আমি iphone ও জেলব্রেক নিয়ে এর আগে কয়েকটা টিউন করেছিলাম। আগের টিউন এ আমাকে কয়েকজন বলেছিল কিভাবে ফ্রি তে PAID APPS ডাউনলোড করা যায় ও পিসি তে ডাউনলোড করা CRACKED APPS গুলো কিভাবে মোবাইল এ নিবো? এছাড়াও ফেসবুক এ ও অনেক প্রশ্ন পেয়েছি এ ব্যাপারে। এতো দিন বিজি ছিলাম তাই লিখতে পারিনি, কিন্তু আজ ভাবলাম লিখেই ফেলি। তাই বসে গেলাম ... হাঁ আপনারা অনেকেই এই পদ্ধতি টা জানেন। এটা আমি লিখেছি শুধু মাত্র যারা জানেন না তাদের জন্য। তাহলে দেখুন------
প্রথমে আপনাকে যা করতেই হবে তা হল জেলব্রেক (JAILBREAK). জেলব্রেক কিভাবে করবেন তা নিয়ে এখানে আমার একটা পোস্ট আছে যেখানে আমি সবচেয়ে সহজ ভাবে দেখিয়েছি কিভাবে জেলব্রেক করতে হয়।
ধরে নিলাম আপনার ডিভাইস টি জেলব্রেক করা। এখন আমরা সামনে আগাচ্ছি... আমি আমার ipod 4 থেকে দেখাচ্ছি কারন iphone এ iOS 6 BETA ইউজ করছি যার ফাইনাল জেলব্রেক তা আসেনি তবে অ্যাপল ওটা অফিসিয়াল ভাবে রিলিজ করার ২-৩ দিন এর মধ্যেই এসে পরবে ওটার জেলব্রেক।
এখন আমাকে অনুসরণ করুন ও সহজলভ্যতার জন্যে ইমেজ গুলো ফলো করতে পারেন। ভয় পাবেন না এটা অনেক সহজ কাজ।
প্রথমে আপনার HOMESCREEN থেকে CYDIA তে প্রবেশ করুন।
CYDIA তে প্রবেশ করার পর নিচের ছবির মতো পাবেন।
এবার Manage নামক ট্যাব টিতে যাবো আমরা। যাওয়ার পর আমরা এরকম পাবো। ওখান থেকে আমরা PACKAGE এ প্রবেশ করবো। দুইটি ধাপ ছবিতে দেখুন-
SORRY... আমার ভলিউম বাঁটন এ চাপ পরে গেছিলো সামহাউ। এবার উপরে ডান কর্নার থেকে Edit এ টাচ/ক্লিক করুন। করার পর দেখবেন নিচের লাইন এর লিংকস গুলোর সাথে ডিলিট অপশন দেখা যাচ্ছে। নাহ এগুলা দেখতে হবেনা। উপরে বাম কর্নার এ দেখেন Add আছে। ওটায় যান। তারপর স্ক্রিন এ ছোট একটা লিখার মতো ফরম পাবেন মানে একটা লিঙ্কস ইনপুট করার অপশন পাবেন। ওটার মধ্যে লিখবেন- cydia.hackulo.us । না পারলে নিচের ছবিতে দেখুন-
লিখার পর Add Source এ টাচ করুন। তারপর একটা ওয়ার্নিং মেসেজ পাবেন স্ক্রিন এ। খুব মজার একটা কথা লিখা চাইলে পরতে পারেন অথবা সোজা Add Anyway তে টাচ করে দিন। হাঁ পড়বেন আপনি? পড়ার পর ও কিন্তু Add Anyway তে দিতে হবে। তারপর একটা ব্লাক স্ক্রিন পাবেন কারন Cydia ওই লিংকস এর ফাইল গুলু কে তার ভিতর লোড ও লিস্টেড করবে। তাহলে এই দুটো ধাপ ও দেখে নিন ছবিতে।
এই ব্লাক স্ক্রিন টি কিছুটা সময় নিবে ও প্রয়োজনীয় জিনিস গুলো লোড করবে। ভয় পাবেন না... আর আপনার যদি হাই স্পিড ইন্টারনেট থাকে তাহলে কয়েক সেকেন্ড সময় নিবে। তারপর কনফার্মেশন হিসেবে একটা বাঁটন পাবেন অটাতে লিখা থাকবে Back to Cydia । এটা পেলে মনে করবেন যে লোড করা হয়েছে। সো এটাতে টাচ করে দিন। এখন আপনি নিচের ছবিতে ফিরে যাবেন।
ওখানে দেখুন Hackulo.us নামক একটা লিংকস যোগ হয়েছে। এবার অটাতে যান। ওটার ভিতরে দেখুন Installous 5 নামক একটা কিছু আছে। অটাতে গিয়ে তা ইন্সটল করে নিন।
ইন্সটল কমপ্লিট হলে HOMESCREEN এ ফিরে যান। দেখুন Installous নামক একটা APP এসেছে। নিচের ছবিতে দেখুন আমার সবার শেষের APP টা ওটা।
আমাদের কাজ প্রায় শেষ। এখন ফ্রি তে ডাউনলোড করার পালা। হাঁ ঠিক ধরেছেন!!! এখন আমি এই Installous নামক APP টিতে প্রবেশ করবো। করার পর আমরা Browse অপশন এ গিয়ে সবগুলা APPS তাদের সার্ভার থেকে আমার ডিভাইস এ লিস্ট করে নিবো। দেখুন-
