সামসাং গ্যালাক্সি এস টু মোবাইল এ যেভাবে এন্ড্রয়েড ৪.০.৪ (Ice Cream Sandwich) ইন্সটল/আপগ্রেড করবেন…


সামসাং গ্যালাক্সি এস টু মোবাইল নতুন কেনা অবস্থায় এন্ড্রয়েড ২.৩.X দেয়া থাকে। ব্যবহারকারীদের কি পুরাতন সংস্করন (এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম) এ মন কে সান্তনা দিতে পারে? হুউম অবশ্যই না! কারন জুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে সব কিছুই আপগ্রেড করা রাখা প্রয়োজন।

আগের এন্ড্রয়েড ২.৩.X সংস্করণের চেয়ে নতুন এন্ড্রয়েড ৪.০ তে রয়েছে অনেক বেশি সুবিধা ও ভালো গতি সম্পন্ন। আর সেই কারনেই অনেকেই এন্ড্রয়েড নতুন সংস্করণে আপগ্রেড করে নিয়েছে তাদের প্রিয় মোবাইল ফোনটি।

টিউটোরিয়ালটি প্রথম প্রকাশঃ TutorialFor.Me

ইন্সটল পদ্ধতিঃ

মনে রাখবেনঃ আপনি যখন আমার লেখা এই টিউটোরিয়াল অনুযায়ী কাজ করবেন তখন আপনার মোবাইলে যেকোনো ধরনের বিঘ্ন ঘটতে পারে। তাই আপনার প্রিয় মোবাইল ফোন এর কোন ধরনের সমস্যা হলে আমি অথবা সাইট কতৃপক্ষ দ্বায়ি থাকবেনা। চাইলে আপনি আপনার মোবাইলের রিস্ক নিন অথবা এই টিউটোরিয়াল এড়িয়ে চলুন (আরোও জানুন)

প্রথমে এই লিংক থেকে ডাউনলোড করুন এন্ড্রয়েড আইসক্রিম স্যান্ডউইচ ৪ অফিসিয়ালি সংস্করন আপনার (সামসাং গ্যালাক্সি এ টু) মোবাইল এর জন্য। আপনি চাইলে অনান্য সংস্করণ অথবা কান্ট্রি/কেরিয়ার নির্বাচন করেও ডাউনলোড করতে পারেন স্যামমোবাইল থেকে।  এর  আপনার মোবাইলকে এন্ড্রয়েড নতুন সংস্করণ ৪ এ আপগ্রেড করার জন্য প্রয়োজন হবে ওডিন সফটওয়্যার এর তাই ওডিন ডাউনলোড করতে এই লিংক এ ভিজিট করুন।

প্রথম ধাপঃ প্রথম লিংক থেকে ডাউনলোড করা জিপ ফাইল থেকে .md5 ফাইলটি কে বের করে আপনার কম্পিউটার এর যেকোনো একটি ফোল্ডার এ রাখুন। দ্বিতীয় লিংক থেকে ডাউনলোড করা ওডিন সফটওয়্যারটিও আনজিপ করুন এবং অডিন সফটওয়্যার টি (Odin3 v3.04.exe) চালু করুন। তাহলে নিচের ছবির মত আসবে।

মনে রাখবেনঃ আপনার মোবাইলে অবশ্যই ৫০% এর বেশি চার্জ করে রাখবেন, নাহলে আপনার ফোনের জন্য বিপদজনক হতে পারে।

 দ্বিতিয় ধাপঃ এখন আপনার মোবাইলটির সকল ধরনের তথ্য ও ডাটা (গান, কল লগ, ভিডিও, ছবি, কন্টাক্ট লিস্ট) অন্যত্রে ব্যাকআপ রাখুন। তারপরে আপনার মোবাইল টিকে বন্ধ করুন তার পর ডাউনলোড অবস্থায় চালু করুন।

ডাউনলোড অবস্থায় নিয়ে আসতে আপনাকে প্রথমে  “Settings > Applications > Development > USB Debugging”  টিক দিতে হবে তারপর আপনার ফোন সম্পুর্ন রুপে বন্ধ করতে হবে, এবং নতুন করে চালু করার সময় Volume Down + Menu Key + Power Switch চাপ দিন তাহলে কিছু আপনাকে ওয়ার্নিং দিবে ডাউনলোড কনফার্ম করার জন্য Volume Up বাটনে চাপ করুন।

