আপনি আইফোন ইউজ করতে পারছেন না বলে মনঃকষ্টে আছেন? দেখে নিন কেন আপনার আইফোন কেনা উচিত হবে না :)

  • ১।আইফোনের দাম অন্য ব্র্যান্ডের মোবাইলের চেয়ে অনেক বেশি দামি কিন্তু কনফিগারেশন এর দিক দিয়ে আইফোন অনেক কিছু হাতে রেখে দেয়।যেমন আপনি ৩৫ হাজার টাকা দিয়ে আইফোন ৩জি এস কিনলেন,এই দাম দিয়ে আপনি এইচ টি সি,স্যামসাং এর চেয়ে অনেক গুল শক্তি সম্পন্য প্রসেসর,ক্যামেরা,র‍্যাম ইত্যাদি বেশি পাবেন
  • ২।বাংলাদেশ এ আইফোন অ্যাপ স্টোর থেকে সরাসরি কেনা যায় না,সিঙ্গাপুর বা ব্যাংকক থেকে এনে বিক্রি করে।আপনি হয়ত বিশ্বাস করবেন না এক একটা সেট এ কত কাহিনি করে,দাম বাড়া কমা অনেক কিছুই।আইফোনের এসসেসরিস থেকে শুরু করে প্যাকেট টা পর্যন্ত চেঞ্জ করে ফেলে।বাইরে থেকে না আনালে ভাল আইফোন দেশ থেকে কেনা অনেক রিস্কি
  • ৩।এদেশে যেসব আইফোন আসে তার বেশির ভাগ ই ক্যারিয়ার লক করা থাকে ,এখানে আনলক করা হয়,এতে কম দামে আইফোন কেনা যায় কিন্তু আপনি আপডেট বা রিসেট ফ্যাক্টরি সেটিং দিলে সেটা লক হয়ে যায়।নিজে আনলক করতে পারলে তো ভাল না পারলে দোকানে যেতে হবে,লাগবে ৫০০ থেকে ১০০০ টাকা।আর আইফোন আনলক করার ক্ষেত্রে ক্যারিয়ার,বেসব্যান্ড,মডেল অনুসারে করতে হয়,ঝামেলা কম না
  • ৪।আনলক করা আইফোন গুলোতে চার্জ খুব তারাতারি ড্রেন হয়।
  • ৫।আনলক করা আইফোন গুলো তে কিছু বাগ থাকে যা আপনাকে কিছু ফাংশন ইউজ করতে বাধা দিবে
  • ৬।আইফোনে আপনি ব্যাটারি চেঞ্জ করা যায় না,তাই ব্যাটারি কোন কারনে ডেমেজ হলে আপনার খবর আছে
  • ৭।আইফোনের এসসেসরিজ অরিজিনাল পাওয়া খুব কস্ট ,দাম ও অনেক বেশি,আপ্নি হয়ত অরিজিনাল ভেবে ১০০০টাকা দিয়ে কিনলেন,বুজতেও পারবেন না ওটা চাইনিজ,চাইনিজ আর ওরিজিনালের পার্থক্য বুঝা অনেক কস্ট
  • ৮।আপ্নি হয়ত পেইড সফটঅয়ার ইউজ করবেন ইন্টারনেট থেকে ডাউনলোড করে,আপনি সেটা করতে হলে জেইল ব্রেক করতে হবে,তার পর কিছু রেপু ফাইল ইন্সটল করে সফট ইউজ করতে হবে তাও সব সফট সব সময় সাপোর্ট করে না।অথচ অ্যান্ডয়েড এ আপনি ডিরেক্ট ইউজ করতে পারবেন কোন ঝামেলাই করতে হবে না
  • ৯।আপ্নি হয়ত আপনার আইফোন এ গান বা ভিডিও পাঠাবেন,আপ্নাকে আইটিউন ছাড়া সেটা করতে পারবেন না।ইন্টারনেট থেকে ডাউনলোড করা বা ভিডিও কনভার্ট করা ফাইল কিছু কিছু সময় আই টিউন দিয়েও পাঠানো যায় না,জানি না সিকিউরিটির ব্যাপার কিনা।আপ্নার ভাল লাগা কিছু গান ডাউনলোড করলেন কিছু আইফোন এ পাঠিয়ে শুন্তে পারলেন না,মেজাজ কেমন হবে??  অ্যান্ডয়েড এ সরাসরি ফাইল পাঠানো যায় কোন ঝামেলা ছাড়াই
  • ১০।আপ্নি হয়ত অন্য ফাইল পাঠাবেন যেমন ডক,পাওয়ার পয়েন্ট, এম্পিত্রি,এম্পি ফোর ছাড়া আপনি আইটিউন থেকে পাঠাতে পারবেন না, অন্য ভাবে পাঠাতে হবে, ফাইল জিলা বা আই এক্সপ্লোরাল দিয়ে তাও অনেক স্লো অনেক ঝামেলার।মোট কথা আপনার পিসি ছাড়া একেবারেই অচল।
  • ১১। অ্যাপল তাদের আই ও এস প্রায় ই আপডেট দেয়,আপ্নার পুরনো ও এস হলে অনেক সফট অয়ার ইউজ করতে পারবেন না,আবার আপনার ও এস আপডেট দিলে মোবাইল স্লো হয়ে যাবে। অ্যান্ডোয়েড এ এ ধরনের ঝামেলা খুব কম ই হয়
  • ১২।আপনি অন্যের পিসি থেকে আইটিউন দিয়ে গান নিবেন,সেটা আইফোন করতে দিবে না।
  • ১৩।ব্লু টুথ দিয়ে গান নিবেন অন্যের মোবাইল থেকে?? পারবেন না। অ্যান্ড্রয়েড এ কোন ঝামেলাই না

আজ এ পর্যন্তই সামনে আরো লিখব।আপ্নার যদি বাজেট কম হয় মোবাইল নিয়ে অত ঝামেলা করতে চান না মোবাইল নিয়ে কিন্তু স্মার্ট ফোনের সব মজা নিতে চান তাহলে আমি বলব আপনি অ্যান্ড্রয়েড এর যে কোন একটা নেন।আইফোন টাচ,ক্যামেরা সাউন্ড কোয়ালিটির জন্য বেস্ট কিন্তু অত ইউজার ফ্রেন্ডলি না।

আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি লিনাক্স নাকি উইন্ডস ইউজ করবেন?? আপনার উত্তর যদি উইন্ডস হয় তাহলে অ্যান্ড্রয়েড আর যদি লিনাক্স হয় তাহলে এপল। এটা ইউজার ফ্রেন্ডলি কিনা সেটা বেপারে উদাহরন দিলাম।আর কিছু না।

Level 0

আমি minipack। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই জানিনা কার কেমন লাগে তবে আমার কাছে চরম লাগছে এই কারনে যা বলছেন সত্যি বলছেন টাকা দিয়া জিনিস কিনবেন এত ভেজাল করে ইউজ করব ক্যান??আমিও একজন এনড্রয়েড ইউজার..

