আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। সবাইকে ঈদ শুভেচ্ছা জানাচ্ছি।
আজ আপনাদের কাছে শেয়ার করবো কি ভাবে আপনার মোবাইলকে ওয়াইফাই হটস্পট বানাতে হই।
আমি এর আগে পিসি থেকে কিভাবে ওয়াইফাই হটস্পট বানাতে হই দেখিয়ে ছিলাম। কিন্তু আমার কাছে কিছু মেসেজ আসছে যে মোবাইলকে ওয়াইফাই হটস্পট বানানো যাই নাকি ? তাই আপনাদের কাছে শেয়ার করতে বসে গেলাম । আমরা অনেকেই মডেম দিয়ে নেট ইউস করি কিন্তু সমস্যা হলো মোবাইল যতটুকু নেটওয়ার্ক টানতে পারে মডেম তা পারেনা মনে করেন মোবাইলে ৫০% নেটওয়ার্ক আছে কিন্তু মডেমে সেই জাইগাতে পাবে ১৫% নেট স্পীড ও কম আপনারা অনেকেই হারামির ফোন ইউস করেন , এই মডেমে কমন সমস্যা হলো ডিসকানেক্ট হয়ে যাওয়া আরো অনেক প্রবলেম যাইহোক ।
আপনারা যদি মোবাইলকে হটস্পট বানিয়ে নিন তাহলে আর এই ধরনের প্রবলেমে পরতে হবেনা । নেট ডিসকানেক্ট হবেনা , একসাথে অনেকেই ইউস করতে পারবেন ,
তারপর আপনি নিজের নামে করতে পারবেন হটস্পটের নাম , পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারবেন , আপনি তাও দেখতে পারবেন কে কে কানেকশন নিয়েছে আপনার এখান থেকে , কতটুকো ব্যান্ডউইথ খরচ হয়েছে আপলোড কত টুকু হয়েছে ডাউনলোড কত টুকু স্পীড কত এই ধরনের ফিচার সমৃধ্য এক মোবাইল এপ্লিকেশন নিয়ে আসলো জইকো স্পট। আমি এখন পর্যন্ত কোন মডেম কিনি নাই এভাবেই ইউস করে যাচ্ছি স্পীডও মডেম থেকে দিগুন। সাইজ মাত্র ৩০০ কেবিপিএস ।
তাহলে চুলুন দেখেনি কোন কোন মোবাইলে সাপোর্ট করবে এবং কোন কোন মোবাইলে ।
Nokia S60
Nokia Symbian^3
Sony Ericsson S60
আরো অনেক ফিচার রয়েছে বিস্তারিত জানতে তাদের অফিসিয়াল সাইট
সাইজ: ৩০০ কেপিবিএস।
এই টিউনটি একই সঙ্গে প্রকাশ হয়েছে টিউনার ওয়ার্ল্ড বিডি-তে
আমি এম.জয় আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুন্দর টিউন।। পছন্দ হল ।।