কেমন আছেন সবাই ? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি সুন্দর
সফটওয়্যার যা আপনাদের ভালো লাগতে পারে। ত কথা না বাড়িয়ে শুরু করা যাক।
এই সফটওয়্যার টা দিয়ে আপনি আপনার সিম্বিয়ান S60v5(N97,5800,5230 etc) মোবাইল কে সিম্বিয়ান
Belle - এর রুপ দিতে পারেন সফটওয়্যারটির নাম Belle Shell।
এখান থেকে সফটওয়্যারটা ডাউনলোড করে নিন তারপর ইন্সটল করুন ।
বিঃদ্রঃ মোবাইল হ্যাক করার প্রয়োজন নেই।
ইন্সটল করার পর সফটওয়্যার টা চালু করুন প্রথমবার চালু করার পর সফটওয়্যার টা বন্ধ হয়ে যেতে
পারে । তবে পরেরবার আর বন্ধ হবে না।
এবং তারপর উপভোগ করুন Belle- এর মজা ।
Screenshots:
Screenshot1 |
Screenshot2 |
Screenshot3 |
আশা করি সবাই ভালো থাকবেন। ভালো লাগলে কমেন্ট করবেন।।
আল্লাহ হাফেয।
বিঃদ্রঃ এই টিউনটি আমি আমার নিজের ব্লগ থেকে কপি পেস্ট করে করেছি। তাই আশা করি কোন সমস্যা হবে না।
আমার নিজের ব্লগ fck47foyzurbd.blogspot.com
আমি Foyzur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার এই সুন্দর টিউনটির জন্য অনেক ধন্যবাদ।