যারা লাইভ উইথ ওয়াকম্যান ব্যাবহার করেন তারা আর মনে কোনো কষ্ট রাইখেন না! এখন আপনার মোবাইলেও আপনি ব্রাভিয়া ইঞ্জিন ইন্সটল দিবার পারবেন! চইলা আইছি আমি! যদিও নতুন নতুন কিছু সুবিধা আপনাগোরে দেওনের লাইজ্ঞা আমি নিজেই নিজের মোবাইল টার উপর অত্যাচার করতাচি! মাগার এত্ত কিছুর পরও আছি! জানি, এইখানে আমার থেইক্কা ঘাঘু অনেকেই আছে, আবার অনেকেই বিভিন্ন ফোরাম পইড়া অলরেডি ইন্সটল দিয়া ফালাইচেন! তারপরও আমি দিলাম! কারো কামে আইলে ভাল ফিল করুম! চেষ্টা করুম আর নতুন কিছু আপনাগোরে দেওনের লাইজ্ঞা!
ব্রাভিয়া ইঞ্জিন কি জানতে এইখানে ক্লিকান- http://blog.gsmarena.com/heres-what-sony-ericsson-mobile-bravia-engine-really-does-review/
আগেই কইয়া লই, রুট করা না থাকলে কইলাম এই পোস্ট কামে আইবনা! আর ক্যামনে রুট করবেন তা জানতে এইখানে ক্লিকান- https://www.techtunes.io/mobileo/tune-id/133418
প্যাঁচাল কম পারি, আহেন কামে লাইজ্ঞা যাইগা---------------
সবার প্রথমে অ্যান্টি-ভাইরাস ইন্সটল করা থাকলে ডিজেবল করে দিন!
Step-1
প্রথমেই [ ClockWorkMod ] CWM এইখান থেইক্কা ডাউনলোডাইয়া লন – http://www.mediafire.com/?73xv18tht0e8zt4
ডাউনলোড শেষে extract কইরা লইবেন, আর মোবাইলে Unknown Sources আর USB Debugging অন করবেন আর Display অপশনে যাইয়া Screen timeout এ 10 Minute কইরা দিবেন! তারপর যে ফাইলটা extract করছেন,সেই ফোল্ডারে যাইয়া cmd2 তে ক্লিকাইবেন, দেখবেন মোবাইলটা কানেক্ট করতে কইবো! তারপর সুন্দর মতন স্ক্রিনের instruction ফলো করবেন। ফিনিশ হওয়ার পর রিবুট করতে কইলে করবেন।
Step-2
গুগল প্লে থেইক্কা Busybox ডাউনলোডান আর ইন্সটল দিয়া লন---https://play.google.com/store/apps/details?id=stericson.busybox&feature=search_result#?t=W251bGwsMSwyLDEsInN0ZXJpY3Nvbi5idXN5Ym94Il0.
ডাউনলোড শেষে অ্যাপ টা ওপেন করলে দেখবেন নিচের ছবির মতন ইন্সটল দিতে কইছে, কথা মত তাও ইন্সটল দিয়া লন।
Step-3
Install SE Extreme tweak installer এইখান থেইক্কা নামাইয়া লন---https://www.box.com/s/349f7a3201b1209bb79e
মোবাইলটা কানেক্ট কইরা Install SE Extreme tweak installer ফোল্ডারটা অন করবেন! তারপর SE_Extreme_Tweak_Installer এ ক্লিকাইবেন! নিচের ছবির মত select করবেন,তারপর Install এ ক্লিকাইবেন।
কোথাও কোন টিক মার্ক দিবেন না। ২ থেইক্কা ৫ সেকেন্ডের মইদ্দে কাম শেষ! সুন্দর মতন মোবাইলটা রিবুট করবেন। তারপর Settings > Display তে যাইবেন! কি ভাই, খুশিতো? এখন সবাইরে কইতে পারবেন আপনার মোবাইলেও ব্রাভিয়া ইঞ্জিন আছে!
আমি kafi007। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দেশ থেকে অনেক দূরে পৃথিবীর এক কোনে থাকি!
vai root korle toh problem, warrenty choila jaibo !!