কিভাবে আপনার iphone 4 ও 3gs কে ios 5.0.1 ও ios 5.1.1 এ untethered jailbreak করবেন (গিগা টিউন)

এই untethered iOS 5.0.1 এবং iOS 5.1.1 jailbreak এর জন্য কিছু প্রয়োজনীয় জিনিস নিশ্চিত করতে হবে, সেগুলো হলো

১. আপনার কম্পিউটারে internet connection থাকা প্রয়োজন।

২. আপনার কিছুক্ষনের জন্য WiFi connection থাকা প্রয়োজন।

৩. আপনার কম্পিউটারে New version এর iTunes Download করতে হবে, এই লিংক থেকে।

৪.  নিচের টেবিলটি খেয়াল করে দেখুন আপনার Baseband অথবা Modem Firmware  টি আছে কিনা

" Modem Firmware মিল না থাকলে এই System অবলম্বন করা যাবে না "

Modem Firmware চেক করতে আপনার iPhone এর Settings - এ গিয়ে General এ ক্লিক করুন, এরপর About এ ক্লিক করুন এখানে উল্লেখ করা রয়েছে আপনার Modem Firmware কি?

নং

Software এর ধরণ

ডিভাইস মডেল

সামঞ্জস্য পূর্ণ Firmware

০১

Modem Firmware

iPhone 4

01.59.00

০২

Modem Firmware

iPhone 3GS

০5.11.07

05.12.01

 05.13.04

 06.15.00

 
খুবই প্রয়োজনীয় :- আপনার খেয়াল রাখতে হবে যেন আপনার মডেম ফার্মওয়ার টি যেন iOS আপডেট করার সময় আপডেট না হয়ে যায়।
আমার পূর্বেরএই পোষ্টে  থেকে জানতে পারবেন -
 
ধাপ পর ধাপ কিভাবে আপনি iPhone কে Untethered iOS 5.0.1  এ Jailbreak করবে তা নিচে বলা হল -
-
১. প্রথমে আপনি iOS 5.0.1 বা  5.1.1 কে Download করুন যা .ipsw ফাইল নামে সূচিত, নিচে প্রদান করা হলো
-

iOS 5.0.1

লিংক

iOS 5.1.1

লিংক

iPhone 4 এর জন্য

এখানে

iPhone 4 এর জন্য

এখানে

iPhone 3gs  এর জন্য

এখানে

iPhone 3gs  এর জন্য

এখানে

-
২. এবার Redsn0w_win_0.9.14b2.zip কে ডাউনলোড করুন এখান (windows) এবং এখান (Mac OS X) থেকে অথবা Redsn0w এর নিজস্ব Address থেকে 
৩. এখন Redsn0w_win_0.9.14b2 কে extract করুন এবং redsn0w.exe ফাইল কে open করুন, নিচের ছবির মতো আসবে
-
Redsn0w

-

৪. এবার Extras এ কিল্ক করুন 

Redsn0w


-
৫. এখন Custom IPSW এ কিল্ক করুন নিচের মতো.... 
৬. এবার Select করুন iOS 5.0.1.ipsw বা iOS 5.0.1.ipsw যেটা আপনি পূর্বে Download করেছিলেন, 
-
৭. দেখুন Redsn0w একটি Non base band (NO_BB_iPhone3_1...) নামে একটি ফাইল আপনার iPhone এর  জন্য তৈরী করেছে ঐ একই folder এ.
Picture
-
৮. এরপর Redsnow এর pwned DFU মুড এ কিল্ক করুন  
-
Redsn0w
-
৯. নিচের ছবির মতো next এ কিল্ক করুন এবং instruction অনুযায়ী DFU mode (Black Screen) এ যান, এছাড়া আপনি এই লিংক থেকে দেখে শিখুন
-
Picture
Rhythm
-
১০. এবার Dfu Mode এ যাবার পর আপনার কম্পিউটার Download করা iTunes কে Open করুন, দেখবেন নিচের ছবির মতো আসবে  এরপর ok তে  ক্লিক করুন।
-
-
১১. এখন keyboard এর Shift বাটনে চাপ দিয়ে Restore এ কিল্ক করুন।
-
-
১২. নিচের ছবির মতো আসবে, এরপর আপনার যেখানে NO_BB_iPhone.ipsw এই file টি Save হয়েছিল সেই ফাইলটি বের করে Select করুনএবং open বাটনে চাপ দিন।
-
-
১৩. এবার দেখবেন আপনার iPhone টি restore হচ্ছে, Complete হলে আপনার iPhone টি Automatic restart করবে।
-
১৪. যদি কোন Restore এর সময় কোন Error দেখায় তখন নিচের মতো করতে হবে,
  • আপনার কম্পিউটারের NOTE Pad টি right কিল্ক করে Run as administration এ কিল্ক করে Open করুন
  • এরপর Note pad এর File এ ক্লিক করে open এ ক্লিক করুন
  1. এবার ছবির point-1 অনুযায়ী ক্লিক করে লিখুন C:\Windows\System32\drivers\etc
  2. এরপর ছবির point-২ অনুযায়ী ক্লিক করে Select করুন Allfiles
  3. ছবির point-4 অনুযায়ী খেয়াল করেন যেন এই চারটি File এর বেশী যেন File না থাকে, থাকলে cut করে অন্য কোন Folder এ copy করে রাখুন
  4. ছবির point-3 অনুযায়ী hosts ফাইলটি ক্লিক করে নিচের মতো লিখুন
-
এবার Save করুন এরপর আবার পূর্বের ন্যায় (১১ নং ধারা) iTunes open করে আবার restore করুন
Complete হলেই শেষ হয়ে গেল Restore করা।
-
এবার Jailbreak করা বাকি নিচে বিস্তারিত লিখলাম-
  1. redsnow.exe কে আবার right ক্লিক করে run as administration- এ on করুন
  2. এরপর Jailbreak এ ক্লিক করুন
-
৩. এবার আপনাকে আবার DFU Mode এ যেতে হবে তাই Ready থাকুন
৪. এবার Next এ ক্লিক করুন এবং DFU Mode এ যান
-
-
৫. এবার কিছুক্ষন কাজ করবে আপনার কম্পিউটার এবং redsnow টি Cydia install এই Option এ Select করে Next এ ক্লিক করুন
6. এবার redsnow কাজ শেষ করলে আপনার iphone টি restart করবে, এবার new Setup করুন আপনার iPhone এ option গুলো দেখে দেখে।
৭. শেষ হলো আপনার iphone এর jailbreak করা শেষ।
৮. এবার আপনার iphone এ দেখুন Cydia এই File টি install করা আছে।
-
৯. Cydia কে open করুন এবং
-
-
১১. এরপর changes এ ক্লিক করুন এবং refresh এ ক্লিক করুন,
-
-
১২. শেষ হলে Search এ কিল্ক করে উপরের Search option লিখুন Ultrasn0w
-
-
১৩. Ultrasnow কে open করে Install করুন, restart চাইবে এবং করুন
১৪.  restart হবার পর আবার Cydia কে open করুন
-
- এবার যদি আপনি iOS 5.1.1 কে install করে থাকুন তবে
১৫. Search এ কিল্ক করে উপরের Search option লিখুন Rocky Racoon 5.1.1 untether
১৬. install করুন ব্যাস হয়ে গেল Complete  আপনার iPhone এর untethered jailbreak
-
- অথবা যদি আপনি iOS 5.0.1 কে install করে থাকুন তবে
১৫. Search এ কিল্ক করে উপরের Search option লিখুন Corona 5.0.1 untether
১৬. install করুন ব্যাস হয়ে গেল Complete  আপনার iPhone এর untethered jailbreak
ধন্যবাদ

