সবচেয়ে সহজ পদ্ধতিতে এন্ড্রয়েড স্মার্টফোনে সায়ানোজেন মড ইন্সটল করার পদ্ধতি(আপডেট)

সায়ানোজেন মড কি?

সায়ানোজেন মড হচ্ছে এন্ড্রয়েডের সবচেয়ে বেশি ইন্সটলকৃত এবং সবচেয়ে জনপ্রিয় কাস্টমাইজড রম। এটি একটি ওপেন সোর্স ফার্মওয়্যার। এটি তৈরি করা হয়েছে সাপোর্টেড ফোনগুলোতে খুবই অল্প রিসোর্স ব্যবহার করে বেস্ট এক্সপেরিয়েন্স পাবার জন্য। যেখানে স্টক এন্ড্রয়েড রমগুলো অপ্রয়োজনীয় সফটওয়্যার দিয়ে ভর্তি করে রাখা হয় সেখানে সায়ানোজেন মড যেমন অসাধারন পারফরম্যান্স দেয় তেমনি এর সাইজ হয় স্টক রমের অর্ধেক! সায়ানোজেন মড আপনার মোবাইলে মাত্র ১০০ মেগাবাইটের মত স্পেস ব্যবহার করে যেখানে স্টক রমগুলো প্রায় ২০০-২৫০মেগাবাইট ব্যবহার করে। সায়ানজেন মড আপনাকে দেবে ওভারক্লকিং করে মোবাইলের প্রসেসর ও র‍্যামের স্পিড বাড়িয়ে দেবার ক্ষমতা। ১গিগাহার্টজ প্রসেসরের মোবাইলে ১.৬গিগাহার্টজ পর্যন্ত ওভারক্লকিং করা যায়। সাথে আছে নটিফিকেশন উইজেট, অসাধারন সাউন্ড ইফেক্ট ম্যানেজার DSP, ডেভেলপার টুলস এমনকি লিনাক্স টার্মিনাল! অসাধারন গ্রাফিক্স আর মন মাতানো ফিচারে সায়ানোজেন হয়ে উঠবে আপনার পছন্দের রম।
সায়ানোজেন মড তিন ধরনের ভার্সনে পাওয়া যায়। তার মধ্যে আছে রিলিজ ক্যান্ডিডেট(আর.সি), নাইটলি এবং স্ট্যাবল। স্ট্যাবল রমগুলোই ইন্সটল করব আমরা কারন আর.সি এবং নাইটলি বিল্ডগুলো আলফা বা বেটা ভার্সন অর্থাৎ এক্সপেরিমেন্টাল।

  1.  সায়ানোজেন মড ইন্সটল করতে হলে আপনার থাকতে হবে একটি ভাল ইন্টারনেট কানেকশন যাতে করে আপনি সায়ানোজেন মডের  প্রয়োজনীয় ভার্সনটি ডাউনলোড করে নিতে পারেন। একবার ১০০-১৩০মেগাবাইটের সায়ানোজেন মডের জিপ ফাইলটি ডাউনলোড করে ফেললে আর ইন্টারনেট কানেকশনের দরকার হবে না।
  2. সায়ানোজেন মডে বিল্ট ইন গুগল অ্যাপ্লিকেশনগুলো(যেমন: প্লে স্টোর, ম্যাপস, জিমেইল থাকেনা) তাই এগুলো আলাদা ইন্সটল করতে প্রায় ৫০মেগাবাইট ডাউনলোড করতে হবে
  3. সবকিছু ডাউনলোড করা যাবে ROM MANAGER নামের অসাধারন অ্যাপ থেকে।
  4. ডিভাইসটি রুট করা থাকতে হবে।

সব কিছু শুরু করার আগে টার্মস এন্ড কন্ডিশন পড়ে নিন:

  1. আপনার মোবাইল ক্ষতিগ্রস্থ হলে আমি দায়ী থাকব না।
  2. লেখার পরে সাপোর্ট দেয়ার চেষ্টা থাকবে, যদি সময়ের অভাবে না দিতে পারি নিজ দায়িত্বে মোবাইলের রম ম্যানেজম্যান্ট করবেন।
  3. বুটলোডার আনলক/রুট করা নিয়ে প্রশ্ন করবেন না। বরং xda-developers ফোরামে বা গুগলে সার্চ দেবেন। রেজাল্ট পেয়ে যাবেন।
  4. আপনার মোবাইলের ওয়ারেন্টি চলে যাবে। তবে যদি আবার স্টক রম ইন্সটল করেন তাহলে ওয়ারেন্টি বলবৎ থাকবে। তবে সেটা কাস্টমার কেয়ারকে বলবেন না যেন!

