বর্তমানে ফ্রী এসএমএস পাঠানোর জন্যে সবচেয়ে সেরা সাইট হল binu.যদিও আমরা অনেকে binu সর্ম্পকে জানি।কিছু আপডেট জিনিস বিনুতে এড করা হয়েছে। তাই এগুলো জানিয়ে দেবার জন্যেই এই টিউনটি করা।
কিছু তথ্য দেই যারা একবারে জানেন না, আপনি এসএমএস পাঠাতে পছন্দ করেন। তাহলে বিনু দিচ্ছে আপনাকে একদম ফ্রী এসএমএস পাঠানোর সুযোগ।তাই আপনাকে কখনও টাকা খরচ না করে অর্থাত মোবাইল কোম্পানিকে না দিয়ে আপনি নেট কানেকশনের মাধ্যমে খুব সহজে যে কোন মোবাইলে এমনকি বাহিরের দেশেও আপনি ফ্রী এমএমএস পাঠাতে পারবেন।
*** একটা উদাহরণ দেই, ধরুন আপনার 5টি mobile sim আছে। অথবা আপনার পরিচিত কারও আছে। এক্ষেত্রে আপনি প্রতি মোবাইল নাম্বার রেজি: এর জন্যে সপ্তাহে 10টি ফ্রী এসএমএস পাঠানোর জন্যে ক্রেডিট পাবেন।তাহলে 5টি সিমের জন্যে 50টি পাবেন। যত সিম তত এসএমএস. আপনার এই এসএমএস গুলো ভেলিডিটি 7দিন।7দিন পর আবার নতুন করে 10টি এড হয়ে যাবে।এভাবে চলতেই থাকবে।
আপনি যেই নাম্বার দিয়ে রেজি: করবেন, সেই নাম্বারটাই প্রাপকের কাছে যাবে।আপনি চাইলে কারও সাথে একটু ফানও করতে পারেন। তবে অন্যায় করবেন না।
ও আরেকটা কথা , ক্রেডিট ছাড়াও আপনি আনলিমিটেড ফ্রী এসএমএস পাঠাতে পারবেন। তবে এক্ষেত্রে মো্বাইল নাম্বারটি যে নাম দিয়ে রেজি: করবেন, সেই নাম টাই উঠবে এবং একটা টেলিটকের নাম্বার বা অন্য একটা দেশি নাম্বার উঠবে।
লিখাটি একসাথে এই ব্লগে প্রকাশ করা হল
ব্লগে যাওয়ার জন্যে এখানে ক্লিক করুন আপনি এই ব্লগে আরও আপডেট জানতে পারবেন
আমি Kiron Best। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 306 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
*** You are beyond me, I can teach you nothing more. " তুমি আমার চেয়ে বেশি জান, তোমাকে শেখানো মত আমার কিছু জানা নেই "
আপনি বোধ হয় ফি এস এম এস এর কথা সুনেন নি।