ভালবাসতে জানেন কে কে ? চলুন যাই…

হেলো বন্ধুরা কেমন আছেন? আশা করি ভাল। আজকে আমি যা বলবো তা হল ভালবাসা নিয়ে কিছু কথা। এমন কি কেউ আছেন যারা জীবনে কখনো ভালবাসেননি আমি জানি এমন লোক পাওয়া খুব কথিন। ভালবাসা নিয়ে সকলেরই মাতামাতি ভালবাসতে সবাই চাই।আচ্ছা মূল কথায় আসি । যারা জীবনে কখনো ভালবেসেছেন বা বাসেন নি তারা সবাই যোগ দিতে পারেন এমন একটা ফোরামে। যার নাম হল ভালবাসার ফোরাম আমরা আদর করে ডাকি ভালবাসা.কম নামে। এই ফোরামে আপনি নিবন্ধন করে লেখা লেখি করতে পারেন। এখানে ভালবাসা সম্পর্কে অনেক লেখক রা তাদের ভালবাসা ভাললাগার কথা বলবেন। কোন সমস্যা থাকলে আমাদের মাস্টার রয়েছে যিনি সকল সমস্যার সমাধান দিয়ে থাকেন। ইচ্ছে করলে আপনিও মাস্টার কিংবা লেখক হতে পারবেন। ভালবাসার সম্পর্কে এখানে বিভিন্য টিপস ও এখানে পাবেন। এই ব্লগটা নতুন আজ চালো করা হয়েছে। তাই এখানে একজন মোডরেটর নির্বাচন করা হবে। আপনিও হতে পারেন এর জন্য বিতরে নিয়ম দেওয়া আছে। তাই সময় নষ্ট না করে যোগ দিন আমদের ফোরামে। আর এই ফোরামটি নির্মাণ করেছেন উৎসব মিডিয়া লিমিটেড। তো লিঙ্কটা নিয়ে নিনঃ http://valobasar-forum.tk

Level 0

আমি প্রযুক্তি মামা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালবাসার কাহিনী পড়তে গেলেও লগ ইন করা লাগে -এইটা কোন ধরনের ভালবাসা রে ভাই ।

Level 0

Digital ভালবাসা

ভাইয়া আমার ব্লগ এ লেখা লিখি করার জন্য আপনাকে আমন্ত্রন জানাচ্ছি। http://www.godhuli.org

এতাই আধুনিক ভালবাসা রে ভাই। কি আর করবো তাছারা ইউজাররা প্রবলেম করে। লগইন করা থাকলে ব্লক করতে পারি।

৩ লাইনের একটা টিউনে ৪টা বানানের ভুল করলেন এরপর আবার টিউন করলেন সস্তা মানসিকতার।নিজের সাইটের রিভিউ ছাড়া কি অন্য কোন টিউন করা যায়?