সবাই কেমন আছেন? আশা করি ভালো।
আজ আপনাদের সাথে একটি ট্রিক্স শেয়ার করব।
অনেক ব্লগার ভাই আছেন যারা ব্লগে অনেক সফট নিয়ে টিউন করেন করেন এবং সফট গুলোর ডাউনলোড লিঙ্ক Adfly এর মাধ্যমে Short করে শেয়ার করেন। কিন্তূ আমার মতো যারা মোবাইল থেকে ব্লগ গুলো ভিসিট করেন তাদের পরতে হয় ঝামেলায়।কারনমোবাইল থেকে তো আর Adfly লিঙ্ক Skip করা যায়না। আবার সফট গুলো এমন দারুন হয় যে ডাউনলোড না করেও থাকা যায়না।আর তাই আমাদের কম্পিটারের স্মরনাপন্ন হতে হয়।তবে, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইল থেকেই Adfly লিঙ্ক Skip করা যায়। তো চলুন শুরু করা যাক।
আমি আপনাদের ২টি উপায়ে এ কাজটি করে দেখাব। ট্রিক্স ২টি অপেরা মিনিতে পরীক্ষীত।
১/প্রথমে অপেরা মিনি থেকে আপনার নিদ্রিষ্ট adfly লিঙ্ক এ যান।এবার option Select করে “Enter Address এ যান। এবার এই জাভাস্ক্রিপ্ট টি Address বারে হুবুহু লিখুন
javascript:showskip0;
এবার “GO TO” প্রেস করুন। দেখুন ম্যাজিক। কি? Skip ad বাটন চলে এসেছে তো?
বিঃদ্রু/ অনেক সময় এই কাজটি পর পর ২বার করতে হয়।
২/এই টিক্সটি খুবই সোজা।প্রথমে আপনার নিদ্রিষ্ট adfly লিঙ্কটি copy করুন। এবার এই লিঙ্ক http://www.kassio.altervista.org/deadfly.php এ গিয়ে আপনার copy করা লিঙ্কটি paste করুন।এবার নিচে যে Deadfly বাটনটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করুন।কিছুক্ষনের মধ্যেই আপনার নিদ্রিষ্ট লিঙ্কটি স্মইয়ংক্রিয় ভাবে skip হয়ে মুল লিঙ্ক চলে আসবে।
আজ এ পযন্ত।ভালো থাকুন।
আর এ ধরনের পোষ্ট যদি আগে কেউ করে থাকে তবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।
আমার ওয়েবসাইটে ইচ্ছে হলে ঘুরে আসতে পারেন
আমি নেটিজেন।। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanx for the tips, bt 1 no. Tips niye age tune hoyechilo.