স্মার্টফোন কেনার আগে যা জানার দরকার

বর্তমান সময় হল স্মার্টফোনের যুগ।সারা বিশ্বে এখন স্মার্টফোনের জয়জয়কার।প্রযুক্তির উৎকর্ষতার ফলে স্মার্টফোন এখন হাতের মুঠোয়। নানাবিধ সুবিধা থাকার কারনে এর বিক্রি বেড়ে চলেছে ক্রমাগত ভাবে। প্রযুক্তির সর্বশেষ এই সংস্করণ প্রযুক্তিপ্রেমী আগ্রহের কেন্দ্রে অবস্থান করছে। হাল ফ্যাশন এর তরুণদের চাহিদা মেটানোর পাশাপাশি আপনার কম্পিউটারের অনেক কাজও এতে করা যায়। একে কম্পিউটারের মোবাইল সংস্করণও বলা যায়। আপনিও স্মার্টফোনের একজন গর্বিত মালিক হতে পারেন। কিন্তু স্মার্টফোনের সম্পর্কে স্বচ্ছ ধারনা না থাকায় অনেকে স্মার্টফোন কিনতে পারছেন না।তাদের জন্য আমার আজকের এই ব্লগ। আসুন জেনে নেয়া যাক কি কি বিষয় স্মার্টফোনের কেনার ক্ষেত্রে যাচাই বা জেনে নিবেনঃ

প্রসেসরঃ স্মার্টফোনের প্রধান ও সবচে গুরুত্বপূর্ণ অংশ হল প্রসেসর। প্রসেসর আপনার স্মার্টফোনের মূল অংশ যা স্মার্টফোনকে নিয়ে গেছে অন্য এক উচ্চতায়। প্রসেসর ছাড়া স্মার্টফোন অর্থহীন। তাই স্মার্টফোন কেনার আগে জেনে নিন আপনার পচ্ছন্দের স্মার্টফোনের প্রসেসর সম্পর্কে। অনেকের ভুল ধারণা রয়েছে যে প্রসেসরের ক্লক স্পীড-ই আসল। ক্লক স্পীড গুরুত্বপূর্ণ হলেও এটি প্রধান নিয়ামক নয়। প্রসেসরের ভার্সন-ই আসল। তাই স্মার্টফোনের কিনার আগে জেনে নিন প্রসেসর এর ভার্সন কত। চেষ্টা করুন ARMv7 বা তার পরবর্তী Model এর প্রসেসর সমৃদ্ধ স্মার্টফোন কিনতে। কারন ARMv7 পূর্ববর্তী Model এর প্রসেসরগুলো অনেক অ্যাপলিকেশন,গেমস্ বিশেষ করে ফ্ল্যাশ সাপোর্ট করে না ফলে আপনার স্মার্টফোনের মূল মজাটাই নষ্ট হয়ে যাবে।যেমন Samsung Galaxy Y, Galaxy pocket, Galaxy  Ace ইত্যাদি মোবাইলে ক্লক স্পীড বেশী থাকলেও এই ফোনগুলোর ARM ভার্সন হল 6 তাই এই ফোনগুলো অনেক আপ্লিকেশন বিশেষ করে ফ্ল্যাশ ভিত্তিক কিছুই চলে না।আর যাদের আর্থিক সামর্থ্য আসে তারা ডুয়েল-কোর(dual-core) বা কোয়ার্ট-কোর(Quad-core)  প্রসসর সমৃদ্ধ স্মার্টফোন কিনতে পারেন।

RAM: স্মার্টফোনের আরেকটি অপরিহার্য অংশ হল RAM এর ক্ষমতা।RAM যত বেশী হবে কাজের performance আর স্পীড দুইই বাড়বে। তাই কেনার আগে RAM  কত তা দেখে নিন। তবে বর্তমানে বেশিভাগ স্মার্টফোনের RAM  ৫১২ মেগাবাইট বা তার বেশী হয়।