    Level 0

    @ziajuel: হা আপনার সাথে একমত 🙂

বুঝলাম আঙ্গুর ফল অনেক টক। 😛

    Level 0

    @minipack: @পীযুষঃ)হাহাহা সামুতেও ২য় কমেন্ট টা এমন ছিল । নারে ভাই আমার আইফোন অ্যান্ডোয়েড ২টাই আছে।গান ভিডিও ছবি তোলার জন্য আইফোন টা বেশি ব্যবহার করি। আর অন্য কাজের জন্য অ্যান্ডোয়েড। সামান্য কাজে এত ঝামেলা করে আইফোন ইউজ করতে ভাল লাগে না

1.boss bd te iphone 4 paoua jai 35 a tao fully factory unlock(daout thakle amar satha jogajog korte paren),
paren,2.iphone 4 a charge 2 din thake bt net use korle 1 din ja apner Android phone er soman,
3.factory unlock phn a kono bug thake na,sob function use kora jai,4.basundharar g&g te jan sob
accesories original paben,5.kokhono iphone er Battery problem sunsen,r jodi tar poreo hoi
motaleb a basir telecom a jan peyajaben.6.bd te jaisob factory unlock phn paoua jai ta jailbreak
korai thake,na thakle youtube dakhe korte parben khub kothin kisu na,7.ifile soft use korle wifi
er madhome file pc theka nice /dite parben.bro apple use koren 2 month tarpor janaben.sara
world er manush apple ki kn pagol ta jante hole er produck age use korte hobe.apple er phn
or mac er kono problem hoile ama k janaben,jotodur pari help korbo.thxs

    Level 0

    @minipack: @ইব্রাহীম: ১। ৩৫ হাজারের চেয়েও কম দামে আমি নিজে সেল করেছি,সো আপনার সাথে তর্কে যাবার প্রয়োজন নাই।কিন্তু ওই গুলো কোথ থেকে আসে,কত কাহিনি থাকে তা যদি জানতেন !
    ২। আমি আনলক করা গুলো তে যে চার্জ কম থাকে সেটার কথা বলেছি,বাংলাদেশ থেকে আনলক করা আইফোন নে নেয়াই ভাল।সেটা বুঝিয়েছি
    ৩।আমি তো ফ্যাক্টরি আনলকের কথা বলিনি,বলেছি সফট বা টারবু সিম বা গেভে সিম আনলকের কথা
    ৪। গেজেট অ্যান্ড গিয়ারের ও সব এক্সেসরিস অ্যাপল অরিজিনাল না।সেটা অরা নিজেরাই বলে।আপ্নি কেনার সময় জিজ্ঞেস করে দেখবেন 🙂 উনারা বলে দিবে কোনটা অ্যাপল অরিজিনাল কোনটা না
    ৫।প্রব্লেম হয়না যে এমন না,তবে মোতালেব এ এভাবে ঠিক করলে আপনার সেট এর ১২ টা বেজে জাবে,বাংলাদেশে থেকে কেনা আইফোনে আপনার এসব মেনে নিতে হবে,বাইরে হলে অ্যাপল স্টোর থেকে চেঞ্জ করা যাবে।সেই সুবিধা তো এখানে পাচ্ছেন না,তো অ্যাপল ব্যবহার করতে না পেরে মন খারাপ করার কারন নাই 🙂
    ৬।কঠিন কিছু না আপনার জন্য কিন্তু যে পারে না তার আইফোন না ব্যবহার করাই ভাল
    ৭।ভাই আইফাইলের কথা বললেন যার অয়াই ফাই নাই সে কি করবে??? আই এক্সপ্লোরাল ব্যবহার করে ডাটা ট্রান্সফার করা যায়। যে এত ঝামেলা করতে চাইবে না সে অ্যান্ডোয়েড এ সরাসরি ফাইলে পাঠাতে পারছে,তাই তার ওটাই কেনা উচিত,তাইনা?
    ৮।ভাই আমি ১ বছরের উপর নিজের আইফোন ইউজ করি,আর আমাদের গেজেট শপে সব ধরনের স্মার্টফোন ই পাওয়া যায়,অ্যাপল এর এমন খুব কম প্রোডাক্ট আছে যেটা আমাদের হাতে আসে নি তাই অ্যাপল নিয়ে ঝামেলা হয়না।আমার এই পোস্ট টার মুল উদ্দেশ্য যারা এতো ঝামেলা করতে চাইবেন না,বাজেট ও কম কিন্তু স্মার্টফোন ইউজ করতে চান তাদের অ্যান্ডোয়েড ইউজ করাই ভাল যেমন টা আমি যত ফ্রি ই হোক এখন লিনাক্স ইউজ করব না,জানি কিভাবে করা যায় কিন্তু তারপর ও করব না।আশা করি বুঝাতে পেরেছি 🙂

    @ইব্রাহীম: আমার কাছে দু জনের যুক্তিগুলো সুন্দর, iPhone একটি Apple এর নিজস্ব নতুনভাবে উদ্ভাবিত যার Operating System হলো iOS এবং Android হলো Google এর তৈরী মুক্ত Operating System. তারপরও বলি – ১। কখনও কি শুনেছেন iPhone Virus দ্বারা আক্রমন হয়েছে, না কিন্তু Android হয়। ২। Apple এর মডেল খুবই সীমিত কিন্তু Android এর অনেক বেশী করান যেকোন company তা ব্যবহার করতে পারে। ৩। কিন্তু Apple এর user interface কিন্তু এখন পর্যন্ত সবার চেয়ে ভাল। ৪। Anroid এ jailbreak করতে হয় না কিন্তু iPhone এ এটা একটা ঝামেলা। ৫। iPhone এর চার্জ কিন্তু প্রায় অনেক Android হতে ভাল এবং বেশী সময় ধরে চলে। ৬। iPhone এ Airblue Sharing দিয়ে কিন্তু Bluetooth এর মাধ্যমে File Send & receive করা যায়। হ্যাঁ এটা ঠিক Android এর যামেলা অনেক কম, আচ্ছা দামী ফোন আমাদের দেশে কেনই বা ব্যবহার করে বলেন- সেদিন দেখলাম একজন লোক দামী একটি ফোন ব্যবহার করছে কিন্তু ফোন বুক থেকে নম্বর বের করতে পারে না, তো তার কি প্রয়োজন ব্যবহার, আবার দেখুন দেশে এখন পযর্ন্ত 3G ই আসলো না কিন্তু 4G ফোন ব্যবহার করছি। আরে ভাই সবাইকে বলি যদি পুরোপুরি Utilize না করতে পারেন তো ব্যবহার কেন করেন। iPhone বলুন আর Android ই বলুন দুইাটই দামী ফোন, আর আপনার ব্যবহারের উপর ভিত্তি করে ফোন ব্যবহার করুন সেটাই উত্তম। যুক্তি তর্ক কখনই কোন কিছুর সমাধান নয়, ভাল Brand এর ফোন ব্যবহার করুন যেন আপনাকে ঠকতে না হয়, iphone, Htc, Samsung, Sony, Nokia, LG, Motorola এগুলো নিশ্চিন্তে অনেকদিন ব্যবহার করা যায়।

