কিভাবে আপনার iPhone এর Base Band অথবা Modem Firmware -কে Save বা রক্ষন করবেন..!!!

খুবই Details ভাবে জানানো হলো...

আপনার খেয়াল রাখতে হবে যেন আপনার মডেম ফার্মওয়ার টি যেন iOS আপডেট করার সময় আপডেট না হয়ে যায়। এখন অবশ্য Cydia নিজেই আপনার modem firmware কে Save করে রাখতে পারে। ট্যাগ ১ এর মতো..

প্রায়োজনীয় নোট:  আপনার কম্পিউটার ও iPhone এ অবশ্যই Internet Connection থাকতে হবে।

কিভাবে আপনি আপনার modem firmware কে নতুন ভাবে Save করবেন তা দুই ভাবে করা যায় সেগুলো হলো:-

 ক) iPhone এর মাধ্যমে

খ) আপনার কম্পিউটারের মাধ্যমে

ক) iPhone এর মাধ্যমে কিভাবে Modem firmware- কে save করবেন:-

  • প্রথমে আপনার Home screen হতে  Cydia কে open করুন
  • এরপর নিচের ছবির ট্যাগ ২ এর মতো search এ ক্লিক করুন

  • এবার search - bar এ লিখুন  iSHSHit,
  • এখন লক্ষ্য করুন Bigboss (utilities) লেখা যে ফাইল টি আছে তা Select করুন।
  • এবার এই ফাইলি টি install করুন।
  • এবার Home screen থেকে iSHSHit কে open করুন
  • নিচের ছবির মতো একটি Window আসবে
  • এখানে Model লেখা option এ ক্লিক করে আপনার ফোন মডেলটি select করুন
  • এবং Firmware লেখা option এ ক্লিক করে All version -কে select করুন
  • এরপর নিচের ছবির মতো Save এ ক্লিক করুন।
  • এবার window তে  লিখা  Downloading  SHSH শেষ হওয়া পযর্ন্ত wait করুন
  • শেষ হলে নিচের ছবির মতো দেখাবে
  • এবার window তে উল্লেখ্য Manage SHSH এ ক্লিক করুন দেখবেন আপনার .SHSH এর একটি ফাইল নিচের ছবির মতো চলে আসছে।
  • এবার তাতে ক্লিক করুন এবং email করুন আপনার নিজস্ব  email address এ হয়ে গেল Save করা।
খ) আপনার কম্পিউটারের মাধ্যমে কিভাবে Modem firmware- কে save করবেন:-
  • কম্পিউটারে Modem firmware কে save করতে  আপনার প্রয়োজন হবে TinyUmbralla
  • এখান থেকে আপনার MS windows এ TinyUmbralla কে Download করুন অথবা  webpage এখানে
  • এবার মাউসে Right Click করে Run as admin - এ ক্লিক করুন
  • নিচের এই ছবির মতো আসবে
  1. এবার নিচের ছবির ১ এর ট্যাগের মতো করে Advance এ ক্লিক করুন
  2. এবং নিচের ছবির ২ এর ট্যাগের মতো করে টিক দিন
  3. এবার ৩ এর ট্যাগের মতো করে আপনার .SHSH কোথায় Save হবে  তা চেক করেন
  4. অথবা ট্যাগ ৪ এর ট্যাগের মতো করে যে কোন Folder -এ Save করেন।
 এবার আপনার iPhone টি Data Cable দিয়ে Connect করুন-
৫. এবার নিচের ছবির  ট্যাগ ৫ এ দেখুন আপনার কোন .shsh পূর্বে save করা আছে কিনা, না থাকলে No Problem
6.  এখন নিচের ছবির এর  ট্যাগ ৬ (Start TSS Server) এ ক্লিক করুন
৭.  কিছুক্ষন অপেক্ষা করুন....
৮. নিচের ছবির এর  ট্যাগ ১ এর মতো  log থেকে দেখতে পারবেন ট্যাগ ২ এ আপনার TSS Server কি কাজ করছে,
৯. নিচের ছবির এর  ট্যাগ ৩ এর মতো Save SHSH এই option টি স্পষ্ট দেখা গেলে ট্যাগ ৪ এর Stop TSS Server টি ক্লিক করে বন্ধ করে দেন।
১০. এবার নিচের ছবির ট্যাগ ১এর  Save SHSH এ ক্লিক করুন।
১১. ট্যাগ ২ এ লক্ষ্য করুন একটি Bar প্রায় পূর্ণ হচ্ছে
১২. পূর্ণ হওয়ার সাথে সাথে একটি Complete এর notification আসবে
এবার চেক করুন আপনার কম্পিউটারে, ব্যাস হয়ে গেল আপনার .SHSH বা Modem Firmware বা Base Band টি Save করা।
যতটুকু সম্ভব Detail লেখার চেষ্ঠা করেছি এবং এই .SHSH টি আপনার iPhone  এর জন্য সারাজীবন লাগবে, তাই একে রক্ষন করে রাখুন।
ধন্যবাদ সবাইকে

Level 0

আমি rhythm4rock। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Ame To Iphone Jailbreak Kore Boshe Ase. Cydia Name Akti App Ase Problem Holo App Download Korbo Kivabe I Mean Pc Theke Mobile A Kivabe Install Korbo ?…Kindly Amake Jode Aktu Help Korten …

১) আপনি Cydia তে ঢুকে Search করুন Appsync for iOS 5.0+ কে install করুন, এরপর Restart করুন,
২) আপনি আবার Cydia তে ঢুকে Search করুন Installous 5 কে install করুন, এরপর Restart করুন,
যদি দেখতে পান যে আপনি Installous 5 এই File টি পাচ্ছেন না তখন নিচের ধাপ অনুসরণ করুন
Open – Cydia
Select – Manage
Select – Source
Select – Edit
Select – Add
Write – http://repo.insanelyi.com
Select – Add Source
এভাবে উক্ত Source টি Add করে আপনি পেতে পারেন Installous 5 এই File টি
ধন্যবাদ

Level 0

rhythm4rock ভাই অনেক ভাল একটা পোস্ট। ভাই বলবেন কিভাবে আপনি আপনার আইফোন এ বাংলা ফন্ট দিয়েছেন। বাংলা টাইম,

    @faysal: না আমি bangla phonetic typing বাবহার করেছি. ধন্যবাদ