সিমবিয়ান নিয়ে অনেকদিন কিছু লেখা হয়না। তাই আজকে সিমবিয়ান ব্যবহারকারীদের জন্য দারুন একটি এপ্লিকেশন নিয়ে আলোচনা করব। এপ্লিকেশনটি অনেক পুরোনো এবং ইতিমধ্যেই এটার সাথে অনেকেই পরিচিত হতে পারেন তবে এটা নিয়ে টেকটিউনস এ কোন টিউন হয়নি !
এপ্লিকেশনটির নাম Mobile Microphone, এপ্লিকেশনটির সাহায্যে আপনি আপনার ফোনকে একটি মাইক্রোফোনে রূপান্তরিত করতে পারবেন। অর্থাৎ আপনার ফোনটি একটি মাইক্রোফোনের কাজ করবে। কোন মিটআপ, সভা কিংবা বন্ধুদের নিয়ে ছোটখাট কনসার্টে দারুন কাজে দেবে এই এপ্লিকেশনটি।
তবে এপ্লিকেশনটি ইন্সটল করতে হলে অবশ্যই আপনার মোবাইলে Qt ইন্সটল করা থাকতে হবে। Qt সমন্ধে বিস্তারিত জানতে এবং ইনস্টল করতে এই টিউনটি দেখতে পারেন।
এই এপ্লিকেশনটি সিমবিয়ান ফোনগুলির শুধুমাত্র Series 60 এর V5, Symbian S^3/Anna/Belle তে সাপোর্ট করবে।
এপ্লিকেশনটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
১। এপ্লিকেশনটি ইনস্টল করুন।
২। আপনার ফোনের হেডফোন সংযোগের পোর্টটিতে অন্য স্পিকার এর লাইন দিন।
৩। এপ্লিকেশনটি অন করুন এবং কথা বলুন।
৪। আপনার কথাগুলি স্পিকারে সরাসরি চলে যাবে।
ধন্যবাদ
ভাল থাকুন
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
হায়রে কপাল, একটা সিম্বিয়ান ফোনও নাই 🙁