সামসাং গ্যালাক্সি এস টু মোবাইল নতুন কেনা অবস্থায় এন্ড্রয়েড ২.৩.X দেয়া থাকে। ব্যবহারকারীদের কি পুরাতন সংস্করন (এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম) এ মন কে সান্তনা দিতে পারে? হুউম অবশ্যই না! কারন জুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে সব কিছুই আপগ্রেড করা রাখা প্রয়োজন।
আগের এন্ড্রয়েড ২.৩.X সংস্করণের চেয়ে নতুন এন্ড্রয়েড ৪.০ তে রয়েছে অনেক বেশি সুবিধা ও ভালো গতি সম্পন্ন। আর সেই কারনেই অনেকেই এন্ড্রয়েড নতুন সংস্করণে আপগ্রেড করে নিয়েছে তাদের প্রিয় মোবাইল ফোনটি।
টিউটোরিয়ালটি প্রথম প্রকাশঃ TutorialFor.Me
মনে রাখবেনঃ আপনি যখন আমার লেখা এই টিউটোরিয়াল অনুযায়ী কাজ করবেন তখন আপনার মোবাইলে যেকোনো ধরনের বিঘ্ন ঘটতে পারে। তাই আপনার প্রিয় মোবাইল ফোন এর কোন ধরনের সমস্যা হলে আমি অথবা সাইট কতৃপক্ষ দ্বায়ি থাকবেনা। চাইলে আপনি আপনার মোবাইলের রিস্ক নিন অথবা এই টিউটোরিয়াল এড়িয়ে চলুন (আরোও জানুন)
প্রথমে এই লিংক থেকে ডাউনলোড করুন এন্ড্রয়েড আইসক্রিম স্যান্ডউইচ ৪ অফিসিয়ালি সংস্করন আপনার (সামসাং গ্যালাক্সি এ টু) মোবাইল এর জন্য। আপনি চাইলে অনান্য সংস্করণ অথবা কান্ট্রি/কেরিয়ার নির্বাচন করেও ডাউনলোড করতে পারেন স্যামমোবাইল থেকে। এর আপনার মোবাইলকে এন্ড্রয়েড নতুন সংস্করণ ৪ এ আপগ্রেড করার জন্য প্রয়োজন হবে ওডিন সফটওয়্যার এর তাই ওডিন ডাউনলোড করতে এই লিংক এ ভিজিট করুন।
প্রথম ধাপঃ প্রথম লিংক থেকে ডাউনলোড করা জিপ ফাইল থেকে .md5 ফাইলটি কে বের করে আপনার কম্পিউটার এর যেকোনো একটি ফোল্ডার এ রাখুন। দ্বিতীয় লিংক থেকে ডাউনলোড করা ওডিন সফটওয়্যারটিও আনজিপ করুন এবং অডিন সফটওয়্যার টি (Odin3 v3.04.exe) চালু করুন। তাহলে নিচের ছবির মত আসবে।
মনে রাখবেনঃ আপনার মোবাইলে অবশ্যই ৫০% এর বেশি চার্জ করে রাখবেন, নাহলে আপনার ফোনের জন্য বিপদজনক হতে পারে।
দ্বিতিয় ধাপঃ এখন আপনার মোবাইলটির সকল ধরনের তথ্য ও ডাটা (গান, কল লগ, ভিডিও, ছবি, কন্টাক্ট লিস্ট) অন্যত্রে ব্যাকআপ রাখুন। তারপরে আপনার মোবাইল টিকে বন্ধ করুন তার পর ডাউনলোড অবস্থায় চালু করুন।
ডাউনলোড অবস্থায় নিয়ে আসতে আপনাকে প্রথমে “Settings > Applications > Development > USB Debugging” টিক দিতে হবে তারপর আপনার ফোন সম্পুর্ন রুপে বন্ধ করতে হবে, এবং নতুন করে চালু করার সময় Volume Down + Menu Key + Power Switch চাপ দিন তাহলে কিছু আপনাকে ওয়ার্নিং দিবে ডাউনলোড কনফার্ম করার জন্য Volume Up বাটনে চাপ করুন।
তৃতীয় ধাপঃ ডাউনলোড মুডে ফোনটি চালু করার পরে আপনার ইউএসবি কেবল দিয়ে আপনার পিসিতে কানেকশন করুন। নিচের ছবিতে অনুসরণ করুন।
১) আপনার মোবাইল সফল ভাবে আপনার কম্পিউটারে সংযোগ পেলে এমন দেখাবে। যদি না দেখায় তাহলে আবার ভালবাবে ডাউনলোড মুডে চালু করে আপনার কম্পিউটারে সংযোগ দেয়ার চেস্টা করুন।
২) প্রথম লিংক থেকে ডাউনলোড কৃত ফাইলের মধ্যে থেকে যে .md5 ফাইল টি বের করেছিলেন তা PDA তে টিক দিয়ে ওপেন করুন। এরপরে Start বাটনে ক্লিক করুন। কয়েক মিনিটের মধ্যেই আপনার ফোনে নতুন Firmware টি আপনার মোবাইল এ ডাউনলোড হয়ে যাবে।
আপনার মোবাইল এ যখন নতুন Firmware ডাউনলোড হবে তখন এই রকম অবস্থা চলতে থাকবে। এবং কিছুক্ষন চলবে।
আপনার মোবাইলে সফলভাবে Firmware ডাউনলোড হয়ে গেলে এই রকম দেখাবে।
তৃতীয় ধাপঃ (যদি প্রয়োজন হয়) অনেক সময় নতুন Firmware ফোনে ডাউনলোড করলে হয়তো ফোন বুট করতেও না পারে। তাই আপনাকে আপনার মোবাইল কে রিকভারি মূডে চালু করে হার্ড রিসেট করতে হবে।
রিকভারি মুডে চালু করার জন্য আপনাকে Volume Up + Menu + Power Switch এ চাপ দিন তারপরে ১) Wipe Data/Factory Reset নির্বাচন করুন। ২) Wipe Cache নির্বাচন করুন এবং সবশেষে Reboot System Now. নির্বাচন করুন দেখবেন আপনার ফোন সফল ভাবে চালু হয়ে গেছে 🙂
আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই সামসাং গ্যালাক্সি এস টু এর বাংলাদেশি দাম এবং ইন্ডিয়ান কত বলতে পারেন????????