ইন্সটলেশন পদ্ধতি:

  • গুগল প্লে থেকে ROM Manager অ্যাপটি ডাউনলোড করে নিন।


  • ROM Manager ওপেন করুন

  • সতর্কতা বার্তা দেখাবে। ইগনোর করুন

  • একদম প্রথমে ফ্লাস ক্লকওয়ার্ক মড রিকভারিতে ক্লিক করুন। এ সময় নেটে কানেক্টেড থাকুন। আপনার মোবাইল অনুযায়ী অ্যাপটি ক্লকওয়ার্ক মড রিকভারি ইন্সটল করে দেবে। কিছু কিছু মোবাইলে এভাবে অটো-ক্লকওয়ার্কমড ইন্সটল করা যায় না। সেক্ষেত্রে ম্যানুয়ালি আগে করে নেয়া লাগে। দেখুন আমার মোবাইল অটো ইন্সটল সাপোর্ট করেনা বলে আমি ম্যানুয়ালি ইন্সটল করেছি। তাই দেখিয়ে দিলাম আমি আগেই ক্লকওয়ার্ক মড রিকভারি ৩+ ইন্সটল করেছি। প্রকৃতপক্ষে আমার ক্লকওয়ার্ক মড হচ্ছে ভার্সন ৬

  • সেটাপ শেষ। এখন আপনার মোবাইলে চলবে এমন রম গুলোই ROM Manager দেখাবে।

  • Download ROM এ ক্লিক করুন

  • স্ক্রল করে সায়ানজেন মড এ ক্লিক করুন
  • জিঞ্জারব্রেড বেইসড রমের জন্য সায়ানজেন মড 7 স্ট্যাবল এবং আইসক্রিম স্যান্ডউইচ বেইসড রমের জন্য  সায়ানজেন মড 9 স্ট্যাবল এ ক্লিক করুন। যাদের মোবাইলে জেলি বিন সাপোর্ট করে তারা সায়ানজেন মড ১০ ও দেখতে পারেন। তবে আর.সি/নাইটলি ভার্সন ইন্সটল করবেন না। শুধুমাত্র স্টেবল ভার্সন ইন্সটল করবেন।
  • কেউ আগে কমেন্ট করে থাকলে কমেন্ট দেখতে পাবেন। শুধুমাত্র প্রিমিয়াম ভার্সনে কমেন্ট করা যায়। কি দরকার বলুন?
  • ডাউনলোড বাটনে ক্লিক করুন
  • পরের পৃষ্ঠায় খেয়াল রাখবেন গুগল অ্যাপস যেন সিলেক্ট করা থাকে নইলে প্রথম প্রথম সায়ানোজেন ইন্সটল করে দেখবেন প্লে স্টোর নেই। ঝামেলায় পড়তে হবে।
  • ডাউনলোড হতে থাকবে।
  • ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করুন। রম ম্যানেজার এম্নিতেই অটো ইন্সটল করে দেবে।
  • প্রথমবার বুট হতে সময় লাগতে পারে।
    সায়ানোজেন মডের বুট স্ক্রিন
  • বুটের পর সেটাপ করে নিন ল্যাঙ্গুয়েজ এবং গুগল একাউন্ট।
  • বুট হয়ে গেলে উপভোগ করুন সায়ানোজেন মডের অসাধারন গতিময় ইন্টারফেস!
প্রথম প্রকাশিতঃ bangla.nahidanwar.com

কিভাবে সনি এরিকসন এক্সপেরিয়া সিরিজের মোবাইলের বুটলোডার আনলক করবেন জেনে নিন আমারই আরেকটি লেখা থেকে।

Level 3

আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

CM9 install করেছিলাম কিন্তু খুব বেশি একটা Customize করা যায় না তাই এখন Resurrection Remix JB v3.0.5 ব্যাবহার করছি, আর হ্যাঁ আপনার লিখাটা ভাল লেগেছে কারন খুব সুন্দর করে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। Keep it up..:)

Level 0

আমার Xperia NEO MTi15 এ কোন Cyanogen mod Show করেনা । 🙁

    @Abdullah: আপনি সায়ানোজেনের সাইট বা সরাসরি http://get.cm এ যেয়ে দেখে নেন আপনার ফোনের আছে কি না।

Level 0

এই রম টা কি সব গেম এবং আপস সাপোর্ট করবে?