      @rhythm4rock: @rhythm4rock: ভাইয়া আপনে তো পুরাই আপেল বাইয়াসড 😀 ভাই iOS এ কি আছে ??? সেই আদিম কালের UI নিয়া বসে আছে। আর android এর ICS এর সাথেই তো iOS visual effect এ বাড়ি খায় না, jelly been কে টানলামই না। অবশ্যই android সবার জন্য, এখানে ধনী গরিব এর কোন ভেদাভেদ নেই, যে যার মত ব্যাবহার করবে, যে যার মত program edit করবে। apple তো হাত পা বেধে দিসে, যে সে যদি গোবর খাওয়ায় তাই আমাকে খেতে হবে। একটা EQ change করতে আমাকে বের হয়ে সেই সেটিংস্‌ এ জেয়ে কত কাহিনী করতে হয় রে বাপ, তাঁর উপর কোন custom option নাই !!! android এ root করতে হয় যা jailbreak থেকে অনেক সোজা এবং রোমাঞ্চকর। অনেক কিছু সেখা যায়। একটা app দেখান like power amp, smart tool, mx video player. সারা আপেল ইস্টর ভাইঙ্গা ফেললেও পাবেন না। অ্যাপেল এর হার্ডওয়্যার ভালো মাগার iOS জঘন্য। ইউজাই তো, জিন্দেগী তামা হয়ে যাচ্ছে। android একটা পাওয়ার সোর্স যা একটা চাইনিজ মোবাইল কেও ব্র্যান্ড এর সেট এর সাথে তুলনা করিয়ে ছাড়ে। MEIJU MX এর সেট ২ টা দেখেন। নতুন JB তে S3 ২ দিন আরামসে চলে। airblue এর ইতিহাস জানি, মাথা নষ্ট করে ফেলে। শেষে একটাই কথা বলব। android এর সাথে iOS এর তুলনা দিলে হাসির খোরাক হতে হয় টেঁকি দুনিয়াতে। কোথায় জামাই, কোথায় নিমাই :p

        @বর্ণ: দারুন বললেনত ভাই, আমার কাছে খুবই ভাল লাগল…।।

      @HRIDOY AHMED: @rhythm4rock: দারুন বললেনত ভাই, আমার কাছে খুবই ভাল লাগল…।।আসলে আপনাকে comment ta khub valo lago………………

        @HRIDOY AHMED: sorry……..আমি ও ্রhythm4rock: ভাইয়ার সাথে একমত———।আর android freeware হওয়া সত্তেও android এ কি যামেলা কম।ROOT না করলে ত বেশিরভাগ আপ্পস install হয় না…সাথে virus ত আছেই।তবে দাম কম? হ্যাঁ দাম কিভাবে কম samsung s3 এর দাম কত।

Level 0

Ibrahim vai er shathe akmot, cuz amio iPhone+Android+Symbian user. Vai, nije akta kine use kore, then tune korben. Apni jodi akhon “99 problems of iphone” likhe net a search den, and oita bangla kore tune kore den, tahole to hobe na. R apni je gula prblm bolsen, oi gula adou kono prblm na, 2-1 ta sara. Omon prblm hazar ta ase Android a. Tobe ha, amio aita boli, BD te iPhone theke Android e valo, general people der jonno.

    Level 0

    @aan007bd: ভাই আমি ১ বছরের উপর নিজের আইফোন ইউজ করি,আর আমাদের গেজেট শপে সব ধরনের স্মার্টফোন ই পাওয়া যায়,অ্যাপল এর এমন খুব কম প্রোডাক্ট আছে যেটা আমাদের হাতে আসে নি তাই অ্যাপল নিয়ে ঝামেলা হয়না।আমার এই পোস্ট টার মুল উদ্দেশ্য যারা এতো ঝামেলা করতে চাইবেন না,বাজেট ও কম কিন্তু স্মার্টফোন ইউজ করতে চান তাদের অ্যান্ডোয়েড ইউজ করাই ভাল যেমন টা আমি যত ফ্রি ই হোক এখন লিনাক্স ইউজ করব না,জানি কিভাবে করা যায় কিন্তু তারপর ও করব না।আশা করি বুঝাতে পেরেছি

minipack @VAIYA KOSHTO KORE SOMOI NOSHTO KORE TUNE ta korar jonno upnake onek dhonno bad.
Ami i phone use kori last 4 year theke.
Aj ke upnar tune ta pore bujhte parlam je upnar kono idea nai i phone er bepare.
Upni opore iphone er bepare jesob information diyechen tar beshir vag e vul.
Kinte paren nai iphone ,valo kotha,tai bole nije k shantona debar jonno ai sob ulta palta jukti diye nijer mon k bujh deyar jonno emon udvot tune na korai valo.

    Level 0

    @mesbahghalib: আপনি নিজে অহংকারী মনোভাব ও অন্যকে অপমান করা থেকে বিরত থাকুন।

    @mesbahghalib: “Kinte paren nai iphone ,valo kotha,tai bole nije k shantona debar jonno ai sob ulta palta jukti diye nijer mon k bujh deyar jonno emon udvot tune na korai valo”
    ভাই জানিনা আপনি কয় টাকা দিয়ে কিনেছেন। আপনি হয়ত জানেন না যে অনেকে ৬৭,০০০ টাকা দিয়ে android phone কেনে। তাই যারা android ইউজ করে তাদের আইফোন কেনার সামর্থ নেই আপনার এই কুপমুন্ডুকতা দূর করুন। আমরা হুজুগে বাঙালি তো তাই ৬০,০০০ (original price) টাকার iphone কে ৮০,০০০ টাকা দিয়ে কিনি ভাব নেওয়ার জন্যে। কিন্তু 50,000/67,000 টাকা দিয়ে আইফোন এর চেয়ে far better galaxy s2/galaxy s3 কেনা যায় সেটা আপনার মতো হুজুগে বাঙ্গালিকে কে বুঝাবে।

    Thank you minipack ভাই এ সব হুজুগে বাঙ্গালিদের জ্ঞান বিতরন করার জন্যে, এতদিন আমি শুধু মুখে বলছি আজ আপনি টিউন করে জানালেন।