মেমোরি(memory): স্মার্টফোন কেনার আগে দেখে নিন মেমোরির সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত।স্মার্টফোনের মেমোরি দুই ধরনের হয়ঃ

১)Phone memory/internal memory

২)Card slot/External memory

প্রায় সব স্মার্টফোনে মেমোরি কার্ড লাগানো গেলেও দেখে নিন সর্বোচ্চ কত পর্যন্ত তা সাপোর্ট করে বিশেষ করে internal memory কত তা জেনে নিন। কারণ বেশী ভাগ আপ্লিকেসন এই internal memory তেই থাকে।

ডিসপ্লে(Display): বর্তমানে প্রায় সব স্মার্টফোনই টাচস্ক্রীন ডিসপ্লে। যদি টাচস্ক্রীন স্মার্টফোন নেন সে ক্ষাত্রে চেষ্টা করবেন ডিসপ্লে আকার যেন ৩.৫ ইঞ্চি বা তার বেশী হয়।কারণ এতে ব্যবহারে অনেক বেশী আরামদায়ক এবং দেখতেও সুবিধা। তবে আরও কিছু বিষয় খেয়াল রাখবেন যেমন রেজু্লেশন, পিক্সেল পার ইঞ্চি(PPI),কালার ইত্যাদি। আর টাচস্ক্রীন যেন অবশই capacitive  হয়।কারণ Resistative স্ক্রীন ব্যবহারে  খুব অসুবিধাজনক যা আপনাকেই সমস্যায় ফেলবে।

গ্রাফিক্স প্রসেসর ইউনিট(GPU): অনেকেই গ্রাফিক্স প্রসেসর ইউনিট(GPU) সম্পর্কে অবহিত নয় অথচ এটি ছাড়া আপনি হাই গ্রাফিক্স এর কোন গেমস  খেলতে পারবেন না। অনেক সেট এ বিল্ট-ইন GPU থাকলেও তার পারফরমেন্সে অত ভাল না যেমনঃ Samsung Galaxy Y, Galaxy  Pocket, Galaxy Ace ইত্যাদি।

সেন্সর(Sensor): বর্তমান সকল স্মার্টফোনে বিভিন্নও ধরনের সেন্সর থাকে যা দ্বারা আপনি স্মার্টফোনের পূর্ণাঙ্গ সুবিধা ভোগ করবেন। বর্তমানে বহুল ব্যবহারিত সেন্সরগুলো হলঃ

১)Accelerometer Sensor

২)Gyro sensor

৩)proximity sensor

৪)Compass

প্রত্যেক সেন্সরের কাজ ভিন্ন এবং সেট এর মডেল অনুযায়ী সেন্সর এর সংখ্যা কম বেশী হতে পারে।

অপারেটিং সিস্টেমঃ স্মার্টফোনের আরেকটি অসাধারণ বৈশিষ্ট্য হল এর অপারেটিং সিস্টেম। কম্পিউটারের মত প্রত্যেক স্মার্টফোন এর রয়েছে একটি  নিজস্ব অপারেটিং সিস্টেম। বর্তমানে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম রয়েছে যেমনঃ

১) Android

২)  iOS(শুধু Apple এর জন্য)

৩) Windows

৪) RIM(শুধু Black Berry এর জন্য)

৫) Symbian

তবে বর্তমানে Android অপারেটিং সিস্টেম সবচে জনপ্রিয়।তবে অপারেটিং সিস্টেম যাই হোক চেষ্টা করবেন সবচে নতুন সংস্করনে চলে এমন সেট নেওয়ার, অন্তত যাতে সর্বশেষ ভার্সনটি update করা যায়।

ক্যামেরাঃ বাঙালি ক্যামেরা বলতে মেগা পিক্সেলকে বুঝলেও এটি ক্যামেরার প্রধান দিক নয়।মেগাপিক্সেল ছাড়াও লেন্স এর সেন্সর,ছবির রেজু্লেসন,অটোফোকাস,ফ্ল্যাশলাইট,geo-tagging, face detection ইত্যাদি আসে কিনা সে সম্পর্কে জেনে নিন। এছাড়া ভিডিও কোয়ালিটি,Secondary ক্যামেরা আসে কিনা জেনে নিন।তবে ক্যামেরা ৫ মেগাপিক্সেলই যথেষ্ট।

