☺ Symphony Xplorer এর নতুন সদস্য Symphony Xplorer W100 ☺

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন।

এবার  সিম্ফনী বাজারে নিয়ে আসছে  Android Operating System চলিত আরও একটি মোবাইল ফোন Symphony Xplorer W100 ✌

Xplorer W100

 

 

 

Main Features

  • Operating System: Android 4.0 Ice Cream Sandwich
  • 4.3" TFT Amoled Capacitive Full Touch, 9.8mm Thickness
  • Dual Camera: 8 MP / 0.3 MP
  • Android Market,Skype, Youtube,Fruit Ninza,Angry Birds,Office Suite 6 pro

 

Key Features
Android OS4.0 Ice Cream Sandwich
Display4.3"  TFT  Amoled Capacitive Full Touch
Camera8MP Primary, 0.3MP Secondary
MultimediaMP3, MP4, FM
Data Services3G,EDGE,GPRS
Multi TouchYes
Technical Features
Display Resolution  WVGA(480*728)
CPU1 GHz
GPUGPU vender: Imagination Technologies
GPU renderer: PowerVR SGX 531
GPU version (OpenGL): OpenGL ES 2.0
StorageUser available ROM 503MB (Total 4GB), Internal SD card 2.09GB
Memory Card Extended up to 32GB
User available RAM 472MB (Total 512MB)
Battery1600 mAH Lithium Ion Battery
Other Features
DataWi-Fi 802.11, Wi-Fi Hotspot
Bluetooth v3.0 , microUSB v2.0
SMS(Threaded view), MMS, Email
Built in Application Fruit Ninja,Angry Birds, Office Suite 6 pro,Facebook, Twitter, Skype, Youtube, Android Market(Play Store), Maps, Gmail
Special Features Proximity-Sensor,Accelerometer sensor, SNS Application
PriceUPCOMING

সবাইকে  রমাযানের আগ্রিম ইদের শুভেচ্ছা জানাচ্ছি ভাল থাকবেন। আমার জন্য দোয়া করবেন।

Level 0

আমি Jahid Hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

W50 এ শুনছিলাম ৩জি আছে কিন্তু পরে এক শো-রুম এর প্রতিনিধি কয় ৩জি সাপোর্ট করে না। তবে সামনের মডেল গুলা করবে। শুনছিলাম যে স্ক্যাইপি ইউস করে ভিডিও কল দেওয়া যায়, পরে এক ছোট ভাই কিনা কয় স্ক্যাইপি ইউস করা যায়, মাগার ভিডিও কল সাপোর্ট করে না ! হায়রে আমার ভিডিও কল , আমারে শুধু ধোকাই দিয়া গেলি !! কবে পামু তরে ?

    @Terminator: আমি সিমফোনি এক্সপ্লোর W25 ব্যবহার করতেছি। খুবই ভাল স্কাইপিতে ভিডিও কল, ফ্রিং এ ভিডিও কল হয় 3g ছাড়াই জিপি, বাংলালিংক, রবি সিম দিয়েও। nimbuzz, Teamviwer, Wfif Hotspot, MX Player(যা mkv, avi, dat, mp4, wmv সবই চলে), আরো অনেক কিছুই সাপোর্ট করে। আর চার্জ এর কথা স্যামসাং গ্যালাক্সী ‍এস2 ও দিনে দুই তিন বার চার্জ করা লাগে যদি নেট চালান। চিন্তাই আছি যদি আমার টা বিক্রি করতে পারি আর যদি 15000এর ভিতরে দাম হয় ইনশাআল্লাহ w100 কিনবো।

Level 0

দাম যদি ১৫ হাজার টাকার কমে হয় তাহলে চলবো । আর পনের হাজার টাকার বাঁশি হলে তো ব্র্যান্ডের মোবাইলই পাওয়া যায়।

W50 এ 3G আছে। তবে ভিডিও কল করা যায় কিনা এটা নিশ্চিত না।

    Level New

    @Jahid Hasan: ৩জি আছে কিন্তু ভিডিও কল সাপোর্ট করে না।

    @Jahid Hasan: সিমফোনি এক্সপ্লোর W25 3g ছাড়াই ভিডিও কল হয় স্কাইপিতে আমি ব্যবহার করছি।

