Android Jelly Bean 4.1 আপডেট না পেয়ে থাকলে এখুনি করে নিন।

ইতিমধ্যে আমরা যারা ANDROID ডিভাইস ইউজ করি তারা Jelly Bean এর নাম শুনেছি। অনেকে আবার এটা আমাদের মোবাইল অথবা ট্যাবলেট এ আপডেট ও করে নিয়েছি। কারন গত কাল গুগল এই আপডেট টি তাদের ANDROID অপারেটিং এ রিলিজ করেছে। তবে একটা বিষয় লক্ষ করার মতো যে সব দেশের সব ডিভাইস এ আবার এই আপডেট টি পৌছায় নি। যাদের ডিভাইস ( Supported device) এ পৌঁছেছে তারা Air Update এর মাধ্যমে অলরেডি করে নিয়েছে। কিন্তু আমার মতো হতভাগা যারা আছে তারা অনেকেই Air Update এ এটা পায় নি এবং অপেক্ষার প্রহর গুনছে। আসুন এবার অপেক্ষার কাল শেষ করে কাংখিত Jelly Bean আপডেট করে নেই নেক্সট ১৫ মিনিট এর মধ্যেই। আর আমার সাথে সামনে এগিয়ে আসুন ও আপডেট করুন তারা ই যারা আপনাদের ডিভাইস এর Root System Access করে রেখেছেন আগেই। যদি না করে থাকেন তাহলে আমি যেভাবে বলবো সেভাবে পারবেন না আপডেট করতে এবং আপনাদের Air Update এর জন্যে অপেক্ষা করতে হবে। তবে কিভাবে এন্ড্রয়েড এর ROOTING করবেন তার জন্যে কিছু রিসোর্স দিয়ে দেই যাতে করে নিতে পারেন।

How To Root Android OS 

যাই হোক ধরে নিলাম আপনি Root করে নিয়েছেন। এবার সামনে আগাই। এখন আমাদের Android Jelly Bean 4.1 টি আমাদের পিসি তে ডাউনলোড করতে হবে। ডাউনলোড লিংকস টা দিয়ে দিলাম। ভয় পাবেন না এটা অরিজিনাল অফিসিয়াল ভার্সন ফ্রম গুগল। এমনকি এটা গুগল সার্ভার থেকেই আমারা এখন ডাউনলোড করবো।

JellyBean 4.1 Download

এটা ১১৪ মেগাবাইট। এবার ডাউনলোড শেষে আপনার ডিভাইস টি পিসি তে কানেক্ট করুন ও Mass Storage Option অন করুন যাতে আপনার ডিভাইস এর স্টোরেজ টি পিসি থেকে এক্সেস করতে পারেন। এবার আমরা যে ফাইল টি ডাউনলোড করলাম তা আমাদের ডিভাইস এর Mass Storage এ কপি করে নিবো । ধরে নিলাম কপি করা শেষ এবং পরবর্তী স্টেপ এ যাই।

এবার হাসিমুখ নিয়ে ডিভাইস টি অফ করুন। তারপর আপনার ডিভাইস এর ভলিউম ও পাওয়ার বাঁটন এর সাহায্যে FastBoot Mode এ প্রবেশ করুন।

কিভাবে এই মুড এ প্রবেশ করতে হয় তা না জানলে নিচের লিংকস এ দেখুন।

How to enter Firstboot mode

আবারও বলে নিচ্ছি এই পদ্ধতির জন্যে আপনার ডিভাইস টি ROOT করা থাকতে হবে এবং ClockWorkMod এনাবল থাকতে হবে। কিভাবে ROOT এবং ClockWorkMod এনাবল করতে হয় তা নিয়ে লিখার সময় আজ নেই তবে আপনাদের লাগলে জানাবেন আমি লিখব পরে তাই একমাত্র যাদের এই দুইটা জিনিস এনাবল আছে তারা আমাকে অনুসরন করুন।

FastBoot mode এ প্রবেশ করার পর এরকম পাবেন আপনার ডিভাইস এ।

এবার আপনার ডিভাইস এর ভলিউম বাঁটন এর সাহায্যে Recovery অপশন টিতে নামুন ও পাওয়ার বাঁটন এর সাহায্যে তা সিলেক্ট করে তাতে প্রবেশ করুন। প্রবেশ করার পর এরকম পাবেন।

এবার যে কাজ টা না করলেই নয় তা হল Backup. সুতরাং উপরের ছবির মতো ওখানে Backup and restore অপশন এ প্রবেশ করে আপনার ডিভাইস এর একটি বেকআপ নিয়ে রাখুন। অনেক ডিভাইস অথবা ভার্সন এ এটি nandroid নামে দেখাতে পারে। ধরে নিলাম বেকআপ করে ফেলেছেন। এবার Back এ আসুন ও Wipe data and factory সেটিং অপশন এর সাহায্যে ডিভাইস এর আগের অপারেটিং টি মুছে ফেলুন। এই ধাপ শেষ হলে আমরা ফাইনাল ধাপ এ যাবো এখন।