ব্যাটারিঃ স্মার্টফোন কেনার সময় খেয়াল রাখবেন ব্যাটারির mAh যেনও বেশী হয় কারণ ব্যাটারির যত mAh বেশী হবে চার্জ তত বেশী থাকবে।

অন্যান্য কিছু বিষয়ঃ এ সকল বিষয় ছাড়াও আরও বেশ বিষয় আপনার খেয়াল রাখা উচিত আর তা হলঃ

-SAR value যেন কোন ভাবে ২ এর বেশী না হয়।এর বেশী হলে তা শরীরের জন্য ক্ষতিকর।

-সাউন্ড সিস্টেম এর মান(SRS amplifier, beats audio ইত্যাদি)

-Bluetooth এর ভার্সন , Wi-Fi গতি  ইত্যাদির

সবার শেষে আশা করি আপনার প্রথম স্মার্টফোনটি হোক সময়ের সেরা। আর যারা এখনও স্মার্টফোন কিনেননি বা কিনার চিন্তা করছেন না তাদের বলে “দুনিয়া স্মার্ট হচ্ছে,আপনি হচ্ছেন কবে?”

Level 0

আমি রাশেদুল আলম অয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক তথ্যবহুল একটি টিউন উপহার দেয়ার জন্য ধন্যবাদ।
অনেক তথ্য পেলাম যা কাজে লাগবে।
>>>>>অগ্রিম ঈদের শুভেচ্ছা<<<<<<<

    Level 0

    @সুমন: আপনাকেও ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ

      ভাইযান! আমি তো Samsung Galaxy Ace 2 কিনতে চাচ্ছি। এটার ব্যাপারে কিছু বলবেন কি। এটাতে তো

      (একটু সাহায্য করুন, কষ্ট করে দেখুন)
      (এটি তো এখনও বাংলাদেশ আসে নি। তবে এটি আমি বাহির (বিদেশ) থেকে আনাতে চাচ্ছি।)

      *** Dual Core 800MHz Pro..

      *** 768MB of RAM,

      *** 5 MP Camera with
      1.Geo-tagging,
      2. face and smile detection,, ,
      3. autofocus,
      4. LED flash,
      5. 720p@30fps video
      and has secendary cam also,

      GPRS Yes
      EDGE Yes
      Speed HSDPA, 14.4 Mbps

      *** OS: Android 2.3 (Upgradable to ICS 4.0)

      *** 4GB Internal with micro SD Card support up to 32GB

      *** Display = Type: PLS TFT capacitive touchscreen, 16M colors
      Size: 480 x 800 pixels, 3.8 inches (~246 ppi pixel density)
      Multitouch: Yes
      – TouchWiz v4.0 UI

      *** NFC = Optional (What does optional mean? Explain please)

      *** Wi-Fi 802.11 b/g/n, DLNA, Wi-Fi Direct, Wi-Fi hotspot

      *** Bluetooth Yes, v3.0 with A2DP

      *** USB = 2.0

      *** Chipset = NovaThor U8500

      *** GPU = Mali-400MP

      *** GPS = Yes, with A-GPS support and GLONASS

      And, um, uh the

      Battery Standard battery, Li-Ion 1500 mAh
      Stand-by Up to 670 h (2G) / Up to 640 h (3G)
      Talk time Up to 16 h 20 min (2G) / Up to 7 h 30 min (3G)

      *** Display Contrast ratio: 843 (nominal) / 1.566:1 (sunlight)
      Loudspeaker Voice 66dB / Noise 66dB / Ring 75dB
      Audio quality Noise -88.7dB / Crosstalk -88.9dB

