এবার জনসভা হবে, কনসার্ট হবে আপনার সিমবিয়ান ফোন দিয়েই !

সিমবিয়ান নিয়ে অনেকদিন কিছু লেখা হয়না। তাই আজকে সিমবিয়ান ব্যবহারকারীদের জন্য দারুন একটি এপ্লিকেশন নিয়ে আলোচনা করব। এপ্লিকেশনটি অনেক পুরোনো এবং ইতিমধ্যেই এটার সাথে অনেকেই পরিচিত হতে পারেন তবে এটা নিয়ে টেকটিউনস এ কোন টিউন হয়নি !

এপ্লিকেশনটির নাম Mobile Microphone, এপ্লিকেশনটির সাহায্যে আপনি আপনার ফোনকে একটি মাইক্রোফোনে রূপান্তরিত করতে পারবেন। অর্থাৎ আপনার ফোনটি একটি মাইক্রোফোনের কাজ করবে। কোন মিটআপ, সভা কিংবা বন্ধুদের নিয়ে ছোটখাট কনসার্টে দারুন কাজে দেবে এই এপ্লিকেশনটি।

তবে এপ্লিকেশনটি ইন্সটল করতে হলে অবশ্যই আপনার মোবাইলে Qt ইন্সটল করা থাকতে হবে। Qt সমন্ধে বিস্তারিত জানতে এবং ইনস্টল করতে এই টিউনটি দেখতে পারেন।

সিমবিয়ানের যেসব এডিশনে কাজ করবেঃ

এই এপ্লিকেশনটি সিমবিয়ান ফোনগুলির শুধুমাত্র Series 60 এর V5, Symbian S^3/Anna/Belle তে সাপোর্ট করবে।

ডাউনলোডঃ

এপ্লিকেশনটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

ব্যবহার করবেন যেভাবেঃ

১। এপ্লিকেশনটি ইনস্টল করুন।

২। আপনার ফোনের হেডফোন সংযোগের পোর্টটিতে অন্য স্পিকার এর লাইন দিন।

৩। এপ্লিকেশনটি অন করুন এবং কথা বলুন।

৪। আপনার কথাগুলি স্পিকারে সরাসরি চলে যাবে।

ধন্যবাদ
ভাল থাকুন

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হায়রে কপাল, একটা সিম্বিয়ান ফোনও নাই 🙁

Level 0

ভাই, কম্পিউটার এর জন্য এই রকম সফটওয়্যার আনেক দিন ধরে খুজতেসি। আপনার কাছে থাকলে ডাউনলোড লিংক দেন।

Onek valo jinish dilen vai.dekhi cesta kore kaj hoy kemon.dhonnobad.

সাইফুল ভাই সুন্দর টিউন. আমার একটা কথা ছিলো. কিছুক্ষন আগে facebook এ আল্লাহ কে নিয়া বিদ্রূপ করার বিষয় নিয়ে টিউন হয়. কিন্তু টিউন টা পেন্ডিং করে দিসে. এর ব্যাক্ষা চাই. m.facebook.com/allahbd

    @জাহিদুল কবির রিশাদ: এসব নিয়ে যত লেখালেখি করবেন তত নতুন মানুষ এটা জানবে এবং ওই পেজের লাইক বাড়বে।
    পেজটি রিপোর্ট করার বিষয় নিয়ে পোস্ট করার মাধ্যমে বরং আপনারা ওই পেজের এ্যাডমিনের সুবিধাই করে দিচ্ছেন।

      Level 0

      @সাইফুল ইসলাম: কিন্তু ভাই আমি ব্রণ এবং সিলেট এর ইতিহাস নিয়ে দুটি পোস্ট করেছি গতকাল। এটা কি UNIMPORTANT নাকি যে pending করা হল !!!(?)

        @KiNG: আপনি আপনার পেনডিংকৃত টিউনটির লিংক সহ টেকটিউনস ডেস্ক ( http://www.desk.techtunes.io ) তে অভিযোগ করুন।

        আপনার টিউন পেনডিং এর যথাযথ কারণ জানানো হবে।

Level 0

Android Denre vai, android or konta nai ni???

