সুখবর!!!মোবাইল ফোনের প্রতিকলে ১০ সেকেন্ড পালস বাধ্যতামূলক করা হয়েছে!!! [সর্বশেষ ঘোষণা]

১০ সেকেন্ড পালস কার্যকর না করায় ব্যবস্থা নেবে বিটিআরসি
১০ সেকেন্ড পালস কার্যকর না করায় বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গ্রামীণফোনসহ পাঁচ মোবাইল অপারেটরকে চিঠি দিয়েছে। বিটিআরসির সিদ্ধান্ত বাস্তবায়নের ব্যাপারে সন্তোষজনক উত্তর না পেলে এসবকোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও ওই চিঠিতে বলা হয়েছে।
বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ বাংলানিউজকে জানান, ১০ সেকেন্ড পালস কার্যকর না করায় মোবাইল কোম্পানিগুলোকে চিঠি দেওয়া হয়েছে।
তিনি বলেন, “কেউ ৫ সেকেন্ড কথা বলে কেন এক মিনিটের বিল দেবে। এটি অযৌক্তিক। তাই বিটিআরসি ১০ সেকেন্ড পালস যাতে কার্যকর হয় সে ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে।”
বিটিআরসি সূত্রে জানা গেছে, গ্রামীণফোন, বাংলালিংক, সিটিসেল, রবি ও এয়ারটেল বিটিআরসি সিদ্ধান্ত এখনো কার্যকর করেনি। এ ব্যাপারে তাদের উত্তর যদি সন্তোষজনক হয়, তাহলে তারা রেহাই পাবে। নতুবা বিটিআরসি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আগামী রোববারের মধ্যে এ ব্যাপারে বিটিআরসির চিঠির জবাব দিতে বলা হয়েছে।
বিটিআরসি ২ আগস্ট সব মোবাইল কোম্পানিকে বাধ্যতামূলকভাবে ১০ সেকেন্ড পালস চালু করার নির্দেশনা দেয়। এই নির্দেশনা ১৫ আগস্টের মধ্যে কার্যকর করার কথা বলা হয়। কিন্তু রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিটক ছাড়াআর কোনো কোম্পানি এই নির্দেশনা মানেনি।
বিটিআরসির একজন উর্ধ্বতন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, “মোবাইল ফোন কোম্পানিগুলো এই নির্দেশ এখনো বাস্তবায়ন করেনি। তবে কেউই এ সিদ্ধান্ত কার্যকর না করার কথা বলেনি।তবে এতে তাদের রাজস্ব কমে যেতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে।”
ওই কর্মকর্তা বলেন, “এক সময় প্রতি মিনিটে ৭ টাকা বিল আদায় করা হতো। তখন মোবাইল কোম্পানিগুলোর রাজস্ব ছিল ৩০০ কোটি টাকা। এখন প্রতি মিনিটে গড়ে ৮৩ পয়সা নেওয়া হয়। কিন্তু এখন মোবাইল অপারেটরদের রাজস্ব বেড়ে বছরে ৭ হাজারকোটি টাকা হয়েছে। পরিসংখ্যান বলছে, মোবাইল কোম্পানিগুলোর যুক্তি সঠিক নয়।”
প্রসঙ্গত, ভারতসহ বিশ্বের অনেক দেশেই ১ সেকেন্ড পালস প্রবর্তন করা হয়েছে।
বাংলাদেশেই এখনো ২ সেকেন্ড কথা বললেও এক মিনিটের বিল দিতে হয়। তাছাড়া প্রায়ই মোবাইল ফোনে কল ড্রপের মতো ঘটনা ঘটছে।

-BD All operator's latest offer
আমার ওয়েব সাইটঃ

Level 0

আমি জিহাদুর রহমান নয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 313 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

http://www.noyon786.blogspot.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমরা টেকটিউন পাঠরা আসুন সরকারের এ পদক্ষেপের সাথে একত্মা ঘোষণা করে ফোন কোম্পানী গুলোকে ১০ সেকেন্ড নয় ১ সেকেন্ডে ফোন কল আনতে বাধ্য করি। তাছাড়া ইন্টারনেট সকল প্যাকেজের মেয়াদ সীমা সবনিম্ন ১ বছর করার জন্য আন্দোলনের ডাক দিই।

Level 0

ভাল খবর এসব রক্ত চোষারা আর কত রক্ত খাবে

1 Sec Pulse cai

thnx 4 the nice tune

Level 0

ফোন অপারেটররা চালাক কম না পালস ১০ সেকেন্ট করুক আর ১ সেকেন্ট করুক তারা কল রেট বাড়াবে সুতরাং সরকারের উচিত মিনিট পালস করার সাথে সাথে কলরেট ও নিয়ন্ত্রন করা উচিত

ইন্টারনেট সকল প্যাকেজের মেয়াদ সীমা সবনিম্ন ১ বছর করার জন্য আন্দোলনের ডাক দিই।

Level 0

sob mobile ata chalu korla bas valo hoba. A chalu kora hok joto tara tari sonvob

চলুন সবাই মিলে ইন্টারনেট প্যাকেজে অপারেটরদের স্বেচ্ছচারিতার বিরুদ্ধে সরকারের দৃষ্টি আকর্ষণ করি। আনলিমিটেড এর নামে ফেয়ার ইউসেজ পলিসি, পে পার ইউসেজ প্যাকেজে রক্ষসীয় রেট এবং মাসিক প্যাকেজগুলাতে ফ্লেক্সিবল চার্জ (মানে মাসে যত দিন ব্যবহার ঠিক ততদিনের চার্জ) ইত্যাদি বিষয়ে সরকারের দৃষ্টিগোচর করি।

Level 0

ধন্যবাদ