      ভাই, দয়া করে বলবেন কি যে এই স্মার্টফোন কি আমার কেনা চলে।

      আমি মোটামটি ভাল গ্রাফিক্স, ইন্টারনেট, ইউজেজ ইত্যাদি চাচ্ছি।******************* এতে পাওয়া যাবে?*********

গ্রেট 😀
এক কথায় অসাধারণ টিউন হয়েছে। এমন টিউন আরো চাই। 🙂

সুন্দর টিউন আশা করি যারা স্মার্টফোন কিনবে তাদের জন্য অনেক উপকার হবে।

ভাই আমি samsung galaxy s i9000 ব্যবহার করি আমার মোবাইল এর RAM ৫১২ কিন্তু দেখাই ৩০৪mb, এটা কি ভাবে বাড়াবো ???

    Level 0

    @রাতের বন্ধু: আপনার মোবাইল এর সিস্টেম ফাইল এবং বিল্ট-ইন apps গুলো বাকি ২০৮mb RAM ব্যাবহার করছে।তাই ৫১২ এর জায়গায় ৩০৪ দেখাচ্ছে।

Level 0

ভাই আমি এরকম লেখা খুজছিলাম ।ধন্যবাদ টিউনের জন্য ।কিন্তু আমার কোন এন্ড্রয়েড ফোন নেই ।পুরাতন কিনব ।কেউ বিক্রি করলে বইলেন

    Level 0

    @Md. Rifat: পুরনো না কিনে কিছুদিন অপেক্ষা করুন। দাম কমলে নতুন মোবাইল কিনতে পারবেন। ধন্যবাদ

Level 0

thanxz

Level 0

onek dhonnobad………apni gpu nea r 1tu details e likhle valo hoto…tnx

    Level 0

    @ian: আপনাকেও ধন্যবাদ। আমি নিজেও আসলে জিপিউ এর বেপারে খুব বেশী জানিনা। তবে এটা বলতে পারি যে বিল্ট-ইন জিপিউ থেকে তেমন একটা ভাল performance পাওয়া যায়না। Dedicated জিপিউ সমৃদ্ধ ফোন কেনাই ভাল। সেক্ষেত্রে adreno 200 বা তার বেশী হলে ভাল মানের গেম ও ভিডিও চালাতে পারবেন।

Level 2

আমার স্মার্ট হতে একটু দেরি হবে 🙁

    Level 0

    @inferon: কেন ভাই? আপনি তো যথেষ্ট স্মার্ট

      Level 2

      @oyon_alam: না ভাই , আমি সিম্বিয়ান 🙁

amar to r ato high configuration er smartphone kenar samortho nai, tai amake samsung galaxy y diyei dudher shad ghole metate hocche. ki r kora

Level 2

Taile konta valo smrphn

    Level 0

    @Noman: অনেক কোম্পানি আছে… এটা নির্ভর করবে আপনার বাজেট এর উপর।

উচ্চমান সম্মত টিউন. ধন্যবাদ

Bhaia, amar phone holo nokia 6730c, ami ki smart phone er vitor aci?

খুব ভালো লেগেছে টিউনটি |
সহজভাবে লেখা অনেক দরকারী কথা আছে এটাতে |
আরো লিখবেন আশা রাখি |

SE Xperia Ray কিনলাম গত সপ্তাহে…..Nokia N78 ইউজ করেছি লাস্ট দুই বছর…

সময়োপযোগী টিউন। আমি একটু যোগ করি……
১. Screen অবশ্যই Multi-Touch হতে হবে। তা না হলে Browing এবং Google Map -এর আসল সজাটা পাবেন না।
২. Multi-tasking সাপোর্ট থাকতে হবে, তা নাহলে আপনি কোন গেম বা এপ্লিকেশন Minimize করে অন্য প্রোগ্রাম চালাতে পারবেন না।
৩. GPS + 3G সাপোর্ট আছে কি না দেখে নিন, তা নাহলে কিছুদিন পর আফসোস করতে হবে।
৪. WiFi Routing সাপোর্ট থাকা জরুরী।
৫. এন্ড্রয়েড হলে Play Store-এর Official ভার্সন সাপোর্ট থাকতে হবে অথবা .apk ফাইল installation সাপোর্ট থাকতে হবে, তা না হলে সব Free গেম+এপ্লিকেশন চালাতে পারবেন না।

