ইতিমধ্যে আমরা যারা ANDROID ডিভাইস ইউজ করি তারা Jelly Bean এর নাম শুনেছি। অনেকে আবার এটা আমাদের মোবাইল অথবা ট্যাবলেট এ আপডেট ও করে নিয়েছি। কারন গত কাল গুগল এই আপডেট টি তাদের ANDROID অপারেটিং এ রিলিজ করেছে। তবে একটা বিষয় লক্ষ করার মতো যে সব দেশের সব ডিভাইস এ আবার এই আপডেট টি পৌছায় নি। যাদের ডিভাইস ( Supported device) এ পৌঁছেছে তারা Air Update এর মাধ্যমে অলরেডি করে নিয়েছে। কিন্তু আমার মতো হতভাগা যারা আছে তারা অনেকেই Air Update এ এটা পায় নি এবং অপেক্ষার প্রহর গুনছে। আসুন এবার অপেক্ষার কাল শেষ করে কাংখিত Jelly Bean আপডেট করে নেই নেক্সট ১৫ মিনিট এর মধ্যেই। আর আমার সাথে সামনে এগিয়ে আসুন ও আপডেট করুন তারা ই যারা আপনাদের ডিভাইস এর Root System Access করে রেখেছেন আগেই। যদি না করে থাকেন তাহলে আমি যেভাবে বলবো সেভাবে পারবেন না আপডেট করতে এবং আপনাদের Air Update এর জন্যে অপেক্ষা করতে হবে। তবে কিভাবে এন্ড্রয়েড এর ROOTING করবেন তার জন্যে কিছু রিসোর্স দিয়ে দেই যাতে করে নিতে পারেন।
যাই হোক ধরে নিলাম আপনি Root করে নিয়েছেন। এবার সামনে আগাই। এখন আমাদের Android Jelly Bean 4.1 টি আমাদের পিসি তে ডাউনলোড করতে হবে। ডাউনলোড লিংকস টা দিয়ে দিলাম। ভয় পাবেন না এটা অরিজিনাল অফিসিয়াল ভার্সন ফ্রম গুগল। এমনকি এটা গুগল সার্ভার থেকেই আমারা এখন ডাউনলোড করবো।
এটা ১১৪ মেগাবাইট। এবার ডাউনলোড শেষে আপনার ডিভাইস টি পিসি তে কানেক্ট করুন ও Mass Storage Option অন করুন যাতে আপনার ডিভাইস এর স্টোরেজ টি পিসি থেকে এক্সেস করতে পারেন। এবার আমরা যে ফাইল টি ডাউনলোড করলাম তা আমাদের ডিভাইস এর Mass Storage এ কপি করে নিবো । ধরে নিলাম কপি করা শেষ এবং পরবর্তী স্টেপ এ যাই।
এবার হাসিমুখ নিয়ে ডিভাইস টি অফ করুন। তারপর আপনার ডিভাইস এর ভলিউম ও পাওয়ার বাঁটন এর সাহায্যে FastBoot Mode এ প্রবেশ করুন।
কিভাবে এই মুড এ প্রবেশ করতে হয় তা না জানলে নিচের লিংকস এ দেখুন।
আবারও বলে নিচ্ছি এই পদ্ধতির জন্যে আপনার ডিভাইস টি ROOT করা থাকতে হবে এবং ClockWorkMod এনাবল থাকতে হবে। কিভাবে ROOT এবং ClockWorkMod এনাবল করতে হয় তা নিয়ে লিখার সময় আজ নেই তবে আপনাদের লাগলে জানাবেন আমি লিখব পরে তাই একমাত্র যাদের এই দুইটা জিনিস এনাবল আছে তারা আমাকে অনুসরন করুন।
FastBoot mode এ প্রবেশ করার পর এরকম পাবেন আপনার ডিভাইস এ।
এবার আপনার ডিভাইস এর ভলিউম বাঁটন এর সাহায্যে Recovery অপশন টিতে নামুন ও পাওয়ার বাঁটন এর সাহায্যে তা সিলেক্ট করে তাতে প্রবেশ করুন। প্রবেশ করার পর এরকম পাবেন।
