ব্রাভিয়া ইঞ্জিন ইন্সটল করুন শুধু মাত্র লাইভ উইথ ওয়াকম্যান ব্যাবহার-কারিদের জন্যে!

যারা লাইভ উইথ ওয়াকম্যান ব্যাবহার করেন তারা আর মনে কোনো কষ্ট রাইখেন না! এখন আপনার মোবাইলেও আপনি ব্রাভিয়া ইঞ্জিন ইন্সটল দিবার পারবেন! চইলা আইছি আমি! যদিও নতুন নতুন কিছু সুবিধা আপনাগোরে দেওনের লাইজ্ঞা আমি নিজেই নিজের মোবাইল টার উপর অত্যাচার করতাচি! মাগার এত্ত কিছুর পরও আছি! জানি, এইখানে আমার থেইক্কা ঘাঘু অনেকেই আছে, আবার অনেকেই বিভিন্ন ফোরাম পইড়া অলরেডি ইন্সটল দিয়া ফালাইচেন! তারপরও আমি দিলাম! কারো কামে আইলে ভাল ফিল করুম! চেষ্টা করুম আর নতুন কিছু আপনাগোরে দেওনের লাইজ্ঞা!

ব্রাভিয়া ইঞ্জিন কি জানতে এইখানে ক্লিকান- http://blog.gsmarena.com/heres-what-sony-ericsson-mobile-bravia-engine-really-does-review/
আগেই কইয়া লই, রুট করা না থাকলে কইলাম এই পোস্ট কামে আইবনা! আর ক্যামনে রুট করবেন তা জানতে এইখানে ক্লিকান- https://www.techtunes.io/mobileo/tune-id/133418

প্যাঁচাল কম পারি, আহেন কামে লাইজ্ঞা  যাইগা---------------

সবার প্রথমে অ্যান্টি-ভাইরাস ইন্সটল করা থাকলে ডিজেবল করে দিন!

Step-1

প্রথমেই [ ClockWorkMod ] CWM এইখান থেইক্কা ডাউনলোডাইয়া লন – http://www.mediafire.com/?73xv18tht0e8zt4

ডাউনলোড শেষে extract কইরা লইবেন, আর মোবাইলে Unknown Sources আর USB Debugging অন করবেন আর Display অপশনে যাইয়া Screen timeout এ 10 Minute কইরা দিবেন! তারপর যে ফাইলটা extract করছেন,সেই ফোল্ডারে যাইয়া cmd2 তে ক্লিকাইবেন, দেখবেন মোবাইলটা কানেক্ট করতে কইবো! তারপর সুন্দর মতন স্ক্রিনের instruction ফলো করবেন। ফিনিশ হওয়ার পর রিবুট করতে কইলে করবেন।

Step-2

গুগল প্লে থেইক্কা Busybox ডাউনলোডান আর ইন্সটল দিয়া লন---https://play.google.com/store/apps/details?id=stericson.busybox&feature=search_result#?t=W251bGwsMSwyLDEsInN0ZXJpY3Nvbi5idXN5Ym94Il0.

ডাউনলোড শেষে অ্যাপ টা ওপেন করলে দেখবেন নিচের ছবির মতন ইন্সটল দিতে কইছে, কথা মত তাও ইন্সটল দিয়া লন।

Step-3

Install SE Extreme tweak installer  এইখান থেইক্কা নামাইয়া লন---https://www.box.com/s/349f7a3201b1209bb79e

মোবাইলটা কানেক্ট কইরা Install SE Extreme tweak installer ফোল্ডারটা অন করবেন! তারপর SE_Extreme_Tweak_Installer এ ক্লিকাইবেন! নিচের ছবির মত select করবেন,তারপর Install এ ক্লিকাইবেন।

কোথাও কোন টিক মার্ক দিবেন না। ২ থেইক্কা ৫ সেকেন্ডের মইদ্দে কাম শেষ! সুন্দর মতন মোবাইলটা রিবুট করবেন। তারপর Settings > Display তে যাইবেন! কি ভাই, খুশিতো? এখন সবাইরে কইতে পারবেন আপনার মোবাইলেও ব্রাভিয়া ইঞ্জিন আছে!

Level 0

আমি kafi007। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

দেশ থেকে অনেক দূরে পৃথিবীর এক কোনে থাকি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vai root korle toh problem, warrenty choila jaibo !!

    Level 0

    @nashid: কে বলল আপনাকে? আপনি যদি বুটলোডার আনলক করেন তাহলে warranty চলে যাবে!

      @kafi007: লোকটি ঠিকই বলেছে। রুট করলে ওয়ারেন্টি চলে যায়। আর বুট লোডারে তো সরাসরি সাপোর্ট চলে যায়।

        Level 0

        @দিহান: কি বলেন! আসলে বাংলাদেশের ব্যাপার আমি জানিনা, কিন্তু আমাদের এখানে তো ঠিকি সাপোর্ট দিচ্ছে!

    Level 0

    @দিহান: @nashid: root korle abr unroot kore fela jay…

vai root ta ki jinis eita e bujhi na.. ami next mase live with walkman ta kinbo…. thanks for post l]ke it

    Level 0

    @অমিত: কয়দিন অ্যানড্রএড ব্যাবহারের পর বুঝতে পারবেন আশা করি

Level 0

কাফি ভাই ভালই তো পোস্ট দিচ্ছেন। ভালো ভালো। চালিয়ে যান।

প্রায় ৩মাস আগেই এই সফটওয়্যার ব্যবহার করে bravia ইন্সটল করেছিলাম। যাহোক, তেমন কোন পরিবর্তন বোঝা যায় না। চার্জ একটু তাড়াতাড়ি শেষ হয়। এই সফটওয়্যার এর ইকুয়ালাইজারটাতো ইন্সটলই হয় না।

    Level 0

    @দিহান: একদম ঠিক কথা। মেগা ব্যাজ আসলে কাজ করেনা, কিন্তু আপনি কি বিট অডিও ট্রাই করছেন? না করে থাকলে করে দেখতে পারেন,এক কথায় অসাধারন! নেক্সট টিউন আমি সেইতার উপরে করব বলে ভাবতেছি

vi xperi neo v kinte jacci, eta somporke kicu bole.

Level New

live root korar ki kono easy way ache? arc s ebong neo v er jonno One Click root ache dekhlam xda forum a. ami official ICS use kori. eta fele gingerbread a downgrade korte chai na. jodi ICS 4.04 directly root korar kono way thake tahole janaben. apnar email addres janale upokrito hobo.

    Level 0

    @Tanay: আপনি এক কাজ করুন, আমাকে xda forum এর ওয়ান ক্লিক রুট এর লিঙ্ক টা মেইল করে দিবেন! আমার মেইল অ্যাড্রেস[email protected]

Level 0

bhai , amar apnar moto same ekta phone ache kintu kisui korte pari nah 🙁 moner dukhe mara jaitesi. apni jodi ektu help korten bhalo lagto. amar number dilum 01191026058.

Level 0

vai ekhane x 10 show kortese ami sonyericsson x 10 user ami ki eta korte pari.. amr phn rooted

Level 0

ভাইয়া, যদি দেখাইতেন যে ব্রাভিয়া ইন্সটল এর পূর্বে ও পরে কি change হইসে…(live with walkmnaন-এ)
আর নেট এ দেখলাম এটা শুধুমাত্র stock rom এর ক্ষেত্রে প্রযোজ্য।।
আমি তো আমার ‘লাইভ” রুট+ICS এ আপডেট করছি।।এতে আমার কি কোন problem হবে?