    Level 0

    @রনি০৬০০০৭: ১ এখন প্রায় সব নতুন স্মার্টফোন এ Multi-Touch থাকে। তাই এটা নিয়ে খুব বেশী ভাবতে হয়না।
    ২ Multi-tasking সাপোর্ট না থাকলে তা আর স্মার্টফোন হল কিভাবে!! স্মার্টফোন মানেই তো Multi-tasking সুবিধা
    ৩ চায়না স্মার্টফোন ছাড়া প্রায় সব ব্র্যান্ড এর স্মার্টফোনে এই গুলা থাকে।
    ৪ সহমত।
    ৫। সব এন্ড্রয়েড মোবাইল এ Play Store থাকে

      @oyon_alam:
      ১. আমি Samsung Omnia-II ইউজ করি এবং এটায় Multi-Touch নাই। কেনার সময় জানতাম না যে Multi-touch কি বস্তু !
      ২. আমার SymPhony W10 -এ Multi-Tasking সাপোর্ট করে না। Brows করার সময় কল রিসিভ করলে পেজগুলো আবার লোড করতে হয়।
      ৩. সহমত। তবে কি না চায়না স্মার্টফোন-এর একটা বিরাট ক্রেতা শ্রেনী আছে।
      ৫. আমার জানামতে Xperia-এর কিছু Set-এ Official Play Store নাই। অনেকেই দেখবেন বিভিন্ন ফোরামে Play Store-এর জন্য কান্নাকাটি করছে। আমার একটা ICS ট্যাব আছে যেটায় Built-in Play Store ছিল, কিন্তু Free গেম গুলো খুজে পেতাম না। পরে জানলাম ঐটা Official Play Store নয়। বাধ্য হয়ে ROM change করেছি।
      আসলে নিজে সমস্যাগুলো ফেস করেছি বলেই এগুলো তুলে ধরেছি। ধন্যবাদ।

ভালো কথা, আমি ICS root করতে পারছি না। Tasselhof-RootScript দিয়ে করেছি, পিসিতে success দেখায় কিন্তু root checker বলে No root access. কারও যদি অন্য কোন পদ্ধতি জানা থাকে Please শেয়ার করবেন। ধন্যবাদ।

চমৎকার টিউন। পড়ে খুব খুব ভালো লাগলো। আমার মত যারা স্মার্টফোন কিনতে আগ্রহী তাদের জন্য এর চেয়ে চমৎকার টিউন আর হয় না। আশা করি নিয়মিত টিউন করবেন।

আপনাকে স্যালুট, অনেক সুন্দর ও সময়োপযোগী লেখার জন্য। ধিক তাদের যারা জ্ঞানী কিন্তু প্রকাশ করেনা।

ভাইজানেরা, Symphony W25 Xplorer সেটটা কেমন? দাম কম, আবার কনফিগার ও ভালো। কিনতে চাচ্ছি। আপনাদের পরামর্শ কী?

    Level 0

    @চোখের বালি: কিনতে পারেন। এই দামে এর চেয়ে ভাল সেট আর পাবেন না তবে একটু বেশী টাকা দিয়ে ভাল কোন ব্র্যান্ড এর সেট কিনলে ভাল হয়

xperia pro ভালো হবে নাকি live with walkman ভালো হবে । বই পড়া, নেট চালানো, চ্যাটিং এবং ভালো কিছু গেম খেলার জন্য । অথবা অন্য কোন সেট । বাজেট ১৮০০০ টাকা । প্লিজ জানাবেন ।

ভাই কোন সেট টা কিনলে ভাল হবে ? SYMPHONY EXPLORER W25 নাকি WALTON PRIMO ??? জানালে উপকার হবে , ধন্যবাদ । 🙂