নকিয়ার নতুন চ্যালেঞ্জ

টিউন বিভাগ খবর
প্রকাশিত

বিশ্বের অন্যতম মুঠোফোন প্রস্তুতকারক নকিয়া এপেল আইফোন ও আইটিউনস্ এর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। Nokia 5800 XpressMusic মডেলের এই মুঠোফোনে রয়েছে 8 ( আট ) গিগাবাইট মেমোরি।

 nokia-5800-xpressmedia.jpg

তাছাড়া নকিয়ার এই সেটটিতে touch-screen প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়েছে। সবচেয়ে মজার ব্যপার হল এতে maps and satellite navigation সুবিধা রয়েছে যা এপেল আইফোন আর আইটিউনস্-এর জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাড়াতে পারে। অতি শীঘ্রই এটি বাজারে পাওয়া যাবে। যে কেউ এই মুঠোফোনের মাধ্যমে Warner Music Group, Sony BMG Music, Universal Music ও EMI Group হতে গান ডাউনলোড করতে পারবেন।

Level 0

আমি Ali Ahmad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই অনেক কষ্ট করে লিখছেন,…….ধন্যবাদ

Level 0

http://mea.nokia.com/5800xpressmusic
দেখলাম, তবে ভাই আমি আই ফোন এর অন্ধ ভক্ত। কারন নিত্য নতুন ফিচারের জন্য এপলই সেরা।

নকিয়ার কাছ থেকে আরও আগেই আশা করেছিলাম। দেখা যায় কী হয়। তবে নতুন খবরটা জানানোর জন্য অনেক ধন্যবাদ।

দেখা যাক নকিয়া কী করে। মনে হয় না আইটিউনসকে টক্কর দিতে পারবে। আলী ভাই আপনার আসল নামটা জানাবেন?

Level 0

ভাই অর্পণ, আমার আসল নাম আলী আহমদ। ছদ্মনামের চেয়ে আসল নামটাই আমার কাছে সাচ্ছন্দ্যকর।

আলী ভাই টেকটিউনসে আপনাকে স্বাগতম।

Level 0

আপনারাকি ইউ টিউবে নোকিয়া 5800 এমই’র ভিডিও দেখেছেন? এর টাচস্ক্রীনে আঙ্গুলের টাচে কাজ হবেনা। হাতুড়ি লাগবে। আর মিনিটে 5 বার হোম কী চাপতে হবে।

আমরা এমন সময় অনেক কাজ করি যার মানে আমরা নিজেঅ জানি না।

zenon ভাই ইউ টিউবে নোকিয়া 5800 এমই’র ভিডিও দেখে অদ্ভুত কিছু কথা বলে দিলেন যে এর টাচস্ক্রীনে আঙ্গুলের টাচে কাজ হবেনা। হাতুড়ি লাগবে।আর মিনিটে 5 বার হোম কী চাপতে হবে। ……আমি এই সেট use করছি ৩ মাস ধরে… zenon ভাই এর একটা কথাও সঠিক বলে মনে হয়নি…
আর Ali71a ভাই আর একটা তথ্য দিতে চাই … এই সেট এ ১৬ গিগাবাইট মেমোরি সার্পোট করে…