দিন দিন জনপ্রয়তার পাল্লা ভারী করেই চলছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। গুগলের অ্যান্ড্রয়েড এখন সবাইকে পিছনে ফেলে প্রথমে এসেছে। প্রযুক্তির কল্যানে স্মার্টফোনগুলো সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে এসেছে। অনেক সময়ই ফোন রিইন্সটল/ফরম্যাট করতে হয়। অ্যান্ড্রয়েডও এর ব্যতীক্রম নয়। কেউ স্মার্টফোন ব্যবহার করছেন অথচ কখনও রিইন্সটল/ফরম্যাট করেন নি এমন ব্যক্তি পাওয়া সম্ভব নয়। রিইন্সটল/ফরম্যাট করার সময় সকল ডাটা মুছে যায় তাই ব্যাকআপ নিয়ে রাখাটা অত্যন্ত জরুরী। অ্যান্ড্রয়েডেও ব্যাক-আপ নেওয়ার বাবস্থা আছে। আপনি চাইলে আপনার ব্যবহারিত সফটওয়্যার/অ্যাপ্লিকেশন ব্যাক-আপ নিতে পারেন এবং এসডি কার্ডে সংরক্ষণ করে রাখতে পারবেন। প্রয়োজনে পুনরায় ব্যবহার করতে পারবেন।
১। প্রথমেই ব্যাক-আপ নেওয়ার জন্য আপনার File Expert অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। তাই অ্যান্ড্রয়েড ফোনের মার্কেটে https://play.google.com/store প্রবেশ করুন। সার্চ অপশন থেকে ‘File Expert’ কীওয়ার্ড দিয়ে সার্চ করুন।
২. সার্চ রেজাল্ট থেকে খুজে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন এবং ইন্সটল করুণ। অথবা সরাসরি এখানে ক্লিক করুণ।
৩। ইন্সটল সম্পন্ন হয়ে গেলে অ্যাপ্লিকেশনটি ওপেন করুণ। ইউজার ইন্টারফেস নীম্নরুপ।
৪। My Apps- এ ক্লিক করুন এবং আপনি যে যে অ্যাপ্লিকেশন ব্যাক-আপ করতে চান, সেগুলোর পাশে চেক বক্সে ক্লিক করে সিলেক্ট করুণ।
৫। সিলেক্ট করা শেষ হলে নিচের দিকে ব্যাক-আপ এ ক্লিক করুন। File Expert তার কাজ শুরু করে দিয়েছে।
৬। ব্যাক-আপ প্রক্রিয়া শেষ হয়ে গেলে একটা কনফার্মেশন বার্তা দেখতে পাবেন। এসডি কার্ডের কোন ডিরেক্টরিতে আপনার ব্যাকআপ ফাইলগুলো জমা হয়েছে তা দেখতে পাবেন।
৬। এখন এসডি কার্ড ব্রাউজ করে করে নিশ্চিত হয়ে নিন। backup_apps ডিরেক্টরিতে আপনার ব্যাক-আপ ফাইলটি পাবেন .apk ফর্মেটে।
আপনি চাইলে এই ব্যাক-আপ ফাইলটি পরে ইন্সটল করতে পারবেন অথবা অন্য কোনো ডিভাইজেও ব্যাবহার করতে পারবেন। হাতে যদি সময় থাকে তাহলে এই ভিডিও টিউটরিয়ালটি একবার দেখে নিতে পারেন
অ্যাপ্লিকেশনটির ইউজার রিভিউঃ
আমি Alex। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্যাকআপ নেয়ার জন্য সব থেকে ভালো আপস গুলো হোল টাইটানিয়াম ব্যাকআপ,মাই ব্যাকআপ এবং রম টুল বক্স….টিউনারকে ধন্যবাদ।