সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মধ্যে অনেকেই এ্যাপল এর আইফোন, আইপড কিংবা আইপ্যাড ব্যবহার করছি। পারফরমেন্স ও লংজিবিটির দিক দিয়ে এ্যাপল এর প্রোডাক্টস এর কোন তুলনা হয়না। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আইটিউন্স এ Sync না করেই আইফোন, আইপড কিংবা আইপ্যাড এ আপ্লিকেশন বা গেমস ইন্সটল করা যায় এবং এর সাথে ফাইল ব্রাউজ, Cydia Deb অ্যাপস ইন্সটল ইত্যাদি করা যায়।
১. প্রথমেই এখান থেকে আইটিউন্স এর লেটেস্ট ভার্সন নামিয়ে পিসিতে ইন্সটল করে নিনঃ
২. আপনার প্রোডাক্সটি জেইল্ব্রেক করা থাকতে হবে (জেইল্ব্রেক ও আনলক গাইড পরবর্তী টিউন এ দিবো)।
৩. ফোনের মেনু থেকে Cydia রান করে এই Tweaks গুলো ইন্সটল করে নিনঃ
OpenSSH
Appsync for 3+/4+/5+ (firstly add this Source : http://cydia.hackulo.us/)
৪. এবার আইফোন/আইপড/আইপ্যাড রিস্টার্ট করে নিন।
৫. এখান থেকে iFunbox নামক সফটওয়্যারটি নামিয়ে নিনঃ
৬. আপনার ফোনটি পিসিতে কানেক্ট করুন।
৭. আইটিউন্স রান হলে এটা Close করে দিন।
৮. এবার iFunbox রান করুন।
এখানে,
১- Install App এখানে ক্লিক করে .ipa ফাইল ব্রাউজ করে গেমস ও অ্যাপস ইনস্টল করতে পারবেন।
AppStore এর সকল জনপ্রিয় Cracked গেমস ও অ্যাপ্লিকেশন (.ipa ভার্সন) ডাউনলোড করতে এখানে যান।
২- App File Sharing এই ট্যাবে ক্লিক করে আপনি ফাইল শেয়ারিং সাপোর্টেড অ্যাপস এ ফাইল অ্যাড বা রিমুভ করতে পারবেন।
যেমনঃ AVplayer এ যেকোন ফরম্যাট এর ভিডিও অ্যাড করে তা Avplayer দিয়ে আইফোনে দেখতে পারবেন।
৩- Camera ট্যাবে আপনার তোলা ছবি গুলো পাবেন (নতুন ছবি অ্যাডও করতে পারবেন)।
৪- এখান থেকে নতুন Wallpaper যুক্ত করতে পারবেন।
৫- এখানে Cydia Tweaks এর ডাউনলোডকৃত Cracked .deb ফাইল ইন্সটল করতে পারবেন (এক্ষেত্রে আইফোন/আইপড/আইপ্যাড একবার রিস্টার্ট করতে হবে)।
৬- নতুন রিংটোন ( .m4r 30 seconds) অ্যাড করতে পারবেন।
৭- রেকর্ডকৃত অডিও পাবেন।
৮- এটা হল ফাইল ব্রাউজার। এটা দিয়ে আপনার ফোনের System, Raw, Root, Hidden ইত্যাদি ফাইলসমূহ ব্রাউজ করতে পারবেন (Add/Remove/Modify)।
টিউনটি যথাসম্ভব গুছিয়ে লেখার চেষ্টা করেছি। কিছু বুঝতে সমস্যা হলে বা জানার থাকলে কমেন্ট করবেন মাস্ট...!!!
সামনে আসছি "আইফোন/আইপড/আইপ্যাড জেইলব্রেক ও আনলক" এর মেগা টিউন নিয়ে। আপনারা যারা জেইল্ব্রেক বা আনলক নিয়ে সমস্যায় আছেন, তারা কমেন্টে আপনার ফোনের সফটওয়্যার ভার্সন, বেইসব্যান্ড /মডেম ফার্মওয়্যার ভার্সন পোস্ট করুন। ইনশাল্লাহ এগুলোর সর্বশেষ তথ্য নিয়ে হাজির হব আপনাদের সামনে।
আজ এই পর্যন্তই...ধন্যবাদ।
আমি ওয়াহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 178 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধইন্না! 😀