Developer'রা জানাচ্ছেন যে তারা নতুন iPhone'এর চিহ্ন দেখতে পেয়েছেন। ঠিক যেভাবে প্রায় এক বছর আগে Apple Firmwire update'এর মধ্যে তারা দেখেছিলেন iPhone 3GS হদিশ, সেভাবেই উঠে এল নতুন তথ্য যে, Pandav নামের এক iPhone developer তার usage logs'এর মধ্যে দেখতে পেয়েছেন "iPhone3,1" যা দেখে আন্দাজ করা হচ্ছে যে এটি সম্পুর্ণ নতুন একটি iPhone মডেল।
এখন পর্যন্ত তিনটি iPhone identifier দেখতে পাওয়া গেছে - "iPhone1,1" যা কিনা প্রথম iPhone'এর, "iPhone1,2" যা হল iPhone 3G'র, এবং "iPhone2,1" যা হচ্ছে iPhone 3GS আইডেন্টিফায়ার। আর এখন দেখা যাচ্ছে নতুন "iPhone3,1" আইডেন্টিফায়ার। যদি আগের ট্রেন্ড বজায় থাকে, তাহলে এটি পরবর্তী iPhone যা আসতে চলেছে বাজারে।
Developer'রা কেন এমন ধারনা করছেন? তার কারন, এইভাবে অতীতে যতোবার নতুন আইডেন্টিফায়ার দেখা গেছে তার পরে পরেই Apple বাজারে এনেছে তাদের নতুন মডেল। গত আগস্ট মাসেই নাকি এই নতুন আইডেন্টিফায়ার দেখা গেছে, কিন্তু এখন Pandav নামের এই iPhone Developer এটি দেখতে পেয়েছেন usage logs'এর মধ্যে, যার অর্থ পরিষ্কার ভাবেই এই যে বাস্তবে কেউ না কেউ এই মডেল টেস্টিং করছেন, তার মানে বাস্তবে এর অস্তিত্ব রয়েছে।
তাহলে কি এর পরে iPhone 4 আসতে চলেছে? কি কি ফিচার থাকবে তাতে? কি কি থাকবেনা? টিনটিন কিছু লিখেছেন, পড়ুন...
আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...
হুম …… আসছে আসছে …….. হয়ত ফিচারগুলো ও কিছুদিনের মধ্যে লিক হবে!