তৃতীয় ধাপঃ ডাউনলোড মুডে ফোনটি চালু করার পরে আপনার ইউএসবি কেবল দিয়ে আপনার পিসিতে কানেকশন করুন। নিচের ছবিতে অনুসরণ করুন।

১) আপনার মোবাইল সফল ভাবে আপনার কম্পিউটারে সংযোগ পেলে এমন দেখাবে। যদি না দেখায় তাহলে আবার ভালবাবে ডাউনলোড মুডে চালু করে আপনার কম্পিউটারে সংযোগ দেয়ার চেস্টা করুন।

২) প্রথম লিংক থেকে ডাউনলোড কৃত ফাইলের মধ্যে থেকে যে .md5 ফাইল টি বের করেছিলেন তা PDA তে টিক দিয়ে ওপেন করুন। এরপরে Start বাটনে ক্লিক করুন। কয়েক মিনিটের মধ্যেই আপনার ফোনে নতুন Firmware টি আপনার মোবাইল এ ডাউনলোড হয়ে যাবে।


আপনার মোবাইল এ যখন নতুন Firmware ডাউনলোড হবে তখন এই রকম অবস্থা চলতে থাকবে। এবং কিছুক্ষন চলবে।


আপনার মোবাইলে সফলভাবে Firmware ডাউনলোড হয়ে গেলে এই রকম দেখাবে।

তৃতীয় ধাপঃ (যদি প্রয়োজন হয়) অনেক সময় নতুন Firmware ফোনে ডাউনলোড করলে হয়তো ফোন বুট করতেও না পারে। তাই আপনাকে আপনার মোবাইল কে রিকভারি মূডে চালু করে হার্ড রিসেট করতে হবে।

রিকভারি মুডে চালু করার জন্য আপনাকে Volume Up + Menu + Power Switch এ চাপ দিন তারপরে ১) Wipe Data/Factory Reset নির্বাচন করুন। ২)  Wipe Cache নির্বাচন করুন এবং সবশেষে Reboot System Now. নির্বাচন করুন দেখবেন আপনার ফোন সফল ভাবে চালু হয়ে গেছে 🙂

কিছু স্ক্রিনশট

Level 2

আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই সামসাং গ্যালাক্সি এস টু এর বাংলাদেশি দাম এবং ইন্ডিয়ান কত বলতে পারেন????????

আমিনুল ভাই একটা গ্যালাক্সী এস টু কিন্না দেন। 😀
দেখি যদি কখনো কিনি কাজে লাগবে। ধন্যবাদ।

    @মিনহাজুল হক শাওন: ভাই বহুত কস্টে অই একটাই আমি কিনেছিলাম কিন্তু ভাগ্য খারাপ হওয়ায় বেশি দিন ব্যবহার করতে পারলাম না। আছাড় মাইরা ভাইঙ্গা দিছি 🙁 ৪দিন হল। তাই আপনাকে আমি কিনে দিতে পারবো না 😛

Khub e valo tune.Dhonnobad

Level 0

আমিনুল ইসলাম, ICS 4.0.4 I9100XWLPO রোম এ কি বাংলা লেখা ঠিকমত দেখা যায়? জানলে একটু জানাবেন?

    @zia: এই রোম এ বাংলা লেখা দেখা যায় শুধু ওয়েব ব্রাউজারে কিন্তু অন্যান্য অ্যাপ্লিকেশন ভালো দেখা যায়না না, কেমন উলটা পালটা লেখা আসে।

      Level 0

      @আমিনুল ইসলাম: ধন্যবাদ, আমি বর্তমানে ICS 4.0.3 বাংলাদেশী রোম ব্যবহার করছি। যে কোনো এপ্লিকেশন এ বাংলা ভাল দেখা যায়। মায়াবী কিবোর্ড দিয়ে লিখাও যায়। ICS 4.0.4 বাংলাদেশ এর জন্য অপেক্ষা করতে হবে 🙁

Darun hoise. Amin bai

@আমিনুল ভাই আমি Samsung galaxy s i9000 ব্যবহার করি আমি কি ভাবে ICS 4.0 ইন্সটল করব আর আমি এই ব্যাপারে একবারে অনভিজ্ঞ যদি আপনার মোবাইল নম্বর দিতেন উপকার হত। [email protected].