Level 0

eta install korar jonyo amar mobile ke ki root korte hobe?????

ami samsung GT-i5510 use kori, install korte parbo?? plz janan

    @Jonty: রুট করে নেন। আজকাল তো xda-র কল্যানে রুট করা ডাইল ভাত

ভাই! মোবাইলের মায়া থাকলে কোনদিন গ্যালাক্সি পপ/মিনিতে এইটা ট্রাই করবেন না 🙂

    @tanweer troy: আমার তো মনে হয় যদি স্ট্যাবল রিলিজ থাকে তাইলে পপে এইটা আরো ভাল সার্ভিস দিবে

Level 0

Yes Its Available on the web > http://download.cyanogenmod.com/?type=stable&device=hallon
But I Downloaded the Zip and Tried to Use the [ Install From SD ] Option …then my phone get Restart … But Nothing change 🙁

    @Abdullah: কি দিয়ে ইন্সটলের ট্রাই করেছিলেন?

Level 0

ow and Yea My Phone is Rooted …… I also tried using Flashtool …. but Failed on everytime x_x

Level 0

@বাপ্পী: প্রায় ৫ টি Best Custom Rom, Including Resurrection Remix JB (Galaxy S2) ট্রাই করেছি শুধু “জেলি বিন” ইউস করার জন্য, সব বাজে… তাই ৪.০.৪ Stock Firmware+Siyah 4.1 Kernel ইউস করছি। Problems: External SD not in place, No Audio in .MKV files, compatibility issue, don’t have fundamental apps.

    @Anupom: আমার ও ভাই সব Try করা শেষ কিন্তু Resurrection Remix JB v3.0.5 টা সেরা মনে হল। কোন সমস্যা হয় নাই এখনো। External SD পাওয়ার জন্য File Fxpert Pro ব্যাবহার করন। MKV চালানোর জন্য VPlayer ব্যাবহার করুন।

Level 0

@ দিহান না ভাইয়া 🙁 …. Kernal Flash কী এবং কীভাবে করতে হয় ? ভাইয়া আপনি আমাকে FB তে Add করলে অনেক খুশি হতাম {(^_^)}
http://www.facebook.com/abdul.dxr

    @Abdullah: হাই। দেরি করে ফেলার জন্য দুঃখিত। কার্নেল ফাইলটা সায়ানোজেন মডের যে জিপ ফাইলটা ডাউনলোড হয় তার ভেতরেই থাকে। যদি রম ম্যানেজার দিয়ে ডাউনলোড করে থাকেন সায়ানোজেন মড, তবে zip ফাইলটা পেতে যেকোন ফাইল ব্রাউজার(যেমন astro/es file manager) দিয়ে sdcard এ পবেশ করুন। এখন একটা ফোল্ডার পাবেন নাম clockworkmod, ঐটায় ঢুকেন, এরপর /download/get.cm নামের একটা ফোল্ডার আছে। সেইটার ভেতরে দেখবেন আরো দুই/একটা ফোল্ডার। ঐখানেই যেকোন এক্টার ভেতরে পেয়ে যাবেন zip ফাইলটা। ঐটার ভেতর দেখবেন একটা ফাইল আছে নাম boot.img ঐটাকে Clockworkmod recovery তে গিয়ে ফ্লাস করুন। কার্নেল ইন্সটল শেষ।

    তবে সাধারনত আপনার ফোনের বুটলোডার আনলক করা থাকলে জাস্ট রম ম্যানেজার দিয়ে ইন্সটল ফ্রম জিপ দিলে ক্লকওয়ার্ক মড এম্নিতেই অটোমেটিক কার্নেল সহ সায়ানোজেন ইন্সটল করে ফেলবে।

Level New

symphony w10 set dia try korsi…
but rom manager upgrade version lagbe bole

    @jewel9394: তো রম ম্যানেজার আপগ্রেড করে নেন না কেন?