    @KiNG: অবশ্যই দিব আগে একটা এন্ড্রয়েট কিনি 😉 সিমবিয়ানে যা আছে তার ১০ গুন বেশি এপ্লিকেশন এন্ড্রয়েটের জন্য আছে। প্লে ষ্টোরে একটু খুজলেই পাবেন।

    নিচে বাপ্পী ভাই নিচের গুলি দিল এন্ড্রয়েটের জন্য। টেস্ট করে দেখতে পারেন
    App Name:- Mic To Speaker v1.2
    Download link:-http://www.mediafire.com/?vdxn5vtba45h51q
    or
    App Name:- Microphone v0.6
    Download link:-http://www.mediafire.com/?twtn8l4ml6uiau8

টিউন টাতে ওই পেজ এর খারাপ দিক টা তুলে ধরা হয় এতে অপরাধ টা কোথায়?

    @জাহিদুল কবির রিশাদ: পেইজটা খারাপ এটা সবাই জানে। এটার জন্য আলাদা কোন পোষ্ট দিতে হবে বলে আমার মনেহয়না। এর আগেও এমন অনেক পেইজ তৈরী করেছে নাস্তিকেরা। খুজলে হয়ত আপনি গোটা পৃথীবিতে হাজারের বেশি এরকম পেইজ পাবেন।

    আর আপনি নিশ্চই জেনে থাকবেন ফেইসবুকে পেজ তৈরী করতে মাত্র ৫ মিনিট সময় লাগে আর রিপোর্ট করে ডিলিট করতে কয়েক বছরও লাগতে পারে। আর ধরা যাক আপনি এই পেইজটার বিরুদ্ধে অনেকবার রিপোর্ট করে ফেইসবুক পেইজটা মুছে দিল। কিন্তু এতে তো আপনার বা আমার কিছুই লাভ হল না। কারণ ওই নাস্তিক আবারও ৫ মিনিটেই ওরকম আরেকটা পেইজ তৈরী করবে।

    যারা এরকম করছে তাদের শাস্তি আল্লাহ দিবেন। আপনার আমার এগুলা নিয়ে মাথা না ঘামালেও চলবে।
    তাছাড়া টেকটিউনস এ ধর্ম বিষয়ক কোন পোষ্ট না দেয়াই উত্তম।

Nokia 5233 te kaj korbe?

বরাবরের মতো ই জাক্কাস টিউন সাইফুল

Android এর জন্য এই ধরনের কোন App আছে…?

সাইফুল ভাই,টিউন করার জন্য ধন্যবাদ।আমার নোকিয়া 5530 এ একটা সমস্যা হচ্ছে।সেট বন্ধ করলে চালু হয়না,চার্জে দিয়ে চালু করতে হয়।আবার মাঝে মাঝে এমনিতেই চালু হয় যেমন আজকে হয়েছে।এ সম্পর্কে জানা থাকলে অবশ্যই টিউন করবেন।
আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া দয়া করে যদি বলেন।আপনি কোথায় এবং কোন ক্লাসে লেখাপড়া করছেন?

    @Homo sapiens: এটি সম্ভবত হার্ডওয়্যার থেকে সমস্যা হচ্ছে। আপনি নোকিয়া কেয়ার বা ভাল কোন মোবাইল মেকারের সাথে যোগাযোগ করুন।

ভাইয়া,আরো একটা প্রশ্ন ছিল বলতে ভুলেই গেছি।সেমবিয়ান মোবাইলে rar file খোলা যায়কি।যদি যায় pls সাহায্য করেন।

    @Homo sapiens: হুম যায় ভাইয়া। আমি কিংবা অন্য কোন টিউনার এটি নিয়ে টিউন করেছিল। আপনি টেকটিউনস এ সার্চ দিলেই পেয়ে যাবেন।

Level 0

kaje lagar moto akta jinish.

Khub valo laglo, ei rokom aro post asa kori.

Level 0

সাইফুল ভাই, n8 hack করার কোন সহজ উপায় থাকলে জানাবেন… আর youtube vedio downloader যা queue আকারে download করা যায় এমন কোন সফট জানা থাকলে জানাবেন…………ধন্যবাদ

Level 0

ভাই খুব কাজের সফটওয়্যার । আমার ও সিমবিয়ান ও আনড্রয়েড নেই । জাভা সেট ব্যবহার করি । জাভার জন্য কি এরকম কোন সফটওয়্যার নেই । আমার সেটের মডেল নং C2-01 NOKIA

Vai, application ti amar jonno khub e dorkar and ami onekdin jabot khujci, aj peyeo pacchi na… Amar mobile er model nokia e5. Ami Qt install kore etar jonno try korlam but eta install korte gele ordhek kaj hoye massage dey installation faield. Amar Phone a ki eta ami chalaite parum na???

ami onekdin dhore techtune er post a rgular but ID nai. Aj apnar post a comment korar jonno alsi venge ID ta khule fellam. Ami mobile theke tai ektu….

Level 0

good one