      Level 0

      @সুদীপ্ত: ভাইয়া সরি আরেকজন কে কমেন্ট করতে গিয়ে আপনাকে লিখে ফেলেছি 🙁

    Level 0

    @mesbahghalib: হাহাহা ভাই আমি ১ বছরের উপর নিজের আইফোন ইউজ করি,আর আমাদের গেজেট শপে সব ধরনের স্মার্টফোন ই পাওয়া যায়,অ্যাপল এর এমন খুব কম প্রোডাক্ট আছে যেটা আমাদের হাতে আসে নি তাই অ্যাপল নিয়ে ঝামেলা হয়না।আমার এই পোস্ট টার মুল উদ্দেশ্য যারা এতো ঝামেলা করতে চাইবেন না,বাজেট ও কম কিন্তু স্মার্টফোন ইউজ করতে চান তাদের অ্যান্ডোয়েড ইউজ করাই ভাল যেমন টা আমি যত ফ্রি ই হোক এখন লিনাক্স ইউজ করব না,জানি কিভাবে করা যায় কিন্তু তারপর ও করব না।আশা করি বুঝাতে পেরেছি ।

    আচ্ছা বলুন আপনি কি আইফোন কেনার আগে থেকেই জানতেন কোন ডাটা পাথানোর আগে আপনাকে ফাইল জিলা বা আই এক্সপ্লোরাল ইউজ করতে হবে??
    ক্রাক আপস ইনশটল দিতে হলে জেইল্ব্রেক করতে হবে??

    আচ্ছা যে এই ঝামেলা করতে চাইবে না তার কি কেনা উচিত?? অবশ্যই অ্যান্ডোয়েড।তাই না? তো মনের কস্টে থাকার দরকার কি??
    আর আপনি যে বললেন বেসির ভাগ ই ভুল,আপ্নি ভুল ধরে দেন আমি জবাব দিচ্ছি,আপ্নি অই ফাংশান গুলো সরাসরি করতে পারেন নাকি ভিন্য উপায়ে করতে হয় ।ধন্যবাদ

      @minipack: ভাই বলেনতো , যখন আপনি iphone কিনবেন তখন কি jailbreak ছাড়া iphone টি কিনবেন?? না fresh এবং ভাল হলেই কিনবেন। আবার Android কিনে কি কখনই চিন্তা করবেন এখন ফোন টাকে Hack করবো?? না চিন্তুাতেই আনবেন না। So, কেন এই তর্ক ঝগড়া বিবাদ।
      আমরা অকারনে দামী ফোন কিনি, তো iPhone বা Android যেটাই কিনুক আফসোস তো সবাই করে দামী ফোন এর জন্য Nothing Else.
      ধন্যবাদ

        @rhythm4rock: হ্যা ভাই আমি এন্ড্রয়েড কিনে আগে রুট করি পরে গুগলে সাইন ইন করি

    Level 0

    @mesbahghalib: ভাই আমি ১ বছরের উপর নিজের আইফোন ইউজ করি,আইপ্যাড কিছু দিন আগে সেল করে দিছি,আইপড আছে ২টা, শাফল আর টাচ।আমি কম বেশি অ্যাপল এর প্রোডাক্ট ইউজ করি,তবে অ্যান্ডোয়েড ইউজ করাটা ফ্লেক্সিবল মনে হয় 🙂 ।আমাদের গেজেট শপে সব ধরনের স্মার্টফোন ই পাওয়া যায়,অ্যাপল এর এমন খুব কম প্রোডাক্ট আছে যেটা আমাদের হাতে আসে নি তাই অ্যাপল নিয়ে ঝামেলা হয়না।আমার এই পোস্ট টার মুল উদ্দেশ্য যারা এতো ঝামেলা করতে চাইবেন না,বাজেট ও কম কিন্তু স্মার্টফোন ইউজ করতে চান তাদের অ্যান্ডোয়েড ইউজ করাই ভাল যেমন টা আমি যত ফ্রি ই হোক এখন লিনাক্স ইউজ করব না,জানি কিভাবে করা যায় কিন্তু তারপর ও করব না।আশা করি বুঝাতে পেরেছি

    @mesbahghalib: ভাই বুঝলাম আপ্নে আজীবন এপল ইউজ করছেন। ভাল কথা তাতে কোন সমস্যা নাই। কিন্তু ভাই আপ্নে কি কোনদিন ভাবছেন যদি লকস্ক্রিনটা চেঞ্জ করতে পারতাম বা ইউআইটা অন্যরকম হত??? বা ধরেন পুরা ও এস টাই আরো কালারফুল হত??? উত্তর পাব আশা করি

35% for you.…65% for iPhone.…

I-Phone জাহান্নামে যাও! 😆

I am 99% android 1% others 😀

ভাই আমার বলার কিছুই নাই। আমার ডাবল 1 ডাবল 0 ই ভাল। আমি অন্ধকারে হারিয়ে গেলে লাইট জালিয়ে চলে আস্তে পারব I iPhone এ লাইট ………

জামেলা থেকে বাচার জন্যইতো Android কিনছি… 😉

    Level 0

    @বাপ্পীঃ)এত ঝামেলা করে মোবাইলের বেস্ট ইউজ করাটা একসময় ভাল লাগত,হাতে সময় ছিল।এখন আর ভাল লাগে না

আইফোন=জাহান্নাম

জীবনেও কিনমু না……………:D

    Level 0

    @tumul Ahmed: মোবাইল দিয়ে এক্সটা অরডিনারি কিছু করতে চাইলে নিতে পারেন 🙂

Level 0

hasi pel0. I ph0ne e k0n0 bug nei. Ami i ph0ne 4s use k0ri. Jara apps use k0rte jane tader j0nn0 i ph0ne sara k0n0 ph0ne e nai. Ar andr0id e 0nek bug ase, i ph0ne e jes0b vari vari gams, apps ase tar half0 andri0d e nai. ar up0re ek vai s0b reply diye diyese. T0be jader it kn0wlage k0m tara java, s60, andri0d use k0rlei val0. Wind0ws n i ph0ne ektu gaanni l0kder j0nn0!!

    @murgi89.6: ভাই আপনার Iphone এর সবচেয়ে ভারী গেম কত GB ?