Level 0

আমি rhythm4rock। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

iPhone নাই কিন্তু এত সুন্দর লেখার জন্য ধন্যবাদ।

Level 0

vai shundor tune er jonno thax.amar ekta iphone 4s usa thake kinsi.but ekhn italy te use korte partesina.no service ase.kono upay thakle bolen plz…jelibreak kora…5.1.1…

Level 0

Bhai Amar Iphone4 5.1.1 Modem Firmware 04.12.01 Ami Ki Apnar Upaye Jailbrack korte Parbo ? Please Reply ………………

Level 0

100% parben jony vai

Level 0

Ame Already Hack Kore Boshe Asi Amarta Iphone 4G. Akhon Pc Theke Crack Kora App And Games Iphone A Install Korbo Kivabe ?…

    @Babor: আমার Next post এ দিব আপনি একটু wait করুন

vai i phone 3g ase but aita niya ato jamelay porsi akta software o namaite partesi na …..Aasole ami i phoner software kokhono namai ni ba use o kori nai ..So amar kachhe khub jamela lagtese ki je korbo ?

ধন্যবাদ।

Level 0

iphone er j kono prblem er jonno 100% help paben….http://www.facebook.com/#!/ubisoft.simone

Thank you

Jailbreak korechi , amarta iphone 4, canada theke , but bangladeshi operator support korar jonno kee korbo , ami opekkhai roilam amar priyo tuner bhai , thanks a lot for a master tune .

    @ইশতিয়াক: আপনি এই লিংক এর ও help নিতে পারেন, http://www.youtube.com/watch?v=16IcEI-RmNY – Try
    করে দেখুন কাজে লাগবে আশা করি। পুরোপুরি Untethered নয়। Computer Plug in দরকার হয়। অতটা Trusted নয় কিন্তু কিছু কিছু মানুষের মুখে শুনেছিলাম যে এটা কাজ করে। ধন্যবাদ

Level 0

Bhai ami amar iphone4 ke absinthe wine 2.0.4 diye jailbreak korechi.Ekhon problem hochche ami iphone4 a WiFi connection kivabe korbo janale khub upokar hobe bhai.Aponar coments er opekkay roilam.

    @Samir-bap: আপনি WiFi জোন এ যান এবং আপনার settings থেকে WiFi option এ ঢুকে Connect করুন, ব্যস হয়ে যাবে Connect

আসলেই গিগা টিউন,আইফোন নাই তবে টিউনের জন্য ধন্যবাদ

vi 11 no er por r hoi na amar 3gs a. kono vhabe e no BB restore hoi na. amar 3gs 4.2.1 diya jailbreak kora. ami akhon ki korte pari???????????

    @Nazmul Hasan: আপনি কি online chat এ যেতে পারবেন , তাহলে follow me on google+ at [email protected]

    @Nazmul Hasan: কি লেখা আসে একটু বলবেন, আপনাকে help করতে আমার পুরো info টা লিখতে হবে। আপনার No_BB কি কাজ করছে না, নাকি other কোন factor, আপনার iPhone এর base band কি? iTunes কি বলে? একটু Details বলেন, ধন্যবাদ

vi Restore hoi na, host file change kore kono luv hoi na

amar pc win 7 64bit latest itunes but hoi na keno bujina

    @Nazmul Hasan: ভাই আপনি একটু খিয়াল করে দেখুন যে iTunes কোন পর্যন্ত কাজ করছে ? Restore প্রায় শেষ হবে এমন সময় কি বলে could not restore ?

Akdom portom a, jokhon shift chepe no BB file select korar por…

i phone 3G te ki support korbe….