Level New

apnar mulloban phone ta nosto na korte chaile ei tune eriye cholun. Apnader ekta kotha jiges kori apni zodi apnar CD player ke BLURAY DVD player banaye felen tahole ki hobe? Smoothly cholbe ki? ONekei hoyto bolbe otato r ek kotha r eta r ek kotha.. Ha ta obosso thik. Tobu matha thanda raikha kaz koiren 50/60 hazar er ekta mob okaron a nosto koira sas mas mob er mistirir kase dhorna dite hoibo ei Romzan mas a 🙁

    @সুমন: উপরে যথেষ্ট বিজ্ঞপ্তি দেয়া আছে যে এই পদ্ধতি অবলম্বন করলে সমস্যা হতে পারে। তবেঃ আপনি যে সিডি প্লেয়ার কে ব্লু-রে প্লেয়ার এর কথা বলেছেন তা এই টিউটোরিয়াল এর সাথে একদম অযৌক্তিক কথা। কারন এটা সামসাং এর অফিশিয়াল ফার্মওয়্যার তাই এটা নিয়ে কোন সমস্যা হওয়ার কথা না। আশা করি সম্পুর্ন টিউটোরিয়াল আরোও একবার চোখ বুলালে বুঝতে পারবেন।

    -ধন্যবাদ

    @সুমন: আপনি এখানে দেখতে পারেন।

আপনি যদি Samsung Kies ব্যবহার করেন, কিছুদিন পর Samsung নিজ থেকেই update দিয়ে দেয়। যেটা হচ্ছে সবচেয়ে নিরাপদ upgradation process। তাই বলছি Risk নিবেন, নাকি ধের্য্য ধরবেন !

    @মিনহাজ: রিক্স নেয়ার প্রয়োজন নাই! কাইস দিয়ে আপডেট করার সিস্টেম আছে কিন্তু এতদিন পর্যন্ত আমি কোন আপডেট পাইনি তাই ম্যানুয়ালি ইন্সটলেশন পদ্ধতি বেছে নিয়েছি! আর সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি 🙂

      @আমিনুল ইসলাম: ভাই আমি কিন্তু একটা Update পেয়েছি, তবে সহজ একটা Tutorial এর মাধ্যমে উপস্থাপনের জন্য ধন্যবাদ। সামনে হয়ত কাজে লাগতে পারে, তাই প্রিয় টিউন এ রাখছি।

        @মিনহাজ: অভিনন্দন! তবে আমি যে কেনো পাইনি ও পাচ্ছিনা তা আল্লাহই জানেন। যায় হোক ধন্যবাদ!

Custom ROM Install এর জন্য অনেক খাটা-খাটনি করেছি তাই ভাবছিলাম এটা নিয়ে সহজ ভাষায় কিছু লিখব কিন্তু তার আগেই আপনি বাজিমাত করে ফেললেন। যাক, আপনার লেখাটা অনেক ভাল হয়েছে, আশা করছি আরও সুন্দর Post পাব ভবিষ্যৎএ..।

    @বাপ্পী: হুউম! তবে এটা কাস্টম রোম নয়, এটা অফিসিয়ালি ফার্মওয়্যার। চেস্টা করছি আরোও সুন্দর টিউটোরিয়াল উপহার দেব আপনাদের।

    ধন্যবাদ!

আছাড় মারার আগে আমাকে দিয়ে আছাড় মারতেন 🙁 ভাবছি এক্সপেরিয়া মিনি প্রো কিনবো। সেটায় আইসিএস নিবো। তখন আপনার নিয়ম ট্রাই করতে হবে।

আমিনুল ভাই, আপনার টিউনটা পড়ে খুবি আশাবাদী হয়েছিলাম। কিন্তু মন সায় দিচ্ছে না। তারচেয়ে ভালো ধের্য্য ধরি। কাস্টম রম ইন্সটল না করাই ভালো। তবে আপনার টিউন খুবি ভালো হয়েছে। যদি কেউ এই ভাবে আপডেট করে থাকেন জানাবেন। তাহলে হয়তো রিস্ক নিব।

    @সাহেবুল: হুউম, ভালো তবে এটা অফিয়ালি ফার্মওয়্যার তাই সেই রকম কোন সমস্যা হওয়ার কথা না। আমার নিজের মোবাইল এ ইন্সটল করেই পরীক্ষা করে আপনাদের সাথে শেয়ার করেছি। উপরের স্ক্রিনশট গুলো আমার মোবাইল ফ্ল্যাশ দেয়ার সময়ে নিয়েছিলাম 🙂

