মোবাইল ফোনে ভয়েস ডাউয়ালিং সুবিধা আমরা প্রায় ১০ বছর আগেই পেয়েছি। কিন্তু ইদানিং আমরা GPRS কিম্বা WiFi ব্যাবহার শুরু করে দিয়েছি। পথেঘাটে কিম্বা বন্ধুদের সঙ্গে কোনো বিতর্ক কিম্বা আড্ডায়, হঠাৎ করেই নানা তথ্যের প্রয়োজন পড়তে পারে। কিম্বা ধরুন কোনো ব্রেকিং নিউজ কানে এলো অথচ আপনি টিভির সামনে নেই। তখন কি করবেন? নিজের বক্তব্যের সাপোর্টে সাইবার ক্যাফে গিয়ে তথ্যটি গুগল সার্চ করবেন নাকি বাড়ি পালাবেন নিউজ দেখতে? নাঃ, এখন আর সেই ঝামেলা করতে হবেনা। গুগল ভয়েস সার্চ দিয়েই প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন নিজের অতি প্রিয় মোবাইল ফোনেই। এবং, যারা ইতিমধ্যেই GPRS/WiFi সুবিধা ব্যাবহার করছেন, তাদের জন্য আরো সুখবর যে গুগল নিয়ে এসেছে ভয়েস সার্চ সুবিধা। অর্থাৎ, SMS লেখার মতো আর কীপ্যাডে লিখে সার্চ নয়! কি জানতে চান, কিসের ছবি চান, মুখেই বলুন, গুগল তা খুঁজে দেবে আপনার জন্য।
আপাতত এই সুবিধাটি Android, BlackBerry, iPhone, and s60 ফোনের ব্যাবহারকারীদের জন্যই প্রাপ্ত হবে। মোবাইল ব্রাউজার থেকে চলুন http://www.google.com/mobile/products/search.html#p=default ঠিকানায়, আপনার স্থানীয় ভার্শানের জন্য ড্রপ ডাউন মেনু থেকে দেশ বাছাই করে নিন এবং মোবাইল নম্বর দিয়ে দিন। আপনার মোবাইলে চলে আসবে ডাউনলোড লিঙ্ক। কিম্বা, সরাসরি মোবাইল থেকে m.google.com/search ঠিকানায় গিয়েও তা করতে পারেন। ছোট্ট একটি এপ্লিকেশান ডাউনলোড হবে। Install করুন ফোন মেমোরি'তে। এর পরেই ফোন রিস্টার্ট করুন। ব্যাস, আপনি এবারে তৈরী ভয়েস সার্চের জন্য!
বেশিরভাগ ফোনেই পাবেন পেনসিল আঁকা একটি বোতাম, সেটিই হবে আপনার ওয়ান-টাচ সার্চ বোতাম। যখন ভয়েস সার্চ করবেন, তখন শুধু Call করার সবুজ বোতাম চেপে কথা বলবেন কি জানতে চাইছেন, তাহলেই সার্চ রেজাল্ট পেতে থাকবেন। আপাতত বাংলায় এই সুবিধা নেই, তাই ইংরাজীতেই সার্চ করতে হবে। স্বাভাবিক গুগল সার্চের মতোই এতেও ওয়েব, ইমেজ, নিউজ ইত্যাদি ট্যাব থাকবে। কিন্তু আপনি যদি বলেন "Photos of Dhaka" কিম্বা "Pictures of Dhaka" তাহলে আর আলাদা করে ইমেজ সার্চ ট্যাবে যেতেও হবেনা, সরাসরি ছবির রেজাল্ট পাবেন। পছন্দের ছবিটি ক্লিক করলে তা ফোনে ডাউনলোড করে নিতে পারবেন। (ইচ্ছে করলে এইভাবে পথেঘাটে থেকেই ফোনের ওয়ালপেপার বদলে নিতে পারবেন)
এইভাবে সার্চ করে নিন জরুরী নিউজ, জরুরী টেলিফোন নম্বর, ছবি ইত্যাদি অনেক কিছু। বিতর্ক সভায় কনফিডেন্স নিয়ে যোগ দিন এবং কেউ প্রমাণ চাইলে তথ্যপ্রমাণ দিয়ে দিন নিজের ফোন থেকেই। আশাকরি সুবিধাটি অনেকেরই মনে ধরবে।
আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...
মহিলা টিউনার হিসেবে টেকটিউনসে আপনি স্বাগতম। আমার হিসেবে আপনিই টেকটিউনসের কোয়ালিটি মহিলা টিউনার। কিপ ইট আপ।
thanks reya