মোবাইলের জন্য ওয়েব ব্রাউজার

পিসিতে আপনি ওয়েব ব্রাউজিং এর জন্য রয়েছে অসংখ্য ওয়েব ব্রাউজার। কিন্তু মোবাইলের জন্য রয়েছে গুটিকয়েক ব্রাউজার। তন্মধ্যে আবার অধিকাংশই প্রকৃত ওয়েব পেজ দেখার সুবিধা এবং  পিসির ওয়েব ব্রাউজার গুলোর অত্যাবশ্যকীয় সুবিধা গুলো দিতে পারে না (যেমন: ফাইল ডাউনলোড, আপলোড, নিরাপত্তা ইত্যাদি)। কিন্ত এখন কয়েকটি মোবাইল ব্রাউজার এসব সুবিধা গুলো দেয়ার চেস্টা করছে। যেমন: Opera mini, Tshark, UCWeb ইত্যাদি নিম্নে Opera mini ও UCWeb এর উপর প্রতিবেদন লেখা হলো--

অপেরা মিনি ৪.১

অপেরা মিনি ৪.১

মোবাইল ওয়েব ব্রাউজার এর মধ্যে সবচেয়ে শক্তিশালী বলে বিবেচিত। বিখ্যাত পিসি ওয়েব ব্রাউজার Opera প্রস্তুতকারী প্রতিষ্ঠান এ সফটওয়্যার টি তৈরী করেছে। বর্তমানে এটি একমাত্র মোবাইল ওয়েব ব্রাউজার যাতে ডাউনলোড এর পাশাপাশি আপলোড ও করা যায়। অপেরামিনি এর একটি অনন্য সুবিধা হচ্ছে কোনো ওয়েব পেজ ব্রাউজিং এর পূর্বে এটি ঐ ওয়েব পেজ টির প্রিভিউ দেখায়। ফলে প্রকৃত ওয়েব ব্রাউজিং এর স্বাদ অনেকটা পাওয়া যায়( ঠিক যেন দুধের স্বাদ  ঘোলে মেটানো)। এটি আপনি বিনামূল্যে পেতে পারেন। এটি একটি জাভা এপ্লিকেশন (মোবাইল)। তাই যেকোনো জাভা সমর্থিত মোবাইল ফোনে এটি চলবে।

পিসি থেকে:
মোবাইল থেকে:

UCWEB

একটি  চায়না কোম্পানী UCWEB technology এর নির্মাতা। এ ব্রাউজারটি অপেরা মিনি এর মতো পেজ প্রিভিউ দেখাতে পারে না। তবে এতে রয়েছে নিজস্ব ডাউনলোড ম্যানেজার। যার মাধ্যমে আপনি Download pause করার সুবিধা পাবেন। এটিও একটি জাভা সফটওয়্যার। এবং বিনামূল্যে ডাউনলোড করা যায়।

ডাউনলোড করা যাবে--

পিসি থেকে:
মোবাইল থেকে:

Level 0

আমি faiyaz26। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 106 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি IT এর চরম ভক্ত। আমি NSU এ CSE তে পরি।and I LOVE PROGRAMMING>>>>...:)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ইউসি ওয়েবটা আমি আগে ব্যবহার করে দেখি নি। আজকে দেখবে। তবে অপেরা মিনি দারুন। আমার খুব প্রিয়। আর আপনাকে আমাদের টেকটিউনস কমিউনিটিতে স্বাগতম।

মোবাইলে ফায়ারফক্স ব্যবহার করা যায় না?

ও ফাইয়াজ ভাই আপনাকে স্বাগতম আমার তরফ থেকেও।

Level 0

thanx.. মোবাইলের জনন ফায়ারফকস এখনো আসেনি

ভাল লাগল টিউন টা। আপনাকে টেকটিউনসে স্বাগতম

Level 0

ভাল লাগলো টিউন টা পড়ে। কিন্ত UCWEB শুধু jad ফাইল download করতে দেয়। Nokia সকল hand সেটে jad ফাইল support করে না। তাই একটু সমস্যায় পড়ে গেলাম।