এবার যে কাজ টা না করলেই নয় তা হল Backup. সুতরাং উপরের ছবির মতো ওখানে Backup and restore অপশন এ প্রবেশ করে আপনার ডিভাইস এর একটি বেকআপ নিয়ে রাখুন। অনেক ডিভাইস অথবা ভার্সন এ এটি nandroid নামে দেখাতে পারে। ধরে নিলাম বেকআপ করে ফেলেছেন। এবার Back এ আসুন ও Wipe data and factory সেটিং অপশন এর সাহায্যে ডিভাইস এর আগের অপারেটিং টি মুছে ফেলুন। এই ধাপ শেষ হলে আমরা ফাইনাল ধাপ এ যাবো এখন।
এবার আমরা যাবো দ্বিতীয় অপশন টিতে যেটাতে দেখাচ্ছে install zip from sd card . হাঁ এটাতে প্রবেশ করুন। করার পরে অনেক গুলো অপশন আসবে ওখানেও দেখতে পাবেন install zip from sd card এবং তাতে প্রবেশ করুন। এবার আপনার ডিভাইস এর SD কার্ড টি ওখানে শো করবে। এখন আমরা ওই যে আগে ডাউনলোড করা যে ফাইল টি কপি করেছিলাম সেটা সিলেক্ট করে দিবো। দেয়ার পর আমরা ওয়ার্নিং পাবো ও ডিভাইস টি কনফার্মেশন চাইবে যে আসলে আপনি এই পেকেজ টি ইন্সটল করবেন কিনা। ওখানে Yes দিন অথবা Instal **** দিন। এবার ডিভাইস টিকে একটু সময় দিন টা ইন্সটল করতে। আমার প্রায় ৪-৬ মিনিট লেগেছে। এবার আপনার ডিভাইস এ Android Jelly Bean 4.1 ইন্সটল হতে থাকবে। কিছুক্ষন পর দেখবেন যে এটা ইন্সটল হয়ে গেছে এবং আপনি একটি কনফার্মেশন পেলেন। এবার দেখুন উপরে আছে reboot system now. কি ভাবছেন!! কি করবেন!!! আরে ভাই রিবুট করুন এই অপশন এর মাধ্যমে ও ২০-৪০ সেকেন্ড অপেক্ষা করুন।
তারপর দেখবেন উপরের মতো এরকম স্ক্রিন দেখা যাচ্ছে আপনার ডিভাইস এ!!!! ইয়াহু!!!!!!!!!!!! এইতো হয়ে গেল Jelly Bean 4.1!!!!!!!! তারপর ডিভাইস চালু হউয়ার পর আপনার সেটিং গুলো ঠিক করে নিন। আমি এভাবেই করেছি। কারন Air Update টা আমি এখন ও পাই নি। হাঁ এভাবে আপডেট করলে যা হবে Air Update এ করলে তাই হবে কারন আমার ফ্রেন্ড ওভাবে করেছে তারপর আমি তা মিলিয়ে দেখেছি।
অনেক তারাফুরা করে লিখেছি পোস্ট টা তাই কিছু বাদ পরলে অথবা ভুল হলে ক্ষমা করবেন আর ইমেজ গুলা গুগল থেকে নেয়া সুতরাং স্ক্রিন এর ভার্সন পরিবর্তন লক্ষ করতে পারেন ছবিতে।
অ্যাপল এর খুঁটিনাটি ও জেলব্রেকিং টুলস নিয়ে আমি বিজি থাকি। তবে আজ ANDROID এর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করে দিলাম। মোবাইল এর যেকোনো অপারেটিং এর সমস্যা হলে আমাকে পাবেন হেল্প এর জন্যে। নাহ আমি শুধু Android ইউজার না। আমি Java থেকে শুরু করে APPLE iOS পর্যন্ত সবগুলু ডিভাইস ও অপারেটিং ইউজ করি শুধু জানার জন্যে। এখানে কমেন্ট এর রিপ্লে দিতে না পারলে আমাকে এফ বি তে পেতে পারেন। আমার আইডি- fb.com/infraredprince
ধেৎ!!!! ফয়সাল ডাকছে ক্রিকেট খেলতে যেতে হবে... আজ এখানেই রাখছি... bYe... <3
আমি infraredprince। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জিন্জারব্রেড কি আপডেট করা যাবে?