এবার আপনার symbian s60v5 মোবাইল কে দিন symbian Belle – এর রুপ !!

 

কেমন আছেন সবাই ? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি সুন্দর

সফটওয়্যার যা আপনাদের ভালো লাগতে পারে। ত কথা না বাড়িয়ে শুরু করা যাক।

এই সফটওয়্যার টা দিয়ে আপনি আপনার সিম্বিয়ান S60v5(N97,5800,5230 etc) মোবাইল কে সিম্বিয়ান

Belle - এর রুপ দিতে পারেন সফটওয়্যারটির নাম Belle Shell।

এখান থেকে সফটওয়্যারটা ডাউনলোড করে নিন তারপর ইন্সটল করুন ।

বিঃদ্রঃ মোবাইল হ্যাক করার প্রয়োজন নেই।

ইন্সটল করার পর সফটওয়্যার টা চালু করুন প্রথমবার চালু করার পর সফটওয়্যার টা বন্ধ হয়ে যেতে

পারে । তবে পরেরবার আর বন্ধ হবে না।

এবং তারপর উপভোগ করুন Belle- এর মজা ।

Screenshots:

Screenshot1
Screenshot2
Screenshot3

আশা করি সবাই ভালো থাকবেন। ভালো লাগলে কমেন্ট করবেন।।

আল্লাহ হাফেয।

বিঃদ্রঃ এই টিউনটি আমি আমার নিজের ব্লগ থেকে কপি পেস্ট করে করেছি। তাই আশা করি কোন সমস্যা হবে না।

আমার নিজের ব্লগ fck47foyzurbd.blogspot.com

Level 0

আমি Foyzur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার এই সুন্দর টিউনটির জন্য অনেক ধন্যবাদ।

Level 0

nyc…..thanks for share 🙂

ভাইয়া,সমস্যা হচ্ছে।আমার টা nokia 5530।ইনস্টল হওয়ার পর সফটওয়্যার open হয় না।বারবার চেষ্টা করেও।

Bhaia, amar phone Nokia 6730c, amar phone e ki aita support korbe?

না ভাই! এই সফটওয়্যার তা শুধুমাত্র S60v5 -এ কাজ করবে। আপনার টা s60v3 @ digitallover_1991

bay link ta abar dila kosi hobo!!