সেটটা পুরাই পাঙ্খা!!। এইটার দাম যদি 13k,14k মধ্যে হয় তাহলে Samsung Galaxy Y,Yduos এর বিক্রি ৯০ভাগ কমে যাবে।

Level 0

Symphony Android সেট দেখতে সুন্দর, configuration ও ভাল প্লাস দাম আমাদের হাতের নাগালে। কিন্তু, এই সেট যদি নষ্ট হয় তখন কি করবেন? গত মাস পর্যন্ত তাদের কাছে এই মোবাইলের ব্যটারীও ছিল না। আমার এক ভাই Xplorer W50 কিনেছিল। তার ব্যটারীতে সমস্যা ছিল। service center এ যাওয়ার পর তাকে বলা হল কিছুদিন পর আসতে, কারন, এখনো এই সেটের পার্টস আসে নাই।

https://www.techtunes.io/mobileo/tune-id/141782

Level 0

Same phone just re-branded for the Bangladeshi market.
Here’s a video that leaked of it.
http://www.youtube.com/watch?v=MUEjmYhz98I
This is a micromax but It’s 100% look like Symphony w100 🙂

vhai;8MP camera bolte ke bujhay;;;eita ke ashole e 8MP???????eita valo hobe ;nake sony erricssion live with walkman ta valo hobe camerar dik theke……?????????oita 5MP….
http://www.gsmarena.com/sony_ericsson_live_with_walkman-4111.php

    Level New

    @ASHIK_SAJJAT: যেকোনো ব্র্যান্ডের ৮ মেগাপিক্সেলের চেয়ে সনির ৫ মেগাপিক্সেল ৭৫% ক্ষেত্রেই ভালো। কিন্তু লাইভ উইথ ওয়াকম্যানের ছবির মান অতোটা ভালো না। ডব্লিউ১০০ এখনো বের হয়নি, তার দুটোর মধ্যে তুলনা করা এই মুহুর্তে সম্ভব না।

সিম্ফনি এই রকম সেট বাইর করলেত স্যামসাং এর মার্কেট ডাওন হইয়া যাইব 🙂

Sony Ericsson Live with Walkman ভাল হতে পারে।

Level 0

এখন পর্যন্ত সিম্ফনি রুট করার কোন সিষ্টেম পেলাম না । না আছে কোন ড্রাইভার । বড় সমস্যা হচ্ছে ইউজার শুধু বাংলাদেশের, তাই কোন বড় ফোরামে রিভিউ নাই । ব্র্যান্ডের সেটের সাথে পার্থ্যক্য এখানেই, কোন সমস্যায় পড়লে নেটে কোন সলিউশন পাবেন না। ওদের কাষ্টমার কেয়ার এন কথা বাদই দিলাম ।

ওদের সাইট এ তো এই সেট নিয়ে কোনো রিভিউ নাই।আপনি পেলেন কোথা থেকে?সেট টা তো পুরাই পাংখা।এই রকম সেট হলে ব্র্যান্ড এর সেট কিনে লাভ নাই।

বাবু ভাই এর সাথে একমত।বড় কোনো সাইট এ সিম্ফনি এর রিভিউ নাই।কিন্তু যেহেতু এটা স্মার্ট ফোন,তাই গুগল প্লে থেকে ইচ্ছা মত এপস ব্যবহার করা যাবে।

আশা করছি এই সেট এর দাম ১৫০০০ এর বেশি হবেনা।এই রেঞ্জ এ থাকলে একটা কিনে ফেলবো।

1600mAH এর ব্যাটারি এই সেট এর জন্য মনে হয় ভালো হবেনা।চার্জ বেশিক্ষন থাকবেনা মনে হচ্ছে।আমি এখন ব্যবহার করছি সিম্পনি FT40।একবার ফুল চার্জ দিলে ৫দিন আরাম এ চলে যায় হেভি ইউজ করলেও

