আইফোন/আইপড/আইপ্যাড- এ সহজেই ইন্সটল করুন অ্যাপস, গেমস এবং অনেককিছু…!!!

টিউন বিভাগ আইপড
প্রকাশিত

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মধ্যে অনেকেই এ্যাপল এর আইফোন, আইপড কিংবা আইপ্যাড ব্যবহার করছি। পারফরমেন্স ও লংজিবিটির দিক দিয়ে এ্যাপল এর প্রোডাক্টস এর কোন তুলনা হয়না। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আইটিউন্স এ Sync না করেই আইফোন, আইপড কিংবা আইপ্যাড এ আপ্লিকেশন বা গেমস ইন্সটল করা যায় এবং এর সাথে ফাইল ব্রাউজ, Cydia Deb অ্যাপস ইন্সটল ইত্যাদি করা যায়।

১. প্রথমেই এখান থেকে আইটিউন্স এর লেটেস্ট ভার্সন নামিয়ে পিসিতে ইন্সটল করে নিনঃ

Itunes 10.6.3 Download

২. আপনার প্রোডাক্সটি জেইল্ব্রেক করা থাকতে হবে (জেইল্ব্রেক ও আনলক গাইড পরবর্তী টিউন এ দিবো)।

৩. ফোনের মেনু থেকে Cydia রান করে এই Tweaks গুলো ইন্সটল করে নিনঃ

OpenSSH

Appsync for 3+/4+/5+ (firstly add this Source : http://cydia.hackulo.us/)

৪. এবার আইফোন/আইপড/আইপ্যাড রিস্টার্ট করে নিন।

৫. এখান থেকে iFunbox নামক সফটওয়্যারটি নামিয়ে নিনঃ

iFunbox

৬. আপনার ফোনটি পিসিতে কানেক্ট করুন।

৭. আইটিউন্স রান হলে এটা Close করে দিন।

৮. এবার iFunbox রান করুন।

এখানে,

১- Install App এখানে ক্লিক করে .ipa ফাইল ব্রাউজ করে গেমস ও অ্যাপস ইনস্টল করতে পারবেন।

AppStore এর সকল জনপ্রিয়  Cracked গেমস ও অ্যাপ্লিকেশন (.ipa ভার্সন) ডাউনলোড করতে এখানে যান

২- App File Sharing এই ট্যাবে ক্লিক করে আপনি ফাইল শেয়ারিং সাপোর্টেড অ্যাপস এ ফাইল অ্যাড বা রিমুভ করতে পারবেন।

যেমনঃ AVplayer এ যেকোন ফরম্যাট এর ভিডিও অ্যাড করে তা Avplayer দিয়ে আইফোনে দেখতে পারবেন।

৩- Camera ট্যাবে আপনার তোলা ছবি গুলো পাবেন (নতুন ছবি অ্যাডও করতে পারবেন)।

৪- এখান থেকে নতুন Wallpaper যুক্ত করতে পারবেন।

৫- এখানে Cydia Tweaks এর ডাউনলোডকৃত Cracked .deb ফাইল ইন্সটল করতে পারবেন (এক্ষেত্রে আইফোন/আইপড/আইপ্যাড একবার রিস্টার্ট করতে হবে)।

৬- নতুন রিংটোন ( .m4r 30 seconds) অ্যাড করতে পারবেন।

৭- রেকর্ডকৃত অডিও পাবেন।

৮- এটা হল ফাইল ব্রাউজার। এটা দিয়ে আপনার ফোনের System, Raw, Root, Hidden ইত্যাদি ফাইলসমূহ ব্রাউজ করতে পারবেন (Add/Remove/Modify)।

টিউনটি যথাসম্ভব গুছিয়ে লেখার চেষ্টা করেছি। কিছু বুঝতে সমস্যা হলে বা জানার থাকলে কমেন্ট করবেন মাস্ট...!!!

সামনে আসছি "আইফোন/আইপড/আইপ্যাড জেইলব্রেক ও আনলক" এর মেগা টিউন নিয়ে। আপনারা যারা জেইল্ব্রেক বা আনলক নিয়ে সমস্যায় আছেন, তারা কমেন্টে আপনার ফোনের সফটওয়্যার ভার্সন, বেইসব্যান্ড /মডেম ফার্মওয়্যার ভার্সন পোস্ট করুন। ইনশাল্লাহ এগুলোর সর্বশেষ তথ্য নিয়ে হাজির হব আপনাদের সামনে।

আজ এই পর্যন্তই...ধন্যবাদ।

Level 0

আমি ওয়াহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 178 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধইন্না! 😀

আমি এক কথায় অ্যাপেল এর চরম পাগল… কিন্তু যা হয় আর কি…ক্ষমতা এখনো হয়নি। কোন দিন হলে আপনার এই বুদ্ধি কাজে লাগাব। 🙂 কিনতে না পারলে কি হবে বানিয়েছি অ্যাপেল নিয়ে একটা ব্লগ। http://www.inews247.blogspot.com (যদি লিংক শেয়ার করা স্পাম হয় তাহলে আমি ডিলিট করে দিব @এডমিন)

Level 0

vaijan iphone use kori onk bochor theke.r ei phone nia onk jamelay o porsi.techtunes vaider kache help cheye kokhono help paini.aj apner kache help chaisi..iphone 4s usa te use korto.ekhon italy te sim lagaile no service ase.kivabe somadhan korbo janale onk happy hobo..