এবার আমরা যাবো দ্বিতীয় অপশন টিতে যেটাতে দেখাচ্ছে install zip from sd card . হাঁ এটাতে প্রবেশ করুন। করার পরে অনেক গুলো অপশন আসবে ওখানেও দেখতে পাবেন install zip from sd card  এবং তাতে প্রবেশ করুন। এবার আপনার ডিভাইস এর SD কার্ড টি ওখানে শো করবে। এখন আমরা ওই যে আগে ডাউনলোড করা যে ফাইল টি কপি করেছিলাম সেটা সিলেক্ট করে দিবো। দেয়ার পর আমরা ওয়ার্নিং পাবো ও ডিভাইস টি কনফার্মেশন চাইবে যে আসলে আপনি এই পেকেজ টি ইন্সটল করবেন কিনা। ওখানে Yes দিন অথবা Instal **** দিন। এবার ডিভাইস টিকে একটু সময় দিন টা ইন্সটল করতে। আমার প্রায় ৪-৬ মিনিট লেগেছে। এবার আপনার ডিভাইস এ Android Jelly Bean 4.1 ইন্সটল হতে থাকবে। কিছুক্ষন পর দেখবেন যে এটা ইন্সটল হয়ে গেছে এবং আপনি একটি কনফার্মেশন পেলেন। এবার দেখুন উপরে আছে reboot system now. কি ভাবছেন!! কি করবেন!!! আরে ভাই রিবুট করুন এই অপশন এর মাধ্যমে ও ২০-৪০ সেকেন্ড অপেক্ষা করুন।

তারপর দেখবেন উপরের মতো এরকম স্ক্রিন দেখা যাচ্ছে আপনার ডিভাইস এ!!!! ইয়াহু!!!!!!!!!!!! এইতো হয়ে গেল Jelly Bean 4.1!!!!!!!! তারপর ডিভাইস চালু হউয়ার পর আপনার সেটিং গুলো ঠিক করে নিন। আমি এভাবেই করেছি। কারন Air Update টা আমি এখন ও পাই নি। হাঁ এভাবে আপডেট করলে যা হবে Air Update এ করলে তাই হবে কারন আমার ফ্রেন্ড ওভাবে করেছে তারপর আমি তা মিলিয়ে দেখেছি।

অনেক তারাফুরা করে লিখেছি পোস্ট টা তাই কিছু বাদ পরলে অথবা ভুল হলে ক্ষমা করবেন আর ইমেজ গুলা গুগল থেকে নেয়া সুতরাং স্ক্রিন এর ভার্সন পরিবর্তন লক্ষ করতে পারেন ছবিতে।

অ্যাপল এর খুঁটিনাটি ও জেলব্রেকিং টুলস  নিয়ে আমি বিজি থাকি। তবে আজ ANDROID এর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করে দিলাম। মোবাইল এর যেকোনো অপারেটিং এর সমস্যা হলে আমাকে পাবেন হেল্প এর জন্যে। নাহ আমি শুধু Android ইউজার না। আমি Java থেকে শুরু করে APPLE iOS পর্যন্ত সবগুলু ডিভাইস ও অপারেটিং ইউজ করি শুধু জানার জন্যে। এখানে কমেন্ট এর রিপ্লে দিতে না পারলে আমাকে এফ বি তে পেতে পারেন। আমার আইডি- fb.com/infraredprince

ধেৎ!!!! ফয়সাল ডাকছে ক্রিকেট খেলতে যেতে হবে... আজ এখানেই রাখছি... bYe... <3

Level 0

আমি infraredprince। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জিন্জারব্রেড কি আপডেট করা যাবে?

Level New

🙂

Onek Onek dhonnobad…

vai ami Samsung galaxy s i9000 use korchi ami ki ata install korte parbo???

এই ভার্সনে আপডেড হলে কি কি সুবিধা পাওয়া যাবে। symphony w50 মোবাইল আপডেট করা যাবে কিনা ?

Level 0

apni kon brand kon model set use koren?

Level 0

can u do the update at my xperia pro (mk16i) currently running ics?

আমার গ্যালাক্সি ট্যাব পি১০০০ মডেল কি আপগ্রেড করা যাবে? এখন এতে জিঞ্জারব্রেড (ওভারকাম রম) ইন্সটল করা আছে।

    mone hoy na kora jabe… cz eta v2.3 er upore jabe na.. bt ROOT kore kora jete pare 4.XX e kintu valo cholbe na. Jelly Bean hobena as far as i know.

Level 0

আমি পি১০০০ মডেল কিভাবে আপগ্রেড করব? আমার গ্যালাক্সি ট্যাব root করা। যদি আপগ্রেড করা যায় তাহলে কি মোবাইল স্লো হয়ে যাবে?