    @মুকুট: মুকুট ভাই স্যামসাং গ্যালাক্সি ‍এস2 ও আমি চালাইছি কিন্তু নেট চালাইলে অনেক গরম হয়ে যায় দিনে দুই তিন বার চার্জ দেওয়া লাগে। সিমফোনি এক্সপ্লোর W25 এতে সবকিছুই সাপোর্ট করে কি দরকার এত বেশি টাকা দামের স্যামসাং ব্যবহার করা।

Level New

আমার একটা ভাংগাচুরা এ্যান্দ্রইড মোবাইল আছে । তো মাঝে মাঝে কিছু অ্যাপ্লিকেশান পাই যেগুলো জিপ ফাইল এ থাকে । সেগুলো এক্সত্রাক করে অর মধ্যে কোন ইনিস্টল ফাইল পাই না। বা কোন এপিকে ফাইল ও থাকে না । এখন আমার প্রশ্ন হল ওই সব জিপ ফাইল মোবাইল ইন্সটল দিব ক্যামনে ? যদি বিস্তারিত জানাতেন তবে খুব উপকৃত হতাম ।

আমি সিমফোনি এক্সপ্লোর W25 ব্যবহার করতেছি। খুবই ভাল স্কাইপিতে ভিডিও কল, ফ্রিং এ ভিডিও কল হয় 3g ছাড়াই জিপি, বাংলালিংক, রবি সিম দিয়েও। nimbuzz, Teamviwer, Wfif Hotspot, MX Player(যা mkv, avi, dat, mp4, wmv সবই চলে), আরো অনেক কিছুই সাপোর্ট করে। আর চার্জ এর কথা স্যামসাং গ্যালাক্সী ‍এস2 ও দিনে দুই তিন বার চার্জ করা লাগে যদি নেট চালান। চিন্তাই আছি যদি আমার টা বিক্রি করতে পারি আর যদি 15000এর ভিতরে দাম হয় ইনশাআল্লাহ w100 কিনবো।

nice

Level 0

এই সেট তো দেখি চরম! এরকম সেট যদি আসতে থাকে সিম্ফনির তরফ থেকে তাহলে তো অনেক নামি দামি কোম্পানি মার খেয়ে যাবে, বিশেষ করে দাম যদি ১৫০০০ হাজার টাকার মধ্যে হয়ই। আমি live with walkman ইউস করি। মিউজিক আর ক্যামেরা পুরাই পাঙ্খা…

সব কিছুই বুঝলাম কিন্তু দেখেন ভাই ফোন গুলা কেমন টেকসই হবে সেটাও দেখার বিষয় । SAMSUNG এর মার্কেট পড়ে যাবে এটা বলা ঠিক না । এই ধরণের ফোন গুলাতে সবই আছে বুঝলাম কিন্তু তার মান কেমন ? দুধের সাদ ঘোলে মিটানো আরকি ।

Level 0

সেট টা মনেহয় আর কেনা হল না। আজ সেলস সেন্টারে কল দিয়েছিলাম আজ নাকি বাজারে আসবে দাম ১৯৯৯০ টাকা মাত্র।

Level 0

তাহলে স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। Symphony Xplorer W100 সেটটি ১৯,৯৯০ টাকাদিয়ে কনা আমাদের মত বেবহার কারিদের পক্ষে সম্ভব নয়।

Level 0

vai ami jante chai symphony w100 kinar cheye 11500 taka diye ainol novo er tab kina valo hobe?
oitateo android 4.0 ics 1ghz processor
ektu janaben?

Level 2

ভাই আমি w25 এর ব্যাবহারকারী। এতে লিখা আছে cdma/gsm কিন্তু cdma বা সিটিসেল চালাতে পারছি না । এ ব্যাপারে যদি জানেন ত একটু সাহায্য কইরেন।

Level 0

ami symphony er latest android 4 er w100 use kortesi
ami ROBI net use korte partesi na
set er settings restore korle din use korte pari er por abar chole jay connection
can any 1 help me?

@Saiful5550 vie mobile w100 ta kmon ettu janale khusi hobo..