কিভাবে “apk” ফাইল PC থেকে install করবেন Android মোবাইলে (নতুন Android বাবহারকারিদের জন্য)

এর আগে আমি আরও দুটা টিউন করেছি কিন্ত তেমন কোন সারা পাইনি আপনাদের কাছথেকে 😥 । খুব খারাপ লাগলো কিন্ত বাঙ্গে পরিনি। আশাকরি আপনারা আরও মনোবল দান করবেন যেন আমন আরও টিউন করতেপারি ইনশাল্লাহ।

আশা করি আপনাদের মতামত পাবো এই টিউনে যদি আপানারা Android সম্পর্কে কোন টিউন চান চাহলে আমাকে বলবেন।আপানাদের যদি কোন সমস্যা অথবা কোন Games/App/Custom ROM etc Request থাকে তাহলে আমার এই ফেসবুক দলে যোগদিন।


কিছু ভাই আমাকে বলেছে কিভাবে "apk" ফাইল PC থেকে install করবে Android মোবাইলে তা নিয়ে একটা টিউন করতে। আমি আজ এই নিয়ে সহজে বর্ণনা করবো।

"Enable Unknown Sources"

একটি. Apk ফাইল ব্যবহার এর ম্যানুয়াল ইনস্টলেশন করার পূর্বে, আপনি আপনার প্রথম ফোন “Unknown Sources” থেকে ইনস্টল করার অনুমতি প্রদান করতে হবে।

এটা করতে Menu -> Settings -> Applications এ “Unknown Sources“ বক্স এ টিক দিন।

ইনস্টল করার অ্যাপ্লিকেশন প্রচলিত পদ্ধতি ব্যবহার

ধাপ 1: ফাইল ম্যানেজার ইনস্টল করুন

Android এর স্থানীয়ভাবে গঠিত কোন File Manager নাই তাই আপনার SD-Card তথ্য দেখার কোন পদ্ধতি হয় না, তাই আপনার একটি Google Play থেকে একটি ফাইল ম্যানেজার ইনস্টল করা প্রয়োজন হবে। Android এর জন্য অনেক ফাইল ম্যানেজার আছে, কিন্তু আমার ব্যক্তিগত প্রিয় হল ASTRO ফাইল ম্যানেজার দিলাম। আপনারা যে কোনে একটা ব্যাবহার করতে পারেন।

Download সম্পূর্ণ ফ্রিঃ

https://play.google.com/store/apps/details?id=com.metago.astro&hl=en

ধাপ 2:. এসডি কার্ডে কপি apk ফাইল

একবার যখন আপনি ASTRO ফাইল ম্যানেজার ইনস্টল শেষ করেছেন, আপনার পিসিতে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস আপনার USB তারের ব্যবহার করে সংযুক্ত হোন. . Apk ফাইল SD Card এ কপি করুন।

ধাপ 3:. ইনস্টল apk

আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে কপি করা . Apk ফাইল ASTRO ফাইল ম্যানেজার ব্যবহার করে তা নির্বাচন করুন.

একটি ডায়ালগ বক্সে আপনি অ্যাপ্লিকেশন ইনস্টল খুলতে অনুমতি প্রদান করা হবে।

Open App Manager“ নির্বাচন করুন. (নিচের ছবির মতো নও হতে পারে কিন্ত নিয়ম একই)

পরবর্তী দুই পৃষ্ঠা, Select করুন “Install” এবং আবার “Install

আবার. Apk “Install” করুন.

আপনার নতুন app বর্তমানে ইনস্টল করা শেষ হয়েছে।

Original Tutorial (English)

http://maketecheasier.com/install-applications-without-the-market/2011/01/28

আগের দুইটা টিউন Android Game নিয়া

৩টি(১+ বোনাস) সেরা Angry Birds গেম Android মোবাইল এর জন্য

আমার খেলা সেরা ৫টি Racing গেম Android এর জন্য + Download link

Android নিয়ে কোন সমস্যা বা প্রশ্ন থাকলে আমার ফেসবুক দলে যোগ দিন।

https://www.facebook.com/groups/177826119010453/203674076425657/?ref=notif&notif_t=group_activity

Level 0

আমি Moyan Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 189 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Nice tune.Thanks you bro.