সব Android user দের একসাথে করার জন্য একটা facebook group করলাম। তাহলে বিভিন্ন সমস্যা সমাধানে আমরা একে অপরকে সাহায্য করতে পারবো। Android Users Of Bangladesh https://www.facebook.com/groups/344935305584673/

Level 0

vai ami amar android set a google play store a sing in korte pari na but sob kaj hoy net o chole sudhu google play te log in korte pari na,ekhon ki korbo bolle upokrito hotam

    @fuad: আপনি যদি আপনার জিমেইল এ লগইন করেন তাহলে সেটা স্বয়ংক্রিয় ভাবে আপনার গুগল প্লে স্টোর এও সাইন-ইন হয়ে যাবে এক্ষেত্রে কনো সমস্যা হওয়ার কথা না।

fuad vai.. Set ta kar sotti bolen..?? google account ar password na janle remove kora pray osomvob. Android 2.3.3 version ar akta set ar account remove korecilam.. Apner version koto?? factory reset dileo passeord remove hoy na.. Ar nijer account ar password nije vule gele ar theke bad luck ar karo nai…

    @সাহেবুল: ডিফল্ট একাউন্ট রিমোভ করতে চাইলে রিকোভারি মুডে চালু করে Wipe Data/Factory Reset করে দিলেই হয়ে যাবে। উপরে নিয়ম দেয়া আছে দেখুন।

      @সাহেবুল: এক্ষেত্রে মনে রাখতে হবে আপনার মোবাইল এর সকল ধরনের ডাউনলোড করা সফটওয়্যার গুলো মুছে যাবে।

@আমিনুল ভাই, আমার জানা মতে Factory Reset করেও কাজ হয় না। আমি একি বিপদে পরেছিলাম। এবাপারে একটা Tune ও আছে আমার https://www.techtunes.io/mobileo/tune-id/104795

wow. nice, amar mone hoy hobe

Vai amr apner mobile num ta please mail koren/ sms: [email protected] (01911768948)

আমিনুল ইসলাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সাথে সাথে আমাকে এসএমএস করার জন্য। আপনার সাথে কথা বলেই আমার G S II আপডেট করে ফেললাম। ভালই লাগছে। এখন পর্যন্ত কোন সমস্যা ও পাইনি। আগে menu+power button চেপে screen short নেয়া যেতো, সেটা যাচ্ছে না। তবে এটা কোন ব্যাপারই না। আপডেট করার পর সেট চালু হচ্ছিলনা। আপনার কথা মত Wipe Data/Factory Reset করার পর চালু হয়ে গেছে :)। আমি আপনাকে ধন্যবাদ দিবো ভেবে ফোন দিতে যেয়ে দেখি সব এসএমএস ডিলিট হয়ে গেছে (Factory Reset)। তবে সব আপ্পস আমার কাছে ব্যাকআপ আছে। তাই এখানেই আপনাকে ধন্যবাদ দিচ্ছি। শুভ রাত্রি।

    @সাহেবুল: এখনো স্ক্রিনশট নেয়া যায়। আমি পরীক্ষা করে দেখেছি কোন সমস্যা নাই। আপনি ভালো করে চেস্টা করুন স্ক্রিনশট নেয়া সম্ভব। আমাকে আপনি ফেসবুকে পাবেন আর ফেসবুক থেকেই ম্যাসেজ পাঠিয়েছিলাম 🙂 সফলভাবে এন্ড্রয়েড আপগ্রেড হয়েছে জেনে খুশি হলাম আপনাকে নতুন এন্ড্রয়েড এ অভিনন্দন।

স্ক্রিনশট নেয়া যাচ্ছে। আসলে গত রাতে কয়েকবার চেষ্টা করে ও কেনো জানি পারলাম না। lol..

Level 0

complicated

Level 0

অনেক সুন্দর একটা পোস্ট। আশা করছি সামনে আরো ভাল জিনিস পাব।

Level 0

@আমিনুল vai apnar contect number ta ektu dile khub upokar hoy

Level 0

আমার Samsung Galaxy S2 gt-I9100g ফোনটি রুট করতে পারতেছি না
সেটির অ্যান্ড্রয়েড ভারসন (Android 2.3.6) আমাকে দয়াকরে রুট করার উপায়টি বলবেন।
উপরের সব গুলোই ট্রাই করেছি কিন্তু হচ্ছে না।