    @sim00ne: আপনার ফোন সম্ভবত Carrier Locked। আপনার ফোনের IMEI No. টা জানালে এর লক স্ট্যাটাস টা দেখতে পারতাম। *#06# অথবা Settings-General-About-IMEI এ গেলে IMEI পাবেন। আর আইফোন 4S এর জন্য এখনও সফটওয়্যার বেইসড কোন আনলক solution বের হয়নি। এর জন্য হার্ডওয়্যার বেইসড আনলক আছে। শুধুমাত্র অরিজিনাল Gevey Ultra S (৩১.৯৯$) সিম ইউজ করে এটাতে যেকোন সিম চালাতে পারবেন। প্রোডাক্ট লিঙ্কঃ http://www.applenberry.com/gevey-ultra-s-gsm/
    অথবা, আপনার আইফোনটি ফ্যাক্টরি আনলক করতে পারেন এখান থেকে (চার্জ লাগবে): http://www.officialiphoneunlock.co.uk/iphone_unlock.php
    অথবা
    http://www.applenberry.com/iphone-imei-unlock/ (শুধুমাত্র At&t আইফোন)
    ধন্যবাদ

Level 0

Boroi upokrito hoilam.

Level 0

ধন্যবাদ সুন্দর টিউনের জন্য৤ পরবর্তী টিউনের আশায় রইলাম৤ আমার এটি আইপ্যাড (প্রথম জেনারেশন) এর ব্যটারী নষ্ট হয়ে গেছে সম্ভবত৤ ঢাকার কোন দোকান/সার্ভিস সেন্টারে আইপ্যাড এর ব্যাটারী পাওয়া যেতে পারে আপনার জানা থাকলে একটু উল্লেখ করার অনুরোধ করছি৤

    @Eakram: আপনি বসুন্ধরা সিটিতে খোজ নিতে পারেন, সম্ভবত নিচতলার ডানদিকের দোকানগুলিতে…ধন্যবাদ।

আপনি বসুন্ধরা সিটিতে খোজ নিতে পারেন, সম্ভবত নিচতলার ডানদিকের দোকানগুলিতে…ধন্যবাদ।

Level 0

thax,wahid bro apner shundor information er jonno.apner email address ta jodi den tahole ami imei number send korte partam.

Level 0

r ekti kotha wahid bro,”sam”dia ki iphone 4s cariere unlock kora shomvob???????????

    @sim00ne: SAM দিয়ে এখন আর আনলক করা সম্ভব না (Backup Activation Ticket ছাড়া)। SAM দিয়ে জুনের ১৮-২০ তারিখ (২দিন) শুধু যেকোন আইফোন একটা নির্দিষ্ট নাম্বারের জন্য আনলক করা গেছে। কিন্তু এ্যাপল টের পেয়ে ২ দিন পরেই তাদের Activation Server ব্লক করে দিছে। আমি সৌভাগ্যক্রমে তখন আমার আইফোন ৪ এ আমার ২টি নাম্বারই আনলক করতে পারছিলাম। পরে সিম দুটির Activation Ticket আমার পিসিতে, ওয়েব সার্ভার এ ব্যাকআপ রেখে দিয়েছি ভবিষ্যতের জন্য। সুতরাং আমার ফোন এই দুটি সিমের জন্য এককথায় ফ্যাক্টরি আনলকড হয়ে গেছে 🙂

Level 0

আপনার পোস্টটা অনেকেরই হয়ত কাজে দিবে। তবে যাদের জেইলব্রেক করা নেই, তারা কিছু $ খরচ করে একটা আইটিউন্স কার্ড কিনে নিতে পারেন। তবে আমি ব্যাক্তিগতভাবে জেইলব্রেকের পক্ষপাতী নই। এতে ফোন কিছুটা স্লো হয়ে যায়।

    a@shuvel: কই জেইলব্রেক করলে তো স্লো হয়না…!! তবে অল্প একটু চার্জ বেশি খায়। আর বাংলাদেশে কয়জনই বা টাকা দিয়ে অ্যাপস ও গেমস কিনবে…?? কমেন্টের জন্য ধন্যবাদ।

ভাই-ব্রাদার,
আপনাদের মত IT mobile computer Tech আমারও fascination.
Tech ভালো লাগে। তাই আপনাদের promotional help আশা করছি।
আমি একটা iPhone ব্যবহার করি & PC. যারফলে iOS & Mac অপারেটিং অনেকটা বুঝি । আমার একটা BUSINESS আছে। Apple ID / iTunes ID sale Business। বেকার Student হিসাবে কিছু টাকা পাই । clickbd,বিক্রয় ডটকম, এখানেই ডটকম.-এ আমার ৪ খানা Add চলে । অনুরোধ এই যে, আপনাদের পরিচিত Apple (iphone, ipad, ipod) user’দের আমার কাছ থেকে apple user ID ক্রয় করার আমন্ত্রণ জানাচ্ছি। যদিও জানি যে ব্যাপারখানা ১০০% বাণিজ্যিক। এখানে দেয়া হয়তো অমানাসই। তদুপরি অনেকের মত এটাই আমার BUSINESS.
আশা রাখি ভাই-ব্রাদরদের মতই promotional help পাবো।

আপনার আইফোন, আছে এপ্লিকেশন ডাউনলোড দিতে পাছেন না, মাত্র 100 টাকার বিনিময়ে আইডি খুলে নিন, আপনার একটা জিমেইল আইডি লাগবে,
২ ঘন্টার মধ্যে ডেলিভারী. ফোনের কোনপ্রকার Softwer সমস্যায় আমাকে জানাতে পারেন
So, I may your 100% trusted service provider.

Thank you.