Level 0

rom manager premium download link: http://www.henchfile.com/1jrm8mc5jki1. ইনস্টল করার পর Lucky patcher দিয়ে গুগল অ্যাডস রিমুভ করে নিন।

    @m.farjan: সায়ানোজেন ইন্সটল করতে প্রিমিয়াম লাগে না। আর আমি খামাখা ক্র্যাক ট্যাক পছন্দ করি না।

Level 0

অপ্রাসঙ্গিক প্রশ্ন , android 4.0 থেকে কি ২.৩ তে ফিরে আসার কোন উপাই আছে?

Level 0

@nipu আছে আপনি আপনার মোবাইল কে GB 2.3 er Firmware die Flash করতে পারবেন : )

Level 0

@ দিহান ভাই …. অনেক কষ্ট করে Cyanogenmod Install করলাম । But বিশাল Problem এ আছি ….. Browser এ বাংলা SHow করেনা !!!!!!!!!!!!!!!! (X_X) কী করি এখন ?

    @Abdullah: বাংলা শো করবে না কেন? রেন্ডারিং খারাপ হতে পারে। কিন্তু শো তো করার কথা। আপনি দেখেন তো character encoding এ UTF-8 দেয়া আছে কি না?

Level New

i tryed but its not working
oh another thing my phone is rooted
i instaled flash carnel but after all i cant find any cyanogenmod in rom
so what should i do?
and another thing if i install cynogen mod is it possible to back in android ginger?

    @jewel9394: আপনি আগা-মাথা কিছুই বুঝেন নাই দেখতেছি। ফ্লাস কার্নেল ইন্সটল করেছেন মানে কি? এই নামে কিছু আমি লিখি নাই। আপনি রমের মধ্যে সায়ানোজেন খুজে পান নাই মানে কি? সায়ানোজেন নিজেই তো রম।

    হ্যা, ফিরে যাওয়া যাবে। আর আপনার জিঞ্জারব্রেড মোবাইল হলে আপনি সায়ানোজেন ৭ ব্যবহার করবেন। ৯ না।

Level 0

bhai clockwork mod recovery 3+ kivabe manually install korbo jodi bolten upokrito hotam. ami symphony w10 root koreci kintu custom rom install korte parcina.

Level 0

vai jelly bean er rom lagbo kewo den

    Level 0

    sorry samsung s3 er rom lagve karo kase takle den

Galaxy y 2.3.6 kora jabe?

আমি ওয়ালটন প্রিমো ব্যবহার করছি।এই সেট এ করলে কি সমস্যা হবে?কোন কিছু না বুঝেই কমেন্ট করলাম।

Level 0

dehan bhai fb te amr rquest ta accept kren pls.
r amr galaxy s i9000 v.2.3.6 kon rom ta best hbe? r ame ke vabe abr amr ginger bard a fire aste parbo? rom manegar premium chara to rom dwnld hyoa. hlp me urgent

Bhai symphony w10 e clockwork mod recovery (cwm) kibhabs install korbo??

vai apnar phone number ta plz aktu dan,,,my phn number 01914956266

Level 0

Symphony w60 te kivave ics theke JB e upgrade korbo

আমার ফোন Samsung Galaxy Y S5360 আমি চাচ্ছি আমার ফোনটি একদম আগের অবস্থায় নিতে। রিয়েল যে রোম ছিল সেটাই আবার দিতে। কি করে দেবো আর কোন রোম আমার জন্য সাপোর্টেড বা কোনটা আমার ছিল আগে থেকেই জানবো কি করে? এটা করলে কি ফোনের পারফরমেন্স আবার আগের মত হবে ?

দিহান ভাই Symphony W68Q তে জেলিবিন আর কিটক্যটের জন্য কিভাবে করব আর কোণ রমটা ব্যবহার করব। আমি এই ব্যপারে একদম নতুন 🙂

ভাইয়া, কোনো ছবি দেখা যাচ্ছে না।