    Level 0

    @murgi89.6: murgi89.6 মুরগির দেখি বিশাল নলেজ। এত নলেজ দিয়া কি iphone app store a গিয়া ডিম পারেন। মিঃ মুরগি (murgi89.6) android a 5 GB সাইজ এর ও গেম আছে এর apps store যে পরিমান apps ace ওই পরিমান apps হতে হতে iphone থাকবে কিনা আল্লাহ যানে। আমার যা মনে হই iphone আসলে ladies ba halfladies টাইপ এর মানুষদের ফোন। যারা টাকা দিয়ে সব কিছু বিচার কোরে।

    @murgi89.6: জ্ঞানী মুরগী

    @murgi89.6: ভাই আপনি এখনও মুরগি থেকে গেলেন মোরগ আর হলেন না, আপনি কি জানেন যে android mobile এ এখন full HD+3D games খেলা যায়? আপনি কি জানেন যে android এর একটা গেমস এর সাইজ 1900 MB ও আছে ( আমার ফোনে একটা গেমস আছে যেটার সাইজ 1200 MB)। অথবা জানতেন কি একমাত্র android মোবাইলে ই true 3D গেমস খেলা যায়। আপনি কি জানেন শুধুমাত্র android phone এ quad core প্রসেসর আছে। আপনি কি জানেন শুধুমাত্র google play তেই 60 lac apps (june 2012) আছে যেখানে অ্যাপ স্টোর এ আছে 50 lac (কারেন্ট) এর কিছু বেশি । জানতেন না তো, জেনে নিন; আপনার সুবিশাল জ্ঞান ভান্ডারে (!) আরো জ্ঞান যুক্ত হবে।

      @Nipu:
      @সুদীপ্ত:
      ভাই চিন্তু করে দেখেন তো ঐ ১/২ লেডিস বা লেডিস যাই বলেন, ১ বছর লাগলো iPhone এর থেকে ভাল কিছু বানাতে, একটু অপেক্ষা করুন iPhone 5 এর চমক তো আসছেই প্রতি বছরে একবার। আর আপনার কোন Software টি Appstore এ নাই একটু দেখবেন, নতুন game, browser বলা যায় প্রায় অনেক Software ই Appstore এ আগে আসে। দাম বেশি হবার একটাই কারন তারাই প্রথম প্রস্তুতকারক Brand. এবং অনেক ক্ষেত্রেই বেশি Fast

    Level 0

    @murgi89.6: আপনি ফ্যাক্টরি আনলক টা ইউজ করতেছেন,আমি সফট আনলোক আর গেভে সিম আনলোকের কথা বলছি

    Level 0

    @murgi89.6ঃ)ভাই আপনি তাহলে সফট আনলক বা সফটয়ার সম্পরকে জানেন না,সব সফট এর ই কিছু বাগ থাকে যা পরে ফিক্সড করে

murgi89.6ভাই,
T0be jader it kn0wlage k0m tara java, s60, andri0d use k0rlei val0.এটা আপনার কথা।ভাই,i-phone কেনার সামর্থ্য সবার থাকেনা।তাই আমরা java,symbian অথবা android কিনে থাকে।আপনার সামর্থ্য আছে আপনি i-phone কিনেছেন তাই আপনি Knowlage man।আর আমরা java or other mobile use করি তাই আমাদের জ্ঞান কম হল।ভাই,আপনি নিজে অহংকারী মনোভাব ও অন্যকে অপমান করা থেকে বিরত থাকুন।কে কোনটা use করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে টানাটানি করার কিছু নাই।

    Level 0

    @Homo sapiens: ভাই সব স্মার্ট ফোনেই প্রায় প্রয়োজনিয় সব কাজ ই করা যায়।কিছু বাড়তি ফিচার থাকে যা সবার অত দরকার হয়না।আইফোন সেরা এতে দিমত নাই,তবে বেসিরভাগ মানুস ই কিনে ভাবের জন্য তেমন ইউজ করতে পারেন না ঝামেলা গুলোর কারনে 🙂

Level 0

অ্যান্ড্রয়েড! অ্যান্ড্রয়েড ! অ্যান্ড্রয়েড !

    Level 0

    @Saikatঃ)আমার কাছে অ্যান্ডোয়েড ই বেশি ভাল লাগে,ঝামেলা করতে সব সময় ইচ্ছে করে না 🙂

Level 0

ami akai symbian mone hoi 😀 .
Iphone er touch sara r kisui valo lagena. tasara er onk beshi limitation jekarone Iphone bad dia nokia 701 kinsi. valoi asi 701 nia 😛

    Level 0

    @tusher3365ঃ)এক সময় এটা ইউজ করতাম,কত কিছু যে করেছি সেই সময়।যা এখন স্মার্টফোন গুলোতে করা যায় তা আমরা অনেক আগেই করে আসছি সেম্বিয়ান দিয়ে 🙂

Bhaia, ami nokia 6730c use kori, amar khub issa je samsung er kono akta android phone kinbo…. anybody help me for chosing samsung phone…………..?

Level 0

htc best, iphone faltu.

Level 0

আমি নিজে ব্যবহার করি আইফোন। অনেক কিছু সাপোর্ট করে না। ভাবছি sale করে দিব।

    Level 0

    @nejacinize: সব ই পারবেন,কিছু গুতাগুতি করেন,না সেটা না করতে চাইলে সেল করে দেন 🙂

@ tusher3365 আমি ও আছি ভাই Symbian User । গত ৩ বছর ধইরা Symbian use করি। Symbian 4টা মডেলের ফোন use করছি এখন ও করতেছি । তাও আমার Symbian এর প্রতি ভালবাসা কমে না। সুখেই আছি Symbian নিয়া। তবে next এ হয় Sony র android বা nokia র Windows ফোন কিনব।

গত ৩১/০৮/২০১২ ইং তারিখে বসুন্ধরার নিচ তলার Gadget N Gear থেকে Sony Ericssion Live With Walkman, Model: WT19i, Color: White, দাম-১৬,৫০০/- সাথে ৮ জিবি মেমরি কিনেছি-৯৯০/-, কিন্তু কোন সফটওয়ার ডাউনলোড করতে পারছি না। যারা এন্ড্রয়েড ব্যবহার করেন, কিভাবে 4.00 আইসিএস আপডেট করবো কিভাবে সফটওয়ার ডাউনলোড করবো যদি কেউ সাহায্য করেন।

    @বিপু: আপনার কম্পিউটার থেকে সনির ওয়েবসাইটে যান |সেখান থেকে Sony PC companion ডাউনলোড করে PC তে ইনস্টল করেন |Sony PC companion সফট টা ওপেন করেন | এরপর সেটটা ডাটা কেবল দিয়ে পিসির সাথে কানেক্ট করেন |পিসিতে নেট চালু থাকা লাগবে |নেট লাইন ৫১২ কেবির বা তার চেয়ে বেশী স্পিডের হলে ভালো হয় |তাহলে ১ ঘন্টার মধ্যে কাজ শেষ করতে পারবেন |এবার বাম পাশে কনে লেখা আছে দেখেন Checking Phone software update.ওখানে ক্লিক করেন |এরপর আপনার সেটের আপডেট থাকলে সেটা শো করবে |এরপর আপডেট ক্লিক করবেন |ঘন্টা খানেক মতো লাগবে ডাউনলোড হতে |ডাউনলোড হবার পর ইনস্টল ক্লিক করতে বলবে|এবার ইনস্টল করুন |ইনস্টল হবার পর সেট রিবুট হবে |এবং তারপর Sony এর লোগো আসবে | আপনার ফোন ICS 4 আপগ্রেড হয়ে গেল |
    সফট নামানোর জন্য Google Play store এ গুগল ID দিয়ে লগিন করতে হবে |এরপর আপনি সহজেই ফ্রি application গুলো ডাউনলোড করতে পারবেন |আর পেইড application ডাউনলোডের জন্য “Black market alpha” সফট টা ইউস করবেন |File explorer হিসেবে lonlycatgames এর x-plore এ্যাপ টা ইউস করতে পারেন,এটা play store এই পাবেন |
    PC companion: http://www.sonymobile.com/gb/tools/pc-companion/