সুন্দর টিউন।আপনি চালিয়ে যান,লেখার আবেগে লিখুন কে পাশে আছেন তা দেখার দরকার নেই।ভ্যান গগ কিন্তু তার শিল্পের কদর দেখতে পান নি কিন্তু তাই বলে তার চিত্রকর্ম খারাপ হয়ে যায় নি,বিশ্বের অসাধারন কিছু চিত্রকলা তার হাতেই আঁকা।আপনার প্রতিও শুভকামনা থাকল

ভাই আসলে আমাদের দেশে ANDROID এর ব্যাবহার কম।
ইউজার কম! ব্যাপার না!
ধীরে ধীরে হবে! আপনে টিউন চালিয়ে যান!
খুব সুন্দর টিউন !!!! 😉 😉 😉
😛 😛 😛

ভাই আসলে আমাদের দেশে ANDROID এর ব্যাবহার কম।
ইউজার কম! ব্যাপার না!
ধীরে ধীরে হবে! আপনে টিউন চালিয়ে যান! চেইন টিউন আশা করছি!!!!
খুব সুন্দর টিউন !!!! 😉 😉 😉
😛 😛 😛

Level 0

Vhai ICS theke gingerbread -a kivhabe install korbo janale parle Khub Upokar hoto.

সুন্দর টিউন ,ধন্যবাদ

bhai Java software kyebabe install korbo ata bolen plz???????????

Level 2

ওহ ! এই টিউন এর জন্যই তো অপেক্ষা করছিলাম ভাই ।
😀

অনেক অনেক ধন্যবাদ @Moyan Hossain

চমৎকার….. আমি কিছু দিন আগে symphony w10 কিনলাম….. ‍স্কাইপে কিভাবে ইনস্টল করবো জানালো উপকৃত হতাম

Level 0

thanx…. sundor tune korar jonno. amar xperia ray atar modde skype 4.0.1325 install koreci kintu video call korte parci na akto help korben plz……

    @rajmeherab: For Video Calling you need Good Internet Connection Like 3G or Wifi, If you have wifi than you can use video call. and for 3G, there is no 3G in Bangladesh, we only have 2G 🙁

আপসোস লাগতাছে, কেন যে android user হলাম না.

bro amr ans ta pelam na kno????

Level 0

SONY XPERIA NEO V. onek onek thanx. at least reply korara jonno

ভাল টিউন।
তবে, আপনার টিউনের শিরনামে “(অজ্ঞ Android বাবহারকারিদের জন্য)” অংশটি পছন্দ হল না। আমাদের কারো জানার কমতি থাকতে পারে, তাই বলে তাকে আমরা অজ্ঞ বলব কি?? আরেকটু ভদ্র ভাবে বললে ভাল হত।
শিরনামটি একটু চেঞ্জ করে দিন।

    @অদৃশ্য: ভাই, যদি আমি ইংলিশ “Noob” লেখতাম তাহলে কোন অপমান হয়না কিন্তু যদি বাংলা ব্যাবহার করি তাহলে এটা অভদ্র?
    হায়! কি যে হলো আমাদের আধুনিক মানুষদের, ইংলিশ এ গাইল দিলেও কোন কিছু মনেকরেনা কিন্তু শুদ্ধ বাংলায় ভালো কথা অপমান মনে হয়?

      @Moyan Hossain: ভাই noob মানে কিন্তু newbie অর্থাৎ “নতুন” – কোনভাবেই “অজ্ঞ” না। কাউকে অজ্ঞ বলা আর নবিন/নতুন বলা এক কথা নয়। কাজেই আপনার শুদ্ধ বাংলার উদাহরণটি বোধ হয় ঠিক হয়নি।

      এটাকে ব্যক্তিগতভাবে নেয়ার কোন কারণ নেই। একটা ভাল সাজেশন দিয়েছিলাম মাত্র। ফেরত নিচ্ছি। ধন্যবাদ।

Level 0

কি ফেসবুক লিঙ্ক দিলেন ভাই, কোনটাই কাজ করে না।

M Hossain vai– আমি htc Wildfire S মোবাইল ব্যবহার করি কিন্তু ফেসবুক বা ইন্টারনেটের বাংলা লেখা ওয়েবসাইট, এমন কি টেকটিউনস এর বাংলা গুলো দেখতে পাই না। এর কোন সমাধান টিউন দিবেন প্লিজ…??

Android Mobile গ্যালাক্সি এ সি ই ২ কেমন হবে? ইন্টার্নেট, গেইম ও বিভিন্ন এপ্স চালাতে বলবেন কি?

Vai gem install hoyese kinto chalo howar pore hom screen ase tar 2second pore ei likha ese bondo hoye jay(unfortunately,raging thunder2lite has stopped) vai ki korbo janaben ki?

Level 0

আমার খুব উপকার হল। ধন্যবাদ।

Level 0

aibar to fatafati response pelen so keep it up!

আমি google play store থেকে কোন সফটওয়্যার ডাউনলোড করতে গেলে “Invalid packeg file” দেখায়। কি করলে google play store থেকে কোন ঝামেলা ছাড়া ডাউনলোড করতে পারবো?
please কেউ জানালে আমার খুব উপকার হবে।