তারপর আপনার পছন্দ অনুযায়ী APPS ডাউনলোড করতে পারবেন এখান থেকে। ধরে নিলাম আপনি Angry Bird Space এর ফুল ভার্সন টি ডাউনলোড করবেন। কিভাবে করবেন টা দেখুন-
প্রথমেই সার্চ অপশন এ গিয়ে আপনার কাংখিত APPS অথবা Games এর নাম অথবা নামের কিছু অংশ লিখুন।
তারপর টা অনুযায়ী লিস্ট পাবেন। লিস্ট থেকে বেছে নিন আপনার APPS টি। এই ধাপ দুটি ছবিতে দেখুন-
এবার ডাউনলোড বাঁটন এ টাচ করুন। করার পর কিছু অপশন পাবেন ডাউনলোড সোর্স এর। কারন এই সবগুলা APPS নানা রকম ফাইল শেয়ারিং সাইট এ হোস্ট করা। ওখান থেকে যেকোনো একটা অপশন বেছে নিয়ে তাতে টাচ করুন। তারপর ইমেজ ভেরিফিকেসন পাবেন। দেখুন ছবিতে-
এবার ভিরিফিকেশন শেষ করে ফাইল শেয়ারিং এর সাইট থেকে ডাউনলোড করে নিন। যখন ডাউনলোড হতে থাকবে অথবা হয়ে যাবে তখন Download ট্যাব এ দেখতে পাবেন সেই APP টি। তারপর সেটা এখন আমরা আমাদের ডিভাইস এ ইন্সটল করবো। নাহ ভাই আর জ্বালাবো না এটাই শেষ ধাপ। দেখুন তাহলে ছবিতে-
APP এ টাচ করার পর এরকম পাবেন। এখন এখান থেকে install এ দিলেই ইন্সটল হয়ে যাবে।
ইন্সটল শেষ হয়ে গেলে HOMESCREEN এ ফিরে যান। দেখুন এসে গেছে!!!!!
এই হল শেষ আমাদের ফ্রি তে ইন্সটল করা। হাঁ পোস্ট এর শুরুতে আমি একটা কথা বলেছিলাম যে কিভাবে CRACKED APPS পিসি থেকে মোবাইল এ নিবেন আই মিন SYNC করবেন। নাহ আর কিছু করতে হবেনা। Installous যখন আমরা ইন্সটল করেছিলাম Cydia থেকে তখন ওই Tweak টাও ইন্সটল হয়ে গেছে। সুতরাং এখন আপনি পিসি থেকে যেকোনো ডাউনলোড করা APPS ইন্সটল করতে পারবেন।
হাঁ আমরা পিসি তে অনেকে অনেক টুলস ইউজ করি iphone SYNC এর জন্যে। ওগুলা অনেক উপকারী। তবে আমি বলবো আপনার মোবাইল এর স্বাস্থ্য রক্ষার্থে itunes ই ইউজ করেন।
আমি পোস্ট টি প্রায় ২ ঘণ্টার ও বেশি সময় নিয়ে লিখেছি। কারন প্রতিটা স্টেপ এর ছবি নেয়া, টা আপলোড করা!! কম কথা না!! আর মজার ব্যাপার কি জানেন!!!! আপনারা যারা এই পোস্ট টা পরেছেন তারা প্রায় ৫-৬ মেগাবাইট নেট খরচ করে ফেলছেন পোস্ট টি পরতে। কারন পোস্ট এ দেয়া ইমেজ গুলো অনেক বড় সাইজ এর। আর অনেক ছবি দিয়ে পোস্ট টি করেছি এতে করে অনেকে বিরক্ত হয়েছেন। কি করবো ভাই!! আমি চাই সবাই যাতে পারে। কারো যাতে আমাকে আবার প্রশ্ন না করতে হয় যে এটা ক্যামনে ওটা ক্যামনে!!! তাই একেবারে সহজ করে প্রতিটা ধাপ এর ছবি দিয়ে দিয়েছি। পোস্ট এ কোথাও ভুল হলে আমাকে ধরিয়ে দিবেন অথবা ক্ষমার চোখে দেখবেন প্লিজ।
আর আপনাদের iOS অপারেটিং অথবা iphone,ipod,ipad নিয়ে কিছু জানার ও শিখার থাকলে আমাকে জানাবেন। এছাড়াও andoird নিয়ে কারো কিছু জানার থাকলেও আমাকে পাবেন। আমার পরের পোস্ট টি আপনাদের চাহিদার উপর ভিত্তি করেই করবো। যেমন এই টিউন টি করেছি কারন কম হলেও ২০-২৫ টি মেসেজ পেয়েছি আমি ফেসবুক এ এটা কিভাবে করতে হয় তা নিয়ে লিখতে। আর আমি যদি আপনার কমেন্টস এর উত্তর না দিতে পারি তাহলে আমাকে ফেসবুক এ মেসেজ দিতে পারেন। আমার আইডি- fb.com/infraredprince
অহহ!!! সেহরীর সময় হয়ে গেল!!!! রান্না করতে হবে... আজ যাই... ByE... <3 <3
আমি infraredprince। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বাহ সুন্দর টিউন!
IPHONE Company তো দেখি শ্যাষ!!!! 👿