    @বিপু: আমার ব্লগটা দেখেন একটু। আমিও লাইভ ওয়্যাকম্যান ব্যবহার করি। কিছু ব্লগ লিখেছি। http://nahidanwar.comhttp://bangla.nahidanwar.com

    এছাড়াও http://sinfulandroid.com/applications-26/blackmart-alpha-apk-android-3058/ এইখানে পাবেন কিভাবে ব্ল্যাকমার্ট আলফা ডাউনলোড ও তা থেকে সফটওয়্যার ডাউনলোড করতে হয়।

    Level 0

    @বিপুঃ)ভাইয়া আপনি XDA ফোরাম এ দেখেন,সমাধান পেয়ে যাবেন 🙂

bhaiyara jara i phone er against e kotha boltesen shudu tader uddesshe kichu kotha:

amar ek uncle nokia use koren,tini sob kichui paren but text korte paren na.
tar mote nokia phone onek kharap karon tini text korte paren na.
upnara jara i phone er name e ulta palta kotha boltesen tader obostha amar sei uncle er moto ….
use korte na parlei jinish er dosh….
bhaiyara hati kinlei hoina,hati poshar ability o thakte hoi……jader kenar ability nai tader upset houyar o karon nai….aj na hok kal upnara i phone kinte parben…

jader i phone jail break kora nai tara apple apps er jonno amar sathe jogajog korte paren.
amar nijer collection e 15 thousand bangladeshi takar moto paid apps ache jeta jailbreak kora charaou i phone use korte parben,
dhonno bad

    Level 0

    @mesbahghalibঃ)ব্যপার টা ঠিক এমন না,অ্যাপল ইচ্ছে করে তাদের সিকিউরিটির জন্য কিছু রেস্ট্রিকশন দিয়ে রাখছে ।আর সবাই সেই ঝামেলা করে আইফোন ইউজ করতে চাইবে না সেটাই সাভাবিক।আইফোন সেরা এ নিয়ে দিমত নাই

    আমার লাগবে,কিভাবে নিব? আইফনের সফট গুলো? কার সাজেশন ছাড়া সফট ইন্সটল দিতে ইচ্ছে করা না 🙁

Level 0

নাচতে না জানলে উঠান বাকা। i-Phone best

    Level 0

    @Imran bd: ,অ্যাপল ইচ্ছে করে তাদের সিকিউরিটির জন্য কিছু রেস্ট্রিকশন দিয়ে রাখছে ।আর সবাই সেই ঝামেলা করে আইফোন ইউজ করতে চাইবে না সেটাই সাভাবিক।আইফোন সেরা এ নিয়ে দিমত নাই

Level 0

আসল কথা বাংলাদেসে আই ফোনের কোন অফিসিয়াল সাপোর্ট নাই … লুল সো, যারা কিনবেন নিজ দায়িত্বে কিনবেন। সামান্য একটা অরিজিনাল হেড ফোনের দাম ৩,৫০০ টাকা চারজার ৩,০০০!!! এর চেয়ে হাতি পুষা অনেক কম খরচ দিনে ১০টা কলা গাছ ১০০ টাকা :p

    Level 0

    @iamnayem: হা আমি সেই পয়েন্ট টা তুলে ধরেছি।সবার জন্য আইফোন না 🙂

“আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি লিনাক্স নাকি উইন্ডস ইউজ করবেন?? আপনার উত্তর যদি উইন্ডস হয় তাহলে অ্যান্ড্রয়েড আর যদি লিনাক্স হয় তাহলে এপল। এটা ইউজার ফ্রেন্ডলি কিনা সেটা বেপারে উদাহরন দিলাম।আর কিছু না।”

এই কথার সাথে আমি একমত হতে পারলাম না।

    Level 0

    @রিফাত: ভাইয়া আপনি লিনাক্স ইউজ করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হবে ইন্টারনেট মাস্ট লাগবে,আই ও এস অ টাই, উইন্ডস এ ঝামেলা নাই তেমনি অ্যান্ডোয়েড এও। উধাহরন টা হয়ত থিক ভাবে দিতে পারলাম না 🙁

      @minipack: ভাই অ্যান্ডোয়েড কিন্তু লিনাক্স নির্ভর অপারেটিং সিস্টেম :)।
      আপনি বললেন [“লিনাক্স ইউজ করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হবে 🙁 “] অথচ লিনাক্স নির্ভর অপারেটিং সিস্টেম অ্যান্ডোয়েড ইউজ করতে গেলে ঝামেলা পোহাতে হবে না! বুজলাম না বিষয় টা?????? 😉

        Level 0

        @রিফাত: ভাইয়া আপনি উবুন্টু ইউজ করেন?? বা লিনাক্স ও এস ,তাহলে আমার কথার মানে টা ধরতে পারবেন,সমস্যাটা ও এস এর না সমস্যাটা হল কম্পানী কিছু রেস্ট্রিকশন দিয়ে রাখসে ইউজ করার খেত্রে,আই ও এস ইউজ করতে গেলে ওই রেস্ট্রিকশন পার করতে হয় এই আর কি।

অ্যান্ড্রয়েড এবং অ্যাপেল এই দুটি প্ল্যাটফর্মই অত্যন্ত শক্তিশালী । দুটি প্লাটফর্মেই স্মার্ট ফোন এর সকল কাজ করা যায় । তবে অ্যাপেল আইফোন এর দাম তুলনামূলক বেশী । তবে এদের মধ্য পার্থক্য করা আমার দৃষ্টিতে অনেক কঠিন কাজ !

Level 0

একমত আপনার সাথে,তবে অ্যাপল ইচ্ছে করে তাদের সিকিউরিটির জন্য কিছু রেস্ট্রিকশন দিয়ে রাখছে ।আর সবাই সেই ঝামেলা করে আইফোন ইউজ করতে চাইবে না সেটাই সাভাবিক।আইফোন সেরা এ নিয়ে দিমত নাই

Level 0

Post ta khub vallo laglo. Bektigoto vabe ami i-phone konodin o posondo kori na. Karon, User friendly na. I-phone nijeke pradhano dei, mane nijeke sorbe sorba vabe. Ek prokar sirok bolle o vul hobe na. Ami simbian, android er sob dami-komdami phone babohar korbo kintu Apple er kono 10 takar product o noi !

