বিশ্বের অন্যতম মুঠোফোন প্রস্তুতকারক নকিয়া এপেল আইফোন ও আইটিউনস্ এর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। Nokia 5800 XpressMusic মডেলের এই মুঠোফোনে রয়েছে 8 ( আট ) গিগাবাইট মেমোরি।
তাছাড়া নকিয়ার এই সেটটিতে touch-screen প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়েছে। সবচেয়ে মজার ব্যপার হল এতে maps and satellite navigation সুবিধা রয়েছে যা এপেল আইফোন আর আইটিউনস্-এর জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাড়াতে পারে। অতি শীঘ্রই এটি বাজারে পাওয়া যাবে। যে কেউ এই মুঠোফোনের মাধ্যমে Warner Music Group, Sony BMG Music, Universal Music ও EMI Group হতে গান ডাউনলোড করতে পারবেন।
আমি Ali Ahmad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নকিয়ার কাছ থেকে আরও আগেই আশা করেছিলাম। দেখা যায় কী হয়। তবে নতুন খবরটা জানানোর জন্য অনেক ধন্যবাদ।
ভাই অনেক কষ্ট করে লিখছেন,…….ধন্যবাদ