bangladeshত দেখাযাখ কি হয় !!!

Level 0

kobe theke hobe

ভাইরে বাংলাদেশে কত কিছুই তো হয়। শেষ পর্যন্ত nothing……………..

তবে খুব খুশি লাগলো শুনে। চাই 15 তারিখের মধ্যেই যেন কার্যকর হয়।

কয়েক দিন আগেই জানতে পেরেছি।তবুও ধন্যবাদ।

সুন্দর !

nice……

Totally ভুয়া…।!!!!!!!!!!!!!!!

এইটা BTRC এর ৫ অপারেটরের কাছে একটি আকুতি যা কিছুটা গর্জনের (এই প্রথমতো তাই আরকি) মতো শোনায়।

গত মাসে এইরকম একটা Last Date দিয়ে ১০ সেকেন্ড পালস কার্যকর করার Ultimatum দিয়েছিল আর না মানলে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা…আরও কতকি। আজ পর্যন্ত ওই টেলিটক ছাড়া কেও মানেনি…!

এই ক্ষেত্রেও একি ঘটনাই ঘটবে…

আগামী ১০ দিনের মদ্ধ্যে ওবামা যদি তার মেয়েকে স্বেচ্ছায় আমার সাথে বিয়ে না দেয় তাহলে আমি ওর বাসায় গিয়ে জোড় করে বিয়ে করব…এই আরকি…!

E rokom tune aro chai.

Level 0

খবর টা ভাল।তবে বাস্তবায়ন হবে কিনা কে জানে!?

আমাদের বাংলালাইওন, কিউব ইন্টারনেট অপারেটর গুলারেও BTRC এর আওতায় আনা উচিত কারন এরাও প্রায় সময়ই ফাও অফারদেয়, আর সবসময় কাস্টমারদের ঠকানোর দান্দায় থাকে।

joy digital govt. joy digital bangla.

BTRC r ai uddog asolae prosonsar dabidar.bt karjokor hobe ki na atei dakha dorkar

Level 0

nice post bro

Mobile e offline e Bangla likhte chai.
Karo jana thakle sahajjo korun.
Nokia S60 V3.

Level 0

হইলেই ভাল।

BTRC শীঘ্রই সকল সিমের পুনরায় রেজিঃ বাধ্যতামূলক করছে . এমন কি আগে যে নাম বা ঠিকানা দেয়া ছিল ঐ নাম ও ঠিকানাতেই জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে . তারতম্য হলে সিম বন্ধ করে দেয়া হবে ।

Mobile e offline e Bangla likhte chai. Karo jana thakle sahajjo korun. Nokia S60 V3.

Help me@
Mobile e offline e Bangla likhte chai. Karo jana thakle sahajjo korun. Nokia S60 V3.

শুধু নিজের জন্য নয় আসুন আমরা উপরের অধিকার গুলোর জন্য আন্দোলন গড়ে তুলি. আমাদের পয়সা নিয়ে আর ছিনিমিনি খেলতে দেব না।সবািই এ বিষয়ে সকল ব্লগ সাইটে আন্দোলন গড়ে তুলুন।

Level 0

Akmot Kintu 15 September Porjonto Dekhi . BD To Kisue Bola Jai Na. Call Rate Neye Amar Kono Matha Betha Nae. Ja Ache Internet Neye …

somvob na..;-(

Level 0

BTRC এর ক্ষমতা আছে ওদের লাইসেন্স বাতিল করার
ওদের টাকা আছে জায়গা মত দেওয়ার তখন
BTRC বলবে Yes Sir,(থ.থ.থ.থ.) Yes Sir ……………………….

বিভিন্ন প্রস্তাব আসে ……… কোনটাই বা প্রয়োগ হয় ……।।

এইটা দেখেনঃ http://www.somewhereinblog.net/blog/IFAZ100/29546188

Level 0

জানি না এই নীতি বাস্তবায়ন হবে কিনা তবে শুনতেই মন এ অনেক শান্তি লাগে ” ১GB ইন্টারনেট প্যাক ১০০ টাকা এবং পরবর্তী ইন্টারনেট প্যাক এর সাথে অব্যবহৃত ডাটা ক্যারি ফরওয়ার্ড সুবিধা বাধ্যতামূলক রাখা।সকল প্রকার ইন্টারনেট প্যাক থেকে ফেয়ার ইউসেজ পলিসি বাতিল করতে হবে ।”

ধন্যবাদ

Level 0

খুব ভাল লাগল। বিটিআরসি তুমি এগিয়ে চল, আমরা আছি তোমার সাথে!!!

হুররে ………………………………… বোকা গ্রামীণফোন এবার দেখি তুমি কি কর ।
বিটিআরসি তুমি এগিয়ে চল, আমরা আছি তোমার সাথে!!!

Let’s see

কি বলব ভাই শুধুই ………………………………………………… হাসতে ইচ্চা করে । আদেও কি মানবে , মানলে তো ভালই তবে 15 sep এর মধ্যে মনে হয় না কার্যকর হবে । শেয়ার করার জন্য ধন্যবাদ

কেও না মানুক টেলিটকতো মানবে। কি মজা 1GB মাত্র ১০০ টাকা! আমারতো নাচতে ইচ্ছে হচ্ছে। ধন্যবাদ খুশির সংবাদটা দেওয়ার জন্য।

teletal er net nai kadte icche korse???

খালি কলস বাজে বেশি।

Level 0

১০০ টাকায় ১জিবি!!!
Jani hoibo na bt sopno dakte dos kise?
BTRC r sathe asi.

Hoile to valoi hoy…….

Level 0

সবাই ফেসবুকে শেয়ার করুন!!!

aaaah ki shunailen bhaiya…boroi anondo pailam. thanks for the tunes.

টিউন এর মন্তব্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ
আমিও আপনার সাথে এক মত..

আমরা আশাবাদী এই সিদ্ধান্ত বাস্তবায়িত হবে।

টিউন এর জন্য ধন্যবাদ। আশায় রইলাম।

Level New

Dekha jak ki hoi

I AM WAITING AT DATE 15 SEP.

Level 0

BTRC তুমি এগিয়ে চলো, আমরা সবাই আছি তোমার সাথে

Level 0

জিহাদুর রহমান নয়ন vai apne amar phone tar Gua marchen …Bukachuda please nije test kore tarpor akta post deben …symbian set kotha bola et headline aa ota chilo eta virus ..

ei Motherchod k techtunes theke ban kora hok .

আশায় থাকলাম, বাস্তবায়ন হলে খুব ভাল

ধন্যবাদ………।।

Level 0

BTRC shudhu call setup charge bondho korte bolse r 10 sec palse. Internet somporke kisui nirdesh deini r Fair Usage Policy BTRC set korte dise. even BTCL’er ADSL line eo eta applicable. Jara janen na tader ke bolchi je internet somporke ei dhoroner kono news nai chaile BTRC er website ghure aste paren.

এটা সত্যিই একটি ডিজিটাল উদ্যোগ। যদি বাস্তবায়ণ হয় তাহলে সত্যই আমরা উপকৃত হব এবং এটাও মনে করব যে বাংলাদেশ ডিজিটাল হচ্ছে।

Level New

nice

Level New

আমিও আপনাদের সাথে একমত।কিন্তু এগুলো আসলেই কি বাস্তবায়িত হবে ? নাকি স্বপ্ন থেকে যাবে!