সহজ বিষয় হচ্ছে এ্যাপল আইফোন বাংলাদেশের জন্য না, এজন্য তারা বাংলাদেশে কোন আউটলেট করেনাই তারপরও যারা এটি ব্যবহার করতে চান সেটা হবে বারাবারি। আমিও এই বারাবারিটাই করতে চাই।
কেন জানি এনড্রয়েড এর চাইতে আইফোন ভাললাগে তবে দুটোই সিম্বিয়ানের চাইতে কম পছন্দের আমার কাছে।

Level 0

যেই দেশে এখনো 3G নাই, যেই দেশে এখনো নেট স্পীড 50-60 KB সেখানে iPhone নিয়ে এত লাফালাফি কেন ???

Level 0

যেই দেশে এখনো 3G নাই, যেই দেশে এখনো নেট স্পীড 50-60 KB সেখানে iPhone নিয়ে এত লাফালাফি কেন ???
সেখানে তোর ফোনে 3G আমার ফোনে 4G এইসব স্টুপিডের মতো কথা বলে কি লাভ ??

ভাইয়া, হাত তুললাম 😀 এখানে কিছু গণ্ড মূর্খ দেখলাম যারা প্রমান করতে চাইছে যে তারা টাকাওয়ালা। আইফুন ইউজাইয়া যদি টাকাওয়ালা প্রমান করা লাগে তাহলে তেনাদের level of brain এর অবস্থা কি শোচনীয় তা ভাষায় প্রকাশ করার মত না। যাই হোক, অ্যাপেল এর ম্যাক বুক ও চালাইসি, আপেল এর আইফুন, আই পাদ ও চালাইসি। ভাই রে যেই লোক বলবে যে তাঁর আপেল এর মাল ইউজাইয়া সমস্যা হয় নাই সেই লোকের বউ এর প্যাঁড়া কোন প্যাঁড়াই না। ভাইয়া আই ফুন এ কি overclock করা যায় ??? করা গেলেও stable কেন থাকে না ??? android এ কেমনে থাকে ??? এখন একটা বাস্তব উদাহরন, পারলে একবার নিজেও দেইখেন, iPhone 4, 1Ghz, fifa 12 ধুমাইয়া খেলি, মাগার rainy day খেলা দিলেই পুরা slow. আবার কোন ব্র্যান্ড না, symphony w25, 800mhz android 2.3.6 এ fifa 12 rainy day তে একটা ফোটা আটকায় না !!! কেন ভাই ??? এখানে কি EA sports partiality করসে নাকি ??? এগো বিরুদ্ধে আমি আপেল খাইয়া এখুনি মামলা করুম slow চলার জন্য। এই symphony দিয়া dj disco light দিয়া ১.৫ ঘণ্টা নন স্টপ ফ্ল্যাশ মারসে dj party তে, সেট গরম হয় নাই, battery গেছে ১৬ ভাগ, আর iPhone 4s দিয়া আধা ঘণ্টা একি কাজ করার ১৫ মিনিট এর মাথায় ২০ ভাগ নাই battery এর, সেট আগুনের মত গরম হয়ে গেছে। আমার মনে হয় এত কম দামি কাজ আপেল দিয়া করানোটা বোকামি হইল কিনা ??? এই iPhone 4 দিয়া avangers এর 1080hd প্রিন্ট দেখতে গেলাম, পুরাই আটকাইয়া আসে। সেই জিনিষ ওই w25 দিয়া দেখলাম, mx দিয়া, কত যে সিস্টেম ভাই মাথা ঘুরে, পুরা হোম থিয়েটার এর মত। কি না কি করলাম মনে নাই, পুরা ঝাকানাকা চলতেসে !!! আমি এইবার mx রে খাইসি, তুই আই ফুন এর জন্য এমন কিছু বানাইলি না কেন ??? যারা cyanogen mod চালাইসে android এ তারা জানেন বোধহয় DSP manager কি জিনিষ। এমন কিছু কি iOS এ আছে ??? বা কোন apps ??? আমি আমার জীবনে কোন আপেল মাল এ bass কি জিনিষ টা খুইজ্জা পাইলাম না। এটা বোধহয় হেডূ মামার দোষ 😀 আর শেষ কথা, জুন মাসের জরিপে দেখলাম smart phone এর বাজার এ android 68% আর আপেল 16%. আগের বছর যেখানে ছিল android 42% & apple 19%. আসলে সারা দুনিয়া তে যখন আপেল রে উসথায়া ফালায়া দিতাসে মানুষ তখন আমাদের মত যোগাল দেশে আপেল এর জনপ্রিয়তা বাড়ে। আমাদের দেশের মানুষ রে জিগান, মামা, আফনে আই ফুন কেলা ইউজান?? সে মনু কইবে, অইজে হামেরিকা তে মাইন্সে চালায়, তাই আমিও… ভাবস বুঝেন না, দামি ফুন, মাইনে বুঝবো হামার টেয়া আছে হে হে হে 😀
আরে বলদ, USA তে আইফুন ৪এস ২০০ ডলার, মানে ১৬০০০ টেকা তে দেয় তাই কিনে। এর জন্য ওবামাও আইফুন ইউজায়, যেই মামা ময়লা ফালায় হেতেনেও আইফুন ইউজায়। টেঁকি পাড়ায় কেউ আইফুন কিনলে কি কয় জানেন ??? বলদ হেজস বিন ফাউন্ড 😉 আইফুন ইউজার রা আসলে ঝগড়ার বিচারে ঝগড়া করে, বেচারারা এত টেকা দিয়া আইফুন কিন্সে, এখন কেউ এইটা খারাপ কইলে তাগো লাগব না মিয়া ?? ঠিক আছে আইফুন অয়ালা রা, আফনাগো আইফুনি সেরা, বাকি সব গরিব দের জন্য, আপেল এর চামুচ 😀

    @বর্ণ: আমি বুজতে পারছিনা android ভাল mobile গুলো কি কম দামি ভাই…।দাম যাচাই করেন……আর দামি মোবাইল ভাল আর ভাল এক্টাই enough……

      @HRIDOY AHMED: ভাইয়া S3 তো মেলা দূর, অত পর্যন্ত আমরা না যাই 😀 আসেন, আই ফুন এর সাথে তুলনা করি sony xperia neo, আশা করি আমাকে এখন বলবেন না যে sony র ক্যামেরা আই ফুন থেকে খারাপ 😉 এটাও বলবেন না যে সাউন্ড খারাপ 😀 এখন আসুন দাম এ, নতুন এখন কিনলে ১৮০০০ টাকা, আর factory unlocked আই ফুন ৪ এর দাম ৫০০০০ টাকা। আসলে sony live with walkman টাই যথেষ্ট, ray কে নাই আনলাম। এখন আসুন আই ফুন ৪এস নিয়া, sony xperia s এর সাথে তুলনা দিলে তো xperia s টার সম্মান নষ্ট। দাম xperia s ৩৪০০০ টাকা, আর আইফুন ৪এস ৭০০০০ টাকা। ভাই টাকা কি আম গাছের পাতা যে বাতাসে ঝরে পড়ে ??? xperia p টাই যথেষ্ট,দাম ২৬০০০ টাকা। এখন আপনি কি বলবেন বুঝি। ভাই, ১৮০০০ আর ৫০০০০ এক না, তেমনি ৩৪০০০ আর ৭০০০০ এক না। আমাদের ভাই ঘোড়া রোগ নাই তাই আপেল নিয়া দৌড়াই না। জীবনে এম্নিতেই হাজার তা প্যাড়া, আর আপেল এর মাল এর প্যাড়া নিতে আগ্রহী না। root আর jailbreak কাছাকাছি হলেও এক না, root করলে android set পুরা খুলে যায়, কোন বাধা নাই, মাগার jailbreak করার পরও পুরা পুড়ি খুলা যায় না। যাই হোক, আমি গরিব, আপেল ইউজানের ক্ষমতা নাই, তাই android চালাই, এখন খুশি আফনে ???