    @Akramul: Jelly Bean update hobena may b. holeo apnar mobile e cholbe na crash korte pare

galaxy s jelly bean support kore oita problem nai..gsmarena te article ase dekhen recent post gula te paben…r apni konta diya jelly bean e upgrade korsen…kono benifit ase I mean speed barse?speed barse naki ager motoi ase?r shob gular process e ki eirokom?

    jelly bean ice crm sandwich er mtoi onekta.. but onek smooth!! most wanted feature holo Google Now! ja Apple Siri er cheyeo beshi powerful. ao onek benefit ase.. korei dekhen bujhben

apnar device tar namm ta bollen na?

Samsung Galaxy S i9000 ai set a cholbe???

Level 0

আমি কি Samsung galaxy tab p1000 এ জিন্জারব্রেড ব্যাবহার করতে পারবো। আর যদি ব্যাবহার জিন্জারব্রেড করার উপায় থাকে, তাহলে জিন্জারব্রেড ব্যাবহার করে আমি কি কি সুবিধা পাব? জানালে খুবই উপকার হবে

shob gula tei hobe…shomoy er bepar….bujhen na nokia n9 meegoo te hoise…r amader gula to jonmogoto android…:P

    naaah shob gulate hobena… cz jelly bean run korar jonne Processor speed n Ram na thakle kmne cholbe!!! r jelly Bean google publish korche muloto Nexus 7 er jonne. tai previous shob Nexus n high configuration kichu device e support dicche…

u r right…but I think u know dat android is everthing about developers as it is a open source platform..and amr ja mone hoy at eta cholte atleast 1ghz er processor dorkar…kom beshi thakle performance e bujha jabe…and I hope je os ta smooth hobe…coz android lags too much on. 1ghz pro…

    ei version ta onk smooth… r ha developer ra etake modify kore already chere dise net e ja ami 2din age install korsilam. otate onk jhamela hoy… btw.. etar original version low configured handset e use kora jabena ta bolte pari amr experience theke..

Level 0

Brother ami galaxy y duos use kori(gingerbread). amar ti root kora ache. processor 800mz and ram 290mb. ami ki upgrade korte parbo? jodi pari then slow hoye jabe na to?

আমি কি HTC EVO 3D তে use করতে পারব, samsung i9003 তে ও কি করা জাবে,জানালে খোশি হোতাম

Level 0

vai amar htc desire hd 2.3.5 ami ki aita korte parbo??????janale khub khusi hotam

ওয়াও অনেক সুন্দর হয়েছে । টপ ১০ এ নির্বাচিত হবেই ইনশাল্লাহ । অনেক সুন্দর লিখেছেন । আপনি আইফোন এবং আন্দ্রইদ এর বাপারে টেকনোলজি এর শেষ চুড়ায় পওছে গেছেন । আল্লাহ আপনাকে অনেক বড় করুক। ভালো থাকবেন।ধন্নবাদ । তবে রেগুলার টিউন করলে ভালো হয়।

Level 0

Bai ami (MOTOROLA blur MB-200 CLIQ) use korchi ami ki ata install korte parbo…???

Level 0

Vai Google nexus er dam koto ar kothay pawa jay….janaben

Level 0

ভাই আমি samsung galaxy ace ব্যাবহার করি… আমি কি এ ভার্সনে আপডেট করতে পারব…?

    @Double R: sorry vai hobena.. samsung just Nexus e eta paoa jabe. S2 n S3 te august or septembr e dibe. ACE e dibena

Level 0

Android er onno version gulo pabo ki vabe? Google er kono original link ase? By the way nice post…..

Level 0

Bai ami (MOTOROLA blur MB-200 CLIQ) use korchi atr firmware version 1.5 ami ata ka onno ANDROID version a Update korta cai,konta korla balo hobe & ki bhabea korbo please help korben,Ami new ANDROID user.(thanks repley korar jonno)

Level 0

Vai Samsung Galaxy Y ei set e ki Jelly bin support korbe? Pls ans me? @https://www.techtunes.io/tuner/infraredprince 🙂

Level 0

@infraredprince ans me

    @obuj chele: naah vai korbe na support… galaxy s 3 tei to dicche na ekhon… r apnar ta to onk dur… Sorry

Level 0

@infraredprince Please Bai Help Koren.(kicu to akta bolben)

Level 0

samsung galaxy ace এ কোন ভার্সন তা ব্যাবহার করলে ভাল হয়… একটু জানাবেন কি…?
( ans করবেন plz,…)

Bhaia,Android 2.3.4 os ke ki kora jabe.

apner hndset er model ki ?
HRIDOY AHMED

Vai Ami Walton primo 4.0.4 use kori. Ata ki jelly ben kora jabe plz janaben.

Vai karbon tab a37 root korte chai help me plzzzz

ভাইয়া, আমি আমার GT-i9003 কে 4.2.3 তে কি আপদেট করতে পারবো? যদি পারা যায়, তাহলে কেমনে করবো একটু জানাবেন প্লিজ……।

ভাইয়া, আমি আমার GT-i9003 কে jellybean 4.2.3 তে কি আপডেট করতে পারবো? যদি পারা যায়, তাহলে কেমনে করবো একটু জানাবেন প্লিজ……।

Level 0

Samsung Galaxy S Duos ki ai jelly bean 4.1 update daya jaba ?