ভিডিও-র উপর-নীচ থেকে Black Bar/Border দূর করুন একইসাথে Convert করুন

আমরা অনেকেই মোবাইলে Video দেখতে পছন্দ করি । মোবাইলের Display তুলনামূলকভাবে অনেক ছোট আবার তাতে যদি উপরে নীচে কালো অংশ/বর্ডার থাকে তাহলে তা উপভোগ করা আরও কঠিন হয়ে পড়ে । অনেকেই-বিশেষত যারা মোবাইলে Download=এর কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে তারা Ulead Video Editor 7.0 ব্যবহার করে থাকে । এটা দিয়ে কঠিনে Video থেকে কালো অংশ/বর্ডার দূর করা যায় । আমি "কঠিনে: শব্দটি ব্যবহার করলাম কারণ এটা করা আসলেই কঠিন এবং একটা Video ৫ মিনিট হলে তা Export/Save হতে প্রায় ৫মিনিটই লাগে । চিন্তা করুন তারা একটা একটা করে Video Crop করে এ পদ্ধতি দ্বারা ! তারপর আলাদাভাবে সেই ফাইল Convert করে Xilisoft Video Converter দিয়ে যাতে আবার Manually Settings দিতে হয় । আমরা চাইলে কিন্তু এটা সহজভাবে করতে পারি -যাতে সময় ও শ্রম দুই-ই কম লাগবে ।

বি:দ্র: 1. একসাথে একাধিক Process এই পদ্ধতিতে হয় না ।
2. এরকম আরও অনেক টিপস পেতে Visit করুন tips4ease.blogspot.com

১. সর্বপ্রথম iSkysoft Video Converter ডাউনলোড করুন এবং Install করুন । Run করতে ভুলবেন না যেন ।

২. Profile থেকে "Mobile phone\Motorola mpeg-4(.mp4) series" নির্বাচন করুন । এটা বেশীরভাগ China মোবাইলের জন্য । Symphony Touch এর জন্য Nokia Mp4 সিলেক্ট করতে পারেন । মোটকথা আপনার মোবাইল অনুযায়ী অন্য কোন Profile নির্বাচন করতে পারেন ।

৩. আপনার ভিডিও Add করুন অথবা টেনে Converter এর Workspace-এ ছাড়ুন ।
৪. ভিডিওটি সিলেক্ট থাকা অবস্থায় Edit-এ ক্লিক করুন ।
৫. নীচের মতো Settings দিন বা Edit করুন ।

(ভিডিও Edit করার সময় Video Play করে উপযুক্ত জায়গায় গিয়ে Pause করুন; যেখানে Brightness/Constrast বেশী--এত Edit করা আরও সহজ হবে)

৬. সবশেষে Ok তে ক্লিক করে Convert এ একটা ক্লিক করুন ।

___________________________________________________________A tips from http://tips4ease.blogspot.com

Level 0

আমি তানজামিন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 586 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"ঘৃণা করি বিয়ের আগের ভালোবাসাকে/প্রেমকে । যদিও দেহ, মন এতে সাই দিতে চায় না । তবুও নফ্স তো; ওটা তো প্রায় সবসময় খারাপকেই প্রাধান্য দেয় । তবে একে যে দমন করতে পারবে সেই-ই বীরপুরুষ, বাকীরা নারী ।" ----Tanjamin


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউনে টিউন করার জন্য আপনাকে জানাই আন্তরীক
==* অভিনন্দন*==
আপনার এমন মুল্যবান টিউন থেকে তারা উপকৃত হবে যারা আমার মত ক্ষুদ্র জ্ঞানের অধিকারি, আপনি সব গুলি টিউন এমন ভাবে করবেন যেন আমার মত ক্ষুদ্র জ্ঞানের মানুষের উপকারে আসে….
আমি কি নকিয়া এন 70 দিয়ে এই সফ্ট টিতে কাজ করতে পারিব

Level 0

কালো দাগ সরালে এস্পেক্ট রেসিও ঠিক থাকে না…চেহারা আথবা আসল অবজেক্ট লম্বা হয়ে যায়