    Level 0

    @বর্ণ: hahaha https://www.facebook.com/groups/515162948497084/ আপনি এখানে জয়েন করে আমাগো হেল্প করেন 🙂

অ্যাপলের সুপার কোয়ালিটি হার্ডওয়্যার তৈরী করে। কিন্তু তারা যে গলাকাটা দাম রাখে, তা খুবই অন্যায্য। রিসেন্টলি পেটেন্ট সিস্টেমের অপব্যবহার করে তারা স্যামসাংকে ১.০৫ বিলিয়ন জরিমানা করিয়ে ছাড়লো।
আর সফটওয়্যারের দিক থেকে চিন্তা করলে, ফ্রি অ্যান্ড ওপেন সোর্স সফটওয়্যার ইউজ করা উচিত, এবং আমাদের উচিত এগুলোকেই প্রমোট করা। সেদিক দিয়ে iOS যেখানে বাদ দেয়া যায়, সেটাই করা উচিত।

@Minipack, আর ওএস এর কথা যদি বলেন, তাহলে আমি বলবো Ubuntu 12.04 রিলিজের পর থেকে আর বলা উচিত হবে না যে লিনাক্স হলো অ্যাডভান্সড ইউজারদের জন্য। আমি বলবো, উইন্ডোজ হলো অ্যাডভান্সড ইউজারদের জন্য। আমি নিজে কোনো অ্যান্টিভাইরাস ছাড়াও নিশ্চিন্তে উইন্ডোজ চালাতে পারি। কিন্তু যারা কিছুই পারে না, তাদের জন্য লিনাক্স ! ঝামেলামুক্ত নির্বিঘ্ন ওএস। আমি নিজে লিনাক্স ব্যবহার করি, ডেভেলপার / প্রোগ্রামারদের জন্য ভালো এনভায়রনমেন্ট। আমি অবশ্য এখন কম্পিউটার সায়েন্সে পড়ছি।
অ্যান্ডয়েড কিন্তু লিনাক্স বেইউজ ওএস !

[ভাই, আপনারা দেখছি কমেন্টে নাম মেনশন করেন, সেগুলো লিঙ্ক আকারে আসে। কীভাবে করবো একটু জানাবেন ?]

    Level 0

    @নূরে আলম: উবুন্টু ভাল যে সে ব্যাপারে কন দি মত নাই,তবে কিছু কিছু ক্ষেত্রে ইন্টারনেট ছাড়া অচল আর সাধারন ইউজার রা ব্যবহার করতে চায় না,এই আর কি।আমি এখানে ভাল খারাপ বুঝাতে চাই নি,জাস্ট কি কি সমস্যা হতে পারে,আর আপনি কেমন ইউজার হলে সেটা ইউজ করতে পারবেন এটা নিয়ে আলোচনা !

    কমেন্টে নাম মেনশন করতে হলে যারে করবেন তার পাশে দেখেন রেপ্লাই একটা অপশন আছে,সেটা ক্লিক করে দেখেন 🙂

Bhai ek bosor hoise iPhone 4 use korsi, tar age
Android use kortam. 100% android good, Iphon
Bikri kore android kinar dhandai asi….iPhone er
Eto jhamela ki shoijjo hoy!!!!uuuffff!!!!!!!

ভাই,amar casa bangla front ni ti english a liklam.protak smartphone jokon iopre kora tokon shob dik chinta kora toire kora.hoyto kono tay subida aktu kom abar kono tayaktu basi.

    Level 0

    @bappy halder: hmm,asole oneke iphone na use korte pere mone koren asole na jani ki,sei dharona ta change kora r ki

Level New

স্মার্ট ফোন এর জগতে I Phone ই সেরা ,আমি ২ বছর ধরে বাবহার করছি তেমন কোন প্রবলেম মনে হয় নাই ,কেও অ্যান্ড্রয়েড বাবহার করে বলে আইফোন কে ছোট করবে ই ধরনের মন মানসিকতা পরিহার করা উচিৎ

আইফোনের হার্ডওয়্যার ভালো কিন্তু দাম বেশী।এটা ঠিক কিছু কাজে আইফোন ভালো।কিন্তু জানলে এন্ড্রয়েড এর মতন ভালো কিছু হয় না।আইফোন ৫ এর যেই অবস্থা(অপুস্টিতে লম্বা খালি :P) ।ভালো কিছু বের না করলে সামনে ভাত নাই।তার উপ্রে এন্ড্রয়েড মুক্ত ওএস।আমরা সকলেই স্বাধীনতা চাই 😀

Level 0

iPhone use jata para na Tara koto kotha bolan….iPhone ar use bola sas kora java na…..ok

@ziajuel,বর্ণ,Nipu,সুদীপ্ত,নিয়াজ মেহেদী খান,মুশফিকুস সালেহীন,Murad Ahmed,iamnayem,zashid,,freebird_786,Ochena Balok
যদি এটা ফেসবুক হত তবে আপনাদের সবাই কে আমি অন্তর থেকে ১ টা like দিতাম (কারন ১ টার বেশি দেওয়া যায় না)

@বর্ন “আই পাদ ও চালাইসি”-পড়ে আমি হাসতে হাসতে শেষ।

আমি আমার জীবনে কোন আপেল মাল এ bass কি জিনিষ টা খুইজ্জা পাইলাম না-আমিও পাই নি ভাই,ভাবসিলাম ডুপ্লিকেট হেডফোন ইউজানোর জন্য এমন হচ্ছে। যদিও সেটা ছিল অনেক দামি হেডফোন,
আর আমার নোকিয়া তে মাথা খারাপ করা Bass দিত। আর সেটা ছিল ৩ ঘাট ওয়ালা (Receiver ছাড়া) universal sterio jack। So,পিন এর ও কোনও গোলমাল হওয়ার সুযোগ নাই।

vai iphone somonda kotha na bolata e valo j chalisa sa bolta paro

ভাই আমি ২ বছর যাবত আইফোন 4 চালাই ।আমার কাছে আইফোন খুব ভাল । যার প্রধান কারন স্পিড ।