গত বছর আগষ্ট মাসে এক খান Symphony FT 30 মোবাইল কিনি। এই বছর জুলাইয়ে সেটের টাচ নষ্ট হয়ে যায়। কি আর করা, জুলাই ৭ এ গেলাম মহাখালীর Symphony কাষ্টমার কেয়ারে। তারা সেট রেখে দিয়ে বলল, পার্টস নাই, টাইম লাগবে। তো দিলাম টাইম। তারা ডেলিভরী ডেট দিল জুলাই ২২ তারিখ। সেই ২২ তারিখ আজও আসল না। এখনো নাকি তাদের পার্টস আসে নাই।
আরে ধান্দাবাজি করার একটা লিমিট থাকে। তোরা পার্টস না রাইখা Warranty দেস কেন ভাই?
আমি raihanjitu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দালালরা off যান। প্রমান চাইলে দিতে পারি। আপনার mail address দিলে invoice no. দেই। আপনি খোজ নেন। এটাও লাগবে না। আপনি শুধু Symphony তে কল দিয়া জিগান আপনার FT30 মোবাইলের টাচ ঠিক করতে কয় দিন লাগবো।